Sunday, November 3, 2013

বাংলাওয়াশ---বাংলাওয়াশ---বাংলাওয়াশ

প্রিয় নিউজিল্যান্ড,

নিজেরা না খেয়ে, সারা বিশ্বে দুধ রপ্তানি করলে এমনই হবে !!!

Voice of Paikgacha'র পক্ষ থেকে বাংলাদেশ একাদশকে অভিনন্দন !


টাকা লাগলে Voice of Paikgacha দেবে !

গাজী টিভি এবং রুবেলের নামে টিভি চ্যানেলের আর্জি আগেই জানাইছি। এইবার শামসুর নাম রিকমেন্ড করলাম। শামসুও টিভি চ্যানেল লেভেলে আসেছে। কিন্তু এত টিভি চ্যানেল একটু টাফ। অন্য দিকে সাকিব তামিম রাগ করবে।

তাই সকল দিক বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট টীমের জন্য একটা স্যাটেলাইট খরিদ করার প্রস্তাব করছি। কৃত্রিম উপগ্রহের লেভেলে আমাদের টাইগাররা।

পুনশ্চ: নিউজিল্যান্ড দলের প্রত্যেকের সহিত একটা করে নিরালা/পঁচা বল সাবান দেয়া হউক। টাকা লাগলে Voice of Paikgacha দেবে !

পাইকগাছায় আলমসাধু ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাইকগাছায় ইঞ্জিনচালিত (আলমসাধু) ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে সংঘর্ষে গুরুত্বর আহত মটরসাইকেল চালক বাবু মোড়ল (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পাইতলী গ্রামের শাহাদাৎ মোড়লের পুত্র বাবু মোড়ল ঘটনার দিন মটরসাইকেলযোগে পাইকগাছা আসার পথে উপজেলার রাড়ুলীর শ্রীকণ্ঠপুর গাজী হ্যাচারীর সামনে পৌছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল জানান।

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা; মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

পাইকগাছায় এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার রাত ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে নিহতের পরিবার জানালেও মৃত্যু নিয়ে নানান গুঞ্জন চলছে বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানা পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানা যায়, উপজেলার গজালিয়া গ্রামের প্রশান্ত মন্ডল গত ৫ মাস পূর্বে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়ারচক এলাকার তপন সরদারের কন্যা চন্দনা (১৮) কে। বিয়ের বছর না পুরতেই ঘটনার দিন শনিবার রাত ৯টার দিকে নিজবসতবাড়ীতে স্ত্রী চন্দনা বিষপান করে। রাত ১০ টার দিকে চন্দনা মৃত্যুযন্ত্রনায় ছটফট করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যুহয় বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান।

এ ব্যাপারে থানার এসআই সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করা হয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় এ ঘটনায় কোন মামলা হয়নি বলে তিনি জানান।

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
 
এতে মোট আট হাজার ৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহন করেন মোট ৭১ হাজার ১৩ জন। পাশের হার ১১.৪%। আবেদনকারী ছিলেন ৮৬ হাজার ৫১ জন। অনুপস্থিত/বাতিল/স্থগিত পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৩৮ জন। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

ঢাবির ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) পরীক্ষার্থীরা নিজ নিজ একাউন্টে লগইন করে ফলাফল জানতে পারবেন। এছাড়াও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

এক্ষেত্রে DU>GHA>ROLL লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএসে এ ফলাফল পাওয়া যাবে।

উল্লেখ্য, ৮ নভেম্বর ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর ‘গ’ ইউনিট, ২২ নভেম্বর ‘ক’ ইউনিট এবং ২৩ নভেম্বর ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হরতালে জেএসসি পরীক্ষা পেছাল

হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়েছে। ৪ নভেম্বরের পরীক্ষা আগামী ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৫টা এবং ৬ নভেম্বরের পরীক্ষা ৯ নভেম্বর শনিবার সকাল ১০ থেকে হবে।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়ে বলেন, “ছেলেমেয়েদের জীবনের নিরাপত্তা বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের হিংস্রতার মুখে ফেলে দিতে পারি না। তাই পরীক্ষা পেছানো হয়েছে।”

৪ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর জেডিসিতে ৪ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আররি প্রথম পত্রের পরীক্ষা নির্ধারিত ছিল।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দেলীয় জোট।

হরতালের কারণে গত এসএসসির ৩৭টি এবং এইচএসসির ৩২টি বিষয়ের পরীক্ষাসূচি পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী।

শুভ জন্মদিন মৌসুমি !

Voice of Paikgacha'র পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন !

মৌসুমী (জন্ম- ৩ নভেম্বর, ১৯৭২) একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। মৌসুমীর প্রথম ছবি 'কেয়ামত থেকে কেয়ামত'।


কপিলমুনিতে খুলনা নির্বাহী প্রকৌশুলীর বাজার পরিদর্শন

কপিলমুনি বাজার এলাকার জলাবদ্ধতা দুরীকরনের লক্ষে ড্রেনেজ নির্মানের উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। এ লক্ষে শনিবার সড়ক ও জনপথ বিভাগের খুলনা জেলা নির্বাহী প্রকৌশুলী মোঃ আব্দুর রাজ্জাক বাজারের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন।

জানা গেছে, কপোতাক্ষ নদের অকাল মৃত্যুতে গত কয়েক বছর যাবৎ বর্ষার পানি নদীতে প্রবাহিত হতে না পারায় বর্ষা মৌসুমে খুলনার ঐতিহ্যবাহী বানিজ্যিক উপশহর কপিলমুনির অধিকাংশ এলাকা জলাবদ্ধতার শিকার হয়ে আসছে। এতে ব্যবসায়ীরা বর্ষায় জলাবদ্ধতার শিকার হয়ে মুহুর্তের মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। যার স্থায়ী সমাধান হয়নি গত কয়েক বছরেও।

সম্প্রতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোমিনুর রহমানের উদ্যোগে কপিলমুনি এলাকা পরিদর্শনে আসেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ও অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) দিপংকর বিশ্বাষ। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১টায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশুলী আব্দুর রাজ্জাক কপিলমুনি বাজারের ড্রেনেজ নির্মানের বিষয় পরিদর্শন করেন।

এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ জানান, উপজেলার পক্ষ থেকে কপিলমুনি এলাকার জলাবদ্ধতা দুরিকরনে ড্রেনেজ নির্মানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।