Saturday, March 15, 2014

বাবর চেয়ারম্যান, কালাম ও শাহানারা ভাইস চেয়ারম্যান

পাইকগাছায় ১৯ দলীয় জোটের সকল প্রার্থীর জয়লাভ; আ’লীগের চরম ভরাডুবি


পাইকগাছায় তৃতীয় দফার ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৯ দলীয় জোটের সকল প্রার্থী জয়লাভ করায় আ’লীগের চরম ভরাডুবি ঘটেছে। চেয়ারম্যান পদে এ্যাড. স.ম. বাবর আলী, ভাইস চেয়ারম্যান পদে মাওঃ শেখ কামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানারা খাতুন জয়লাভ করেছে বলে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে। 

শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে ৫৯০৬৩ ভোট পেয়ে ১৯ দলীয় জোট সমর্থিত বিএনপি’র উপদেষ্টা, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলী (দোয়াত কলম) বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান (আনারস) পেয়েছেন ৩৮৪৯৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে জামায়াত নেত্রী শাহানারা খাতুন (কলস) বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বলে জামায়াত নেতা এ্যাড. আব্দুল মজিদ জানান।

উল্লেখ্য, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ গঠিত। যেখানে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ জন ও নারী ৯২ হাজার ১৩৭ জন। এ নির্বাচনে ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছায় চেয়ারম্যান পদে এ্যাড. স.ম. বাবর আলী (দোয়াত কলম) বিজয়ী

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে এ্যাড. স.ম. বাবর আলী (দোয়াত কলম) বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ রশীদুজ্জামান (আনারস)'কে ২০৫৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।


মোট কেন্দ্র :: ৬৯ ---- প্রাপ্ত ফল :: ৬৯

এ্যাড. স.ম. বাবর আলী (দোয়াত কলম) :: ৫৯০৬৩ ভোট।

মোঃ রশীদুজ্জামান (আনারস) :: ৩৮৪৯৪ ভোট।

পাইকগাছাবাসী'কে অভিনন্দন !

দেশের অন্যান্য জায়গার মত কোন ধরনের সহিংসতা না ঘটানোর জন্য। আমি আমার পাইকগাছার মানুষের জন্য গর্বিত, তারা অনেক সভ্য। জনগণের রায়ের প্রতি আমাদের সকলের সবসময় যথাযথ শ্রদ্ধা রয়েছে।

বার্তাটি Voice of Paikgacha'কে পাঠিয়েছেন :: Masud Rana.

পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন, চলছে গণনা

পাইকগাছায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। ভোট গ্রহন শেষে চলছে গণিনার কাজ। এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম বলে ধারনা করা হচ্ছে। 

শনিবার সকাল ৮টা থেকে বিরতীহিনভাবে বিকাল৪টা পর্যন্ত এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। সকালের দিকে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা না গেলেও দুপুরের পর উপস্থিতির হার অনেকটাই বেড়ে যায়। তবে বিকাল ৪টার পর অনেকেই ভোটকেন্দ্রের বাইরে থাকায় ভোট দিতে পারেননি বলে জানা গেছে।

১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৯টি কেন্দ্রের ৪৪২টি বুথে ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক কেন্দ্রে ৪টার পর অনেক ভোটাররা ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্ঠা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করলে সাধারণ ভোটাররা পুুলিশের উপর চড়াও হয়। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় বলে ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার জানান।

সবমিলিয়েই তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। এই মুহুর্তে কেন্দ্র গুলোতে ভোট গননা চললেও কয়েকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট মনোনিত এ্যাড. স.ম বাবর আলী দোয়াতকলম প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

পাইকগাছায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ব্যালট পেপারসহ সরঞ্জামাদি স্ব স্ব কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আনা হয়েছে।

ফাইল ফটো
বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। এরপরেই শুরু হয় গণনা।


কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ভোট কেন্দ্র

সময় :: দুপুর ১:২৫ মিনিট

শেষ হলো পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রনে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র

সময় :: দুপুর ২:৪৫ মিনিট

মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র

সময় :: দুপুর ১:৪০ মিনিট

মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র

সময় :: দুপুর ২:১০ মিনিট

পাইকগাছায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান
Voice of Paikgacha'কে জানান, যথাসময়ে শান্তিপূর্ণভাবে এ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

গদাইপুর ইসলামিক মিশন এতিমখানা ভোট কেন্দ্র

মূল্যবান ভোট দিচ্ছেন এক ভোটার।

সময় :: সকাল ১১:২০ মিনিট


গদাইপুর ইসলামিক মিশন এতিমখানা ভোট কেন্দ্র (বুথের অভ্যন্তর)

সময় :: সকাল ১১:১৫ মিনিট

গদাইপুর ইসলামিক মিশন এতিমখানা ভোট কেন্দ্র

সময় :: সকাল ১১:১০ মিনিট

৫৩টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোট কেন্দ্রের তালিকা

হরিঢালী ইউনিয়নে ৫টি, কপিলমুনি ইউনিয়নে ৬টি, লতা ইউনিয়নে ৪টি, দেলুটি ইউনিয়নে ৪টি, সোলাদানা ইউনিয়নে ৪টি, লস্কর ইউনিয়নে ৩টি, গদাইপুর ইউনিয়নে ৫টি, রাড়ুলী ইউনিয়নে ৮টি, চাঁদখালী ইউনিয়নে ৭টি, গড়ইখালী ইউনিয়নে ৬টি ও পাইকগাছা পৌরসভার ১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের তালিকায় রয়েছে।

►হরিঢালী ইউনিয়নে রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো, হরিদাশকাটী বেগম জালাল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উত্তর সোনাতনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সোনাতনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, সলুয়া রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

►কপিলমুনি ইউনিয়নে রয়েছে ৬টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো, কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবদূত সংঘ, রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়, হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, নাবা সহকারী প্রাথমিক বিদ্যালয়, বিবি শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

►লতা ইউনিয়নে রয়েছে ৪টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো হাড়িয়া খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়, হানি মুনকিয়া বাইচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবিডিপি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয়।

►দেলুটি ইউনিয়নে রয়েছে ৪টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো গেউয়াবুনিয়া বীরেন্দ্রনাথ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলুটি জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল মল্লিক ডি এইচ কে মাধ্যমিক বিদ্যালয়, তোলখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

►সোলাদানা ইউনিয়নে রয়েছে ৪টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো, অমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়, বেতবুনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পূর্বদিঘা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চারবান্দা হাইস্কুল।

►লস্কর ইউনিয়নে রয়েছে ৩টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, খড়িয়া বীনা পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

►গদাইপুর ইউনিয়নে রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো, ঘোষাল বন্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাইকাটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, গদাইপুর এতিমখানা, মেলেকপুরাই কাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

►রাড়ুলী ইউনিয়নে রয়েছে ৮টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো, কাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাড়ুলী সিনিয়র মাদ্রাসা, রাড়ুলী ভূবণ মোহিনী বালিকা বিদ্যালয়, শহীদ কামরুল মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, বাঁকা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীকন্ঠপুর উত্তরপাড়া রেজিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

►চাঁদখালী ইউনিয়নে রয়েছে ৭টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হল, কৃঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি এইচ এফ মৌখালী ইউনাইটেড একাডেমী, কমলপুর হাড়িয়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলপুর আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

►গড়ইখালী ইউনিয়নে রয়েছে ৬টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। সেগুলো হলো, ফকিরাবাদ শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসা, হোগলার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাইন বাড়িয়া নব জাগরণী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, বিকেএ এস এম ইনস্টিটিউট বোইন বাড়িয়া হাইস্কুল, বগুলারচক একেপিকে এম এম মাধ্যমিক বিদ্যালয়।

►পাইকগাছা পৌরসভার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ও গুরুত্বপুর্ণ ভোট কেন্দ্রের তালিকায় রয়েছে।

সরল দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র

সময় :: সকাল ৯:৪৫ মিনিট

শুরু হলো পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন

 "আজ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন

পাইকগাছা উপজেলার ঘরে ঘরে আনন্দ !"

পাইকগাছার ৫৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 
 
জেলার বিশেষ গোয়েন্দা শাখা ও জেলা রিটানিং অফিসার সূত্র জানায়, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ গঠিত। যেখানে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ জন ও নারী ভোটার ৯২ হাজার ১৩৭ জন। এ নির্বাচনে ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খুলনা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানা গেছে, নিরাপত্তার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে ৩ জন পুলিশ, ১২ জন আনসার ও একজন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন করে পুলিশ বেশি থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বাইরে টহল দিবে পুলিশের ১৫টি মোবাইল টিম ও ৬টি স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনের দিন পাইকগাছায় ৫০ জন সেনা সদস্য ও দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার বিভূতি ভূষণ ব্যানার্জি জানান, পাইকগাছায় নিরাপত্তার বিষয়টি তদারকির জন্য দুই জন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুই জন সহকারী পুলিশ সুপার সার্বক্ষণিক পাইকগাছায় থাকবেন। নির্বাচনের আগে ও পরে ৫১০ জন পুলিশ সদস্য, ৮২৮ জন আনসার দায়িত্ব পালন করবেন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পাইকগাছা পৌরসভার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষাল বন্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাইকাটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, গদাইপুর এতিমখানা, মেলেকপুরাই কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাবাদ শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসা, হোগলার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাইন বাড়িয়া নব জাগরণী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, বিকেএ এস এম ইনস্টিটিউট বোইন বাড়িয়া হাইস্কুল, বগুলারচক একেপিকে এম এম মাধ্যমিক বিদ্যালয়, অমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়, বেতবুনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পূর্বদিঘা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চারবান্দা হাইস্কুল, হরিদাশকাটী বেগম জালাল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উত্তর সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, সলুয়া রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবদূত সংঘ, রেজ্জাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়, হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, নাবা সহকারী প্রাথমিক বিদ্যালয়, বিবি শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাড়িয়া খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয় ও হানি মুনকিয়া বাইচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রচারণা শেষ, পাইকগাছায় ভোটযুদ্ধ আজ

প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মাইকিং-মিছিল আর পথসভার শব্দ থেমে গেছে। চারদিকে নেমে এসেছে শুনশান নিরবতা। পাইকগাছায় ভোট যুদ্ধের পূর্বের অবস্থা এটি। রাত পার হলেই আগামীকাল বৃহস্পতিবার সেই ভোটযুদ্ধ। আর প্রস্তুতির শেষ পর্যায়ে এসে পাইকগাছায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে, তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল ১৫ মার্চ শনিবার ভোট হবে পাইকগাছায়। এই উপজেলার মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ জন ও মহিলা ভোটার ৯২ হাজার ১৩৭ জন। ১০টি ইউনিয়নের ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

এ বছর পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। ২০০৯ সালের নির্বাচনে তিনি ৪৭ হাজার ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপি সমর্থিত প্রার্থী স ম বাবর আলী পেয়েছিলেন ৪৫ হাজার ৪৩৫ ভোট। এবারও বিএনপি তাকে সমর্থন দিয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর গতবার পেয়েছিলেন ১৯ হাজার ১৬০ ভোট। সিপিবির প্রার্থী কৃষ্ণপদ মন্ডল গতবার ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। এবার চেয়ারম্যান পদে দলের সমর্থন পেয়েছেন তিনি।

নতুন করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জি এম আবদার রশীদ ও শেখ সোহওয়ায়ার্দী।অবশ্য আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ রশীদুজ্জামানকে (আনারস) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।