Saturday, May 11, 2013

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’

বাংলাদেশের উপকূল অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়। ভারত মহাসাগরের একটি বিশাল অঞ্চলে অস্থির আবহাওয়া কারণে চলতি সপ্তাহে দুটি উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটি বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্ব, শ্রীলঙ্কার পূর্ব, মিয়ানমারে আঘাত হানতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার বাংলাদেশের উপকূল অঞ্চলে এ ভয়াবহ ঘূর্ণিঝড় দুটি আঘাত হানতে পারে। 

শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে আরো সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শনিবার সকাল ০৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮'শ ৬০ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭'শ ৭০ কি.মি. দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮'শ ৮৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি.-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগরে মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।

কপিলমুনিতে দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা

কপিলমুনিতে দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে চুরি করতে আসা অপরিচিত ও বহিরাগত দু’যুবক। শনিবার বেলা ১২টার দিকে বাজার সংলগ্ন হাসপাতালের পিছনে মুজাফ্ফারের বাসায় এ ঘটনা ঘটে। জানাগেছে, এদিন ঘটনার সময় বাড়িতে কেহ না থাকায় পাইকগাছা বাসষ্টান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা রুস্তম হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার (২৩) ও মুরোলগঞ্জ থানার মুক্তার খানের পুত্র রুবেল (২০) নামের দু চোর মোজাফ্ফারের বাড়িতে ঢুকে মালামাল চুরি করছিল। এ ঘটনা দেখে রাস্তায় কাজকরা শ্রমীকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় এলাকাবাসী তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সপর্দ করেছে। উল্লেখ্য কপিলমুনিসহ আশপাশ এলাকায় দিনদুপুরে চুরি সংঘটিত হচ্ছে। তা’ছাড়া অত্র এলাকায় ছিচকে চোরের উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে।


কপিলমুনি হাসপাতাল পরিদর্শন করলেন সিভিল সার্জন

কপিলমুনি হাসপাতাল পরিদর্শনে আসলেন সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টায় খুলনা সিভিল সার্জন ডাঃ গোলাম মোর্তজা শিকদার, খুলনা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা হাসপাতালটির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী শাহরিয়ার হাসান মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, টি, এইচ, এ আবুল ফজল, অধ্যক্ষ শহর আলী গাজী, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, বিশিষ্ট ব্যবসায়ী সাধন কুমার ভদ্র, যুগল কিশোর দে, হাসপাতালের কর্তব্যরত ডাঃ এম কে হক রানা, আনন্দ মোহন বিশ্বাস, শেখ ইকবল হোসেন খোকন। পরে হাসপাতাল এর বিভিন্ন ফ্লর ঘুরে দেখেন। এ সময় দ্বীতল ভবনের মহিলা ওয়ার্ড, ডাক্তারসহ কর্তব্যরত নার্সদের কোয়ার্টার সমুহ পরিত্যাক্ত ঘোষনা করা হয়।


পাইকগাছায় সুশীলনের জলবায়ু সহনশীল প্রশিক্ষণ কর্মশালা

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে জলবায়ূ সহনশীল বিকল্প আয় বর্ধনমূলক কর্মসংস্থানের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ধামরাইল মাধ্যমিক বিদ্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও ওয়ার্ল্ড কনসার্ন ওয়াইড এর অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম মিজানুর রহমান, সুশীলনের উপজেলা ব্যবস্থাপক ছফুরা খাতুন ও বিএম আমিনুর রহমান। কর্মশালায় চাঁদখালীন ইউনিয়নের ১০ জন সুন্দরবন পেশাজীবী অংশগ্রহন করেন।

পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার সকাল ১১ টায় ষোলআনা ব্যবসায়ী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি গাজী সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এসএম বাবুল আকতার ও আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তুপ্তি রঞ্জন সেন, দপ্তর সম্পাদক প্রমথ রঞ্জন সানা, সাহিত্য সম্পাদক বি,সরকার, নির্বাহী সদস্য আব্দুল মজিদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএ গফুর, হাফিজুর রহমান রিন্টু, আলাউদ্দিন রাজা, নজরুল ইসলাম। সভায় প্রেসক্লাবের নামে ব্যাংক হিসাব খোলা, বর্তমান পরিষদের মেয়াদ উর্ত্তীনের এক মাস পূর্বে নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়

ভারত মহাসাগরের একটি বিশাল অঞ্চলে অস্থির আবহাওয়া কারণে চলতি সপ্তাহে দুটি উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটি বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্ব, শ্রীলঙ্কার পূর্ব, মিয়ানমারে আঘাত হানতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার বাংলাদেশ উপকূলে ঘূণিঝড়ের এ আঘাত আসতে পারে। এতে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হয়েছে।




পাইকগাছায় ঝুকিপূর্ণ কপোতাক্ষ মার্কেট

পাইকগাছায় বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ ছিদ্র হয়ে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে কপোতাক্ষ মার্কেট। বর্তমান ভবনে অর্ধশত ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পাঞ্জেগানা মসজিদ রয়েছে। গত আড়াই দশকে ভবনের কোন সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যেকোন মুহুর্তে ভবনটি ধসে পড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি ও প্রাণ হানির আশঙ্খা করা হচ্ছে।

সূত্র মতে, উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে ১০ শতক জায়গার উপর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের অর্থে ১৯৯০ সালে নির্মাণ করা হয় কপোতাক্ষ মার্কেট। শুরুতেই ৫০ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হলেও পরবর্তীতে তৃতীয় তলায় নির্মাণ করা হয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়, পাঞ্জেগানা মসজিদ ও থানা বিএনপির দলীয় কার্যালয়। মার্কেটটি নির্মাণের পর হতে গত আড়াই দশকেও কোন ব্যবসায়ী ভবনের সংস্কার করেনি। ফলে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এমনকি ছাদের বিভিন্ন অংশ সম্পূর্ণ ছিদ্র হয়ে গেছে। বিশেষ করে, দ্বিতল ভবনের যাতায়াতের পথের বিশাল অংশ ধসে পড়ায় যে কোন মহুর্তে ব্যবসায়ী কিংবা ক্রেতারা নিচে পড়ে গিয়ে হতাহত সহ বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংখা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের জরুরী বৈঠক আহবান করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে ব্যবসায়ী নেতা আব্দুল খালেক জানান।

পাইকগাছায় এরশাদ কাপের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত

পাইকগাছায় পল্লী বন্ধু এরশাদ কাপ ফুটবল টূর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শুরুর পূর্বে সাভার ট্রাজেডিতে নিহতদের স্মরনে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এবং চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করা হয়। পরে তালার সেন্টমেরি স্পোটিং ক্লাব ও গদাইপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে ৩-১ গোলের ব্যবধানে তালা সেন্টমেরি স্পোটিং ক্লাব জয়লাভ করে।

এসময় উপস্থিত ছিল সুন্দরবন স্পোটিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর জাপার সদস্য সচিব গাজী শহীদুল ইসলাম খোকন, বিএনপি নেতা সরদার মিজানুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, সাবেক কৃতি খেলোয়ার আব্দুস সালাম কেরু, আব্দুস সালাম। সার্বিক খেলা তত্ত্বাবধানে করে সুন্দরবন স্পোটিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল, সহযোগী মাসুদুর রহমান। ধারাভাষ্যকার ছিলেন-নুরুজ্জামান টিটু, মোঃ জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন।