Saturday, January 4, 2014

পাইকগাছা পৌরসভা ও ভিলেজ পাইকগাছার মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রীজ

মানব পতাকা গড়ে গিনেস বুকে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার গিনেস বুক কর্তৃপক্ষ এই অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে গত বছর করা পাকিস্তানের জাতীয় মানব পতাকার রেকর্ড আনুষ্ঠানিকভাবে ভেঙে দিল বাংলাদেশ।

১৬ ডিসেম্বর ২০১৩ বিজয় দিবসকে স্মরণ করে ২৭ হাজার ১১৭ জন মানুষ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়েছিল বাংলাদেশ। ‘লাল-সবুজের বিশ্ব জয়’ শিরোনামে মুঠোফোন সেবাদান প্রতিষ্ঠান রবি আজিয়াটার এই আয়োজনের কৌশলগত অংশীদার ছিল বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ওই মানব পতাকা তৈরি হয়। ওই দিন বিজয়ের গর্জনে মুখরিত হয় প্যারেড স্কয়ার।

২০১২ সালের অক্টোবরে পাঞ্জাব ইয়ুথ ফেস্টিভ্যালে ২৪ হাজার ২০০ জনের মানব পতাকা তৈরি করে রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছিল পাকিস্তান।

পাইকগাছায় বিএনপি জামায়াতের ৪ নেতাকর্মী আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি জামায়াতের ৪ নেতা কর্মীকে আটক করেছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দিনভোর অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর বাজার থেকে গদাইপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আজিবর রহমান আজুকে এবং রাত সাড়ে ৮ টার দিকে জামায়াত কর্মী গদাইপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান, মঠবাটি গ্রামের মকছেদ বিশ্বাস ও গোপালপুর গ্রামের সাইফুল সরদারকে আটক করেছে।

থানার ওসি এম মসিউর রহমান জানিয়েছেন, নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে।

ভোটাধিকার বঞ্চিত খুলনা-৬ আসনের ৩ লাখ ২৩ হাজার ভোটার

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত হলো খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের ৩ লাখ ২৩ হাজার ভোটার। দীর্ধ ৫ বছর অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের এই সুযোগ থেকেও বঞ্চিত জনতা জনার্দন।

ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। ফলে ৫ জানুয়ারী দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণ হলেও কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে ভোট হচ্ছে না এ আসনে।

সূত্র মতে, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা-৬ আসন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী ও নাসির আহম্মেদ জানান, এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৫৩ জন। যার মধ্যে পাইকগাছায় ১ লাখ ৮৫ হাজার ৬০৩ এবং কয়রায় ১ লাখ ৩৭ হাজার ৫৫০ জন।

গত বছরের শেষ দিকে নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে তপশীল ঘোষণা করার পর ১৮ দলীয় জোট নির্বাচন বয়কট করলেও এ আসনে মনোনয়ন জমা দেন আ’লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক ও জাপা মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর। শুরুতেই দু’প্রার্থীর কর্মী সমর্থকরা মেতে উঠেন নির্বাচনী উৎসবে। দু’উপজেলার ১২৭ কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন।

এদিকে হঠাৎ করে শেষ মুহুর্তে এসে জাপা মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় ভাটা পড়ে নির্বাচন উৎসবে। প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকতা ছাড়াই ৫ জানুয়ারী সম্পন্ন হচ্ছে খুলনা-৬ আসনের জাতীয় নির্বাচন।