Tuesday, May 6, 2014

লাগামহীন লোডশেডিংয়ে বিদ্যুৎ এখন সোনার হরিণ !

পাইকগাছায় পল্লী বিদ্যুতের ২৪ হাজার গ্রাহক অতিষ্ঠ


আকাশে মেঘ জমতে দেখলেই বিদ্যুৎ চলে যায়, আর যদি সামান্য ঝড়ো হাওয়া হয়েছে তো এক-দু’দিনের মধ্যে আর বিদ্যুতের দেখা মেলে না। বিদ্যুতের এ খামখেয়ালিতে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি অধিনস্থ পাইকগাছা জোনাল অফিসের আওতাধীন (পাইকগাছা-কয়রা) প্রায় ২৪ হাজার গ্রাহকের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। 

ঘন-ঘন ট্রিপ, লো-ভোল্টেজ ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের ফলে ব্যবসা-বাণিজ্যে যেমন ধস নেমেছে, তেমনি শিক্ষার্থীদের লেখাপড়াসহ এখানকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হচ্ছে।

পৌর বাজারের কম্পিউটার কম্পোজ ও ষ্টুডিও ব্যবসায়ীরা বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘন-ঘন লোডশেডিং হচ্ছে। দিনভর বিদ্যুৎ না থাকায় দোকানে আয় করতে পারছি না। বিদ্যুৎ যখন থাকছে তখন লো-ভোল্টেজ দেখা দিচ্ছে। 


বাজারের মোবাইল ফোন মেকানিকরা ক্ষোভের সাথে বলেন, সারাদিন বিদ্যুৎ ট্রিপ করছে। এই আসে এই যায় অবস্থা। ফলে কোন কাজ ধরে শেষ তুলতে পারছি না।

পৌর বাজারের ওষুধের দোকানীরা বলেন, লোডশেডিংয়ের কারণে যেসব ওষুধ ফ্রিজে রাখতে হয় এমন অনেক ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের সামনের প্যাথলজী ব্যবসায়িরা বলেন, বিদ্যুতের অভাবে রোগীদের পরীক্ষা-নীরিক্ষার কার্যক্রম সময়মত করতে পারছি না। ফলে রোগীদের ক্ষেত্রে ভীষণভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটছে লোডশেডিংয়ের কারণে। ফলে অভিভাবক মহল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ছেলে-মেয়েদের লেখাপড়া নিয়ে। স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, প্রচন্ড ভ্যাপসা গরমে এমনিতেই মানুষের জীবন ওষ্ঠাগত। তার ওপর অসহনীয় লোডশেডিংয়ের কারণে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে।

এদিকে দিনভর পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিং থাকা সত্ত্বেও প্রত্যহ সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায় না। সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার বিষয়টি যেন রুটিনে পরিণত হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মচারী
Voice of Paikgacha'কে নাম প্রকাশ না করার শর্তে বলেন, "লোডশেডিংয়ের কারণে আমাদের অফিসিয়াল অনেক কাজ করতে পারছি না।"

লোডশেডিং আল্লাহর রহমত !


প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, ''অতীত স্মরণে থাকার জন্য মাঝেমাঝে কিছুটা লোডশেডিং হওয়া ভাল। এটাও আল্লাহর এক ধরনের রহমত। লোডশেডিং না হলে সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে যে উন্নতি হয়েছে, সেটা মানুষ ভুলে যাবে।''

খরিয়াটিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি পূর্বচর ওয়াপদা রাস্তা থেকে রাড়ুলীর বাঁকা সংযোগ স্থল পর্যন্ত স্থানীয় আছাফুরের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বাঁকা ও খরিয়াটি সংযোগ স্থল পর্যন্ত ৫’শ গজ রাস্তায় চলাচলে পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি দেখেও না দেখার ভান করায় এলাকার যুব সমাজ ১৫ হাজার টাকা ব্যয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐ রাস্তা সংস্কার করছে।

এ কাজে সহযোগিতা করছেন আক্তার গাজী, মশিউর রহমান, আরিফ সরদার, ইমদাদুল, শাহাদাৎ হোসেন, শহীদ খা, ইউনুচ, মতিয়ার প্রমুখ।

রাড়ুলীতে ইউপি সদস্যকে হয়রানির অভিযোগ

রাড়ুলী ইউপির ৮নং ওর্য়াডের সদস্য হাশেম আলী মোড়লের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

অভিযোগ, বাকা বাজারে দোকান ঘর দখল নিয়ে প্রাক্তন চেয়ারম্যানের সাথে বিরোধের জেরে তাকে কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের একটি চাঁদাবাজি মামলায় ২২নং আসামি করে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসী জানান, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার মেম্বর হাশেমের সাথে বাঁকা বাজারের দোকানঘর দখল নিয়ে পূর্বের বিরোধের জের ধরে তাকে জব্দ করতে তার এক আত্মীয়ের চাঁদাবাজির মামলায় জড়িয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. স. ম. বাবর আলীর সাথে প্রেসক্লাব পাইকগাছার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। 

সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি আশিষ রায় চৌধুরী মিন্টু, গাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আহম্মদ আলী বাচা, কোষাধ্যক্ষ পঞ্চানন সানা, সদস্য দীপ অধিকারী, রায় সমীর কুমার প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, ইউপি সদস্য জালাল উদ্দীন প্রমুখ।

পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৪

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল; আপিলের সিদ্ধান্ত


পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি আপিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ৪ জুন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে কমান্ডারসহ ১১টি পদের বিপরীতে সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর নেতৃত্বে দুটি প্যানেল ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে ইউপি চেয়ারম্যানপদে বহাল থাকায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন না থাকায় রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্রটি বাতিল করেন।

এরই প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের নিকট আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি জানান, টানা কয়েকদিনের ছুটির কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত অনুমোদনপত্রটি পৌছাতে বিলম্ব হওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

পাইকগাছায় স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণ সভা

পাইকগাছায় আলোকঘর লাইট হাউস প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শিশু শিক্ষা কেন্দ্রে ক্যাটিরেস্ট অগাস্টিন গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শেখ সরফরাজ আলী।

বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি,এ গফুর, কাউন্সিলর মাহবুবর রহমান রঞ্জু, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি শামীম আহমেদ, কারিতাস’র এরিয়া ও অর্ডিনেটর এন্ডিকো মন্ডল।