Wednesday, October 30, 2013

সাশ্রয়ী মূল্যে 3G, 4G, ইন্টারনেট প্যকেজ; টেবিল থেকে বেছে নিন আপনার জন্য উপুযুক্ত একটি

3G চলে এসেছে এখন ধুমায়া হেব্বি স্পীডে ইন্টারনেট ব্রাউজ করবেন আর ডাউনলোড দিবেন। তাদের এত উত্তেজিত হওয়ার কিছু নাই, তাদেরকে আমি বলব, “ ধীরে বৎস ধীরে, তুমি যাহা চিন্তা করিতেছ ইহা তাহা নয়” সস্তায় হাইস্পীড ইন্টারনেট আর বিগ ভলিউম ডেটা আপাতত স্বপ্ন হয়েই বেঁচে থাকুক, হয়ত অপেক্ষা করতে হবে আরোও কয়েকটি বছর। এখন শুধু যাহা আছে, উহা থেকে খারাপের ভালোটি বেছে নিতে হবে।

আসলে আমরা কি চাই?   

  • ১. 3G চাই ?
  • ২. 4G চাই ?
না আমরা এগুলোর কিছুই চাইনা। আমরা সোজা মানুষ, আমরা 3G, 4G, EVDO এর প্রযুক্তিগত মার-প্যাঁচ বুঝিনা।

আমরা যা চাই, তা হলঃ

  • ১. সাশ্রয়ী দাম
  • ২. স্থীতিশীল উচ্চ গতি (Stable High Speed)
  • ৩. বেশি ডেটা
  • ৮. মেয়াদ বেশি

আমাদের দেশে দুই ধরনের ইন্টারনেট প্যাকেজ খুব জনপ্রিয়,

  • ২. সব চেয়ে কম দামে ৩০ দিনের Unlimited প্যাকেজ।
  • ১. সব চেয়ে কম দামে ৩০ দিন মেয়াদ এমন ইন্টারনেট প্যাকেজ।

স্থিতিশীল উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য আপনি নিতে পারেন 3G, Wimax, এবং CDMA প্রযুক্তির ইন্টারনেট সেবা। CDMA প্রযুক্তির ইন্টারনেট সেবা সিটিসেল আমাদের দেশে অনেক দিন ধরেই দিয়ে আসছে। Banglalion, Qubee, ollo এই তিনটি কোম্পানি আমাদের দেশে Wimax ইন্টারনেট সার্ভিস দিচ্ছে (তাদের দাবি এটা 4G)। Teletalk 3G আমাদের দেশে বেশ কিছুদিন যাবত ধরে 3G সেবা দিয়ে আসছে। সম্প্রতি  আমাদের দেশে জিপি, বাংলালিংক, রবি, এয়ারটেল 3G সেবা প্রদানের জন্য কাজ শুরু করেছে। তবে পর্যায়ক্রমে বিভাগীয় সাতটি শহরে পৌছাতে আগামি বছরের মাঝামাঝি বা তারও বেশি লেগে যেতে পারে। বিভাগীয় সাতটি জেলা বাদ দিয়ে অবশিষ্ট ৫৭ টি জেলায় কবে 3G পৌছাবে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন।

তবে 3G এর আশায় আপনার স্থিতিশীল উচ্চগতির স্বপ্ন হয়ত বৃথা যাবেনা। স্থিতিশীল উচ্চগতির ইন্টারনেটের জন্য 3G এক মাত্র ভরসা, এটি একটি ভ্রান্ত ধারনা, ভুল ধারনা, এবং এই ধারনা নিয়ে থাকাটা বোকামি। আপনার স্থিতিশীল উচ্চগতির স্বপ্ন পুরন হতে পারে Teletalk 3G, Wimax, অথবা Citycell এর CDMA প্রযুক্তির ZOOM Ultra দিয়ে।
উপরের  যে কোন একটি প্রযুক্তি আপনার হাতের নাগালে  পাওয়ার জন্য ভাগ্য খুব বেশি সুপ্রসন্ন হওয়ার প্রয়োজন নাই।

 

নিচের টেবিলটির তুলনা মূলক উপস্থাপনা থেকে আপনার সাশ্রয়ী প্যাকেজটি বেছে নিতে পারেন। নিচের সকল মূল্য ভ্যাট সহ উল্লেখ করা হয়েছে।

 

৩০ দিন মেয়াদের কম মূল্যের প্যাকেজ সমূহ (ভ্যাট সহ)


দাম মেয়াদ স্পীড ডেটা ভলিউম মন্তব্য
Telitalk 3G
299
30 days
512 Kbps
1 GB
Very Good
Citycell zoom ultra
316
30 days
300 Kbps
1 GB
Good
Qubee
400
30 days
512 Kbps
1.88 GB
Very Good
Banglalion
400
30 days
1 Mbps
2.5 GB
Best Offer
Robi 3G
403
30 days
512 Kbps
1.5 GB
Very Good
GP 3G
518
30 days
512 Kbps
1 GB
Bad
BL 3G
575
30 days
1 Mbps
1.24 GB
Good
Airtel 3G Airtel 3G সম্পর্কিত কোন নির্ভরযোগ্য তথ্য পাইনি N/A

 

এ যাবৎ কালের সবচেয়ে সাশ্রয়ী বেশি মেয়াদের প্যাকেজটি অফার করেছে Citycell Zoom Ultra

 

১২০ দিন মেয়াদ, ৪ জি বি (4GB), 300 Kbps মাত্র ১১৫০ টাকায় (ভ্যাট সহ)

 

৩০ দিন মেয়াদের কম মূল্যের Unlimited প্যাকেজ সমূহ (ভ্যাট সহ)


দাম মেয়াদ স্পীড Fare usage policy মন্তব্য
Telitalk 3G 1208 30 days 256 Kbps 25 GB Good
Citycell zoom ultra N/A N/A N/A N/A N/A
Qubee 1150 30 days 256 Kbps 25 GB Good
Banglalion 1093 30 days 300 Kbps Pick hour 39.37mb/30 minutes Good
Robi 3G N/A N/A N/A N/A N/A
GP 3G N/A N/A N/A N/A N/A
BL 3G N/A N/A N/A N/A N/A
Airtel 3G Airtel 3G সম্পর্কিত কোন নির্ভরযোগ্য তথ্য পাইনি N/A

 

২০০ মেগাবাইট মাত্র ৪৬ টাকায় (ভ্যাট সহ) মেয়াদ ১ দিন, 150 Kbps দিচ্ছে শুধু Citycell


উপরের যে কোন একটি থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজ।

 

শেষ কথাঃ

অনেকের কম্পিউটার হয়ত বেস স্টেশন টাওয়ার থেকে দূরে বা অবস্থানগত কারনে দুর্বল সিগন্যাল পেয়ে থাকতে পারেন যার দরুন ইন্টারনেট স্পীড কম পেতে পারেন। তাদের জন্য আমার পরামর্শ থাকবে একটি ভালো মানের USB Extension Cable কিনবেন। ভালো মানের USB Extension Cable তিন মিটার , পাঁচ মিটার বা তারও বেশি হয়ে থাকে। ভালো মানের তিন মিটার USB Extension Cable এর দাম ২০০ টাকা থেকে শুরু।
এটির এক প্রান্ত আপনার পিসির একটি USB পোর্টের সাথে জুড়ে দিন অপর প্রান্তে USB Modem সংযুক্ত করুন। এবার মডেমটি ক্যাবল এর দৈর্ঘ্য অনুযায়ী উপরে কোন কিছুর সাথে ঝুলিয়ে দিন।

এই USB Extension Cable একটি Antenna এর কাজ করবে, যেটি আরো ভালো সিগন্যাল রিসিভ করতে সাহায্য করবে।


যারা 3G, Wimax, অথবা Citycell এর Zoom ultra নেটওয়ার্কের বাইরে আছেন ,তাদের জন্যেও এই ক্যাবলটি হয়ত নেটওয়ার্কের সিগন্যাল ধরে স্থিতিশীল ইন্টারনেট এর স্বাদ এনে দেবে। যে সব এলাকায় উপরে বর্নিত ঠিকমত সিগন্যাল পায়না বা বাতাসের মত আসে যায়, তাদের জন্য এই ক্যাবলটি খুব কাজের।

আর যারা শুধু স্মার্টফোনে হাইস্পীড ইন্টারনেট ব্যাবহার করতে চান, তাদের জন্য এখন নির্ভরযোগ্য ভরসা হচ্ছে শুধু Telitalk 3G, এবং  Citycell. অনেকেই হয়ত জানেন না Citycell Android  চালিত স্মার্টফোন নিয়ে এসেছে।

Sunday, October 6, 2013

আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের রাস্তা !!!


শরতে বৃষ্টিমুখর আবহওয়া; শাক-সবজী চাষে বিঘ্ন, উপকার আমন ফসলে

আশ্বিনে আবহাওয়া বৃষ্টিমুখর হওয়ায় শীতের শাক-সব্জী চাষে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। ফলে বাজারে তরিতরকারির দাম বাড়তে পারে। তবে আমন ধানের প্রভূত উপকারে আসবে বলে কৃষি বিভাগ সূত্র জানায়। এদিকে বিরাজমান আবহাওয়া আরও একদিন থাকতে পারে।

গতকাল দেশের বেশীরভাগ এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমী বায়ুর অক্ষ মধ্য প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পাইকগাছায় শারদীয় দূর্গোৎসবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব পালনের লক্ষ্যে পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা পরিষদের এক মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন কুমার ভদ্র, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ, এ্যাড. অজিত কুমার বিশ্বাস, সাংবাদিক বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, নিতাই মিস্ত্রী, অপূর্ব রায়, রনজিৎ মন্ডল, শিবু প্রসাদ রায়, বিজয় মন্ডল, পিযুষ সাধু, পরেশ মন্ডল।

উপস্থিত ছিলেন উপজেলার ১৩৭ পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ।

পাইকগাছায় মটরসাইকেলসহ ৩ যুবক আটক

পাইকগাছায় চোর সন্দেহে মটরসাইকেলসহ ৩ যুবককে আটক করেছে এলাকাবাসী। শনিবার ভোররাতে চাঁদখালী বাজার থেকে তাদেরকে আটক করা হয় বলে এলাকাবাসী জানিয়েছে।

জানা যায়, ঘটনার দিন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকার শামীম হোসেন, সোহরাব ও মনিরুজ্জামান নামে ৩ যুবক মটরসাইকেলযোগে যাওয়ার সময় উপজেলার চাঁদখালী বাজারে পৌছালে তাদের গতিবিধি সন্দেহ হলে বাজারের নৈশ প্রহরী গফফার, মোস্তফা ও মালেক তাদেরকে গতিরোধ করলে তারা পালানোর চেষ্ঠাকরলে এলাকাবাসীর সহায়তায় ব্যবহৃত মটরসাইকেলসহ ৩ যুবককে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী জানান।

এ রিপোর্ট লেখাপর্যন্ত আটককৃতদের বেদম মারপিট করা হয়েছে এবং তাদেরকে পুলিশের কাছে হস্থান্তর করা হয়নি বলে থানার ওসি এম মসিউর রহমান জানান।

Saturday, October 5, 2013

তালায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি

তালা উপজেলার তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ইতিমধ্যে অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে তালা উপজেলার দুই শতাধিক গ্রাম। মানুষ ঘর ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করছে।

অবশেষে তালাঞ্চলের এসব দুঃখি মানুষের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহা: আনোয়ার হোসেন হাওলাদার। তিনি সরেজমিনে এসব এলাকা পরিদর্শন শেষে পানি নিষ্কাশনে বাধা জেয়ালা ঘোষপাড়া তালা-ডুমুরিয়া সীমান্তের বাঁধ ও সোহেলের ঘেরের বাঁধ পরিদর্শন শেষে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাঁধ অপসারণ করে বাঁধের স্থলে ২টি করে বড় পাইপ লাগানোর নির্দেশ দিয়েছেন।

কিন্তু সাধারন মানুষরা সরকারি খালের উপর সৃষ্ট বাঁধে বড় পাইপ লাগানোর বিষয়টি যথাযথ হয়নি বলে মনে করছেন। জনগনের দাবি ছিল সরকারি খালে এ পরিকল্পিত বাঁধটি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। জেলা প্রশাসক তিন কিলোমিটার পথ পাঁয়ে হেটে এ বাঁধ পরিদর্শনের সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী হাদিউজ্জামান সহ ঘের মালিক সোহেল ও গাজী মোমিন উপস্থিত ছিলেন।

এদিকে পানি নিষ্কাশিত না হতে পেরে তালা উপজেলার ১২টি ইউনিয়নের দুইশতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। তালা সদর ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ২১টি গ্রামই প্লাবিত। পার্শ্ববর্তী ইসলামকাটি, মাগুরা, ধানদিয়া, খলিলনগর, জালালপুর, মাগুরা, কুমিরা, তেঁতুলিয়া, সরুলিয়া, নগরঘাটা, খেশরা ইউনিয়নগুলোও পানির নীচে রয়েছে।

তালা সদর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বন্যার মাত্রা বিগত ২০১১ সালের ভয়াবহ পরিস্থিতিকে ছাড়িয়েছে। তালা ইউনিয়নের এক হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মানুষরা মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে সরকারি খালে ঘের মালিক সোহেল ও গাজী মোমিন বাঁধ দিয়ে ঘের করায় পানি নিস্কাসিত না হতে পেরে তালা, ইসলামকাটি, কুমিরা, তেঁতুলিয়া ইউনিয়নগুলো পানির নীচে। জনগণের পক্ষ থেকে দাবি উঠছে উক্ত ঘের মালিকদের বিরুদ্ধে সরকারিভাবে ক্ষয়ক্ষতিপূরণ মামলা করা হোক।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, আমার ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে ডুবানো রয়েছে। খুলনা-পাইকগাছা সড়কের ঘোষ নগর নামক স্থানে পাঁকা রাস্তার উপর পানি উঠে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হবার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, আমি ত্রাণ নয় পানি নিস্কাসনের ব্যবস্থা চাই।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, তালা উপজেলার ১২টি ইউনিয়নের ২২৯টি গ্রামের মধ্যে দুইশতাধিক গ্রাম পানিতে ডুবানো রয়েছে। বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অন্যদিকে তালা উপজেলা স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ তাদের ইউনিয়নের ক্ষয়ক্ষতির বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

কয়রায় ইভটিজিংয়ের অভিযোগে বৃদ্ধের কারাদন্ড

কয়রায় কলেজপড়ুয়া ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছে।

জানা গেছে, উপজেলার ১নং কয়রা গ্রামের কপোতাক্ষ কলেজের বিজ্ঞান শাখার প্রদর্শক অনাথ বন্ধু সরকারের কলেজ পড়ুয়া মেয়েকে একই গ্রামের মৃত কালিপদ মিস্ত্রির পুত্র হরিপদ মিস্ত্রি (৬৩) ইভটিজিং করায় মেয়ের বাবা অনাথ বন্ধু সরকার গত মঙ্গলবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ জানালে নির্বাহী আদালত তাকে এক মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করে।

হরিপদ মিস্ত্রির পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানায়, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে ফাঁসানো হয়েছে।

পাইকগাছায় জাতীয় শিশু অধিকার সপ্তাহ ‘১৩ পালন

পাইকগাছায় জাতীয় অধিকার সপ্তাহ-২০১৩ উপলক্ষ্যে দিনব্যাপী র‌্যালী, আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্যক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

প্রদীপন জাগরণ প্রকল্প, উপজেলা প্রশাসন, শিশু অধিকার সংরক্ষণ ও সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে শিশু অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে “নিশ্চিত হোক শিশু অধিকার, কাটুক সকল অন্ধকার” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জাগরণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আজমল-আল-নূর পাভেলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক এফএমএ রাজ্জাক, এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ ও এন ইসলাম সাগর, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, উদয় শংকর রায় ও শফিয়ার রহমান। দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মজীবি শিশুরা।

Friday, October 4, 2013

এলাকাবাসীর উদ্যোগে পাইকগাছায় আটকে পড়া ডলফিন নদীতে অবমুক্ত

আমরা এলাকাবাসীর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। সকল উদ্ধার কর্মীদের Voice of Paikgacha-র পক্ষ থেকে অভিনন্দন।

পাইকগাছার লোকালয়ের খালে আটকে পড়া বিশাল আকারের ডলফিন এলাকাবাসী উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছে। অপরদিকে সংশ্লিষ্ট বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের কর্মকর্তারা কোন খোজ খবর নেননি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশ ও প্রাণীবিদরা। 

শুক্রবার সকাল থেকে গনমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও শত শত নারী পুরুষ খালের দু’পাড়ে উপস্থিত হয়ে উদ্ধারকাজ উপভোগ করেন। এলাকাবাসীসূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন এলাকার বিশাল আকারের দুটি ডলফিন খাদ্যের সন্ধানে শিবসা নদী হয়ে উপজেরার গদাইপুর ইউনিয়নের বয়রা স্লুইচ গেট দিয়ে পানি সরবরাহের খালে প্রবেশ করে আটকা পড়ে।

গত এক সপ্তাহ যাবৎ আটকে পড়ার সংবাদটি শুক্রবার বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি টক অফ দা উপজেলায় পরিনত হয়। সচেতন এলাকাবাসী উদ্যোগ নেয় ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করার। সকাল থেকে এলাকাবাসী জাল ও নৌকা নিয়ে প্রচেষ্টা চালিয়ে বেলা ২ টার দিকে ডলফিনটি উদ্ধার করে পার্শ্ববর্তী শিবসা নদীতে অবমুক্ত করে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইনডিপেনডেন্ট টেলিভিশনের খুলনা বিভাগীয় আবাসিক প্রধান সোহেল মাহমুদ, ফটো সাংবাদিক অনিক, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ। উদ্ধার কাজে অংশগ্রহন করেন, মোশারফ হোসেন, ইমদাদুল হক, মিজানুর রহমান, মাওঃ আব্দুল মান্নান, আলাউদ্দিন মোড়ল ও আমানউল্লাহ গাজী।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের প্রধান, প্রফেসর ড. দীলিপ দত্ত জানান, উপকুলীয় এলাকার মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তিনি এলাকাবাসীর মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পাইকগাছায় ভূমিহীন সমিতির পরিচিত সভা

পাইকগাছায় বাংলাদেশ ভূমিহীন সমিতির স্থানীয় শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি নূরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।

থানা সহ-সভাপতি প্রমোথ নাথ মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক শ্যামল কৃষ্ণ মন্ডল, আমানুর রহমান, আব্দুল খালেক, কৃষ্ণপদ বিশ্বাস, সুবোধ সরকার, দিবাকর মন্ডল, সুজন মন্ডল, কালিপদ মন্ডল, ভূবেনেশ্বর সরকার, কনক সরকার, মৃত্যুৎঞ্জয় সানা, মোসলেম উদ্দিন, খোরশেদ আলম, মিখাইল মিস্ত্রী, আনিছুর রহমান, শাহীনুর রহমান, আবুল কালাম ও সুশান্ত মন্ডল।

কপিলমুনিতে ক্রেতা সেজে ফেনসিডিলসহ মাদক বিক্রেতাকে আটক

কপিলমুনিতে ক্রেতা সেজে ৮ বোতল ফেনসিডিলসহ আলামিন (২১) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার কাশিমনগর ঘোড়া বটতলা নামক জায়গা থেকে তাকে আটক করা হয়। সে তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের শহিদুল গাজীর পুত্র ও নিয়মিত মাদক বিক্রেতা বলে জানাগেছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ জানা যায়, আলামিন একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। সে তালা ও পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী স্থানকে মাদক ব্যবসার নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল বিক্রি করে আসছে।

এমতাবস্থায় বৃহস্পতিবার কপিলমুনি ফাঁড়ির দারোগা এস আই আব্বাস আলী ও কনষ্টেবল সোহাগ ক্রেতা সেজে ফেন্সিডিল নিতে আলামিন এর মোবাইলে যোগাযোগ করলে সে জানায় কাশিমনগর সীমান্ত এলাকা ঘোড়া বটতলা নামক জায়গায় অপেক্ষা করতে। এরপর দীর্ঘ অপেক্ষার পর আলামিন ফেন্সিডিল নিয়ে আসা মাত্রই দারোগা আব্বাস তাকে ঝাপটে ধরলে ধস্তাধস্তির এক পর্যায় তাকে আটক করতে সক্ষম হন।

এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা কপিলমুনি ফাঁড়িতে ফেন্সিডিলসহ আটক ব্যাক্তির ছবি তুলতে গেলে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে ছবি তুলতে দেননি কর্তব্যরত দারোগা এস আই আব্বাস আলী।

পাইকগাছায় ঔষধ দোকান মালিকদের ধর্মঘট; ভোগান্তিতে সাধারণ মানুষ

পাইকগাছায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ধর্মঘট পালন করেছে ঔষধ দোকান মালিকরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান বন্ধ রাখার মাধ্যমে এ ধর্মঘট পালন করে প্রায় ২‘শ ঔষধ দোকান মালিকরা।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মিটফোর্ড ঔষধ মার্কেটে ভ্রাম্যমান আদালত লাখ লাখ টাকার ঔষধ জব্দ, আর্থিক জরিমানা ও ব্যবসায়ীদের গ্রেফতার করলে এর প্রতিবাদে বাংলাদেশ কেমিষ্ট্র এন্ড ড্রাগিষ্ট সমিতি বৃহস্পতিবার সারাদেশে ধর্মঘট আহবান করে। এরই অংশহিসাবে উপজেলা সদরসহ ১০ ইউনিয়নের প্রায় ২ শতাধিক দোকানমালিকরা ধর্মঘট পালন করলে উপজেলার কোথাও কোন দোকান খোলা না থাকায় প্রয়োজনীয় ঔষধ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

পৌর বাজারে ঔষধ কিনতে আসা আসাদুল ইসলাম জানান ঔষধ এমন একটি প্রয়োজনীয় দ্রব্য, যা সময়মত পাওয়া না গেলে একজন মানুষের মৃত্যুর কারন হয়ে দাড়ায়, ঔষধের দোকান দেশের রাজনৈতিক দলগুলোর হরতালের আওতামুক্ত থাকলেও সংশ্লিষ্ট দোকানমালিকরা ধর্মঘটের নামে নিজেরাই দোকান বন্ধ রেখে অসুস্থ মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে, এটা কোন ধরনের আন্দোলন।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসাবে এ ধর্মঘট পালন করা হয়েছে বলে উপজেলা ঔষধ দোকান মালিক সমিতির আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক জানান।

আজ মহালয়া

জাগো তুমি, জাগো।
জাগো দূর্গা,
জাগো দশপ্রহরনধারিণী,
অভয়া শক্তির বলপ্রদায়িনী, তুমি জাগো।

 








আজ মহালয়া। দেবীপক্ষের সূচনা। দেবীকে আহবান জানানো হবে আজকে এই ধরনীতে আগমনের জন্য। দেবীর কাছে প্রার্থনা....... হে দেবী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, ধন্য করো তোমার আগমনে এই পৃথিবীকে। করো কলুষতা মুক্ত। মাতৃরূপে,বুদ্ধিরূপে,শক্তিরূপে আশীর্বাদ করো পৃথিবীর প্রতিটি মানুষকে। বিনাশ করো আমাদের অসুর প্রবৃত্তিকে।

সবাইকে শারদীয় শুভেচ্ছা।

Thursday, October 3, 2013

খাদ্যের সন্ধানে সুন্দরবনের ডলফিন লোকালয়ের খালে

খাদ্যের সন্ধানে সুন্দরবনের দু’টি ডলফিন পাইকগাছার লোকালয়ের এক খালে প্রবেশ করেছে। উপজেলার বয়রা খালে গত এক সপ্তাহ যাবৎ ডলফিন দু’টি আটকা পড়ে রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। ডলফিন দু’টি দেখতে প্রতিদিন স্থানীয় লোকজন ভীড় জমাচ্ছে খালের ধারে। 

এলাকাবাসী সুত্রে জানা যায়, খাদ্যাভাবে সুন্দরবনের বিশাল আকারের দু’টি ডলফিন (শোসক) বনসংলগ্ন শিবসা নদী হয়ে জোয়ারের সময় গদাইপুর ইউনিয়নের বয়রা সরকারি স্লুইচ গেট দিয়ে ঘোষাল ও বান্দিকাটি মৌজার পানি সরবরাহের অগভীর খালে প্রবেশ করে। প্রবেশ করার পর হতে গত এক সপ্তাহ যাবৎ ডলফিন দু’টি খালে আটকা রয়েছে বলে বান্দিকাটি গ্রামের মিজানুর রহমান জানান। ডলফিন দু’টির ওজন প্রায় ২০০ কেজি হবে বলে তিনি জানান।

পাইকগাছায় ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ পুলিশের সাবেক এক সদস্যসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার সোলাদানা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

থানাপুলিশ সুত্রে জানা যায়, ঝালকাটি জেলার নলছিটি থানার তোখাটি গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার পুত্র সাবেক পুলিশ সদস্য শাহীন হোসেন (৩৮) ও সাতক্ষীরার আশাশুনি থানার বুধহাটা গ্রামের সজিব সরদার (২৫) ঘটনারদিন সীমান্তবর্তী সাতক্ষীরা থেকে ফেনসিডিল নিয়ে সরবরাহ করার উদ্দেশ্যে পাইকগাছার সোলাদানা বাজার পৌছালে তাদের গতিবিধি সন্দেহ হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সহযোগিতায় স্থানীয় জনতা তাদেরকে আটক রেখে পুলিশকে খবর দেয়।

পরে থানার এসআই জালাল ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত দু’টি ব্যাগ থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও ব্যবহৃত খুলনা-ল-১১-৩৮০৪ লাল পালসার মটরসাইকেলটি জব্দ করে। ওসি এম মসিউর রহমান জানান আটক দু’জনের মধ্যে শাহীন সাবেক পুলিশ সদস্য। সে ইতোপূর্বে একাধিকবার আটক হয়েছে বলে তিনি জানান।

আজ অনুমোদন পাচ্ছে থ্রিজি প্যাকেজ: গ্রাহক পর্যায়ে চালু হচ্ছে রোববার থেকে

দীর্ঘ প্রতিক্ষার পর আজ বৃহস্পতিবার মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রস্তাবিত থ্রিজি প্যাকেজ বা মূল্য তালিকা অনুমোদন দিচ্ছে বিটিআরসি। আর আগামী রোববার থেকে থ্রিজির বাণিজ্যিক সেবা গ্রাহক পর্যায়ে চালু করতে পারবে অপারেটররা। বিটিআরসি ও সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেছেন, আমরা বৃহস্পতিবার থ্রিজি প্যাকেজ অনুমোদন দেব। এরপর চাইলেই অপারেটরা থ্রিজি সেবা চালু করতে পারবে। তবে কখন সেটি চালু হবে তা একান্তই অপারেটরদের বিষয়।

গত মাসের প্রথমভাগে থ্রিজি ফোনের লাইসেন্স পাওয়ার পর থেকেই বেসরকারি ৪ অপারেটর এ সেবা চালুর তোড়জোর শুরু করে। ইতিমধ্যে তারা সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করেছে।

গ্রামীণফোন ও রবি চলতি মাসের প্রথম সপ্তাহে এ সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

বাকীরাও চলতি মাসেই আসতে চায়। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও থ্রিজির ভয়েস কল ও ইন্টারনেটের প্রস্তাবিত মূল্য তালিকার অনুমোদন না পাওয়ায় অপারেটররা এ সেবা চালু করতে পারেনি।

বিটিআরসি সূত্রে জানা গেছে, তিনটি অপারেটর এখন পর্যন্ত প্রস্তাবিত প্যাকেজ জমা দিয়েছে। এরা হচ্ছে-গ্রামীণফোন, রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ।

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন এখন পর্যন্ত প্যাকেজ জমা দেয়নি। আজ বৃহস্পতিবার বিটিআরসি জমা পড়া প্যাকেজ তিনটি অনুমোদন করবে।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটকের বিদ্যমান প্যাকেজকে বেঞ্চমার্ক হিসেবে বিবেচনা করছে বিটিআরসি। তাই বেসরকারি তিন অপারেটরের প্যাকেজও তার আশপাশেই থাকবে।

থ্রিজি প্যাকেজ মূল্য কেমন হতে পারে তা এখনও জানা যায়নি। তবে রাষ্ট্রায়ত্ত মোবাইল কোম্পানি টেলিটকের দেওয়া প্যাকেজের কাছাকাছি থাকবে বলে জানা গেছে। ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের ট্যাক্স টেলিটকের চেয়ে কিছু কম-বেশি হতে পারে।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকেই সীমিত আকারে ৩.৫জি চালু করেছে রবি আজিয়াটা।

প্রাথমিক অবস্থায় ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে ৩.৫জি সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

চলতি অক্টোবর মাস থেকে বাণিজ্যিকভাবে এই সেবা পাবেন গ্রাহকরা। এ বছরের মধ্যেই ঢাকা, চট্টগ্রাম ছাড়াও কুমিল্লা ও সিলেটে এ সেবা চালু হবে।

আর আগামী ২০১৪ সালের প্রথম প্রান্তিকের মধ্যে ৩৫ শতাংশ থ্রি-জি সুবিধার আওতাভুক্ত হবে। থ্রিজি প্রযুক্তি খাতে রবি ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

গত ২৯ সেপ্টেম্বর রোববার সকালে আনুষ্ঠানিক থ্রিজি সেবা চালু করলো দেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন।

প্রথম পর্যায়ে গ্রামীণফোনের নিজস্ব কার্যালয়, রাজধানীর বারিধারা ও গুলশান এলাকায় এ সেবা পাওয়া যাবে। তারসঙ্গে যুক্ত হবে চট্টগ্রামের একাধিক এলাকা।

অক্টোবরের শুরুতে চট্টগ্রাম ও ঢাকার আরও কিছু এলাকায় থ্রিজি সেবা চালু হবে। নভেম্বরে ঢাকা জেলার অন্যান্য অংশ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তা সম্প্রসারিত হবে।

ডিসেম্বরে সাত বিভাগীয় শহরে গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু করা সম্ভব হবে। আর ২০১৪ সালের মার্চের মধ্যে সব জেলার গ্রাহকরা থ্রিজি সেবা পাবে।

গত ২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কল করে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড থ্রিজি সেবা আনুষ্ঠানিক চালু করে।

চলতি অক্টোবর মাসে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকা, নভেম্বরের মধ্যে সিলেটের কিছু এলাকা, ডিসেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাকি এলাকাগুলোতে থ্রিজি চালু করা হবে।

এছাড়া আগামী বছরের জানুয়ারির মধ্যে সব বিভাগীয় শহর এবং ২০১৪ সালের মধ্যে সারাদেশে থ্রিজি সেবা পৌঁছে দেবে এয়ারটেল।

পাইকগাছা সুপার মার্কেট, মেইন রোড, পাইকগাছা পৌরসভা, খুলনা


জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস রিলিজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রী (পাস) বি এ/ বিএসএস/ বিবিএস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার রেজিস্ট্রেশনের আবেদন ফরম ২৮.১০.২০১৩ – ২৭.১১.২০১৩ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info/degree-pass থেকে সংগ্রহ করা যাবে।

পূরণকৃত আবেদন ফরম নির্ধারিত ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ৪.১২.১৩। কলেজ কর্তৃকক্ষ অনলাইনে ডাটা এন্ট্রির শেষ তারিখ ১০.১২.১৩। রেজিস্ট্রেশন ফি ও তালিকাভূক্তি ফি এর ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১২.১২.১৩।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nuadmission.info, www.nubd.info থেকে জানা যাবে।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম টেস্ট ও তিনদিনের প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামের জহর আহমেদ স্টেডিয়ামে ৯ই অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট।

আর তার আগে বিসিবি একাশ ও কিউইদের মধ্যে ৪ থেকে ৬ই অক্টোবর অনুষ্ঠিত হবে অনুশীলন ম্যাচ। ক্রিকেটারদের বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে পৌঁছবে বলে জানানো হয়েছে।

টেস্ট একাদশ: মুশফিকুর রহীম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, রুবেল হোসেন, সোহাগ গাজী, মমিনুল হক, মার্শাল আইউব, রবিউল ইসলাম, আল আমিন হোসেন।

বিসিবি একাদশ: মাহমুদুল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক, জিয়াউর রহমান, শামসুর রহমান, নাঈম ইসলাম, মার্শাল আইউব, সাজিদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী, নুর হোসাইন ও ফরহাদ রেজা।

Wednesday, October 2, 2013

একটি মানবিক আবেদন

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রক্তনছাত্রী ”মনিকা” কে বাঁচাতে এগিয়ে আসুন আপনার সামান্য সাহায্যই বাঁচিয়ে দিতে পারে ফুলের মত একটি জীবন।

জীবনের অনেক কিছুই বাকি রয়ে গেছে দেখার, অনেক কিছুই পায়নি এখনো সে। এখনো হয়নি অনেক কিছু জানা। এখনো সে সদ্য এক তরুনী। তবু তারুন্যের উচ্ছলতায় আজ সে মন খুলে হাঁসতে পারে না। পারে না জীবনকে নিয়ে স্বপ্ন দেখতে। সর্বনাশা ব্রেইন টিউমার চুরমার করে দিতে চাইছে ওর সব আশা, স্বপ্ন।

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের ছাত্রী ’মনিকা’ দূরারোগ্য ও ব্যায়বহুল ব্রেইন টিউমারে আক্রান্ত। ইতিমধ্যে তার পরিবার তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যায় করেছে। কিন্তু সম্প্রতি চিকিৎসকরা যত শিঘ্রী সম্ভব তার টিউমার অপারেশন এর জন্য পরামর্শ দিয়েছেন। কারন, প্রতি মুহূর্তে টিউমার টি একটু একটু করে মনিকার মাথার আরো ভেতরে প্রবেশ করছে।

মনিকা এখন খুলনা সাজিকালের নিউরো সার্জন ডঃ মহাসীন ফরায়েজীর তত্বাবধানে আছে।

এত সীমিত সময়ের মধ্যে অপারেশনের টাকা জোগাড় করতে মনিকার পরিবার ও মনিকার জীবন উভয়ই আজ এক ভয়াবহ বিপদের সম্মূখীন। তাদের এই বিপদে অসীম মনোবল নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে পাইকগাছার তরুন যুব সমাজের তারুন্যদীপ্ত প্রতিধ্বনি ‘পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর তরুন সদস্যবৃন্দ, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও
Voice of Paikgacha। কিন্তু তারপরও এত সীমিত সময়ের মধ্যে চিকিৎসার সব খরচ যোগাড় করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় মনিকা, তার পরিবার ও পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সকল সদস্য মনিকার জীবন বাঁচাতে সকল পেশাজীবী মানুষের কাছে সাহায্য প্রার্থী। আপনার সামান্য সাহায্যই বাঁচিয়ে দিতে পারে ফুলের মত একটি জীবন। আবারও স্বপ্ন দেখবে মনিকা, একটি নতুন জীবনের.......

সাহায্য পাঠানোর ঠিকানা:

G.M. Nahidul Ehsan Milon
A/C: 16677 (Saving account)
ISLAMI BANK BANGLADESH LTD.
DHANMONDI BRANCH.

 

অথবা,  

BIKASH ACCOUNT NO: 01717795547 (Personal)
FARHANA SULTANA IVY

বাংলাদেশের মোবাইল কোম্পানি এয়ারটেল সুন্দর এবং চমৎকার ওয়ালপেপারটি তৈরি করেছে


পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের বিবৃতি

দাকোপ উপজেলার চালনার পুকুরপাড় সার্বজনীন দূর্গা মন্ডপে কতিপয় দূর্বত্তরা মন্ডপের দূর্গা প্রতিমা ভাংচুর করায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ঘটনায় ক্ষোভ, গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ,প্রতিবাদ ও এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তরুন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক চম্পক পাল, জেলা নেতা সাধন ভদ্র, এ্যাডঃ অজিত মন্ডল, উপজেলা সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক রতন ভদ্র, পূজা পরিষদ নেতা যুগোল কিশোর দে, রবীন্দ্র নাথ রায়, সন্তোষ সরদার, এ্যাডঃ চিত্ত রঞ্জন সরকার, তাপস বসু, উত্তম সাধু, মনোহর সানা, দুলাল বিশ্বাস, উত্তম দাশ, শংকর দেবনাথ, তৃপ্তি রঞ্জন সেন, অনাথ বন্ধু সরকার, কৌস্তভ রঞ্জন সানা, হেমেশ চন্দ্র মন্ডল, স্নেহেন্দু বিকাশ, মতিলাল সিংহ, অপুর্ব রায়, বিমল পাল, জগদিশ রায়, দিপঙ্কর মন্ডল, সুকৃতি মোহন, গুরুদাশ মন্ডল, অখিল মন্ডল, পীযুষ সাধু, স্বপন ঘোষ, রবীন্দ্রনাথ দত্ত, অসিত সাহা ভোলা।

পাইকগাছা সিনিয়র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

পাইকগাছার ঐতিহ্যবাহী সিনিয়র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত নির্বাচনে মাদ্রাসার মোট ১৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটে সর্বোচ্চ ১৪ ভোট পেয়ে কৃষি বিষয়ের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল ও রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক নজরুল ইসলাম ১৩ ভোট পেয়ে দু’ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

নিকটবর্তী প্রার্থী সমাজ বিজ্ঞান শিক্ষক জি,এ গফুর পান ৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ আজহার আলী।

মোবাইলে স্কুল ছাত্রীদের ছবি ধারন করায় চা বিক্রেতাকে গনপিটুনি

পাইকগাছায় মোবাইলে স্কুল ছাত্রীদের ছবি ধারন করার অভিযোগে স্থানীয় জনতা এক চা বিক্রেতাকে গনপিটুনি দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় জরুরী বৈঠক করেছে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের ফরিদ মোড়লের পুত্র রুহুল আমিন মোড়ল (২৮) এর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বোয়ালিয়া মোড় নামক স্থানে একটি চায়ের দোকান রয়েছে। সে দোকানে বসে দীর্ঘদিন যাবত যাতায়াতের সময় বিদ্যালয়ের শত শত ছাত্রীর ছবি মোবাইলে ধারন করে।

এছাড়াও সে অনেক ছাত্রীর খোলামেলা দৃশ্য ধারন করে ঘটনার দিন বুধবার সকালে পাশ্ববর্তী রাসেল কম্পিউটারে লোড দেয়ার সময় বিষয়টি জানাজানি হয়। পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে গনপিটুনি দেয়। পরে পুলিশ অচেতন অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম জানান, রুহুল আমিন এ পর্যন্ত আড়াই হাজার স্কুল ছাত্রী ও অনান্য মেয়েদের ছবি ধারন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিদ্যালয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে। রুহুল আমিন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে থানার এস.আই. প্রকাশ জানান।

বৈরী আবহাওয়ায় পাইকগাছার জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা গত ৩ দিন গুড়ি গুড়ি ও ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে পাইকগাছার জনজীবন। বিরুপ প্রভাব পড়েছে ব্যবসা বানিজ্যেসহ বিভিন্ন কাজকর্মে। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল খুবই কম।

এদিকে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় মংলা সমুদ্রবন্দরসহ তৎসংলগ্ন এলাকায় গত রোববার থেকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত রোববার থেকে শুরু হওয়া গুড়ি- গুড়ি ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার আড়াইলাখ মানুষের জনজীবন। সোম ও মঙ্গলবার টানা ভারী বৃষ্টিপাতে প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের খানাখন্দে পানি জমে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

গত দু’দিন কাজকর্ম কমে যাওয়ায় বিপাকে রয়েছেন ভ্যানচালক থেকে শুরু করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। বেচাকেনা কমে গেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে। স্কুল, কলেজ খোলা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল খুবই কম।

Tuesday, October 1, 2013

পাইকগাছায় মহিলা অধিদপ্তরের মানববন্ধন

পাইকগাছায় ‘নারীর অগ্রযাত্রা সময়ের দাবী, এটিই হবে উন্নয়নে চাবি’ প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক কে,এম, আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল জোয়াদ্দার, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, বন কর্মকর্তা, প্রেমানন্দ দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রভাষক ময়নুল ইসলাম, সোমা রায়, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও এন. ইসলাম সাগর।

কপিলমুনিতে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কপিলমুনিতে মাঠ পর্যায় মানবাধিকার লঙ্ঘন ও সাংবাদিকদের ভুমিকা শীর্ষক এক কর্মশালা সোমবার সকাল ১১ টায় উত্তোরণ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে মানবাধিকার লঙ্ন বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত ও কিভাবে মানবাধিকার লঙ্ঘিঘত হয় তার উপর আলোকপাত করেন সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন, কর্মশালার সমন্বয়কারী সাংবাদিক জাহিদুর রহমান, মোঃ আঃ জলিল শেখ ও উত্তোরণ কপিলমুনি শাখার ব্যাবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম।