Monday, June 30, 2014

পাইকগাছায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাচারিতা

পবিত্র মাহে রমজান আসতে না আসতেই পাইকগাছা পৌর বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। পৌরবাসীর অভিযোগ, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় পৌর বাজারে ব্যবসায়ীরা বরাবরই অন্যান্য জায়গার তুলনায় জিনিষপত্রে দাম বেশি নিয়ে থাকেন। 

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। গত শনিবার পৌর বাজারে যে কাঁচামরিচ ৬০ টাকায় বিক্রি হয়েছে তা’ গতকাল রবিবার প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে বেগুনের দাম প্রতি কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৫০ টাকায় দাড়িয়েছে। প্রতি কেজি পিয়াঁজে ৪ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে ৪০ টাকায় দাঁড়িয়েছে।

বাজার ঘুরে জানা গেছে, খোলা ময়দা প্রতি কেজি ৩৬ টাকা, প্যাকেট ময়দা প্রতি কেজি ৪৫ টাকা, খোলা আটা প্রতি কেজি ৩০ টাকা, প্যাকেট আটা প্রতি কেজি ৩৫ টাকা, ছোলা প্রতি কেজি ৫৫ টাকা, রসুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, ১০০ গ্রাম আদার মূল্য ২০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা, কাচকলা প্রতি কেজি ৪০ টাকা, সুকনো মরিচ ১০০ গ্রামের দাম ২০ টাকা, ব্যাসন প্রতি কেজি ৫০ টাকা, ডিম এক হালি ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বেগুন প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৮০ টাকা, কাচামরিচ (মোটা) প্রতি কেজি ১৬০ টাকা, পটল প্রতি কেজি ৩০ টাকা, পুঁইশাক প্রতি কেজি ১০ টাকা থেকে ১৫ টাকা, কচুর লতি প্রতি কেজি ৩০ টাকা, লালশাক প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, খিরাই প্রতি কেজি ৩০ টাকা, শশা প্রতি কেজি ৪০ টাকা, প্রতি পিচ বাতাবি লেবু ২ টাকা, প্রতি কেজি পেপে ২৫ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, পৌর বাজারে ভালোমানের পাঁকা কলা পাওয়া মুশকিল। যা কিছু আছে তা’ প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে খুচরা মাছ বাজারে বরাবরই ভালো কোন মাছ পাওয়া যায় না বললেও ভুল হবে না। যা পাওয়া যায় তার মধ্যে মরা-পচা কিছু তেলাপিয়া, চিংড়ি, পারশে ও পাঙ্গাশ মাছই উল্লেখযোগ্য। তাও আবার চড়ামূল্য। ১০০ গ্রাম চিংড়ি মাছ বিক্রি হচ্চে ৩০ থেকে ৪০ টাকা, ছোট সাইজের টেংরা মাছ প্রতি কেজি ৩০০ টাকা, একটু বড় হলে ৪০০ টাকা কেজি।

অপরদিকে, পৌর বাজারের প্রায় সব মুদি দোকানীরা প্যাকেটজাত মালের মূল্য প্যাকেটের গায়ে যা লেখা রয়েছে তার থেকে কম তো দূরে থাক বরং আরো বেশি রাখছেন। প্রশ্ন করলে জবাবে বলা হয়, কোম্পানী দাম বেশি রাখলে আমাদের কি করার আছে। মোদ্দাকথা পৌরবাসী বাজারের ব্যবসায়ীদের কাছে এক প্রকার জিম্মি হয়ে আছেন। তারা কোন কিছুরই তোয়াক্কা না করে জিনিষপত্রের দাম ইচ্ছেমত নিয়ে থাকে।

এলাকাবাসীর অভিযোগ, বাজারে সরকারিভাবে জিনিষপত্রের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে নিয়মিত মনিটরিং না করার ফলে ব্যবসায়ীরা এ ধরনের অবৈধ সুযোগ নিয়ে থাকেন। অন্তত রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন পৌরবাসী।

Tuesday, June 17, 2014

সিক্ত কর হে বৃষ্টি…. !

পাইকগাছাতে ফের দেখা মিলল স্বস্তির বৃষ্টির ! মৃদু হাওয়া আর রিমঝিম বৃষ্টি ! রাত সাড়ে ১২টার দিকে শুরু হল বৃষ্টি।

মুলারের হ্যাট্রিকে বিধ্বস্ত পর্তুগাল; ৪-০ গোলে জার্মানির জয়

ম্যাচের ৭৮ মিনিটেই পর্তুগালকে ৪ গোল দিয়েছে জার্মানি। যার ৩টিই এসেছে থমাস মুলারের পা থেকে। এর মাধ্যমে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করলেন তিনি। গোল শোধে মরিয়া ১০ জনের পর্তুগাল চেষ্টা করেও জার্মানির জালে কোনো বল জড়াতে পারেনি। ফলে ৪-০ গোলে পর্তুগালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। 

ম্যাচ যখন প্রথমার্ধের শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই নিজের দ্বিতীয় গোলটি করলেন থমাস মুলার। এরপরপরই বিরতিতে ম্যাচ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে জার্মানি। বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ‍

এর আগে ম্যাচের ৩২ মিনিটের মাথায় হ্যামেলস দ্বিতীয় গোলটি করেন অসাধারণ দক্ষতায়। ১২ মিনিটে প্রথম গোল করে ‍জার্মানি। এটি আসে পেনাল্টি শট থেকে। গোল করেন মুলার। ডি-বক্সের মধ্যে পেরিরা ফাউল করে হলুদ কার্ড পাওয়ার পর এই পেনাল্টি শট পায় জার্মানি।

পর্তুগাল তথা ক্রিশ্চিয়ানো রোনালদো তার লড়াই চালিয়েছেন। প্রথম গোল হজম করার পর দফায় দফায় আক্রমণ ‍চালিয়েছেন তিনি। রোনালদোকে ঘিরে চলে জার্মানিদের সার্বক্ষণিক চেকে রাখার লড়াই।

কিন্তু হয়তো চাপ সহনীয় পর্যায়ে ছিলো না পেপের। অসদাচরণের দায়ে ৩৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেপেকে। ম্যাচের ২৫ মিনিটের মাথায় নানির শটে পর্তুগালের গোল পাওয়ার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

এদিকে, ম্যাচের ২৭ মিনিটে আঘাত পেয়ে আলমেইদা মাঠে পড়ে গেলে পর্তুগালের জন্য সময় আরও খারাপ হয়ে ওঠে। অবশেষে মাঠ ছাড়তেই হয় ডিফেন্ডার আল মেইদাকে। পরিবর্তে মাঠে নামেন এডার।

এর আগে ম্যাচের প্রথম মিনিটেই সালভাদোর স্টেডিয়াম হয়ে ওঠে রণক্ষেত্র। এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপেরও এটি প্রথম ম্যাচ। মুখোমুখি জার্মানি ও পর্তুগাল।

পাইকগাছায় সাপের কামড়ে মোবারক নামে এক ব্যক্তির মৃত্যু

পাইকগাছায় সাপের কামড়ে মোবারক শেখ মোকন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মহিরুদ্দীন শেখের পুত্র। 

শুক্রবার রাতে বসতবাড়ী সংলগ্ন মসজিদ থেকে শবে বরাতের নামাজ পড়ে বেরিয়ে টিউবওয়েলে পা ধুতে গেলে বিষধর এক সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের নিকট থেকে ঝাড় ফুঁ শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্র জানিয়েছে।

পাইকগাছায় এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশে বিভিন্ন মহলের ক্ষোভ প্রকাশ

পাইকগাছায় ব্যবসায়ী লিয়াকত আলী ফকিরের আত্মহত্যার ঘটনায় স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হককে জড়িয়ে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশনের প্রতিবাদে পৌরসভার উদ্যোগে এক প্রতিবাদ সভা সোমবার দুপুরে পৌর ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমান, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুল লতিফ সরদার, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, এস,এম, তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, আসমা খাতুন, জাহানারা খাতুন, শেখ জালাল উদ্দীন, অধিবাস সানা, স.ম. আব্দুর রব, কামরুল ইসলাম, খলিলুর রহমান, মনোহর চন্দ্র সানা, গাজী সহিদুল ইসলাম খোকন, দাউদ শরীফ, ডাঃ জয়দেব।

উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা, আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হককে জড়িয়ে প্রকাশিত কুরুচিপূর্ণ সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

পাইকগাছায় অনিরাপদ এম.আর রোধ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পাইকগাছায় নিরাপদ মাতৃত্ব, অনাকাঙ্খিত গর্ভধারণ ও অনিরাপদ এম.আর রোধ প্রকল্পের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের উদ্যোগে ও নেদারল্যান্ড এ্যাম্বাসির সহায়তায় সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের প্রোগ্রাম অফিসার দিপালী বিশ্বাস। প্রজেক্ট কো-অর্ডিনেটর চম্পা দাশের পরিচালনায় নিরাপদ এম.আর, প্রজনন স্বাস্থ্য, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও স্বাস্থ্য অধিকারের উপর বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।

দলিত জনগোষ্ঠির ২ দিন ব্যাপী স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং-এর উদ্বোধন

পাইকগাছায় পরিত্রাণের উদ্যোগে দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা করণ প্রকল্পের ২ দিন ব্যাপী স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং-এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিস্ত্রী, সহকারী সমাজসেবা অফিসার নাজিমউদ্দীন, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন, পরিত্রাণের তারেক সরকার, ভবতোষ মন্ডল, বিজয় দাশ। উপস্থিত ছিলেন, সীমা সরকার, শ্যামল দাশ, কেয়া রাণী দাশ, লিলিমা সরকার, টুম্পা দাশ, মান্দারী দাশ ও চাঁদ কুমারী।

Monday, June 16, 2014

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যানকে হুমকি প্রদানের অভিযোগ

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার ও তার পরিবার যে কোন মুহূর্তে হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কায় করছেন। জীবনের নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান পুত্র জি এম সাইফুল গত শনিবার থানায় সাধারণ ডায়েরী করেছেন। এদিকে সাইফুল ইসলাম সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত বৃহস্পতিবার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রাড়ুলী ইউপির কলমিবুনিয়া মৌজায় মজিদ গোলদারের ৬০০ বিঘার একটি চিংড়ি ঘের নিয়ে একই এলাকার শফিকুল ইসলাম ও শামছুর রহমান গংদের সাথে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা মামলার ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত বুধবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার বাঁকা বাজারে আসার পথে শফিকুল ও শামছুর তাকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবনে শেষ করে ফেলার হুমকি দেয়।

এ ঘটনার প্রতিকার চেয়ে সাবেক চেয়ারম্যান পুত্র সাইফুল বৃহস্পতিবার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর গত শনিবার পিতা ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার আককাস আলী জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং দোকানের লাইসেন্স নবায়ন না করায়,

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

 

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাদ্যদ্রব্য রাখা এবং ঔষধের দোকানের লাইসেন্স নবায়ন না করার অপরাধে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
 
আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে গতকাল রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের হাসপাতাল রোডে লুৎফরের দোকান থেকে ৫ হাজার, জাকিরের দোকান থেকে ২ হাজার ও কায়ুমের দোকান থেকে ১ হাজার টাকা এবং একই এলাকার শরিফুলের ভ্যরাইটি ষ্টোর মেয়াদ উর্ত্তীণ খাদ্য দ্রব্য রাখার অপরাধে ৩ হাজার টাকা করে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এ সময় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।

আবহাওয়ার বিরূপ প্রভাব; পাইকগাছায় ঘরে ঘরে ভাইরাস জ্বরের প্রকোপ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর লম্বা লাইন। চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন সকলকে পরামর্শ দিতে। এদের মধ্যে অধিকাংশই ভাইরাস জনিত জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত। জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে এসেছেন। গত এক সপ্তাহ ধরে চলছে এ অবস্থা। 


চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়ার অংশ হিসেবে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর শিকার হচ্ছে বেশী শিশু ও বৃদ্ধরা। পৌর এলাকাসহ গ্রামাঞ্চলের সর্বত্র ভাইরাস জ্বরের ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছে। প্রতিদিনই নতুন করে এই জ্বরে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। শরীরে তীব্র ব্যথা আর কাঁপুনিতে আতঙ্কিত রোগীরা ছুটছে হাসপাতালে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তাপমাত্রা বৃদ্ধির কারণে এই সময়ে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব ঘটে বেশী। এ জন্য সকলকে সচেতন থাকা জরুরী। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যা বেশি। তবে এতে ভয়ের কিছু নেই। অধিকাংশ রোগীকে চিকিৎসা ও পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে।

জ্বরের লক্ষন হিসেবে উল্লেখ্য, রোগীর শরীরের তাপমাত্রা জ্বরে ১০২ থেকে ১০৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। জ্বরের স্থায়িত্ব তিন থেকে সাত দিন পর্যন্ত হয়ে থাকে। প্রচন্ড গরমের কারণে এ ধরনের জ্বর হয়ে থাকে।

সংশ্লিষ্ট অভিজ্ঞ চিকিৎসকরা জানান, একদিকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বাতাসে আদ্রতাও কম। ফলে শরীরে পানি শূন্যতা বৃদ্ধি পাচ্ছে। ঘাম বের হয়ে সেটা পুনরায় শরীরে বসে ঠান্ডা জমে যাচ্ছে। এর মাধ্যমে জ্বর, সর্দি ও কাশি হচ্ছে। এগুলো ভাইরাস বাহিত হওয়ায় তা’ ছোঁয়াচে। ফলে একজনের থেকে অন্যজনে ছড়াচ্ছে খুব দ্রুত।

শিশুরা খুব দ্রুত এর শিকার হয়। এ জন্য তাদেরকে রোদে বের না করা এবং বেশী করে পানি পান করানো উচিত। জ্বর একটু বেশী হলে অবশ্যই যতদ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। শরীরে অস্বাভাবিক তাপমাত্রার কারণে রোগী খুব দুর্বল হয়ে পড়ে। এ সময় সব ধরনের স্বাভাবিক খাবারসহ পুষ্টিকর খাবার খাওয়া উচিত। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিশ্বকাপে ৪র্থ দিনের প্রথম ২ ম্যাচে সুইজারল্যান্ড ও ফ্রান্স জয়ী

শেষ মুহূর্তের গোলে জয়ী সুইজারল্যান্ড


ম্যাচের বেধে দেওয়া সময় (৯০ মিনিট) পর্যন্তও ১-১ সমতায় খেলছিল সুইজারল্যান্ড ও ইকুয়েডর। আক্রমণ-পাল্টা আক্রমণ হতে থাকলেও ড্র’তেই যেন ম্যাচটির মীমাংসা হতে চলছিল। তবে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে প্রতিপক্ষের গোলপোস্টে বল পাঠিয়ে দলকে নাটকীয় জয় উপহার দেন সুইজারল্যান্ডের বদলি খেলোয়াড় হ্যারিস সেফারোভিচ।

মিড ফিল্ডার রিকার্ডো রদ্রিগেজের পাস থেকে পাওয়া বল ইকুয়েডরের গোলপোস্টের উপরের বাম কোণ দিয়ে বাম পায়ের শটে জালে পাঠান হ্যারিস। প্রথমে গোল হজম করেও ম্যাচ শেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

বেনজেমার জোড়া গোলে ৩-০ তে জয়ী ফ্রান্স


করিম বেনজেমার জোড়া গোলে ৩-০ তে জয়ী হয়েছে ফ্রান্স। খেলার ৪৩ মিনিটে পেনাল্টি থেকে এবং ৭২ মিনিটে ম্যাথিউ ডেবুচির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।

এছাড়া ৪৮ মিনিটে হন্ডুরাস গোলরক্ষকের আত্মঘাতী গোলটিতেও অবদান রয়েছে এই রিয়েল মাদ্রিদ তারকার। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেলতে নামা দুর্বল হন্ডুরাসকে দ্বিতীয়ার্ধে আরও ২ গোল দিয়ে ব্যবধান ৩-০ করে ফ্রান্স।

Voice of Paikgacha makes you nostalgic !

মেসির গোলে আর্জেন্টিনা ২-১ গোলে জয়ী

ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসির দুর্দান্ত গোলে দুর্বল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা।
 
প্রথমার্ধে বসনিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ড্রিবলার মেসি ৬৫ মিনিটের মাথায় গোলের দেখা পান। গঞ্জালো হিগুয়েনের পাসে ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে প্রতিপক্ষের গোলপোস্টের বাম কোণের নিচের দিকে বল জালে পাঠান আর্জেন্টাইন জাদুকর।


মেসির গোলের পর অবশ্য দলের পক্ষে একটি মাত্র গোল পরিশোধ করার পাশাপাশি বসনিয়ান স্ট্রাইকার ভেদাদ ইবিসেভিচ গড়েন নতুন কীর্তি। শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে ইবিসেভিচ বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার হয়ে প্রথম গোল করার রেকর্ড গড়েন তবে ব্যবধান কমলেও ম্যাচ শেষে জয় নিয়েই মাঠ ছাড়েন মেসি-আগুয়েরো-হিগুয়েন-ডি মারিয়ারা।

এর আগে, খেলার ৩ মিনিটের মাথায় মেসির ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন বসনিয়ান ডিফেন্ডার কোলাসিনাক। আর এই আত্মঘাতী গোলেই বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা।

শুরুতেই পিছিয়ে পড়ার পর বসনিয়া মরিয়া আক্রমণ করে গোল পরিশোধের জন্য। খেলার ১৪ মিনিটে বসনিয়ার আক্রমণ ভাগের খেলোয়াড় পিজানিক বক্সের ভেতরে আর্জেন্টিনা গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন, আর্জেন্টিনা গোলরক্ষক রোমেরো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দলকে বিপদমুক্ত করেন।

খেলার ২৫ মিনিটে আর্জেন্টিনার ফুলব্যাক মার্কোস রোজো ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। ৩২ মিনিটে জেকোর শট ক্রসবারের উপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় বসনিয়াকে। এরপর ৪১ মিনিটে লুলিচের জোরালো হেড বা দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন রোমেরো।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা।

ফুটবল উম্মাদনায় ভাসছে কপিলমুনি

বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, সারা বিশ্বের ফুটবল প্রেমীদের উম্মাদনা চোখে পড়ার মত। ফুটবলের উম্মাদনার এই ঢেউ আছড়ে পড়েছে কপিলমুনিসহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে। প্রিয় দলের পতাকায় ছেয়ে গেছে গোটা এলাকা। এদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরাই বেশী। 

বাড়ির ছাদে, ব্যবসা প্রতিষ্ঠানে, সংগঠনে, বাজার সর্বত্র শোভা পাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল’সহ বিভিন্ন দেশের পতাকা। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন বিশ্বকাপ ফুটবল। রাস্তাঘাটে নানা বয়সী মানুষ গায়ে প্রিয় দলের জার্সি জড়িয়ে সামিল হচ্ছেন এ উৎসবে।

এছাড়া মোটরসাইকেল ও ভ্যান থেকে শুরু করে বিভিন্ন গাড়িতে শোভা পাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। কোথাও কোথাও শোভা পাচ্ছে বিশাল আজেন্টিনা, কোথাও বিশাল ব্রাজিলের পতাকা, একই সাথে তার উপরে বাংলাদেশের পতাকা।

ফুটবল দলকে সমর্থন জানাতে ভিন দেশী পতাকা শত শত টাকা খরচ করে প্রদর্শন করছে সমর্থকরা। এ যেন অঘোষিত ভিন্ন এক স্নায়ুযুদ্ধ চলছে। দু’দলের সমর্থকদের মাঝে চলছে রাত জেগে খেলা দেখার জন্য নানা ধরনের প্রস্তুতি। দর্জিরা পার করছেন ব্যাস্ত সময়। জনতা ব্যাংক মোড়ে টানানো হয়েছে বিশাল পর্দা, সমস্ত খেলা গুলো সেখানে স্যাটালাইটের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে।

এদিকে কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কে.কে.এস.পি’র সাধারণ সম্পাদক এম আজাদ হোসেন জানান, সংগঠনটির পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ফুটবল মাঠে সম্প্রতি ব্রাজিল সমর্থক গোষ্ঠী ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও সহচরী বিদ্যামন্দির ফুটবল মাঠে বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা বড় পর্দায় দর্শকদের দেখানোর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ঘেরে মড়ক, চাষীদের মাথায় হাত

অনাবৃষ্টি, ঋণের দায় ও ঘেরে মড়কের কারণে এবার সাদাসোনা খ্যাত চিংড়ি চাষ করে বিপাকে পড়েছেন চাষীরা। এসব কারণে বাগদা ও গলদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গোটা দক্ষিণাঞ্চলে। এতে কয়েক হাজার চিংড়ি চাষী দিশেহারা হয়ে পড়েছেন।

এছাড়া উৎপাদিত চিংড়ির বাজার মূল্যও গত বছরের তুলনায় অনেক কম। তাই নতুন সঙ্কটে পড়ে মাথায় হাত উঠেছে চাষিদের। 

এদিকে স্বল্প সময়ে অধিক লাভবান হওয়ার লোভে চিংড়ি চাষে ঝুঁকে পড়ে এখন চোখে অন্ধকার দেখছেন আনেকেই। 

অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার কেউ কেউ মহাজনদের কাছ থেকে সুদে টাকা ধার করে কৃষিজমিতে ঘের দিয়ে শুরু কেরেন চিংড়ি চাষ। 

আবার কেউ কেউ অন্যের জমি লিজ নিয়েও বাগদা চিংড়ি চাষে ঝুঁকে পড়েন। কিন্তু বাগদা চিংড়ির পোনা ছাড়ার পর থেকেই ঘেরে ব্যাপকভাবে মড়ক লাগতে শুরু করে। এতে লাভ তো দূরের কথা, লোকসান গুনতেই ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই।

পাইকগাছার গদাইপুর গ্রামের চিংড়ি চাষী আব্দুল বারী শেখ জানান, প্রায় শতাধিক বিঘা জমিতে তিনি এবার বাগদা চাষে প্রায় ৬/৭ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এ ঘের থেকে যে পরিমাণ চিংড়ি পাওয়ার আশা ছিল তা ভেস্তে গেছে। ঘের থেকে বাগদা পাচ্ছেন না। বৃষ্টি না থাকার কারণে ঘেরের পানি নোনা হয়ে পড়ে। তাছাড়া নির্দিষ্ট পরিমাণে পানি না থাকায় চিংড়ি মারা যায়। কয়েকদিন আগে বৃষ্টি হওয়ায় তিনি নতুন করে আবারো পোনা ছেড়েছেন। পোনার গ্রোথও ভাল বলে তিনি জানান। কিন্তু শেষ পর্যন্ত এ খাত দিয়ে তার আসল পুঁজি উঠবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান।

জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা বিধান কুমার মণ্ডল জানান, বিভিন্ন উপজেলায় ৬৫ হাজার ৪শ ৪৬ টি ঘেরে চিংড়ি চাষ হয়েছে। এবছর মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ৩০০ মেট্রিক টন। ২০১৩ সালে ২০ হাজার ১৮৭ মেট্রিক টন।

তিনি বলেন, ‘গত বছর বাগদা চিংড়ি প্রতি কেজির দাম ছিল ৭০০ টাকা। এবার সেই চিংড়ির দাম প্রতিকেজি মাত্র সাড়ে ৪শ টাকা।’

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার ঘেরে বাগদা চিংড়ি মরে যাবার কথা স্বীকার করে বলেন, ‘হঠাৎ বৃষ্টিতে লবণ পানির ঘেরে এক ধরনের এসিড তৈরি হয়, মৌসুমের শুরুতে ঘের প্রস্তুত করার সময় চাষীরা ঘেরের মাটির সঠিক পরিচর্যা করে না, জমির ব্যাকটেরিয়া ধংস করার জন্য যে পরিমাণ চুন ব্যবহার করা দরকার তাও ঠিকমতো করেন না। এ ছাড়াও নিয়মিত সুষম খাদ্য সরবরাহ না করা, পানি পরিবর্তন ও বাতাস সঞ্চালনের ব্যবস্থা না করার কারণেও চিংড়ি মারা যেতে পারে।’

তিনি জানান, চিংড়ি চাষে এখনও চাষিরা সনাতন পদ্ধতি ব্যবহার করা হয়। তাই মারা যাওয়ার প্রবণতাও বাড়ছে। চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

কপিলমুনির স্থপতি রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র কর্মময় জীবন :: ১

দক্ষিণের জনপদ কপিলমুনি। কপিলমুনি একটি নাম, একটি ইতিহাস। জঙ্গল পরিষ্কারের পর সেখানে বসতি স্থাপন করে নৌপথে ব্যবসা বাণিজ্য শুরু করলেও উন্নয়নের ছোয়া লাগেনি সে সময়। তখন ঐতিহ্যবাহী কপিলমুনির মাটিতে জন্ম নেন এক জাতক। 


মানুষের ভেতরকার অন্ধকারকে দূর করবার লক্ষ্যে ঐ নবজাতক বাল্যকাল থেকে নিরলস, নিঃস্বার্থভাবে সমাজ উন্নয়নে কাজ করে গেছেন। যে কর্মের ফল ভোগ করে কপিলমুনির অগণিত মানুষ আজ সভ্যতার স্বর্ণ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। যার ব্যবসায়িক আদর্শ অনুসরণে অনেকেই আজ অন্যতম বড় ব্যবসায়ী। তিনি হলেন আধুনিক কপিলমুনি রূপকার স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু।

খুলনার দক্ষিণে সাপের মত একে বেকে বয়ে চলা কপোতাক্ষের তীরভূমি কপিলমুনিতে তিনি জন্ম নিয়েছিলেন ১৮৯০ সালের ২০ মে শুক্লাষ্টমী তিথীতে। পিতা যাদব চন্দ্র সাধু, মাতা সহচরী দেবী, পিতামহ ভরত চন্দ্র সাধু, পিতামহী অমৃতময়ী দেবী। পিতা মাতার চার পুত্রের তৃতীয় তিনি।

পড়ালেখায় স্কুলের গণ্ডি পার হননি। সে সময় পড়ালেখার তেমন সুযোগও ছিল না। বাড়ি অর্থাৎ কপিলমুনি থেকে সাত কিলোমিটার দূরে পায়ে হেঁটে নদী পেরিয়ে বিশ্ব বরেণ্য বৈজ্ঞানিক স্যার পিসি রায় প্রতিষ্ঠিত রাড়ুলীর আর.কে.বি.কে হরিশচন্দ্র ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেন তিনি। এখানেই তার ছাত্র জীবনের যবনিকা ঘটে।

আর সাথে সাথে সূত্রপাত ঘটে দৃষ্টান্ত স্থাপন করা কর্মময় জীবনের। তিনি সে সময় বাংলাদেশ ও ভারতে বিশাল ব্যবসা পরিচালনা করে ভাগ্যের চাকা ঘুরিয়ে কপিলমুনিতে প্রতিষ্ঠিত করেন একাধিক জনহিতকর প্রতিষ্ঠান।

আধুনিক কপিলমুনির স্থপতি রায় সাহেব বিনোদ বিহারী সাধুর কর্মময় জীবন শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনে উঠে আসবে দক্ষিণাঞ্চলের অন্যতম এই সমাজ সেবক সম্পর্কিত না জানা গুরুত্বপূর্ণ অনেক তথ্য, যা জানতে চোখ রাখুন পরবর্তী সংখ্যাগুলোতে।

কপিলমুনিতে ফেনসিডিল উদ্ধার নাটকের মূলহোতা আটক হয়নি আজও

৭ দিন অতিবাহিত হলেও কপিলমুনিতে ব্যবসায়ীকে ফাঁসাতে প্রকাশ্য দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানে ফেনসিডিল রেখে তা উদ্ধার নাটক সাজানোর মূলহোতা আজও আটক হয়নি। ফলে ব্যবসায়ী মহলে ক্ষোভ বিরাজ করছে

জানা যায়, কপিলমুনি বাজারের সাহানা মাইক এন্ড সাউন্ডের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত ৯ জুন সোমবার দুপুর ১টার দিকে একজন অপরিচিত লোক মাইক ভাড়া করতে এসে ফেনসিডিলের ব্যাগ রেখে প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হক ওরফে এমদাদ (৪৪) কে ফাঁসানোর চেষ্টা করে।

পরবর্তীতে বিকাল ৫টার দিকে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার আককাস আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে ফেনসিডিল রেখে পুলিশকে খবর দিয়ে সাজানো নাটকের মূল হোতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালে তিনি ক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহবান জানান এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার সোর্সকে গ্রেফতার ও জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

কিন্তু একে একে ৭ দিন অতিবাহিত হয়ে গেলেও ফেনসিডিল উদ্ধার নাটকের মূলহোতা সেই সোর্স আজও আটক হয়নি। প্রকৃত ফেনসিডিলের মালিকও সনাক্ত হয়নি। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

পাইকগাছায় যুবককে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা

পাইকগাছা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গুরুতর আহত আরিজ মোল্লা (২৪) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ূলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীকণ্ঠপুর গ্রামের জনৈক কবীর মোল্লার পুত্র সাতক্ষীরা সিটি কলেজে অধ্যায়নরত আরিজ মোল্লা তাদের ঘেরের মাছ বিক্রির প্রায় দু’লাখ টাকা ব্যাংকে রাখার জন্য পাইকগাছা সদরের উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়।

পথিমধ্যে একই গ্রামের যুবক মেহেদী হাসান লাচ্চু, ইমদাদুল ও মুকুল একটি মটরসাইকেলযোগে এসে আরিজ মোল্লাকে বেধড়ক মারপিট করে জখম করে। এ সময় তার কাছে থাকা সমুদয় টাকা ছিনিয়ে নিয়ে যায় দুস্কৃতকারীরা।

গুরুতর আহতাবস্থায় আরিজ মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

Sunday, June 15, 2014

শিববাটী ব্রিজ, পাইকগাছা

৩য় দিনের ৩ ম্যাচে যথাক্রমে কলম্বিয়া, কোস্টারিকা ও ইতালি জয়ী

কলম্বিয়া ৩-০ গোলে জয়ী


বিশ্বকাপ আসরের তৃতীয় দিনে ’সি’ গ্রুপের প্রথম ম্যাচে কলম্বিয়া ৩-০ গোলে গ্রিসকে হারিয়ে শুভ সূচনা করেছে।

৩-১ ব্যবধানে কোস্টারিকার স্বপ্নের জয়


অতীত ইতিহাস ও কৌলিন্যের দাপট ছাপিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে চমকে দিয়েছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

শনিবার নাইট ক্লাবের শহর ফোর্টালেজার অ্যারেনা ক্যাস্টিলাওয়ে বিশ্বকে অবাক করে এডিনসন কাভানি ও দিয়াগো ফোরলানদের ৩-১ ব্যবধানে পরাস্ত করেছে কোস্টারিকানরা।


গতির ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালো ইতালি


২০তম বিশ্বকাপের তৃতীয় দিনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফেভারিট ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।

বিশেষজ্ঞদের মতে, এ ম্যাচে আসলে কোনো ফেভারিট না থাকলেও তারা ইংল্যান্ডকে এগিয়ে রাখেন। তবে এ দিন সব দিক দিয়ে তারা ইতালির থেকে পিছিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। তবে ম্যাচে দু’দলের খেলাতেই ছিলো অত্যন্ত গতিময় ছন্দ।


আজ আষাঢ়ের প্রথম দিন, কদম ফোটার সময়

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে আষাঢ়ের আদ্র শুভেচ্ছা !


আজ পহেলা আষাঢ়। বাংলা বছরের তৃতীয় এবং বর্ষা ঋতুর প্রথম মাস, কদম ফোটার সময়। বাংলার ষড়ঋতুর মধ্যে উল্লেখযোগ্য এই বর্ষা ঋতু। আমাদের প্রকৃতি ও জীবনে বর্ষার অবদান ও প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। 

বর্ষা ঋতুই আবহমান বাংলার প্রকৃতি তুলে ধরে। বছরের ৬০ভাগ বৃষ্টি হয় এ মাসেই। নদ-নদী খাল-বিল পানিতে ভরে ওঠে এ মাসেই। আমাদের কৃষির প্রাণ বর্ষা মৌসুম। প্রকৃতিকে ধুয়ে মুছে কেবল দূষণমুক্তই করে না বর্ষা বৃক্ষরাজির বাড়বাড়ন্তির প্রধান প্রভাবক।

আমাদের সাহিত্য সংস্কৃতিতে বর্ষাজুড়ে আছে বিস্তীর্ণতায়। কবিগুরুর ভাষায় বলতে হয় ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’।

এবার গেল বৈশাখও জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়েছে। ফলে তেতিয়ে থাকা প্রকৃতি এখন বর্ষার জন্য উন্মুখ হয়ে আছে।

পাইকগাছায় পল্লী বিদ্যুতের ২৪ হাজার গ্রাহকের সীমাহীন দুর্ভোগ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে পাইকগাছা উপজেলাবাসী। বিদ্যুতের ঘন ঘন ট্রিপের কারণে অনেক ইলেকট্রিক সামগ্রী নষ্ট হবার খবর পাওয়া গেছে।

স্থানীয় গ্রাহকরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে যায়, আর তার দেখা মেলে টানা ১২ ঘন্টা পর শনিবার সকাল ৮টায়। এরপর সারাটা দিনই চলে শুধু ট্রিপের খেলা। এই আসে এই যায় অবস্থা।

এদিকে, মেইন তার রক্ষণাবেক্ষণ কাজের জন্য মাইকিং করে গত ১১ জুন থেকে শুরু হয়েছে ভোর থেকে মধ্যাহৃ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা।

সবমিলিয়ে পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের আওতাধীন (পাইকগাছা-কয়রা) প্রায় ২৪ হাজার গ্রাহক পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

কয়রার পল্লী বিদ্যুৎ সংযোগে ব্যাপক অনিয়মের অভিযোগ

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে দক্ষিণ দেয়াড়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দেয়াড়া গ্রামবাসীর লিখিত অভিযোগে জানা যায়, দক্ষিণ দেয়াড়া গ্রামে ৬৭০ নং লটের স্টেকিং সিটে ২২৫ জন গ্রাহকের নাম তালিকাভুক্ত করা হলেও একটি দালাল চক্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে দেয়াড়া গ্রামের মাত্র ৩৫ জন গ্রাহকের নাম স্টেকিং সিটে অন্তর্ভুক্ত করেন।

বাকী ১৯০ জন গ্রাহকের নাম স্টেকিং সিটে দেয়াড়া গ্রাম দেখানো হয়েছে কিন্তু প্রকতপক্ষে ওই ১৯০ জন গ্রাহকের বাড়ি পার্শ্ববর্তী জয়পুর ও বাগালী ইউনিয়নের বায়লাহারানিয়া গ্রামে। দেয়াড়া গ্রামের বিদ্যুৎ সংযোগ সুকৌশলে রদবদল করায় এখানকার বেশীরভাগ স্থায়ী বাসিন্দা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ পল্লী বিদ্যুতের সেবা থেকে বঞ্চিত হতে চলেছে।

দেয়াড়া গ্রামের বাসিন্দা আয়েশা খাতুন অপর এক লিখিত অভিযোগে জানান, বিধবা হওয়ায় জমি জায়গা বলতে আমার কিছু নেই। তারপর আমার ঘোর আপত্তি সত্বেও বসত ঘরের ওপর দিয়ে জোর করে বিদ্যুৎ লাইন টানার জন্য পল্লী বিদ্যুতের লোকজন পাঁয়তারা করছে।

একই গ্রামের মাষ্টার বাবর আলী বলেন, দেয়াড়া গ্রামে মাত্র গুটি কয়েকজনকে বিদ্যুৎ সংযোগ দিয়ে এখানকার শতাধিক গ্রাহকের নাম কর্তন করে অন্যত্র নিয়ে যাওয়ায় আমরা আমাদের জমির ওপর দিয়ে বিদ্যুৎ লাইন স্থাপন করতে দেব না।

স্থানীয় সমাজ সেবক জামাত গাজী জানিয়েছেন, দেয়াড়া গ্রামের গ্রাহকের চুড়ান্ত তালিকা গোপনে পরিবর্তনের বিরুদ্ধে আমরা পল্লী বিদ্যুৎতের জিএম বরাবর লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাইনি। আমাদের অভিযোগের কোন তোয়াক্কা না করে পল্লী বিদ্যুতের লোকজন লাইন স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের মুঠফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

কপিলমুনি কলেজে অভিভাবক সদস্য নির্বাচন আজ

প্রতিষ্ঠার ৪৭ বছরে এবারই প্রথম কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য নির্বাচন হচ্ছে আজ। কপিলমুনির সর্বোচ্চ এ বিদ্যাপীঠে নির্বাচনের খবরে এলাকায় উৎসবের আমেজ বইছে।

(ফাইল ফটো :: কপিলমুনি কলেজ)
জানা যায়, কপিলমুনি কলেজে অভিভাবক সদস্য নির্বাচনে তিনটি পদে প্রার্থী হয়েছেন ৫ জন। প্রার্থীরা হলেন, আবু জাফর (ছাতা), শেখ দীন মাহমুদ (চেয়ার), আব্দুল মজিদ (ফুটবল), এইচএম মইনুদ্দীন (মাছ) ও বাদল মোড়ল ( মই)।

এ বিষয়ে কপিলমুনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল জানান, ৮৯৮ জন ভোটার এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। কলেজ ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান।

কপিলমুনি (বিনোদগঞ্জ) কাঁকড়া ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

কপিলমুনি (বিনোদগঞ্জ) কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে বিকাশ দাশ সহ-সভাপতি, পবিত্র মন্ডল সাধারণ সম্পাদক, ফারুক হোসেন ক্রীড়া সম্পাদক, মিলন, সুশান্ত ও রাম নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সূত্রে প্রকাশ, শুক্ররার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন ভোটার ভোট দেন। ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের ৬টি পদে ভোট গ্রহণ করা হয়। বাকী ৩টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, সভাপতি শেখ আনারুল ইসলাম, কোষাধ্যক্ষ তাপস কুমার হোড় সুনু ও সাংগঠনিক সম্পাদক গোপল চন্দ্র মন্ডল।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে বিকাশ দাশ (তালা চাবি) ৬৭ ও বিষ্ণুপদ দাশ (টেলিভিশন) ২৮, সাধারণ সম্পাদক পদে পবিত্র কুমার মন্ডল (চেয়ার) ৬৪ ও দেব কুমার হোড় (গোলাপ ফুল) ৩২, ক্রীড়া সম্পাদক পদে ফারুক হোসেন (ফুটবল) ৮০ ও তপন সরকার (বাই-সাইকেল) ১৩, নির্বাহী সদস্য পদে মিলন কুমার দাশ (টেবিল) ৮৭, সুশান্ত বৈরাগী (কাপ-পিরিচ) ৮৬, রামপদ পাল (কলস) ৭২ ও দেবব্রত সানা (মাছ) ৪৩ ভোট পান।

নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন কপিলমুনি মেহিরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বণিক সমিতির সাবেক সভাপতি নির্ম্মল মজুমদার ও বণিক সমিতির সাবেক সম্পাদক শেখ আছাদুর রহমান পিয়ারুল।

কপিলমুনিতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনী সভা

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি খুলনা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আজিজ-বাবলু পরিষদের এক নির্বাচনী সভা গত ১৩ জুন বিকাল ৫টায় কপিলমুনি ফার্মেসির ২য় তলায় অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী এরফান আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আজিজ-বাবলু পরিষদের সভাপতি প্রার্থী এসএম আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সম্পাদক প্রার্থী কবির উদ্দীন বাবলু।

বক্তব্য রাখেন শরাফাত হোসেন, সৈয়েদ আবু মোছাদ্দেক হোসেন বাবলু, আব্দুল্লা আল মামুন মিলন, জিল্লুর রহমান জুয়েল, কামরুজ্জামান, জিএম দেলোয়ার হোসেন, কপিলমুনি কমিটির সদস্য জিএম হেদায়েত আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন মেঘলাল সিংহ। সভায় কপিলমুনি বাজারের ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় চেয়ারম্যান পুত্র সহ দু’ব্যক্তির পৃথক সংবাদ সম্মেলন

পাইকগাছায় সাবেক চেয়ারম্যানপুত্র’সহ দু’ব্যক্তি পৃথক সংবাদ সম্মেলন করেছেন। বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তিমূলক খবর প্রকাশের প্রতিবাদে শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে রাড়ুলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের পুত্র জিএম সাইফুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে, ১৩ জুন একটি আঞ্চলিক পত্রিকায় তার পিতা আব্দুল মজিদ গোলদারকে জড়িয়ে বিভ্রান্তিমূলক যে খবর প্রকাশিত হয়েছে তিনি তার প্রতিবাদ জানান।

অপরদিকে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হককে জড়িয়ে কুরুচিপূর্ণ প্রকাশিত খবরের প্রতিবাদে চেচুয়া গ্রামের মৃত ধনা গাজীর পুত্র পীর আলী গাজী উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ মে মাইক্রোবাস ভাড়ার উদ্দেশ্যে আমি মরহুম লিয়াকত আলীর বাড়ীতে গিয়ে দেখতে পাই স্ত্রী, পুত্র ও কন্যার সহিত লিয়াকত আলী ঝগড়ায় লিপ্ত রয়েছে।

এর দুই দিন পর নতুন বাজারের চায়ের দোকানে লিয়াকতের সাথে সাক্ষাত হলে পারিবারিক কলোহ ও ঋণের দায়ে গলাই দড়ি, অথবা বিষ খেয়ে মারা যাওয়া ছাড়া কোন গতি নেই বলে লিয়াকত আলী তাকে জানায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

পাইকগাছায় বনদস্যু’সহ আটক ২; অস্ত্র ও গুলি উদ্ধার

পাইকগাছায় বনদস্যু’সহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে থানার এস.আই আব্দুল খালেক অভিযান চালিয়ে আগড়ঘাটা বাজার থেকে শিলেমানপুর গ্রামের বাকের গাজীর পুত্র সাদ্দাম গাজীকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাত দেড়টার দিকে চরমলই ছাকি নামে এক ব্যক্তির চিংড়ী ঘেরের বাসার চালের মধ্যে থেকে একটি পাইপগান, একটি রামদা, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করেন।

অপরদিকে এস.আই রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের শওকত সানার পুত্র বনদস্যু আলিমকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বসতবাড়ীর পাশের একটি খড়ের গাদা থেকে একটি দেশী তৈরী বন্দুক ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেন।

এ ব্যাপারে ওসি সিকদার আককাছ আলী জানান, এসব ঘটনায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

শুভ বাবা দিবস !

''মা’' এর মতো ''বাবা''ও ছোট্ট একটি শব্দ, অথচ এর ব্যাপকতা বিশাল। ''বাবা'' ডাকটার মাঝেই লুকিয়ে থাকে গভীর ভালবাসা, নিরাপত্তা, নির্ভরতা। বিশ্ব বাবা দিবসে Voice of Paikgacha'র পক্ষ থেকে পৃথিবীর সকল বাবার প্রতি রইল অপরিসীম শ্রদ্ধা আর ভালবাসা !

চলুন, তাহলে দিনটি পালন করে ফেলুন ! বাবাকে বলুন, ভালবাসি বাবা, খুব ভালবাসি !

Saturday, June 14, 2014

আজ চে গুয়েভারা'র ৮৬ তম জন্মদিন

তাঁর জন্মদিনে Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাঁকে।


মানুষের মুক্তির চিরন্তন চেতনার নাম এর্নেস্তো চে গুয়েভারা। তিনি সারা পৃথিবীতে বেঁচে আছেন আদর্শ ও সংগ্রামের প্রতীক হয়ে। শাসনে-শোষণে পিষ্ট পৃথিবী তাঁর ভেতরে জাগিয়ে দিয়েছিল মানুষের প্রতি তীব্র ভালোবাসা। লাতিন আমেরিকার সাধারণ মানুষের দারিদ্র্যলাঞ্ছিত জীবন তাঁকে টেনেছিল সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এক আপসহীন লড়াইয়ের পথে।

সে পথে হেঁটে যেতে যেতে বারবার তিনি উচ্চারণ করেছেন মহাকাব্যিক জীবনের জয়গান— ‘আস্তা লা ভিকতোরিয়া সিয়েম্প্রে’; যার মানে ‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো’।


(জন্ম :: ১৪ জুন ১৯২৮ ◄► মৃত্যু :: ৯ অক্টোবর ১৯৬৭)

আপনার জতীয় পরিচয়পত্র ভেরিফাই করুন

যেভাবে ভেরিফাই করবেন ::


প্রথমে আপনাকে যেতে হবে www.nidw.gov.bd এই সাইটে। তারপর বামপাশে তৃতীয় লাইনে দেখুন লেখা আছে ভেরিফাই এনআইডি। এখানে ক্লিক করুন তারপর নিচের ছবিটা আসবে সেখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টার আসলে এবার ফরমটা পূরণ করুন। 

ই-মেইল, মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নাম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে। আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষন করবেন এজন্য পাসওয়ার্ড মনে রাখুন।

সাবমিটে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন। ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিষ্ট্রেশন। বাংলাদেশ থেকে একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যেকাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় পত্র।

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনার এই সুবিধা টি প্রয়োজন হতে পারে।

ইসির ওয়েবসাইটে মিলছে ভোটারদের তথ্য

ভোটারদের বিভিন্ন ভোগান্তির হাত থেকে রক্ষা ও জনগণের সুবিধার্থে এখন থেকে সব ভোটারের জাতীয় পরিচিতি নম্বর ও ভোটার নম্বরসহ বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভোটাররা রেজিস্ট্রেশন করে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ তথ্য ওয়েবসাইটে দেখতে পারবেন। বর্তমানে প্রায় ৯ কোটি ভোটারের তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজে রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় পরিচিতি নম্বর ও ভোটার নম্বর ওয়েবসাইটে প্রকাশে মত দিয়ে কমিশনার আবদুল মোবারক একটি অনানুষ্ঠানিক নোট প্রধান নির্বাচন কমিশন বরাবর পাঠান। ওই নোটের ভিত্তিতে ভোটারের তথ্য ওয়েবসাইটে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়। এর পরই নির্বাচন কমিশন এ প্রক্রিয়া সম্পন্ন করেন।

ওই নোটে বলা, জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেললে থানায় ডায়েরি করতে হয়। কিন্তু পরিচিতি নম্বর স্মরণ না থাকলে থানায় ডায়েরি নেয় না। ডায়েরি না থাকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগও (এনআইডি) আবেদন গ্রহণ করে না। নির্বাচনের সময় ভোটার নম্বর না জানা থাকলে সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটার তালিকায় খুঁজতে অনীহা প্রকাশ করেন। এ কারণে জাতীয় পরিচয়পত্র হাতে থাকা সত্ত্বেও অনেক ভোটার ভোট দিতে ব্যর্থ হন।

এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্কুল কলেজে ভর্তির দরখাস্ত করা, ট্রেড লাইসেন্স ও অন্যান্য লাইসেন্সের জন্য ভোটার পরিচিতি নম্বর প্রয়োজন হয়। জনগণকে এসব ভোগান্তি থেকে বাঁচানোর জন্য সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে।

ভোটারদের তথ্য ওয়েব সাইটে প্রকাশের ব্যাপারে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, ‘ভোটারদের সুবিধার্থে ভোটারের পরিচিতি, ভোটার নম্বর ও তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তারা যেন তাদের দেয়া তথ্যগুলোর মধ্যে কোন তথ্য ভুল হয়েছে জানতে পারবে। পরে তারা ভুল সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন।

ভোটারদের ব্যক্তিগত তথ্য চুরি বা বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ সেবা পেতে হলে প্রত্যেক ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে তাদের একটি করে পাসওয়ার্ড দেয়া হবে। তারপর সেই ব্যক্তিকে একসেসের অনুমতি দেয়া হবে।’

উল্লেখ্য, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের কাজ শুরু হয়। সে সময় ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮। ২০০৯ সালের হালনাগাদ হয় একবার। ২০১২ সালে হালনাগাদে ভোটার বাড়ে প্রায় ৭০ লাখ। বর্তমানে ৯ কোটির বেশি ভোটারের তথ্য ইসির ডাটাবেজে সংরক্ষিত রয়েছে।

যেভাবে ভেরিফাই করবেন ::

প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে http://www.ecs.gov.bd/Bangla/ প্রবেশ করতে হবে। এরপর ওয়েব পেজের ডানদিকের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের ওয়েব লিংকে ক্লিক অথবা সরাসরি এ লিঙ্কে (www.nidw.gov.bd) (http://180.211.226.19/ecbweb/) যেতে হবে। তারপর বামপাশে তৃতীয় লাইনে ‘ভেরিফাই এনআইডি লিংকে ক্লিক করলে লগিং অপশন আসবে। এর পাশেই রেজিস্ট্রার বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এবার ফর্মটা পূরণ করুন। ই-মেইল, মোবাইল নম্বর দিন, এনআইডি ঘরে আপনার জন্ম তারিখ দিয়ে হুবহু আইডি নম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখুন।

সাবমিট বাটনে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিয়ে আপনার সব তথ্য জানতে পারবেন।

তাই বলে কি প্রতিবারই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হবে ?

এখন সকাল ৮টা, আর তিনি আত্মগোপনে গেছেন গতকাল রাত ৮টায়। ১২ ঘন্টা হয়ে গেল, পাইকগাছাতে বিদ্যুতের দেখা নেই !

শুধুমাত্র ঝড় অথবা বৃষ্টির আগমনী সংকেত পেলেই হয়, তাকে আর হারিকেন জ্বালিয়েও খুজে পাওয়া যায় না ! ১২, ২৪, ৩৬, ৪৮.... যত্ত ঘন্টা ইচ্ছা গা-ঢাকা দিয়ে থাকবেন তিনি !

এছাড়া ঘোষণা দিয়ে হারিয়ে যাওয়ার ঘটনাতো আছেই ! ১১ জুন থেকে ১৮ জুন ২০১৪ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাইকগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ, এই ৮ দিনে প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পাইকগাছা।

বলাই বাহুল্য যে, দিনের অবশিষ্ট ১৭ ঘন্টায় গতানুগতিক রুটিনে লোডশেডিং অব্যাহত থাকবে ! তাই বলে কি প্রতিবারই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হবে ?

৩-১ গোলে চিলির জয় (ম্যাচ-০৪)

ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় দিনে গ্রুপ পর্বের খেলায় ৩-১ গোল অস্ট্রেলিয়াকে হারিয়েছে চিলি। ম্যাচের প্রথমার্ধে অ্যালেক্সিস সানচেজ ও ভালদিভিয়ার দুই গোল এবং শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বসেজুর গোলে জয় পায় চিলি। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে টিম কাহিলের প্রথমার্ধের গোল কেবল ব্যবধানই কমায়।


২-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। অন্যদিকে ১৬ বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে আসা চিলি প্রথমার্ধের মতো ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে না পারলেও ইনজুরি টাইমে অতিরিক্ত খেলোয়াড় বসেজুর দলের পক্ষে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

নেদারল্যান্ডসে বিধ্বস্ত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন (ম্যাচ-০৩)

ভ্যান পার্সি ও আরিয়েন রোবেনের জোড়া গোলে বিধ্বস্ত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে স্পেনকে নিয়ে ছেলেখেলা করে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। গত বিশ্বকাপে স্পেনের কাছে শিরোপা হারানোর প্রতিশোধ নিতেই যেন গোল উৎসবে মাতে ভ্যান গালের শিষ্যরা।

ডাচ খেলোয়াড়দের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠেন স্পেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। খেলার ৮০ মিনিটেই ৫-১ গোলের লিড পায় নেদারল্যান্ডস। এর আগে খেলার ৭২ মিনিটে ক্যাসিয়াস নেদারল্যান্ডসের আক্রমণ ক্লিয়ার করতে ভুল করলে সুযোগ কাজে লাগিয়ে দলকে ৪-১ গোলে এগিয়ে নেন ভ্যান পার্সি।

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দিতে ৬৩ মিনিটে স্টেফান ডি ভ্রিজ হেড থেকে নিজের প্রথম গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন।

এর আগে ৫৩ মিনিটে স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকে ও সারর্জিও র‌্যামোসকে বোকা বানিয়ে গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পরাস্ত করে নিজের প্রথম ও দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আরিয়েন রোবেন।

পিছিয়ে পড়ার পর খেলার ৬৩ মিনিটে দিয়োগো কস্তাকে উঠিয়ে দেল বস্ক মাঠে নামান চেলসি স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকে। তবে তাতেও কোনো কাজ হয়নি।

বরঞ্চ ৬৯ মিনিটে আরও একটি নিশ্চিত গোল থেকে স্পেনকে রক্ষা করেন ক্যাসিয়াস।

এর আগে খেলার ২৭ মিনিটে জাবি অ্যালোন্সোর বিতর্কিত পেনাল্টিতে ১-০ গোলে স্পেন এগিয়ে গেলেও ৪৪ মিনিটে ভ্যান পার্সির অসাধারণ গোলে সমতা আনে নেদারল্যান্ডস।

খেলার ২৬ মিনিটে স্পেন তারকা দিয়েগো কস্তা নেদারল্যান্ডসের ডিবক্সে বল নিয়ে ঢুকে পড়লে তাকে বাধা দেন ডিফেন্ডার স্টেফান ডি ভ্রিজি। এক মুহূর্ত দেরি না করেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর জাবি অ্যালোন্সো নেদারল্যান্ডস গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি।

এরপর ৪৪ মিনিটে দালি ব্লাইন্ডের পাঠানো শ‍ূন্যের বলে নিপুণ দক্ষতায় এগিয়ে আসা গোলরক্ষক ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান মানচেস্টার ইউনাইটেডের তারকা রবিন ভ্যান পার্সি।

এর আগে ৪৩ মিনিটে ইনিয়েস্তার ডিফেন্স ভেদ করা পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ হাত ছাড়া করেন ডেভিড সিলভা।

খেলার শুরু থেকেই বলের দখল নিয়ে টিকি-টাকা ফুটবল খেলতে থাকে স্পেন, কিন্তু কোনো ধারালো আক্রমণে যেতে ব্যর্থ হয় তারা।

অন্যদিকে রক্ষণাত্মক ভঙ্গিমায় শুরু করলেও ম্যাচের ৮ মিনিটে পাল্টা আক্রমণে গোল করার দারুণ সুযোগ পান নেদারল্যান্ডসের মিডফিল্ডার স্নেইডার। তার জোরালো শট ডানদিকে ঝাপিয়ে পড়ে প্রতিহত করেন ইকার ক্যাসিয়াস।

এরপর খেলার ১০ মিনিটে জাবি অ্যালোন্সোর পাস থেকে দূর থেকে গোল করার চেষ্টা করেন ইনিয়েস্তা। কিন্তু ইনিয়েস্তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৩ মিনিটে স্ট্রাইকার দিয়েগো কস্তার বাম পাশ দিয়ে তীব্র গতিতে নেদারল্যান্ডসের রক্ষণ ভেঙে ঢুকে পড়েন ডিবক্সে। হল্যান্ড ডিফেন্ডার ভ্লার নিখুঁত কৌশলে কস্তাকে ট্যাকল করে দলকে বিপদমুক্ত করেন।

জন্মভূমি ব্রাজিলকে উপেক্ষা করে স্পেনের হয়ে বিশ্বকাপে আসা স্ট্রাইকার দিয়েগো কস্তা বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও নেদারল্যান্ডসের জালে বল জড়াতে পারেননি।

পেরাল্টার গোলে মেক্সিকোর জয় (ম্যাচ-০২)

বিশ্বকাপের বৃষ্টিভেজা দ্বিতীয় ম্যাচে পেরাল্টার ৬১ মিনিটের গোলে জয় পেয়েছে মেক্সিকো। জিওভান্নি দস সান্তোসের জোরালো শট ক্যামেরুনের গোলরক্ষক ইতানজিডি আটকে দিলেও ছুটে এসে ফিরতি বলটিকে ক্যামেরুনের জালে পৌঁছে দেন পেরাল্টা।

মেক্সিকোর তারকা স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজকে সাইড বেঞ্চে বসিয়ে পেরাল্টাকে মাঠে নামান মেক্সিকো কোচ মিগুয়েল হেরেইরা। আর এ সিদ্ধান্তের সমুচিত প্রতিদান দেন পেরাল্টা দলকে জয় এনে দিয়ে। তার একমাত্র গোলেই কাঙ্ক্ষিত জয় পায় মেক্সিকো।

খেলার প্রায় পুরোটা সময় বল পজেশন ধরে রেখে খেলায় নিয়ন্ত্রণ রাখা মেক্সিকোকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬১ মিনিট পর্যন্ত। যদিও প্রথমার্ধেই দু’বার ক্যামেরুনের জালে বল জড়ান মেক্সিকোর প্লেমেকার দস সান্তোস, তবে তা বিতর্কিত অফসাইডের খাড়ায় পড়ে বাতিল হয়। অন্যদিকে ক্যামেরুনেরও একটি গোল বাতিল করেন লাইন্সম্যান।

Friday, June 13, 2014

সিক্ত কর হে বৃষ্টি…. !

পাইকগাছাতে ফের দেখা মিলল স্বস্তির বৃষ্টির ! ঝড়ো হাওয়া আর রিমঝিম বৃষ্টি ! রাত সাড়ে ৯টার দিকে ৫ মিনিটের ঝড় তারপর শুরু হল বৃষ্টি।

আজ পবিত্র শবে বরাত

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা !


আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত৷ শবে বরাত অর্থ সৌভাগ্যের রজনী। এ রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। 

ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র এই রাতে নামাজ, ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে বিগত জীবনের ভুল-ভ্রান্তি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ পরিহার করে শুদ্ধ-সুন্দর জীবন প্রার্থনা করেন৷

হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালন করে মুসলিম উম্মাহ৷ এই শাবান মাসের পরেই আসে পবিত্র রমজান৷ তাই শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে।

শবে বরাত উপলক্ষে নামাজ, ইবাদত-বন্দেগির পাশাপাশি মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া-রুটিসহ বিশেষ খাবার রান্না করা হয়৷ এ উপলক্ষে অনেকে রোজা রাখেন৷ দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে ::

মধ্য-শাবান হচ্ছে আরবী শা'বান মাসের ১৫ তারিখ, যা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে শবে বরাত বা শব-ই-বরাত (شب برات) নামে পালিত একটি পূণ্যময় রাত। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন। তবে ইসলামে শবে বরাতের গ্রহণযোগ্যতা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মাঝে মতপার্থক্য আছে। কেউ কেউ এই দিনটিকে বিশেষভাবে পালনকে বিদ্‌আত মনে করেন।

এই বিশেষ রাতের ব্যাপারে কুরআনে তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে, সিয়াহ সিত্তাহ বা বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থের কোনো কোনো হাদিসে এই রাতের বিশেষত্ব নির্দেশক হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থেও এই রাতের বিশেষত্বের উল্লেখ পাওয়া যায়।

এই রাতের কথা ইমাম তিরমিযী কর্তৃক বর্ণিত হাদিসে পাওয়া যায়, ঐ হাদিস মতে, এক রাতে আয়েশা [রা.] ঘুম থেকে উঠে পড়লেন কিন্তু হযরত মুহাম্মদ [স.] বিছানায় দেখতে পেলেন না। তিনি মহানবীকে [স.] খুঁজতে বের হলেন এবং তাঁকে জান্নাতুল বাকি কবরস্থানে দেখতে পেলেন। মহানবী [স.] বললেন, ১৫ শাবানের রাতে আল্লাহ সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং [আরবের] কালব্‌ উপজাতির ছাগলের গায়ের পশমের থেকে বেশি লোককে কৃতকর্মের জন্য ক্ষমা করেন।

উল্লেখ্য, সেসময় কালব্ গোত্র ছাগল পালনে প্রসিদ্ধ ছিল এবং তাদের প্রচুর ছাগল ছিল। এই হাদিসের নিচে ইমাম তিরমিযী উল্লেখ করেন, "হযরত আবু বকরও [রা.] এরূপ হাদিস বর্ণনা করেছেন বলে জানা যায়। আমি (ইমাম তিরমিয়ী) শুনেছি ইমাম বুখারীকে [র.] বলতে এই হাদিসের বর্ণনাকারীদের মাঝে একজন জায়েফ (দূর্বল বা কম গ্রহণযোগ্য) ছিলেন।" এর ভিত্তিতে বলা হয়, এই হাদিসটি সম্পুর্ণরূপে গ্রহণযোগ্য না হলেও মিথ্যা নয়। এটি সত্য হবার সম্ভবনা আছে। ফিকাহ্‌ বিশারদদের মতে জায়েফ‌ হাদিস যদি কুর'আন পরিপন্থী না হয় তবে তা মানা যায়।

অন্যান্য নাম ::


লাইলাতুল বরাত।
লাইলাতুল দোয়া।
ইরান ও আফগানিস্তানে নিম শা'বান।
আরবী ভাষাভাষীর বলে নিসফ্ শা'বান।
মালয় ভাষাভাষীর বলে নিসফু শা'বান।
তুর্কি ভাষাভাষীর বলে বিরাত কান্দিলি।
ভারতীয় উপমহাদেশে বলা হয় শবে বরাত।

পাইকগাছা অস্ত্র, গুলি ও বনদস্যু’সহ একাধিক মামলার ৪ আসামী আটক

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, বনদস্যু’সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলার সাজা ও ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই রোকন উদ্দিন ডিবি পুলিশের সহায়তায় বৃহস্পতিবার গভীর রাতে গড়ইখালী ইউপি’র আমিরপুর গ্রাম থেকে শওকত সানার পুত্র বনদস্যু আলিমকে আটক করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আলিমের বাড়ীর পাশ্ববর্তী একটি খড়ের গাদা থেকে একটি দেশে তৈরী বন্দুক ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে, যার নং-২৫।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে রাড়ুলী ইউপি’র ভবানীপুর গ্রামের হোসেন গাজীর পুত্র হাফিজুর গাজী, দেলুটি ইউপি’র মধুখালী থেকে দসরাত সরদারের পুত্র নিখিল সরদারও কপিলমুনির কাশিমনগর থেকে আমিন উদ্দিন মোড়লকে আটক করেছে।

ওসি সিকদার আককাছ আলী জানিয়েছেন আটককৃতরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

শিববাটী ব্রিজ, পাইকগাছা

পাইকগাছায় যুবককে আহত করে দুই লাখ টাকা ছিনতাই

পাইকগাছা উপজেলার রাড়ূলী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত আরিজ মোল্লা (২৪) কে প্রথমে পাইকগাছা ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ূলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীকণ্ঠপুর গ্রামের জনৈক কবীর মোল্লার পুত্র সাতক্ষীরা সিটি কলেজে অধ্যায়নরত আরিজ মোল্লা তাদের ঘেরের মাছ বিক্রির প্রায় দুই লাখ টাকা ব্যাংকে রাখার জন্য পাইকগাছা সদরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন।

পথিমধ্যে একই গ্রামের দুষ্কৃতিকারীরা মটরসাইকেলযোগে এসে আরিজ মোল্লাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে জখম করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।

গুরুতর আহত আবস্থায় আরিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে খুলনায় প্রেরণ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গদাইপুর ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ

পাইকগাছার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব ইমরার হোসেন নিয়মিত অফিস না করায় ইউনিয়নের জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে গদাইপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য রেজুলেশন করে জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পাইকগাছা নির্বাহী অফিসার’সহ বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছেন।

সূত্রে জানা গেছে, গদাইপুর ইউনিয়নের সচিব ইমরান হোসেন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সপ্তাহে একদিন আবার কোন সপ্তাহে মোটেও অফিসে আসেন না। এতে অফিসের কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে। তার অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে না।

ফলে এলাকার নিরীহ জনগণ প্রতিনিয়িত ভোগান্তির শিকার হচ্ছেন। ওয়ারেশ কায়েম, নাগরিক সনদ, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সনদপত্র নিতে এসে জনগণ হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়নবাসী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের জয় দিয়ে শুরু

দারুণ এক জয় নিয়েই ‘হেক্সা’ মিশন শুরু করল ব্রাজিল। সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের জোড়া গোলে ৩-১ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারাল স্কলারির দল।

ম্যাচের ১১ মিনিটেই গোল ! তাও আবার ব্রাজিলের জালে ! মার্সেলের আত্মঘাতী গোলে ম্যাচের ১১ মিনিটে গোল খেল ব্রাজিল ! ২৭ মিনিটে মডরিচকে ফাউল করে এবারের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখলেন সেলেসাওদের বড় ভরসা নেইমার !

কার্ড দেখে যেন আরও চাঙা হয়ে উঠলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। ঠিক এর দুই মিনিট পরেই নেইমারের গোলেই সমতায় ফিরল ব্রাজিল।

৬৯ মিনিটে ডি-বক্সে ফ্রেডকে ফাউল করে বসলেন দেয়ান লোভরেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দিলেন রেফারি ইউয়ুচি নিশিমুরা। পেনাল্টি থেকে গোল আদায় করে নিলেন নেইমার।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে অস্কারের গোলে চূড়ান্ত স্কোরলাইন দাঁড়াল—ব্রাজিল ৩:১ ক্রোয়েশিয়া।

Thursday, June 12, 2014

পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরনের নাটক; মিথ্যা মামলা দিয়ে হয়রানী

পাইকগাছায় সম্পর্কের বিয়েকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রীর পিতা প্রতিপক্ষের বিরুদ্ধে কথিত অপহরনের মামলা দিয়ে হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে। খোদ কলেজ ছাত্রী নিপা অপরনের বিষয়টি অস্বীকার করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা গড়ইখালী ইউপির বগুলারচক গ্রামের কৃষ্ণপদ মন্ডলের কলেজ পড়ুয়া মেয়ে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিপা মন্ডল গত ২২ মে একই এলাকায় গার্মেস কর্মী সুমন মন্ডল এর সহিত নোটারী পাবলিক এর মাধ্যমে বিয়ে করেন এবং অদ্যবাধি তারা সংসার ধর্ম পালন করছেন।

পরিবারের অসম্মতিতে বিয়ে করার অভিযোগে নিপার পিতা কৃষ্ণপদ মন্ডল সুমন’সহ একই এলাকার বিশ্বজিত গাইন, শোভন, পুষ্পেন্দু, সুধাংশু’সহ অনেক যুবকদের বিরুদ্ধে ফৌজদারী আদালতে মামলা দিয়ে হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে নিপা অপহরনের ঘটনাটিকে অস্বীকার করে জানিয়েছেন তাকে কেউ অপহরণ করেননি। তিনি আরও জানান মামলায় যাদেরকে জড়ানো হয়েছে তারা যাতে হয়রানীর শিকার না হয় সে বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। মামলার শিকার পুষ্পেন্দু বিকাশ অভিযোগ করেছেন পারিবারিক দন্ধের কারনে আমাদের মামলায় জড়ানো হয়েছে।

এ বিষয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা ক্যাম্প ইনচার্জ এস.আই উত্তম কুমার বিশ্বাস জানিয়েছেন, নিপার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে, তবে কি কথা হয়েছে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত কিছু জানাননি।

পাইকগাছায় চিংড়ি ঘেরে সন্তাসী হামলায় ৪ পথচারী গুলিবিদ্ধ

পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জখারহুলা মধুখালী এলাকায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে বুধবার রাতে সন্তাসীদের গুলিতে দুই সহদর’সহ ৪ পথচারী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এক ঘের মালিক সংবাদ সেম্মেলন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের জখারহুলা মধুখালী এলাকার ৫৫ বিঘার একটি চিংড়ি ঘের নিয়ে একই এলাকার শংকর মন্ডলের পুত্র রিপন মন্ডলের সাথে কালিপদ মন্ডলের পুত্র দিপক মন্ডলের দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। দখলের চেষ্টাকালে পাইকগাছা থানা পুলিশ ২৯ মে ৫ জনকে আটক করে।

সর্বশেষ গত বুধবার রাতে ৩০-৪০ জনের সন্ত্রাসী বাহিনী চিংড়ি ঘেরটি দখলের উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে, সুকুমার মন্ডলের বাড়ি থেকে মতুয়া সংঘের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই সহদর’সহ ৪ পথচারী গুলিবিদ্ধ হন।

আহতরা হচ্ছেন, কুমারেশ সরদার (২২), স্বপন সরদার (২০), অমূল্য সরদার (৬৫) ও গোসাই মন্ডল (৫৪)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রিপন মন্ডল ও দিপক মন্ডল একে অপরকে দায়ী করছেন।

এদিকে এ ঘটনায় রিপন মন্ডল বৃহস্পতিবার বেলা ১১টায় সন্ত্রাসী তান্ডবে জড়িতদের গ্রেফতারের দাবীতে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার এস,এম, শফিউল্লাহ’সহ পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর সময়সূচী

(দেখতে অসুবিধা হলে ডাউনলোড করুন)

Wednesday, June 11, 2014

Voice of Paikgacha makes you nostalgic !


(Manipulated Image)*

কপিলমুনিতে ফেনসিডিল উদ্ধার নিয়ে জনরোষে এ.এস.আই

কপিলমুনিতে এক ব্যবসায়ীকে ফাঁসানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানে অন্য ব্যক্তির রেখে যাওয়া ফেনসিডিল উদ্ধারকালে পুলিশের এক এ.এস.আই জনরোষের শিকার হয়েছেন।

জানা যায়, কপিলমুনি বাজারের সাহানা সাউন্ডের দোকান থেকে সোমবার দুপুর ১টার দিকে পাইকগাছা থানার এ.এস.আই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে একটি ব্যাগে রাখা ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় দোকান মালিক এমদাদুল হক ওরফে এমদাদ (৪৪) কে পুলিশ মারধর করতে থাকে।

এমদাদ নিজেকে নির্দোষ দাবি করে, ওই ব্যাগটি একজন খরিদ্দার রেখে গেছেন, ওটার ভেতরে কি আছে না আছে এটা তার অজানা বলে জানালেও এ.এস.আই সোহেল এমদাদকে মারতে থাকেন। এক পর্যায়ে জনগণ পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমদাদ সাংবাদিকদের বলেন, আমার দোকানে একজন অপরিচিত লোক মাইক ভাড়া করতে আসে। আমি তাকে বলি আমি যেহেতু আপনাকে চিনি না সেহেতু আমার পরিচিত কেউ বললে আমি ভাড়া দিতে পারি। ওই সময় লোকটা ব্যাগ রেখে একজন পরিচিত লোক ডাকতে যায়।

এরপরেই থানা পুলিশ আমাকে ফেনসিডিল রাখার অভিযোগে হাতকড়া পরিয়ে মারধর শুরু করে। এরপর স্থানীয় জনতার হস্তক্ষেপে আমি রেহাই পাই। মূলত আমার ছেলের শশুরের সাথে একটা ঝামেলা চলছে। এই ঝামেলাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন এমদাদ।

পাইকগাছায় সড়ক দুর্ঘটনা (ফলোআপ)

সংশ্লিষ্ট বাস চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা


পাইকগাছা-আঠারমাইল সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ আলী গাজীর পুত্র রবিউল ইসলাম গাজীর (৫০) এর লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন খান বাদী হয়ে দুর্ঘটনাকবলিত বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাছ আলী জানিয়েছেন।

উল্লেখ্য, পাইকগাছার গদাইপুরের মুক্তির মোড়ে রবিবার দুপুর পৌনে ১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫-২০ জন। বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মূল চালকের পরিবর্তে কন্ডাকটর বেপরোয়াভাবে বাস চালনোর ফলে দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ যাত্রীদের।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার বিকালে কয়রার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম গাজী মারা যান। নিহত যাত্রী রবিউল ইসলাম গাজী (৫০) কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ আলী গাজীর পুত্র।

একটি বিশেষ ঘোষণা ::

আজ থেকে প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পাইকগাছা।

১১ জুন থেকে ১৮ জুন ২০১৪ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাইকগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ, আগামী ৮ দিনে প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পাইকগাছা।

বি.দ্র. :: বলাই বাহুল্য যে, দিনের অবশিষ্ট ১৭ ঘন্টায় গতানুগতিক রুটিনে লোডশেডিং অব্যাহত থাকবে !

Tuesday, June 10, 2014

২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরাতে অনুরোধ

বিশ্বকাপ খেলা উপলক্ষে যশোরে ভবনসহ বিভিন্ন স্থানে টাঙানো বিদেশি পতাকা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে অন্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ করেছেন। সোমবার এ ধরনের একটি পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪) এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না মর্মে উল্লেখ আছে।

কিন্তু বিশ্বকাপ ফুলবল খেলা উপলক্ষে জেলার বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। এজন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিদেশি পতাকা সরিয়ে নিতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Monday, June 9, 2014

পাইকগাছার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১ জনের মৃত্যু

পাইকগাছার গদাইপুরের মুক্তির মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক জনের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !)

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার বিকালে কয়রার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম গাজী মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত যাত্রী রবিউল ইসলাম গাজী (৫০) কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ আলী গাজীর পুত্র।

উল্লেখ্য, পাইকগাছার গদাইপুরের মুক্তির মোড়ে রবিবার দুপুর পৌনে ১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫-২০ জন। বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মূল চালকের পরিবর্তে কন্ডাকটর বেপরোয়াভাবে বাস চালনোর ফলে দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ যাত্রীদের।

Sunday, June 8, 2014

পাইকগাছায় বহিরাগত যুবকের মৃত্যু রহস্য ক্রমশ প্রকাশ্য ! (ফলোআপ)

জিজ্ঞাসাবাদ শেষে স্ত্রী ও শাশুড়ী কাউন্সিলরের জিম্মায় মুক্ত 


পাইকগাছায় ধীরে ধীরে উন্মোচন হচ্ছে বহিরাগত যুবকের মৃত্যু রহস্য। ঝগড়া বিবাদের এক পর্যায়ে স্ত্রীর উপর অভিমান করেই যুবক সোহেল আত্মহত্যা করে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদিকে এ ঘটনায় পুলিশ হেফাজতে থাকা স্ত্রী আসমা খাতুন আঁখি ও শাশুড়ী মুর্শিদা বেগমকে কাউন্সিলরের হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, শনিবার সকালে সরল এলাকা থেকে সোহেলের মৃত দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের জনৈক কেয়ামুদ্দীন খাঁ ও তার পরিবার প্রায় ৪ বছর পূর্বে গার্মেন্টসে কাজ করার সূত্রে চট্টগ্রামে অবস্থান করে। সেখানে কেয়ামুদ্দীন খাঁ’র কন্যা আসমা খাতুনের সাথে পরিচয় হয় কুমিল্লা জেলার বরুরা থানার কাচিয়াপুকুরিয়া গ্রামের মনু মিয়ার পুত্র আক্তারুজ্জামান সোহেলের (২৮)।

পরিচয় সূত্রে সোহেল পাইকগাছায় এসে আসমাকে বিয়ে করে সরল গ্রামের শিক্ষক শহিদুল ইসলামের বাড়ী ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন। সোহেল তার গ্রামের বাড়ী থেকে সম্পত্তি বিক্রি করে প্রায় ২৫-৩০ লাখ টাকা পাইকগাছা পৌর ও চাঁদখালী এলাকার অনেকের সাথে লেনদেন গড়ে তোলেন।

অভিযোগ উঠেছে, সোহেলের স্ত্রীর আচার-আচরণ সন্তোষজনক না হওয়ায় দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। বাসা বাড়ীতে এলাকার প্রভাবশালী লোকজনের যাতায়াতকে কেন্দ্র করে ঘটনার দিন শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়।

এর এক পর্যায়ে স্ত্রীর উদ্দেশ্যে “বেঁচে থাকলে তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে, তাই তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম।” এ ধরণের একটি চিঠি লিখে বাসা বাড়ী সংলগ্ন আম গাছে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

পরে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি সিকদার আককাছ আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতেই সোহেলের স্ত্রী ও শাশুড়ীকে জনৈক কাউন্সিলরের হেফাজতে দেয়া হয় এবং পোস্ট মর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা বলা সম্ভব নয় বলে তিনি জানান।

এই সংক্রান্ত পূর্ববর্তী পোস্ট :: পাইকগাছায় বহিরাগত যুবকের রহস্যজনক মৃত্যু

পাইকগাছার সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে; আহত ২০

পাইকগাছার মুক্তির মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫-২০ জন। বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মূল চালকের পরিবর্তে কন্ডাকটর বেপরোয়াভাবে বাস চালনোর ফলে দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ যাত্রীদের। ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন এমন খবর শোনা গেলেও দুর্ঘটনায় কেউ নিহত হননি বলে নিশ্চিত করেছেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।

পুলিশ, যাত্রী ও স্থানীয়রা জানান, রবিবার সকাল পৌনে ১০টায় খুলনা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো-ব-১১০৪) বাসটির চালক বিল্লাল হোসেন কপিলমুনি বাজারে নেমে গেলে কন্ডাকটর আব্দুল হালিম বাস চালিয়ে পাইকগাছা অভিমুখে রওনা হন। 

বাসটি দুপুর পৌনে ১টার দিকে গদাইপুরের মুক্তির মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। আহত হন ১৫-২০ জন যাত্রী।

এরপর স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ১০-১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তালার বয়রা গ্রামের মোমিন উদ্দীন গাজীর পুত্র আজগর গাজী (১৪) ও মোমিন উদ্দীন বিশ্বাসের কন্যা আমেনা বেগম (৩০), রামপাল থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেক (৫০), বটিয়াঘাটা থানার হরিণটানা গ্রামের আব্দুল মালেকের পুত্র মিজানুর রহমান (২৫), পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণপদ সরদারের স্ত্রী স্বাস্থ্য কর্মী সিলভি আক্তার (২২), শ্যামনগর থানার পাতাখালী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র শফিউল্লাহ গাজী (৬০), কপিলমুনির আতিয়ার রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৩০), কয়রার গোবিন্দপুর গ্রামের দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম ও ১৪ বছর বয়সের অজ্ঞাত কিশোর’সহ কমপক্ষে ১৫-২০ জন।

ঘটনার পর থেকে বাসের ড্রাইভার (কন্ডাকটর) ও হেলপার পলাতক রয়েছে। পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ও পাইকগাছা থানার ওসি সিকদার আককাছ আলী ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।








ছবি পাঠিয়েছেন :: Raghu Proshad Sadhu.