Wednesday, November 29, 2017

আটকের মাসখানেক পর পাইকগাছা বিএনপি'র তিন নেতার জামিন

আটকের প্রায় এক মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপি'র আহ্বায়কসহ তিন নেতাকর্মী। বুধবার সকাল নয়টার দিকে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান উপজেলা বিএনপি'র আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, এক নম্বর যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এবং সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ।


গত  ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাবুরাবাদ গ্রামের বাড়ি থেকে কয়রা থানা পুলিশ আটক করে কয়রা উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের ভাই জাহিদুল বারি রনি, রূপসা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, পাইকগাছা উপজেলা আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, এক নম্বর যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ'সহ বিএনপি'র নয় নেতাকর্মীকে। পরে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে কয়রা থানায় নাশকতার মামলা করেন। এ মামলায় আটক নেতাকর্মীদের জেলহাজতে পাঠান আদালত।

আসামিদের পক্ষ থেকে প্রথমে খুলনার জজকোর্টে জামিন আবেদন করা হয়। আদালত শুধু অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের জামিন মঞ্জুর করেন। পরে বাকি আসামিরা পৃথক পৃথকভাবে উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। গত ২২ নভেম্বর পাইকগাছার চার নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিন পান।

পাইকগাছায় প্রসূতি মৃত্যুর ঘটনায় মৃতের স্বামীর সংবাদ সম্মেলন

পাইকগাছায় সার্জিক্যাল ক্লিনিকে অন্তস্বত্তা গৃহবধূর মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন মৃতের স্বামী তারক চন্দ্র মন্ডল। উপজেলার খড়িয়া ঠাকুরবাড়ীর চক গ্রামের হরিপদ চন্দ্র মন্ডলের ছেলে তারক চন্দ্র মন্ডল বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অন্তস্বত্তা স্ত্রী ভারতী রানী মন্ডলের মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ ও পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিককে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান।


তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৫ নভেম্বর রাতে আমার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশকে দেখানোর জন্য পরের দিন রোববার সকালে স্ত্রীকে নিয়ে পাইকগাছায় যায়। পরে সেখানে গিয়ে জানতে পারি ডাঃ প্রভাত কুমার দাশ পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে নিজস্ব চেম্বারে অবস্থান করছেন। সকাল ৭টার দিকে ক্লিনিকস্থ চেম্বারে নিয়ে গেলে ডাক্তার দেখার পর আমার স্ত্রীকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন আমরা ডাক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করি। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার পুরনায় স্ত্রীকে খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দুপুরের দিকে স্ত্রী কিছুটা সুস্থ্য হলে সোমবার তাকে খুলনায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই।

এরপর সন্ধ্যা ৭টার দিকে ডাক্তার আমার স্ত্রীকে ক্লিনিকে দেখতে পেয়ে আমাদেরকে বলেন, তোমরা এখনো রোগীকে খুলনায় নিয়ে যাওনি। তখন আমরা পরের দিন নিয়ে যাওয়ার কথা বললে ডাক্তার আমাদেরকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। ডাক্তারের কথা শুনে রোগীকে খুলনায় নিয়ে যাওয়ার ব্যাপারে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করতে থাকি।

এমতবস্থায় রাত ৮টার দিকে ভাত খাওয়া শেষ করারপর স্ত্রী ভারতী রানী মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় ডাঃ প্রভাত কুমার দাশ ও এমবিবিএস ডাঃ যতীন্দ্রনাথ মন্ডল রোগীকে সুস্থ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে। চেষ্টার এক পর্যায়ে আমার স্ত্রী মৃত্যুবরণ করে। আমার স্ত্রীর মৃত্যুর পিছনে চিকিৎসকদের যেমন কোন গাফিলতি ছিল না। তেমনি ক্লিনিক কর্তৃপক্ষও কোন দায়ি ছিল না। কারণ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করা হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তারক জানান, তার শ্বশুড়বাড়ীর লোকজন অসুস্থ্য থাকায় এখানে উপস্থিত হতে পারেননি। তবে সংবাদ সম্মেলনের ব্যাপারে তাদের অনুমতি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, প্রসূতি মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন খুলনা, এএসএম আব্দুর রাজ্জাক পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক বন্ধ রাখতে নির্দেশনা প্রদান ও খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমানকে তদন্ত কমিটির প্রধান করে খুলনা সার্জিক্যাল অফিসের ডাঃ তানিয়া ইসলাম ও পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজন কুমারকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পাইকগাছায় কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মঙ্গলবার উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।


প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের মনিটরিং কো–অর্ডিনেটর মোঃ শামছুর রহমান। 

গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, প্রকৌশলী আবু সাঈদ, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শাহানাজ পারভীন পপি, গ্রাম আদালত সহকারী নাজমুন নাহার, শুক্লা মিশ্র ও বাবুল আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

পাইকগাছায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

পাইকগাছায় পিতা-মাতার উপর অভিমান করে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


থানা পুলিশ ও এলাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা দেলুটি ইউনিয়নের সৈয়দখালী গ্রামের জাহাঙ্গীর শেখের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে সুমনা খাতুন লেখাপড়াকে কেন্দ্র করে তার পিতা-মাতার উপর অভিমান করে নিজেদের বাড়ির ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন জানিয়েছেন।