Thursday, May 4, 2017

পাইকগাছার সন্তান রাজু কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত

পাইকগাছার কৃতি সন্তান জিএম ইমরান হোসেন রাজু ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ২৮ এপ্রিল রাজু'র কার্যনির্বাহী সদস্য পদ অনুমোদন করেন।



উল্লেখ্য, ইমরান হোসেন রাজু পাইকগাছা পৌর সদরের বাতিখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও চিংড়ী বিপনন সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিএম ইমান আলীর পুত্র। রাজু'র মাতা শামিমা খাতুন একজন গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে রাজু বড়, ছোট ভাই রায়হান পারভেজ রনি পৌর ছাত্রলীগ নেতা।

ইমরান হোসেন রাজু ২০০৮ সালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১০ সালে খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি, ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণীতে অনার্স ও একই বিভাগ থেকে ২০১৬ সালে প্রথম শ্রেণীতে মাস্টার্স পাশ করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্র।

রাজু ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় রাজু'কে অভিনন্দন জানিয়েছে জন্মস্থান পাইকগাছার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।