Saturday, June 1, 2013

পাইকগাছায় সন্দেহজনক কয়লা বোঝাই ট্রাক জব্দ

পাইকগাছায় থানাপুলিশ সরবরাহকালে সন্দেহজনক এক ট্রাক কয়লা জব্দ করেছে। জব্দকৃত কয়লা ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। জানাযায়, উপজেলার চাঁদখালীতে প্রায় অর্ধশত কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা রয়েছে। কারখানাগুলোতে সুন্দরবন ও দেশীয় বিভিন্ন প্রজাতির কাঠ পুড়িয়ে বছরে হাজার হাজার মন কয়লা উৎপাদন করা হয়। উৎপাদিত কয়লা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইস্পাত কারখানায় সরবরাহ করা হয়। ঘটনার দিন শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে বস্তাবন্দি এক ট্রাক কয়লা সরবরাহকালে কয়লাবোঝাই ট্রাকটি কপিলমুনি নামকস্থানে পৌছালে কয়লার অন্তরালে অবৈধ কোন পাচার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্বাস কয়লাসহ ট্রাকটি জব্দ করে শনিবার দুপুর পর্যন্ত ফাঁড়ি হেফাজতে রাখেন। দুপুরের পর কয়লাবোঝাই ট্রাকটি থানা হেফাজতে হস্তান্তর করা হয়।


এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে কয়লার মালিক আব্দুল হালিম জাননা-পুলিশ কয়লা জব্দ করলেও কয়লার ভিতরে সন্দেহজনক কিছু পাইনি। অবৈধ মালামাল পাচার করছে এমনধরনের গোপন সংবাদের ভিত্তিতে কয়লাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে বলে এসআই আব্বাস জানান। বিষয়টি খতিয়ে দেখছেন জানান থানার ওসি আবু বক্কর।