Monday, April 22, 2013

মঙ্গল-বুধবারের এইচএসসি পরীক্ষা ১১ ও ১০ মে

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গল ও বুধবারের টানা ৩৬ ঘণ্টার হরতালের কারণে এই দু’দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।

নতুন সূচী অনুযায়ী, মঙ্গলবারের পরীক্ষা হবে ১১ মে এবং বুধবারের পরীক্ষা হবে ১০ মে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ২৩ এপ্রিলের পরীক্ষা ১১ মে শনিবার সকাল ১০টা ও দুপুর ২টা এবং ২৪ এপ্রিলের পরীক্ষা ১০ মে সকাল ৯টায় শুরু হবে।

▣ বিএনপির কাছে একজন এইচএসসি পরীক্ষার্থীর আকুতি

এইবার প্রায় ৯ লাখ ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে আমিও একজন। কিন্তু আমাদের পরীক্ষার পড়ার চিন্তা না করে, করতে হচ্ছে হরতালে পরীক্ষা হবে কিনা। ২৩ তারিখ হরতাল দিয়েছে বিরোধী দল, এইটা সবাই জানি, কিন্তু ঐদিন আমাদের পরীক্ষা আছে। বোর্ড এখনও কিছু জানায়নি যে পরীক্ষা হবে কিনা। প্রতি সপ্তাহে আমাদের মোটামুটি ২ টা করে পরীক্ষা থাকে, কিন্তু হরতাল দেয়া হইতেছে ওই পরীক্ষার দিন গুলোতে। এর আগে ইংরেজি ২য় এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র পিছানো হয় হরতালের কারণে। এতে কার কত উপকার হয়েছিল আমি জানি না তবে আমারা এর ভুক্তভোগী হয়েছি। আপনারা হরতাল দেন দেশের স্বার্থে ভালো কথা, কিন্তু ঐ পরীক্ষার দিন হরতালটা না দিলে হয় না? আর যদি দেন পারলে রাত্রে দেন।

আপনারা বলে থাকেন, ‘‘হরতাল দেশের স্বার্থে”, কিন্তু এই হরতালে যে আমাদের মত ছাত্রদের কত ক্ষতি করছেন তা আপনি কি ভাবে বুজবেন? দেশের স্বার্থে হরতাল দেন আর যাই করেন, শুধু পরীক্ষার দিন হরতাল টা দিবেন না। এই আবেদন আমার বিরোধী দলের কাছে।

▣ দুঃখ নিওনা সুন্দরবন, আমাদের দেশপ্রেম এমনই !

খুলনার রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য গত শনিবার ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পটি ভারতের মেঘালয়ে স্থাপনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় রাজ্য সরকার প্রকল্পটি স্থাপনের অনুমোদন দেয়নি।

সুন্দরবন, তোমার শরীরে আজ পুঁতে দেয়া হল ক্যান্সারের বীজ। যে বীজে শুরু হবে তোমার মরনযাত্রা। অথচ এ ভয়ংকর ঘটনাটি নিয়ে কেউ হই-চই করলো না। না রজনীতিক না মিডিয়া । রাজাকারবান্ধব মিডিয়া যেমন নিরব, মুক্তিযুদ্­ধবান্ধব বলে গলাখাঁকারি দেয়া মিডিয়াগুলোও তেমনি নিরব। এইতো আমাদের দেশপ্রেম ! ক্ষমা কর সুন্দরবন, দুঃখ নিওনা, আমাদের দেশপ্রেম এমনই !