Sunday, November 17, 2013

আধুনিক কপিলমুনির রূপকার রায় সাহেব বিনোদ বিহারী সাধু

ছবিটি আমাদের পাঠিয়েছেন Kamrul Islam.



পাইকগাছার সূর্যাস্ত !

শিববাটি, পাইকগাছা পৌরসভা।

ছবিটি আমাদের পাঠিয়েছেন Gm Rajib. 


পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে রাস উৎসব পালিত

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের রাস উৎসব পালিত হয়েছে। উৎসব উপলক্ষ্যে রোববার সকালে উপজেলার লতার কাঠামারিতে নীলকোমল ঠাকুরের পুজা, পবিত্র গীতাপাঠ, পুন্যস্নান, দুপুরে সাঁতার প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, বিকালে নৌকাবাইচ প্রতিযোগিতা ও রাতে জামাই রাজা এবং চলচিত্র শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুরূপভাবে শিববাটিস্থ পুন্যস্নান কেন্দ্র, সোলাদানার খালিয়ারচক, লস্কর, কড়ুলিয়া, ভিলেজ পাইকগাছার শিবসা ব্রীজের সন্নিকটে, কপিলমুনিসহ বিভিন্নস্থানে রাস উৎসবের কর্মসূচী পালিত হয়েছে।

পাইকগাছায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক

পাইকগাছা উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে তাদের আটক করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চেচুয়া এলাকার একটি ঘের থেকে জামায়াত কর্মী রোকন শামসুর রহমান মোড়ল ও বাতিখালির একটি ছাত্রাবাস থেকে পাঁচ শিবির কর্মীকে আটক করা হয়েছে।

আলহাজ্ব ফসিয়ার রহমান শ্রেষ্ঠ আবাসিক বিদ্যুৎ গ্রাহক নির্বাচিত

পাইকগাছার বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফসিয়ার রহমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৩ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলার শ্রেষ্ঠ আবাসিক বিদ্যুৎ গ্রাহক নির্বাচিত হয়েছেন। 

শনিবার পুরস্কার গ্রহন করায় আলহাজ্ব ফসিয়ার রহমানকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরো পাইকগাছা শাখার সহ-সভাপতি মোঃ দাউদ শরীফ, সম্পাদক এ্যাডঃ অজিত কুমার মন্ডল, রাবিদ মাহমুদ চঞ্চল, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ মিজানুর রহমান, এ্যাডঃ সেলিন আক্তার, আলহাজ্ব কাজী আজিজুল করিম, এ্যাডঃ আব্দুস সাত্তার, এস,এম, মোজাম্মেল হক, মনোহর চন্দ্র সানা, জি,এম, আব্দুর রশীদ, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ ও স.ম. আব্দুর রব।

অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন এর সভাপতি শেখ জালাল উদ্দীন, সহ-সভাপতি বিরিঞ্চি লাল মন্ডল, সম্পাদক মোঃ ইখতিখার উদ্দীন সানা, জিন্নাত আলী সানা, মোঃ আব্দুর রাজ্জাক ও আব্দুর রশীদ গাজী।

পশ্চিম সুন্দরবনে রান্না করা হরিণের মাংশসহ আটক ১৯

পশ্চিম সুন্দর বনে খুলনা রেঞ্জের নলিয়ান ষ্টেশনের পাতকোষ্টা টহল ফাঁড়ির ইনচার্জ ডেপুটি রেঞ্জার মোজাহারুল হকের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার বিকাল ৪ টায় পাটাকাটা খালে অভিযান চালিয়ে ৮ কেজি রান্না করা হরিনের মাংশসহ ১৯ জনকে আটক করেছে। আকটকৃতরা রাশ মেলা দেখতে আশা লোকজন বলে জানা গেছে।

তাদের বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। আটককৃত ১৯ ব্যাক্তি ও হরিনের মাংশ শনিবার বেলা ২টায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।