Saturday, November 25, 2017

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় পাইকগাছায় আনন্দ শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসব কর্মসূচিতে পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।


উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান'সহ অতিথিবৃন্দ।

পাইকগাছার ১০ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় ১০ ইউনিয়নে গ্রাম আদালতের উপর সচেতনতামূলক পৃথক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের আওতায় গত সোমবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ইখালী ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।


ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিদুল ইসলামের পরিচালনায় পৃথক কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, রুহুল আমিন বিশ্বাস, ইউপি সচিব, মেম্বর, গ্রাম আদালত সহকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।