Saturday, April 25, 2015

ভ‍ূূমিকম্পে পাইকগাছায় পুকুরের পানিতে আলোড়ন সৃষ্টি হয়

ছবি তুলেছেন :: রানা ঘোষ


ভ‍ূূমিকম্পে ২ বার কাঁপলো পাইকগাছা’সহ গোটা দেশ। দুপুর সোয়া ১২টার দিকে প্রথম কম্পন অনুভূত হয়। প্রায় মিনিট খানেক স্থায়ী থাকে কম্পন। প্রথম কম্পনের মাত্রা ছিলো ৭.৫। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আবারও পাইকগাছা’সহ গোটা দেশে ভূমিকম্প অনুভূত হয়। ২য় বার কম্পনের মাত্রা ছিলো ৫.৪।

এই ভূমিকম্পের উৎপত্তি হয় নেপালের পোখারার কাছে। নিমিষেই তা ভারত ও বাংলাদেশজুড়ে ছড়িয়ে যায়। কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাইনি। তবে মানুষজনের মধ্যে আতংক সৃষ্টি হয়েছিল। অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন।