Friday, December 20, 2013

গভীর রাতে স্কুল শিক্ষকের জমির ধান লুট, আহত ৩

কয়রায় গভীর রাতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক স্কুল শিক্ষকের জমির ধান লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে। জমির মালিক ভুক্তভোগী স্কুল শিক্ষক নারায়ন চন্দ্র জানান, বুধবার রাত্র ৩ টার দিকে স্থানীয় ৩০/৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার রোপনকৃত কয়রা মৌজার ৮০ শতক জমির পাকা ধান কাটতে থাকে।

জানতে পেরে বসত বাড়ীর পিছনে ধানের জমিতে গিয়ে আমরা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা আমার পরিবারের লোকদের বেদম মারপিট করে তাড়িয়ে দিয়ে নির্বিঘ্নে সম্পূর্ণ জমির ধান কেটে নিয়ে চলে যায়।

এসময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, ঊষা রাণী মন্ডল (৪৫), ললিতা মন্ডল (৩০), দীলিপ মন্ডল (৪৫)। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এর আগে গত জুন মাসেও একবার এই দুর্বৃত্তদের হামলায় সংখ্যালঘু পরিবারটির কয়েকজন জখম হয়। এ ব্যাপারে ২নং কয়রা গ্রামের সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ওসি (তদন্ত) সুবীর দত্ত জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কপিলমুনিতে পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কপিলমুনিতে পল্লী উন্নয়ন সংস্থা (পাস)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে দক্ষিন সলুয়াস্থ সংস্থার প্রধান কার্যালয় মিলনায়তনে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

এর আগে সংস্থার সাধারণ সম্পাদক শিবুপদ দাশের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, উপজেলা সমবায় অফিসার এফ এম সেলিম আক্তার, উপজেলা হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন কুমার ভদ্র, প্রভাষক সেকেন্দার আলী, বিশিষ্ট সমাজ সেবক শেখ আছাদুর রহমান পিয়ারুল, নিরাপদ সড়ক চা’ই এর দক্ষিণাঞ্চল শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরদার আঃ মমিন, সাংবাদিক এ কে আজাদ, ইউপি সদস্য সন্তোষ সরদার, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা আনোয়ারা বেগম, রোকসানা বেগম, গৌরাঙ্গ দাশ, অমল কুমার দাশ, মুকুল কান্তি ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, শামছুর রহমান, সাধনা দেবনাথ ও আমেনা খানম। এ সময় ২শ অসহায় শীতার্ত ব্যাক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।