Tuesday, November 19, 2013

রবিবার থেকে সপ্তাহব্যাপী হরতাল !

হরতাল আসছে দীর্ঘ মেয়াদে ! আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক নিয়ে যদি কোন ইতিবাচক সাড়া না পেলে তার দল ও জোট টানা হরতালের ঘোষণা দেবেন।

দলীয় সূত্রমতে, ইতিমধ্যে জোটের নীতি-নির্ধারণ মহলে আগামী রোববার থেকে বৃহস্পতিবার টানা হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। এজন্য কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কর্মীদের এলার্টও করা হয়েছে। হরতালের ঘোষণাটি আগামী বৃহস্পতি বা শুক্রবারে দেয়া হতে পারে।

পাইকগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম; ছুরিসহ ছিনতাইকারী আটক

পাইকগাছায় ছিনতাইকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগে পুলিশ ছিনতাইকারীকে আটক করেছে। আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীর স্বীকারোক্তি মোতাবেক একটি ধানক্ষেত থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
 
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার হরিঢালী গ্রামের মোঃ আরশাদ গাজীর পুত্র শরিফুল ইসলাম (২৮) এর গদাইপুরের নতুন বাজারে একটি বেকারীর দোকান রয়েছে। ঘটনার দিন সোমবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ী যাওয়ার পথে মাহমুদকাটি নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের ইশারত হালদারের পুত্র ছিনতাইকারী মোস্তাকিম (১৯) ব্যবসায়ী শরিফুল’এর গতিরোধ করে মটরসাইকেল ছিনতাইয়ের চেষ্ঠা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার কাছে থাকা ছুরি দিয়ে শরিফুলকে কুপিয়ে জখম করে।

এসময় চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে ওই রাতেই মামা আলম সরদারের দক্ষিন সলুয়া বাড়ী থেকে ছিনতাইকারী মোস্তাকিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিন সলুয়া শিকদার মোড়ের সত্যসাধুর ধানক্ষেত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী শরিফুলের ভাই কবিরুল ইসলাম বাদী হয়ে মোস্তাকিমসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা করেছে বলে থানার ওসি এম মসিউর রহমান জানান।

মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কয়রা উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলমের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু’র দায়ের করা ৫ লাখ টাকার চেক ডিসঅনার মামলায় আদালত ওই নির্দেশ দেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা পৌঁছায়নি পুলিশের হাতে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি-জমা বিক্রয় সম্পর্কিত লেনদেনে উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলম গত ৩০ এপ্রিল ৫ লাখ টাকার একটি চেক দেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মঞ্জুর আলম নান্নুকে। ব্যাংকের ওই হিসাবে টাকা না থাকায় গত ১৯ আগস্ট চেকটি ডিসঅনার হয়। এরপর মঞ্জুর আলম নান্নু বিভিন্নভাবে উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলমের সাথে এবিষয়ে যোগাযোগ করলেও কোন সুরাহা হয়নি।

গত ১৮ সেপ্টেম্বর তাকে লিগ্যাল নোটিশ দেন এ্যাডঃ নান্নু। আইনী প্রক্রিয়ায় লিগ্যাল নোটিশের উত্তর না দিয়ে বিভিন্ন মাধ্যমে মঞ্জুর আলম নান্নুকে ভয়ভীতি দেখান তিনি। গত ১০ অক্টোবর কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মঞ্জুর আলম নান্নু (যার সি আর ৩২৫/১৩)। একপর্যায়ে আদালত নাসিমা মামুনের বিরুদ্ধে সমন জারি করে। মঙ্গলবার স্বশরীরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে হাজির হবার নির্দেশনা থাকলেও তিনি আদালতে হাজির হননি। ফলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কয়রা থানার ওসি মোঃ ফজলুর রহমান বলেন, এ ধরণের নির্দেশনা আমার হাতে এখনো পৌঁছায়নি। আদালতের নির্দেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষক আশিষ রঞ্জন দাশ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

কোমলমতি শিশুদের মেধা বিকাশ ও তাদের প্রাথমিক জ্ঞান তথা শিক্ষা অর্জনে যাদের গুরুত্ব অপরিসীম তাদের মধ্যে একজন আশীষ রঞ্জন দাশ। পাইকগাছা উপজেলার হরিদাশকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ রঞ্জন দাশ গত ৩১ অক্টোবর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক প্রতিযোগীতায় ২০১৩ সালে খুলনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি এ সম্মান অর্জন করেন। ইতিপূর্বে তিনি ৪ বার উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এ উপলক্ষে গত ১৩ নভেম্বর উপজেলায় শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অফিসারবৃন্দের উপস্থিতিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে তার অসামান্য অবদান ও শ্রেষ্ঠত্ব অর্জন করায় তিনি খুবই আনন্দিত ও গর্বিত। শিক্ষক আশীষ রঞ্জন দাশ ব্যাক্তিগত জীবনে ২ কন্যা ও ১ পুত্রের জনক।

এমটিটি পদ্ধতিতে চিংড়ী চাষ করে ব্যাপক সফলতা

ইউএসআইডি এর অর্থায়নে ওয়াল্ড ফিস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নকৃত অ্যাকুয়াকালচার ফর ইনকাম এন্ড নিউট্রিশন প্রকল্প মানসম্মত অধিক চিংড়ী উৎপাদনের লক্ষ্যে খুলনা বিভাগের চিংড়ী চাষীদের নিয়ে দল গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করে।

তারই ধারাবাহিকতায় আশাশুনি থানার দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামের হতাশাগ্রস্থ চিংড়ী চাষী মধুসুদন মন্ডল চিংড়ী চাষী দলের সদস্য হয়ে প্রত্যেকটি প্রশিক্ষনে অংশগ্রহণ করে বুঝতে পারেন যে, তারা যেভাবে ঘের পরিচালনা করতো তাতে বেশি উৎপাদন হতো না।

তাই তিনি পোনা বাঁচানোর হার বৃদ্ধির জন্য স্থায়ী নার্সারী তৈরী করে প্রশিক্ষনে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে পানির গভীরতা বৃদ্ধি, নিয়মিত চুন প্রয়োগ, ব্লিচিং পাওডার দিয়ে নার্সারী পুকরের পানি শোধন, লবনাক্ততা পানি পিএইচ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী খাদ্য প্রবেশ করে ঘের পরিচালনা করেছেন।

যার ফলে তার ১৯৮ শতক জমির ঘের থেকে এ পর্যন্ত ৪২৫ কেজি বাগদা উৎপাদন করেছে। তিনি আরও অধিক আয় করবেন বলে আশা করেন। এ উৎপাদন দেখে এলাকার অন্যান্য চাষীরাও স্থায়ী নার্সারী তৈরীর মাধ্যমে ঘের পরিচালনার সিদ্ধান্ত নেয়।

চাষী মধুসুদন জানান, সকলেই যদি এমটিটি পদ্ধতিতে ঘের পরিচালনা করে তাহলে অধিক চিংড়ী উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্র অর্জন করা সম্ভব।

উক্ত প্রকল্পের কার্যক্রম সম্পর্কে কারিগরি বিশেষজ্ঞ আশরাফুল হক বলেন, গুনগত, মানসম্মত, অধিক চিংড়ী উৎপাদনের জন্য এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে সহায়তা প্রদান করা হচ্ছে এবং তা বাস্তবায়িত হচ্ছে প্রকল্পের ডেপুটি চিপ অফ পার্টি ড. মনজুরুল করিম’এর সুদক্ষ কর্ম পরিকল্পনা, ট্রেনিং ম্যানেজার মোঃ মাসুদুর রহমান’এর সঠিক দিক নির্দেশনা এবং প্রকল্প ব্যবস্থাপক কাজী কুদরত-ই করিম’এর সুষ্ঠু ব্যবস্থাপনায় ও আন্তারিক প্রচেষ্ঠায়।

পাইকগাছায় জামায়াত শিবিরের ২৬ নেতাকর্মীর জামিনলাভ

পাইকগাছায় পুলিশের উপর হামলা ও ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন বলে জানাগেছে।

উল্লেখ্য গত ২৭ অক্টোবর হরতালে উপজেলার রাড়ুলীর বাঁকা এলাকায় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর ঘটনা এবং ২৫ অক্টোবর ১৪৪ ধারা ভঙ্গ করার অভিযোগে জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আসামী করে পুলিশ বাদী হয়ে পাইকগাছা থানায় পৃথক দু’টি মামলা হয়। যার নং-৩২ ও ৩৪।

মামলার ২৬ আসামী উচ্চ আদালতে জামিন আবেদন করলে বিচারপতি বোরহানউদ্দিন ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে শুনানিতে ১৭ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত আসামীদের ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, মোঃ মোমিন সানা, মোঃ আলতাফ গাজী, মোরশাফূল শেখ, শামসুর রহমান গাজী, জাহিদুল মোড়ল, ডাঃ আসাদুল হক, আসাফুর রহমান, আক্কাজ আলী, খয়বর উদ্দিন সানা, মুফতি আব্দুল কাদের, আব্দুস সবুর, আকতারুজ্জামান খোকন, আব্দুল মজিদ গাজী, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ নূরে আলম সিদ্দিকী, মোঃ হালিমা মালি, মোস্তাফিজুর গাইন, মোঃ আজিবর রহমান ও আফসার উদ্দিন সিরাজী।

পাইকগাছায় ছাত্রশিবির নেতা আটক

পাইকগাছায় ছাত্র শিবিরের এক নেতাকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে সনাতনকাটি থেকে তাকে আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিঢালীর সোনাতনকাটি গ্রামের শেখ রফিকুলের ছেলে খুলনা সিটি পলিটেকনিক ইনিষ্টিটিউটের ২য় বর্ষের ছাত্র ও ইনষ্টিটিউটের ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শেখ পারভেজ হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, শিবির নেতা পারভেজ এলাকায় গত কয়েকদিন ধরে আ’লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপুর্ণ নেতাকর্মীদের নামের তালিকা তৈরী করছিল। এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। আটক পারভেজকে মঙ্গলবার সকালে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নন গেজেটেড সরকারি কর্মচারী সংসদের কমিটি গঠন

পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসের মোঃ গোলাম সরোয়ারকে সভাপতি, সমবায় অফিসের হেমেন্দ্র কুমার ঢালীকে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের কৃষ্ণপদ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পাইকগাছা নন গেজেটেড সরকারী কর্মচারী সংসদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ১৮ নভেম্বর পরিষদ মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যানরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরুল হক, সহ-সভাপতি সরদার মোঃ নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হাসান, কোষাধ্যক্ষ এসএম মঞ্জুরুল আলম, দপ্তর ও প্রচার সম্পাদক টিএম কফিলউদ্দিন, ক্রীড়া সাংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক অজিতেষ বৈদ্য, মহিলা ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদিকা মুক্তিয়ারা হক, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক আয়ুব হোসেন, কার্যকরী সদস্য যথাক্রমে মোঃ সরোয়ার হোসেন, নূর মোহাম্মদ, দীপক রঞ্জন মন্ডল, জিয়াদ আলী।

সামনের ১০ দিন নিরাপদে পার হলেই আমনের বাম্পার ফলন

দেশে এবার আমন ফসলের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আগাম জাতের আমন ধান কাটা গত ১৫ দিন আগে থেকে শুরু হয়েছে । তবে দক্ষিণাঞ্চলের স্থানীয় জাতের আমন ফসল পাকতে এখনও ১৫-২০ দিন সময় লাগবে। সামনের ১০দিন পার হলেই প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঝড়-বৃষ্টির আশংকা থাকবে না। ফলে কৃষক নিরাপদে ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করা যায়। 
সাধারণত নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আশংকা থাকে। ১৯৮৮ সালের ২৮ নভেম্বর খুলনা উপকূলে ঘুর্ণিঝড় আঘাত হানে। এত বিলম্বে আর ঘূর্ণিঝড়ের রেকর্ড নেই। এবার মৌসুমের শেষে আশ্বিন ও কার্তিক মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় আমন ফসলের প্রভূত উপকারে এসেছে। উঁচু জমির ধানও ভালো হয়েছে। খুলনার সব উপজেলাতেই এবার ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে।