Monday, December 30, 2013

১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক ১৮ দলের

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে আগামী ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সোমবার এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন।

পাইকগাছায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

পাইকগাছায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ওসি এম মসিউর রহমান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, কাজল কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, রতন ভদ্র, আনোয়ার ইকবাল মন্টু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী এনামূল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ও পৌর ইমাম পরিষদের সভাপতি অলহাজ্ব হাফেজ মাওঃ জালাল উদ্দিন।

সভায় নাশকতা প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত এবং প্রতিরোধে ইমাম ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানানো হয়।

পাইকগাছায় কলেজ ছাত্র গুলিবিদ্ধ; আটক ২

পাইকগাছায় এক কলেজ ছাত্রের বাড়ীতে স্বশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক আহত অবস্থায় কলেজ ছাত্র অভিজিৎকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ জনকে আটক করেছে। ছাত্রাবাসের ভাড়ার টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও আহত পরিবার সুত্র জানিয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানা গেছে, পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের সঞ্জীব বিশ্বাসের পুত্র ও খুলনা সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র অভিজিৎ বিশ্বাস (১৭) ও একই এলাকার ৪নং ওয়ার্ডের মানিক মন্ডলের পুত্র অচিন্তসহ সহপাঠী ৩ বন্ধু লেখাপড়ার সুত্রে খুলনার একটি ছাত্রাবাস ভাড়া করে বসবাস করত। শনিবার বাড়ী আসার সময় অচিন্তর ছাত্রাবাসের ২ মাসের ভাড়ার টাকা বাকী থাকায় অভিজিৎ অচিন্তর ব্যবহৃত মোবাইলটি জামানত হিসাবে নিয়ে ভাড়ার টাকা পরিশোধ করে।

পরে বাড়ী আসার পর মোবাইল নেওয়ার অপরাধে রোববার অচিন্ত অভিজিৎকে কুপিয়ে জখম করার হুমকি দেয়। এ ঘটনায় সোমবার প্রথম প্রহর (রাত ১টা)’র দিকে অচিন্তর নেতৃত্বে ৩ দুর্বৃত্ত অভিজিতের বাড়ীতে স্বশস্ত্র হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘুমিয়ে থাকা পরিবারের উপর আতর্কিত হামলা চালায়। এসময় অভিজিতের মা শেখরা বিশ্বাসের সাথে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা অভিজিতকে লক্ষ্য করে গুলি করে। গুলিটিতার পায়ে বিদ্ধ হলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আত্মচিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আহত অভিজিতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ খবর জানতে পেরে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও অচিন্ত্যর বাড়ীতে অভিযান চালায়। এ ঘটনায় সোমবার সকালে অচিন্তর বাবা মানিক মন্ডল ও পার্থ মন্ডল নামের দু’জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় জামায়াতের ৩ নেতাকর্মী আটক

পাইকগাছায় জামায়াতের ৩ নেতাকে আটক করা হয়েছে। রোববার বিকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, নাশকতার আশংকায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে রোববার বেলা সড়ে ৩টার দিকে ইসলামী ব্যাংক এলাকা থেকে বয়ারঝাপা গ্রামের ঈমান আল সরদারের পুত্র শিবিরের সাবেক পৌর সভাপতি ও বর্তমান সোলাদানা ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক এসএম ফিরোজ আহম্মেদ (২৪) এবং বিকাল ৫টার দিকে লক্ষ্মীখোলা গ্রামের আনসার আলী সরদারের পুত্র মোঃ শুকুর আলী (৩০) ও একই এলাকার জিল্লাব গাজীর পুত্র বাবু গাজী (২৩) কে আটক করে।

নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।