Tuesday, October 1, 2013

পাইকগাছায় মহিলা অধিদপ্তরের মানববন্ধন

পাইকগাছায় ‘নারীর অগ্রযাত্রা সময়ের দাবী, এটিই হবে উন্নয়নে চাবি’ প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক কে,এম, আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল জোয়াদ্দার, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, বন কর্মকর্তা, প্রেমানন্দ দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রভাষক ময়নুল ইসলাম, সোমা রায়, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও এন. ইসলাম সাগর।

কপিলমুনিতে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কপিলমুনিতে মাঠ পর্যায় মানবাধিকার লঙ্ঘন ও সাংবাদিকদের ভুমিকা শীর্ষক এক কর্মশালা সোমবার সকাল ১১ টায় উত্তোরণ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে মানবাধিকার লঙ্ন বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত ও কিভাবে মানবাধিকার লঙ্ঘিঘত হয় তার উপর আলোকপাত করেন সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন, কর্মশালার সমন্বয়কারী সাংবাদিক জাহিদুর রহমান, মোঃ আঃ জলিল শেখ ও উত্তোরণ কপিলমুনি শাখার ব্যাবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম।