Thursday, November 28, 2013

পাইকগাছায় সাবেক কমিশনার গাজী আব্দুর সালাম আটক

পাইকগাছায় সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা গাজী আব্দুর সালামকে আটক করেছে থানা পুলিশ। 

নাশকতার আশংকায় বুধবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও বিএনপি নেতা গাজী আব্দুর সালামকে আটক করেছে।

খুলনা-৬ আসনে আ.লীগের মনোনয়ন পাচ্ছেন অ্যাডঃ নুরুল হক

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী শনিবার দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হবে।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল হক এগিয়ে রয়েছেন। তাছাড়া আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটেও তিনি এগিয়ে ছিলেন।

তাই খুলনা-৬ আসন থেকে অ্যাডভোকেট নুরুল হক মনোনয়ন পাচ্ছেন বলে সূত্র অনেকটা নিশ্চিত করেছে। তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীর রদবদলও হতে পারে।
 
বি.দ্র. :: এটি একটি রাজনৈতিক রিপোর্ট কিন্তু এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্য Voice of Paikgacha’র নেই। জন্মলগ্ন থেকেই Voice of Paikgacha রাজনৈতিক সংবাদ পরিহারের চেষ্টা করে আসছে। 

কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে একাধিক পাঠকের আনুরোধের ভিত্তিতে এই রিপোর্টটি প্রকাশ করা হল। খুলনা-৬ আসনে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত হলে, এ সংক্রান্ত সংবাদ Voice of Paikgacha’য় প্রকাশ করা হবে।

আবারো শুক্র থেকে সোম টানা অবরোধ !

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আবারো টানা অবরোধের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা যাতে মনোনয়নপত্র দাখিল করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ১৮ দল।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী সোমবার এবং আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বৈঠক সূত্রে জানা যায়, দুই দিনের অবরোধের পরও তফসিল স্থগিত করা না হলে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রতিহত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ।

তবে অবরোধ কর্মসূচি চলায় মনোনয়নপত্র জমা দেয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার রিটার্নিং অফিসারের কার্যালয় খোলা রাখা হতে পারে বলে মনে করছে ১৮ দল। তাই শুক্রবারকেও অবরোধের আওতায় রাখতে চায় তারা। সে লক্ষ্যে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়।

খুলনা রিটার্নিং অফিসারের গণ-বিজ্ঞপ্তি

নির্বাচন কমিশন ২৫ নভেম্বর, ২০১৩ খ্রি. তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রত্যেক নির্বাচনী এলাকার ভোটারগণকে স্ব স্ব নির্বাচনী এলাকা হতে একজন করে জাতীয় সংসদ সদস্য নির্বাচত করার জন্য নিম্নলিখিত সয়মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ি রিটার্নিং অফিসার/ সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ডিসেম্বর, ২০১৩ সোমবার; রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ ও ৬ ডিসেম্বর; প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর (শুক্রবার), ২০১৩ এবং ভোট গ্রহণের তারিখ ৫ জানুয়ারি (রবিবার) ২০১৪।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (২) অনুসারে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিন জানান যে, খুলনা-১, খুলনা-২, খুলনা-৩, খুলনা-৪, খুলনা-৫ এবং খুলনা-৬ আসনের নির্বাচনী এলাকা হতে একজন করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুসরণ করা হবে।

পূর্বোল্লিখিত আদেশের অনুচ্ছেদ ১১ এর দফা (৩) অনুসারে খুলনা জেলার সবকটি নির্বাচনী এলাকার সকল বাসিন্দাদের জ্ঞাতার্থে রিটার্নিং অফিসার আরও জানিয়েছেন আগামী ২ ডিসেম্বর, ২০১৩ তারিখ অথবা উক্ত তারিখের পূর্ববর্তী যেকোন দিন সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা হতে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত (২৬ নভেম্বর, ২০১৩) এক গণ-বিজ্ঞপ্তি-তে এ তথ্য জানানো হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৩০ নভেম্বরের বিএসসি সম্মান কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষকদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রথমবারের মতো সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে তার বিশ্ববিদ্যালয়ের সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ছিল। সে অনুযায়ী ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্নও হয়েছে। কিন্তু সম্প্রতি হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্বিমত পোষণ করায় আপাতত ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার কৌশল ও তারিখ জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা শনিবার

১৮ দলের ডাকা চলমান অবরোধের সময় বৃদ্ধি করায় আবারো পেছানো হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। অবরোধ এক দিন বাড়ানোর কারণে বৃহস্পতিবারের পরীক্ষা পেছানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার বেলা ১১ টায়। বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

প্রসঙ্গত, অবরোধের কারণে বুধবারের পরীক্ষা পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছিল। অবরোধের দ্বিতীয় দিনে এসে কর্মসূচি আরো ২৩ ঘণ্টা বৃদ্ধি করা হয়।

অবরোধ শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত

নির্দলীয় সরকারের দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টা নয়, ২৩ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ১২ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছিলেন। রাতে তিনি সাংবাদিকদের বলেন, তিনি ‘ভুল’ করেছেন। অবরোধ আরো ১১ ঘণ্টা অর্থাৎ শুক্রবার সকাল ৫টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বৃহস্পতিবার সকাল ৬ টায় শেষ হওয়ার কথা ছিল, এখন তা শেষ হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল ৫ টায়।