Wednesday, August 27, 2014

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩তম বিসিএস’এর ৫ ডাক্তারের যোগদান

৩৩তম বিসিএস’এর ৫ জন ডাক্তার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন/মেডিকেল অফিসার হিসাবে যোগদান করেছেন। সদ্য যোগদানকৃত ডাক্তারদেরকে বিভিন্ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার সকালে যোগদানের পর সহকারী সার্জন/মেডিকেল অফিসার ডাঃ মোঃ মশিউর রহমান'কে কাটিপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে, সহকারী সার্জন ডাঃ মিঠুন দেবনাথ'কে চাঁদখালী উপ-স্বাস্থ্যকেন্দ্র, সহকারী সার্জন ডাঃ পার্থ প্রতিম দেবনাথ'কে গদাইপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে, সহকারী সার্জন ডাঃ এসএম ফাহাদ'কে দেলুটি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও সহকারী সার্জন ডাঃ আহসানারা বিনতে আহম্মেদ'কে পাইকগাছা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব অর্পন করা হয় বলে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল জানান।

পাইকগাছায় ঘের মালিকের কাছে জিম্মি প্রশাসন !

অত্যাচার ও হয়রাণীমূলক মামলায় অর্ধশত হিন্দু পরিবারের দেশ ছাড়ার উপক্রম


পাইকগাছায় প্রভাবশালী এক ঘের মালিকের অত্যাচার, নির্যাতন ও হয়রাণীমুলক মামলায় দেশ ছাড়ার উপক্রম হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার প্রায় অর্ধশত পরিবার। এসব নির্যাতন ও হয়রাণীমুলক মামলা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসীর পক্ষ থেকে ইতোমধ্যে ঘের মালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক সংবাদ সম্মেলন, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বর্তমানে এলাকাবাসীর ভোগ দখলে থাকা শতাধিক বিঘার চিংড়ী ঘেরটি জবর দখল করতে বিভিন্ন পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র প্রভাবশালী ঘের মালিক এস,এম, রফিকুল ইসলাম লতা ইউনিয়নের পানা মৌজায় ১৯৯১ সাল থেকে দুটি খন্ডে ৯৫০ বিঘা জমির উপর মৎস্য লীজ ঘের করে আসছে। ২০ বছরেরও অধিক সময় ধরে ঘের মালিক রফিকুল ইসলাম নামমাত্র হারির টাকা দিয়ে উক্ত ঘেরটি পরিচালনা করে আসছিল বলে এলাকাবাসীর অভিযোগ।

পানা গ্রামের মৃত হরিশ্চন্দ্র হালদারের পুত্র বিকাশ চন্দ্র হালদার জানান, যখন বিঘাপ্রতি ৫ হাজার টাকা হারী ছিল, তখন সাড়ে ৩ হাজার এবং যখন ৬ হাজার ছিল তখন ৪ হাজার ও যখন ৮ হাজার টাকা ছিল তখন ঘের মালিক রফিকুল ইসলাম ৫ হাজার টাকা করে একাধিক কিস্তিতে হারির টাকা পরিশোধ করেছে। যা এলাকাবাসীর কোন উপকারে আসে নাই।

২০১৩ সালে উক্ত ঘেরের মেয়াদ শেষান্তে ২০১৪ সালের ১ জানুয়ারী হতে উক্ত ঘেরের ৪৫০ বিঘার অংশের মধ্য থেকে ১শ বিঘা জমির দখল বুঝে নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মধুসুদন মন্ডল, ঠাকুর দাস, অজিত, জনেক, বিকাশ, বিধান, অনন্ত ও পঞ্চরাম হালদারসহ সংখ্যালঘু এলাকাবাসী সমবায় ভিত্তিক লীজ ঘের শুরু করলে এতে ক্ষীপ্ত হয়ে ঘের মালিক রফিকুল ইসলাম পাশ্ববর্তী এলাকার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী দিয়ে বিভিন্ন সময়ে হামলা, অত্যাচার ও নির্যাতন করে আসছে।

ইতোমধ্যে কয়েকমাসের ব্যবধানে ঘের মালিক এলাকার প্রায় অর্ধশত হিন্দু পরিবারের বিরুদ্ধে থানা ও আদালতে ১৬টি হয়রাণীমূলক মামলা করেছে। বর্তমানে এলাকাবাসীর ভোগদখলে থাকা চিংড়ী ঘেরটি জবর দখল করতে পারে এমন আশংকায় এলাকাবাসীর পক্ষে গত ২৩ আগষ্ট পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন এবং ২৫ আগষ্ট খুলনায় মানববন্ধন ও একই দিন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এলাকাবাসীর এসব কর্মসূচীকে ব্যাহত করতে ঘের মালিক এলাকার কতিপয় লোকজনকে দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্ঠা’ করছেন বলে নির্যাতিত এলাকাবাসীর অভিযোগ।

এ ব্যাপারে এলাকাবাসীরা জানান, নিজেদের জমিতে নিজেরাই লীজ ঘের করতে গিয়ে ঘের মালিক রফিকুল ইসলামের নির্যাতন ও হয়রাণীমূলক মামলায় এলাকায় বসবাস করা দায় হয়ে পড়েছে। প্রশাসন ও ঘের মালিকের কাছে জিম্মি হয়ে পড়ায় আমাদের এখন দেশ ছেড়ে ভারতে যাওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

দুর্গা পূজায় ৩ দিনের ছুটি’সহ ৬০টি সংরক্ষিত আসনের দাবি

দ‍ুর্গা পূজায় ৩ দিনের ছুটির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। একই সঙ্গে জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসন রাখার দাবি জানানো হয়েছে। মঙ্গলাবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শারদীয় দ‍ুর্গা পূজা হিন্দু সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হিন্দু সম্প্রদায় এই উৎসবকে কেন্দ্র করে পিতা-মাতা, ভাই-বোন, আত্নীয়-স্বজনের সাথে মিলিত হওয়ার আশা পোষণ করেন। কিন্ত কর্মক্ষেত্রে ছুটি কম থাকায় ‌সেভাবে মিলিত হতে পারেন না।

৫ দিনের দুর্গা প‍ূজা অনুষ্ঠানের মধ্যে একদিন ছুটি আছে জানিয়ে নেতারা বলেন, একদিন ছুটি আছে, সেটাও দশমীতে। তাই দুর্গা পূজায় কমপক্ষে তিনদিনের ছুটি নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানাই।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি মনোজ কুমার মন্ডলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মুখপাত্র পলাশ কান্দি দে, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মৃত্যুঞ্জয় রায়, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সমীর সরকার এবং ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক অখিল মন্ডল প্রমুখ।

হালনাগাদ তালিকায় পাইকগাছা-কয়রায় ভোটার বেড়েছে ১৭ হাজার ৫৮৬ জন

হালনাগাদ তালিকায় খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলায় এ বছর ভোটার বেড়েছে ১৭ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পাইকগাছা উপজেলায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৯ হাজার ৪৮৮ জন এবং কয়রায় ৮ হাজার ৯৮ জন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নতুন ভোটারদের সবার নিবন্ধনের কাজ এখনও শেষ হয়নি। তথ্য সংগ্রহের পর অনেকেই নিবন্ধন ও ছবি তুলতে যাননি। এ জন্য ছবি তোলার কাজ সম্পন্ন এবং ভোটার স্থানান্তরের পরই চূড়ান্ত ভোটার সংখ্যা জানা যাবে।

খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, তথ্য সংগ্রহের আগে জনপ্রতিনিধিদের চিঠি দিয়ে হালনাগাদে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়। এ জন্য এবার গড়ে ৫ দশমিক ৭৫ শতাংশ ভোটার বেড়েছে। এখনও যারা নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা নিকটস্থ থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। ভোটার স্থানান্তরের আবেদন যাচাই শেষে তালিকা চূড়ান্ত করা হবে।

কয়রায় রেডিও জার্নালিজম এর প্রশিক্ষন

কয়রায় ক্রেলের উদ্যোগে রেডিও জার্নালিজম এর উপর প্রশিক্ষন এর মাধ্যমে মেধা যাচাই করা হয়।

২৭ আগষ্ট সকাল ১০টায় উপজেলার বি.আর.ডিবি হল রুমে মেধা যাচাই অনুষ্টানে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের কমিউনিকেশন অফিসার মোঃ কামরুল ইসলাম, কয়রা দাকোপ সাইট অফিসার বাবুল ইসলাম, রেডিও সুন্দরবন কয়রার স্টেশন ম্যানেজার পলাশ, কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশনের বন প্রহরী মোস্তাফিজুর রহমান,ক্রেলের শেখ আসাদুল্লাহ প্রমুখ।

মেধা যাচাই অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। অন্যদিকে একই প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তনে ঝুকি হ্রাস ও প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনার উপর প্রশিকার হল রুমে ১০টি ব্যাচে প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে

কয়রায় তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষে সমন্বয় সভা

কয়রায় এইড,সিয়াম,অগ্রদুত সমাজ কল্যান যুব সংঘ ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্দ্যোগে তামাক বিরোধী প্রচারনার মাধ্যমে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জনঅংশগ্রহন প্রকল্পের আওতায় স্থানীয় জনপ্রতিনিধি ও সুশিল সমাজের লোকজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।

২৭ আগষ্ট বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সিয়ামের নির্বাহী পরিচালক মোঃ মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি চেয়্যারম্যান এস এম শফিকুল ইসলাম, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য রেজাউল করিম, শেখ নূরূল হুদা, সমাজ সেবক মুজিবর রহমান, আব্দুল আজিজ প্রমুখ।

সভায় তামাকের বিভিন্ন ক্ষতিকর বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সাধারন মানুষকে ধূমপান মুক্ত করার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

কয়রায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

কয়রায় ভাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জানা গেছে, কয়রা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হাসান ভাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তিন ঔষধ রাখার দায়ে এবং বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এ জরিমানার টাকা আদায় করেন।

২৭ আগষ্ট সকালে অভিযান চালানো হয়। এ সময় কয়রা থানার এস আই হাফিজুর রহমান, পেশকার মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।

রাড়ুলীর কাঠিপাড়ায় দুই অপহরণকারী আটক; যুবতী উদ্ধার

পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়ায় ২ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাড়ুলী ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করে।

আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের আনছার আলির পুত্র আয়ুব হোসেন ও আব্দুর রহমান ঢালীর পুত্র আব্দুল ওহাব পাইকগাছার বয়ারধাপা গ্রামের এক যুবতীকে অপহরণ করে নিয়ে আশাশুনিতে আসছিল। কাঠিপাড়া গ্রামের কাছে পৌঁছালে রাড়ুলিী পুলিশ ফাঁড়ির এসআই লিয়াকত আলি তাদেরকে আটক করেন এবং যুবতীকে উদ্ধার করেন।

এ ব্যাপারে পাইকগাছা থানায় এসআই লিয়াকত বাদী হয়ে মামলা (৩৯ তাং ২৬/৮/১৪) রুজু করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কপিলমুনিতে কলেজ ছাত্রী গণধর্ষণ; পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

খুলনা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান গত সোমবার সন্ধ্যায় মাহমুদকাটিতে কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি তাৎক্ষনিকভাবে উপস্থিত লোকজনের ও ঘটনার প্রতাক্ষদর্শীদের বক্তব্য শোনেন। এ সময় এলাকার সর্বস্তরের মানুষ জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তোলেন।

তিনি এহেন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত পলাতক আসামী ও তাদের সহযোগিদের মামলায় অর্ন্তভুক্ত করে জরুরীভাবে গ্রেফতার করার নির্দেশ দেন। পাইকগাছা থানার ওসি শিকদার আক্কাস আলী, ওসি তদন্ত শ্যামলাল, এএসআই ফজর আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোলঙ্গী, কওসার আলী জোয়াদ্দার, ইউপি সদস্য আলাউদ্দীন’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট সোমবার দুপুরে মাহমুদকাটি ঋষি পাড়া মিশন মোড় সংলগ্ন ছহিলদ্দীন গাজীর পুত্র হারুন গাজীর দোকানের পিছনে অবস্থিত নির্জন ঐ বাড়িতে হারুন ও গহরের সহায়তায় শত বাধার মুখে নরপশু ৩ জন পালাক্রমে ধর্ষণ ও মোবাইলে ধর্ষণ চিত্র ধারণ করে।

দু’দিন পর পাইকগাছা থানার ওসি গোপন সুত্রে খবর পেয়ে ফোর্স নিয়ে ধর্ষণের শিকার ঐ ছাত্রীকে মালথ গ্রামে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে এবং তার বর্ণনামতে ধর্ষক মুনমুন খান (১৯) ও সহযোগি দোকান মালিক হারুন গাজীকে আটক করে। ধর্ষিতা বাদী হয়ে ৫ যুবকের নামে থানায় মামলা করেছে।

পাইকগাছা কেন্দ্রীয় মাহানাম যজ্ঞ কমিটির কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী

পাইকগাছা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির কোষাধ্যক্ষ পদে আশিষ রায় চৌধুরী মনোনীত হয়েছেন। শনিবার রাত ৮টায় মঠবাটী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে মহা নামযজ্ঞ কমিটির কোষধ্যক্ষ পদ নির্বাচনের লক্ষে পরিতোষ রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নামযজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, রামকৃষ্ণ সেবাশ্রমের কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, দিলীপ সরকার, ডাঃ তপন রায়, নারায়ন মন্ডল, পারিজাত মল্লিক, এ্যাড. সুকুমার দেবনাথ, তপন দেবনাথ, সুভাষ দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির ২১ সদস্য বিশিষ্ট কমিটির কোষাধ্যক্ষ পদ বাদে ২০ সদস্যের কমিটি গঠন করা হয়। গত শনিবার সভায় সর্বসম্মতিক্রমে আশিষ রায় চৌধুরীকে কোষাধ্যক্ষ পদে মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শঙ্খদানা বেইলী ব্রীজের বেহাল অবস্থা

পাইকগাছায় হাড়িয়া নদীর উপর শঙ্খদানা বেইলী ব্রীজের বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় ঝুকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও এলাকাবাসী।