Tuesday, February 21, 2017

পাইকগাছায় খবরের কাগজ যিনি দেন তিনিই এখন শিরোনাম

কোনো রকম যান্ত্রিক সুবিধা ছাড়াই অল্প সময়ে বেশি সংখ্যক পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে দেওয়ার রেওয়াজটা পাইকগাছার নিউজ এক্সপ্রেস খ্যাত মুক্তিযোদ্ধার সন্তান মোমিন গাইনের (৬৩)। তিনি খবরের কাগজ পরিবেশন করেন, অথচ আজ ভাগ্যচক্রে তিনিই খবরের শিরোনাম হয়েছেন। দীর্ঘ রোগ ভোগের শিকার স্ত্রী ভানু বিবির স্বামী মমিন গাইন। প্রতিদিনের পত্রিকা হাতে পাওয়ার আত্মতৃপ্তি এবং চিরচেনা ছাপাখানার ঘ্রাণটি লম্বা শ্বাসে গ্রহণ করে ছুটে চলা যেন নিত্যদিনের ব্যাপার।

পাইকগাছার কপিলমুনি গ্রামের আনছার কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান গাইনের বড় ছেলে আঃ মমিন হকার বলেন, ‘জীবিকার প্রয়োজনে ১৯৯২ সাল হতে সংবাদপত্রের পেশায় জড়িত’। তিনি আরো বলেন, ‘সংবাদপত্র পেশা হিসাবে নিলেও এটি একটি বড় দায়িত্ব বলে মনে করি। এখন বয়স হয়েছে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে; তাই এখন আর পারি না সবার সঙ্গে ছুটে চলতে। কিডনি লিভারসহ বিভিন্ন রোগের চিকিত্সা করাতে পারি না পয়সার অভাবে। আমি আগের মত ছুটতে চাই। চিকিত্সার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা বড় প্রয়োজন।’
না হলে ধুঁকে ধুঁকে মরতে হবে হকার মমিন গাইনকে। সে খুলনা জেলা হকার্স ইউনিয়নের তালিকাভুক্ত। তার চিকিৎসার জন্য সাহায্য কামনা করেছেন তার স্ত্রী ভানু বিবি।
সাহায্য পাঠাবার ঠিকানা :: সাইমন গাইন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কপিলমুনি, পাইকগাছা শাখা :: ২০৪-১২২-১১৯।