Wednesday, September 24, 2014

24/7 We make you feel at home ! and....

পাইকগাছায় আমজাদ আলী পাবলিক লাইব্রেরিকে জাতীয় গ্রন্থ কেন্দ্রের চেক প্রদান

পাইকগাছায় হেডমাস্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরি'কে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় গ্রন্থ কেন্দ্রের ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে লাইব্রেরির নির্বাহী সভাপতি এড.এম. মাফতুন আহম্মেদের নিকট চেকটি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন। 

এ সময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অখিল কুমার সরকার, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এ্যাড.শফিকুল ইসলাম কচি, এ্যাড.অজিত কুমার মন্ডল, এ্যাড.মুজিবর রহমান, এ্যাড.আব্দুস সাত্তার মালি, লাইব্রেরির সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন রাজা, এ্যাড.আবদুল্লাহ-আল-মামুন, এ্যাড.সুকুমার দেবনাথ, এ্যাড.সেলিনা আক্তার, এ্যাড. মোহতাসিম বিল্লাহ, এ্যাড. দিপংকর সাহা, ইকবাল আহম্মেদ, মোস্তফা মোড়ল ও মোনায়েম আহম্মেদ।

পাইকগাছায় সাংবাদিক তৃপ্তি এসএমসি’র উপজেলার শ্রেষ্ট সভাপতি নির্বাচিত

পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব তৃপ্তি রঞ্জন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উপজেলা পর্যায়ে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে গত ০৩/০৫/১২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। 

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকা/ব্যক্তি/কর্মকর্তা ও কর্মচারী/প্রতিষ্ঠান বাছায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তৃপ্তি রঞ্জন সেন উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার দীলিপ কুমার ঘোষ।

এ ছাড়া উপজেলার শ্রেষ্ঠ বিদে্যুাৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) আবুল কালাম আজাদ, শিক্ষক হয়েছেন রেজাকপুর কাশিমনগর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান, শিক্ষিকা হয়েছেন মেলেক পুরাইকাটি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ, কপিলমুনি সঃ প্রঃ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয়, কাব শিক্ষক হয়েছেন পাইকগাছা মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার সরকার ও শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছেন মুনকিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ছাত্রী মনীষা রায়।

পাইকগাছা সলুয়া গোলাবাটি সঃ প্রাঃ বিদ্যালয়ের সহঃ শিক্ষিকাকে বদলীর দাবী !

অবশেষে বিভাগীয় শিক্ষা অফিসার বরাবর ভুক্তভোগীদের অভিযোগ


জেলা শিক্ষা কর্মকর্তা ১৪ মে পাইকগাছা সলুয়া গোলাবাটি সঃ প্রাঃ বিদ্যালয়ে পরিদর্শনের পর সহঃ শিক্ষিকা খুরশিদা কর্তৃক নানাভাবে হয়রানী ও মারপিটের শিকার স্কুলের অবুঝ শিক্ষার্থীরা। শিক্ষিকা সম্পর্কে গোপন তথ্য ফাঁস করায় কোমলমতি ঐ সব শিক্ষার্থীরা এখন চরম বিপাকে। শিক্ষিকার আক্রমনাত্মক আচারণের শিকার খোদ অভিভাবরাও।

আর এমন এক পরিস্থিতির শিকার হয়ে অবশেষে সহঃ শিক্ষিকা খুরশিদাকে অন্যত্রে বদলীর দাবী জানিয়ে ভুক্তভোগী অভিভাবকরা বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। যার অনুলিপি শিক্ষা মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার ৫নং সলুয়া গোলাবাটি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আক্তার খানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য উপস্থাপন করার অভিযোগ এনে ইতোপুর্বে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন স্কুলের আলোচিত সহঃ শিক্ষিকা খুরশিদা আক্তার। যা নিয়ে বিগত ১৪ মে জেলা শিক্ষা কর্মকর্তা আশোক কুমার সমাদ্দার সরেজমিন ঘটনার তদন্ত করেন। এ সময় স্কুলের অভিভাবক সহ কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে প্রধান শিক্ষক ও সহঃ শিক্ষিকা খুরশিদা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন শিক্ষা কর্মকর্তা।

এমতাবস্থায় খুরশিদা সম্পর্কে গোপন তথ্য ফাঁস করে দেয় অবুঝ শিক্ষার্থীরা। আর সেটাই অবুঝ শিক্ষার্থীদের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের উপর নানা হয়রানীর খেলা শুরু করেছেন আলোচিত শিক্ষিকা খুরশিদা। মারপীট থেকে শুরু করে তিনি এখন স্ব-মুর্তিতে। শুধু তাই নয়, স্কুলের অভিভাবকদের উপর আক্রমনাত্মক ভুমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।

বিভিন্ন সময় আলোচিত ঐ শিক্ষিকা কর্তৃক একাধিক অভিভাবক লাঞ্চিত হওয়ার ঘটনাও বিরল নয়। উপায়ন্তু না পেয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও ভুক্তভোগীরা কোন প্রতিকার পায়নি। ফলে শিক্ষিকা খুরশিদার ক্ষমতার দাপট যেন দ্বিগুন বেড়ে যায়।

সূত্রমতে, উপজেলা শিক্ষা অফিসের কতিপয় কর্তা ব্যাক্তিদের সাথে আলোচিত শিক্ষিকা খুরশিদার রয়েছে দহরম মহরম সম্পর্ক। ফলে ভুক্তভোগী অভিভাবকদের কোন কথায় তারা শুনতে পাননা। উপায়ন্তু না পেয়ে ভুক্তভোগীরা জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন পাঠিয়েও কোন প্রতিকার পাননি। সর্বশেষ ভুক্তভোগী অভিভাবকরা বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। যার অনুলিপি শিক্ষা মন্ত্রনালয়’সহ ৭ দপ্তরে প্রেরীত হয়েছে।

এলাকার অভিভাবকদের দাবী শিক্ষিকা খুরশিদাকে অন্যত্রে বদলী করে স্কুলটিকে কলঙ্কমুক্ত করা হোক। তা নাহলে ঝরে পড়বে কোমলমতি অবুঝ শিক্ষার্থীরা। কলঙ্কিত হবে শিক্ষা প্রতিষ্ঠান।

পাইকগাছায় নবলোকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পাইকগাছায় টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের ওয়াস সম্পর্কিত দায়িত্ব কর্তব্য বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। পাইকগাছা পৌরসভা ও নবলোকের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবলোকের উপজেলা ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দীন শেখের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন, নবলোকের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান সেতু, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম, কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাজী নেয়ামুল হুদা কামাল, এস,এম, ইমদাদুল হক, আসমা আহমেদ।

উপস্থিত ছিলেন, প্রকল্প সুপার ভাইজার সুমন হাসান খান, হাইজিন প্রমোশন এণ্ড ট্রেনিং অফিসার মোঃ ইজাজুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ কামরুল আকতার, সবিতা রাণী বাবুল আক্তার, আলতাপ হোসেন, শাহ আলম, তপতী রাণী, মঞ্জু রাণী, হাফিজা খানম, লক্ষ্মী রাণী, নিরোজ কান্তি রায়, কামরুল ইসলাম, লতিফা খানম ও টুম্পা খাতুন।

২ দিনের প্রশিক্ষণে ৩টি ব্যাচে পৌরসভার ৯টি ওয়ার্ডের ডব্লিউএলসিসি সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস,এম, কবির হোসেন, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রাজ্জাক, আব্দুস সবুর, রাজীব গাঙ্গুলী, খোরশেদুজ্জামান, মিহির গোলদার, ওবাইদুল্লাহ ও সুশীলনের চম্পা দাশ।

পাইকগাছায় গাজা বিক্রেতাকে এক বছরের কারাদন্ড

পাইকগাছায় আটক এক গাজা বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

থানা পুলিশের এ.এস.আই সোহেল রানা বুধবার সকালে অভিযান চালিয়ে আলমতলা জনৈক নজরুলের দায়ের দোকানের সামনে থেকে একই এলাকার মোঃ আব্দুস সাত্তার সানার পুত্র খুচরা গাজা বিক্রেতা মনিরুজ্জামান (৩০) কে ৫ পুরিয়া গাজাসহ আটক করেন।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক গাজা বিক্রেতাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।