Friday, February 14, 2014

পাইকগাছায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

পাইকগাছা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেযারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার দিনভর প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মোহাম্মাদ কবির উদ্দীন এর নিকট জমা দেন। উল্লেখ্য, আজ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারী আ’লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেযারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ।

জেলা বিএনপি’র উপদেষ্ঠা সাবেক এমপি এ্যাডঃ স.ম বাবর আলী, উপজেলা জাপা ও নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান ভাইস চেযারম্যান কৃষ্ণ পদ মন্ডল।

ভাইস চেয়ারম্যান পদে (আ’লীগের) উপজেলা যুবলীগের সভাপতি এস. এম সামছুর রহমান, সাবেক সহ-সভাপতি দেবব্রত রায় দেবু। বিএনপি’র এ্যাডঃ এস,এম মুজিবর রহমান ও শাহাজান সিরাজ সাজু (স্বতন্ত্র)।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় ধাপের তফশীল ঘোষনার পর আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে গুরুত্বপূর্ন এ উপজেলা থেকে ইতোমধ্যে চেযারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী মনোনায়ন ফর্ম সংগ্রহ করেছেন।

পাইকগাছায় সুন্দরবন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

পাইকগাছায় সুন্দরবন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও বন বিভাগের সহায়তায় শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। 

ইউপি চেয়ারম্যান আলহজ্ব মুনছুর আলী গাজী’র সভাপতিত্বে "বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন" প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন, হাফিজুর রহমান, সুশীলনের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভূঁইয়া ও সিবিও লিভারসহ স্থানীয় গণ্যমান্যরা।

শুভ ভালবাসা দিবস !

Voice of Paikgacha’র পক্ষ থেকে সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা !


ভালবাসা প্রেমিক প্রেমিকার জন্য স্পেশালি বরাদ্দকৃত এক টুকরো জমি নয়। ইহা আকাশের মত ! গার্লফ্রেন্ডকে ভালবাসি বলবেন, বলুন, কিন্তু চলুন আজ বাবা মাকেও ভালবাসি বলে ফেলি। আপনার সৃষ্টিকর্তা, তাকেও বলতে পারেন।

সারাদিন তো মসজিদ-মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তা টাকা দাও, পাশ করিয়ে দাও, এই দাও সেই দাও ! কোনদিন হয়ত বলাই হয়নি ধন্যবাদ সৃষ্টিকর্তা ! সৃষ্টি করার জন্য, মানুষ বানানোর জন্য ! ধন্যবাদ ! গাধা না বানানোর জন্য অনেক অনেক ভালবাসা !

হয়তো বলাই হয়নি, চলুন, বলে ফেলি....।

বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন !

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস ও ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।

আজ ১৩তম সুন্দরবন দিবস

আজ সুন্দরবন দিবস। ২০০১ সালে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনের হাত ধরে গুটিকতক মানুষের সুন্দরবন সংরক্ষণের যে আন্দোলন শুরু হয়েছিল তা’ ১২টি সুন্দরবন দিবস পালনের মধ্য দিয়ে আজ সার্বজনীন আন্দোলনে পরিণত হয়েছে। 

খুলনাসহ সুন্দরবন প্রভাবিত জেলা এবং উপজেলাসমূহে গত ১ যুগ সুন্দরবন দিবস পালনের পর আজ সুন্দরবন দিবসের ১৩তম বর্ষ। সুন্দরবন অঞ্চলের মানুষের পরম ভালবাসার দিবস আজ। সুন্দরবন যেমন প্রাকৃতিক দুর্যোগ হতে এই অঞ্চলের মানুষকে মায়েরমত আগলে রাখে তেমনি এই অঞ্চলের মানুষও এই দিনে সুন্দরবনের জন্য কৃতজ্ঞতা জানাতে নিজেকে উজাড় করে দেয়।

তাই ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’-এই শ্লোগানকে সামনে নিয়ে বিগত বছরগুলোর মতো এবারেও নানান অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হচ্ছে সুন্দরবন দিবস।