Sunday, December 10, 2017

পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, এসআই মোমিন, প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মোঃ নিজাম উদ্দীন, যুগ্ম-সচিব মোঃ নূরুল ইসলাম, বেগম সুফিয়া কেরামত। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, এসএম লোকমান হাকিম, আনোয়ার হোসেন, হিরন্ময় রায়, বিকাশেন্দু সরকার, ইদ্রিস আলী মোল্লা, এসএম মোজাম্মেল হক, সরদার আমিন উদ্দীন, ফজলুর রহমান, আজহারুল ইসলাম পল্টু, মোবারক হোসেন ও লিপিকা ঢালী।

অসময়ে তিন দিনের বৃষ্টিতে পাইকগাছায় ফসলের ক্ষয়ক্ষতি; ব্যাহত জীবনযাত্রা

পাইকগাছায় নিন্মচাপের প্রভাবে গত তিন দিনের বৃষ্টিপাতে আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাহত হয়েছে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা। সাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে গত শুক্রবার রাত থেকে পাইকগাছার সর্বত্রই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টিপাত। যা রোববার রাত পর্যন্ত মাঝারি আকারে অব্যাহত থাকে।

ছবি : প্রতীকী
অসময়ের এ বৃষ্টিপাতে এলাকার যেসব ক্ষেতের আমন ফসল কাটার উপযোগী হয়েছে এবং ইতোমধ্যে অনেকেই যারা পাঁকা ধান কেটে ক্ষেতে রেখে দিয়েছেন সে সব আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে শীতকালীন সবজি ফসলের।

কখনো গুড়িগুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম। বিশেষ করে গত দু’দিন কোন কাজ করতে পারেনি স্বল্প আয়ের শ্রমীজীবি মানুষেরা। একই সাথে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রভাব। ভাঙ্গাচুরা রাস্তায় পানি জমে বিঘ্নিত হয়েছে চলাচল। সবমিলিয়েই অসময়ের এই বৃষ্টিপাতে ফসলের ক্ষয়ক্ষতিসহ ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

গভীর নিম্নচাপে বৃষ্টির আজকাল

ডিসেম্বর শুরু হলে হিমালয় পর্বতমালা হয়ে শীতের বাতাস দেশের উত্তরাঞ্চলে চলে আসে। পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়ে শীত ছড়িয়ে পড়ে সারা দেশে। ঋতুচক্রের নিয়মে এটাই প্রতিবছর ঘটে। 

কিন্তু এ বছর শীতের ওই বাতাস ঠেকিয়ে দিচ্ছে বঙ্গোপসাগর। তিন দিন আগে সেখানে সৃষ্ট গভীর নিম্নচাপটি শীতের ওই বাতাস তো আটকে দিচ্ছেই, সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি ঝরাচ্ছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে, আজ রোববার এবং আগামীকাল সোমবারও এই বৃষ্টি চলবে। সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকতে পারে। সন্ধ্যার দিকে বৃষ্টিপাত কমে আসতে পারে।

পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকালে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, কাউন্সিলর আসমা আহম্মেদ।

উপস্থিত ছিলেন, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, বজলুর রহমান, সোমা রায়, তরুণ কান্তি মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, অনিতা রানী মন্ডল, জিন্নাতুন্নেছা পান্না, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক সাধনা সরকার, গাজী শহিদুল ইসলাম খোকন, আফরোজা পারভীন শিল্পী ও তামান্না আক্তার।

শ্রেষ্ঠ জয়িতা মনোনীত হওয়ায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অনিতা রানী মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, সহ-সভাপতি উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, নিজাম উদ্দীন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি ও জামিনুর ইসলাম।

পাইকগাছার শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সফল নারী হিসেবে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী প্রধান শিক্ষিকা অনিতা রানী মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে তাহিরা আক্তার খুশি, সফল জননী নারী জ্যোস্না সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মর্জিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্মরূপ কাউন্সিলর কবিতা দাশকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে 'নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবনভর' প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।


বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, বনানী সংঘের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, কাউন্সিলর সরবানু বেগম, এ্যাড. শফিকুল ইসলাম কচি, এসআই মোমিনুর রহমান। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, জামিনুর ইসলাম, মারুফা বেগম, উর্মি মন্ডল ও জুলি শেখ।