Tuesday, February 14, 2017

বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন !

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস ও ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।

শুভ ভালবাসা দিবস !

Voice of Paikgacha’র পক্ষ থেকে সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা !


ভালবাসা প্রেমিক প্রেমিকার জন্য স্পেশালি বরাদ্দকৃত এক টুকরো জমি নয়। ভালবাসা আকাশের মত ! গার্লফ্রেন্ডকে ভালবাসি বলবেন, বলুন, কিন্তু চলুন আজ বাবা মাকেও ভালবাসি বলে ফেলি। আপনার সৃষ্টিকর্তা, তাকেও বলতে পারেন।

সারাদিন তো মসজিদ-মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তা টাকা দাও, পাশ করিয়ে দাও, এই দাও সেই দাও ! কোনদিন হয়ত বলাই হয়নি ধন্যবাদ সৃষ্টিকর্তা ! সৃষ্টি করার জন্য, মানুষ বানানোর জন্য ধন্যবাদ ! অনেক অনেক ভালবাসা !

হয়তো বলাই হয়নি, চলুন, বলে ফেলি....।

আজ ১৬তম সুন্দরবন দিবস

আজ সুন্দরবন দিবস। ২০০১ সালে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনের হাত ধরে গুটিকতক মানুষের সুন্দরবন সংরক্ষণের যে আন্দোলন শুরু হয়েছিল তা’ ১৫টি সুন্দরবন দিবস পালনের মধ্য দিয়ে আজ সার্বজনীন আন্দোলনে পরিণত হয়েছে। 
খুলনাসহ সুন্দরবন প্রভাবিত জেলা এবং উপজেলাসমূহে গত ১ যুগ সুন্দরবন দিবস পালনের পর আজ সুন্দরবন দিবসের ১৬তম বর্ষ। সুন্দরবন অঞ্চলের মানুষের পরম ভালবাসার দিবস আজ। সুন্দরবন যেমন প্রাকৃতিক দুর্যোগ হতে এই অঞ্চলের মানুষকে মায়েরমত আগলে রাখে তেমনি এই অঞ্চলের মানুষও এই দিনে সুন্দরবনের জন্য কৃতজ্ঞতা জানাতে নিজেকে উজাড় করে দেয়। 

তাই ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’-এই শ্লোগানকে সামনে নিয়ে বিগত বছরগুলোর মতো এবারেও নানান অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হচ্ছে সুন্দরবন দিবস।