Monday, August 25, 2014

কয়রায় ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

কয়রা উপজেলা প্রশাসন ও কয়রা কৃষি অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় মেলা উপলক্ষে কয়রা সদরে এক বর্নাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, কয়রা থানার এস আই আব্দুল গনি, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সানা, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ আব্দুল আজিজ, বাবু ঘোষ প্রমুখ।

সভা শেষে ১০ জন প্রতিবন্ধী সদস্যের মাঝে বিনামুল্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়। মেলায় ১০ টি স্টল প্রদর্শন করা হয়। উদ্ভোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সুশীর সমাজের প্রতিনিধি’সহ বৃক্ষ প্রেমিক মানুষেরা উপস্থিত ছিলেন।

পাইকগাছার বনানী সংঘের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

পাইকগাছায় ঐতিহ্যবাহী বনানী সংঘের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার বিকালে বনানী সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। 

শপথ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ স্মৃতি সৌধ ও শহীদ মিনারে শপথ বাক্য পাঠ ও শহীদদের স্মারণে এক মিনিট নিরাবতা পালন করেন।

পরে বনানী সংঘ ভবনে নবনির্বাচিত সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এ্যাডঃ জি,এ সবুর, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক জি,এম, আজহারুল ইসলাম, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, শেখ শহিদুল ইসলাম বাবলু, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, জি,এ রশীদ, আবু জাফর, প্রভাষক ময়নুল ইসলাম, গাজী শহিদুল ইসলাম খোকন, অধ্যাপক মিজানুর রহমান, আব্দুল খালেক, এ্যাডঃ অজিত কুমার, কাউন্সিলর এস,এম, ইমদাদুল হক, আনোয়ার আলী সানা, গাজী ইমান আলী, সুনীল কুমার, নিজাম উদ্দীন, মোল্লা হাবিবুর রহমান, বিধান চন্দ্র রায়, অলিউর রহমান, প্রণব কুমার সরদার, জামিনুর রহমান, সুভাষ চন্দ্র সরকার ও জনাব আলী সরদার।

পাইকগাছায় শিবসা নদী থেকে ৭০০ মিটার বেহন্দী জাল জব্দ

পাইকগাছায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭শ মিটার বেহন্দী জাল জব্দ করেছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তর সোমবার বিকালে শিবসা নদীতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের ৭০০ মিটার বেহন্দী জাল জব্দ করেন। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম,এ রাসেল, সহকারী মৎস্য কর্মকর্তা এস.এম. শহিদুল্লাহ ও ক্ষেত্রসহকারী সুজিত রঞ্জন মন্ডল।

ধর্ষক মনমানসিকতা ধ্বংস ও ধর্ষণ বন্ধ হোক !

ধর্ষণ কোন পুরুষ করে না, করে 'নরপশু'।


A Voice of Paikgacha Campaign.

নয়নাভিরাম পাইকগাছা


পাইকগাছা পৌরসভা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

সন্তোষ কুমার সরদার সভাপতি ও দেবব্রত রায় দেবুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা পৌরসভা শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি উত্তম কুমার সাধু, সুভাস চন্দ্র বিশ্বাস, দীপকংর মন্ডল (দীপু), অজিত কুমার সানা, অগাষ্টিন সরকার, যুগ্ম সম্পাদক সঞ্জীব সরকার, বিরাজ কুমার মন্ডল, কোষাধ্যক্ষ বাবুরাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক দীপংকর মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ মন্ডল, তন্ময় মন্ডল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ পরিমল চন্দ্র মন্ডল, গনসংযোগ সম্পাদক বিজন কুমার সানা, মহিলা বিষয়ক সম্পাদক কবিতা রানী সানা, দপ্তর সম্পাদক প্রমথ সানা।

গত শনিবার সন্ধ্য ৭টায় বাতিখালী মন্দির প্রাঙ্গনে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির প্রতিনিধি ও পাইকগাছা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

কমিটি গঠনের লক্ষ্যে সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আইন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডঃ অজিত কুমার মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ'সহ পৌরসভার ৫টি মন্দিরের প্রতিনিধি ও পৌরসভার সুধীজন।