Sunday, July 23, 2017

পাইকগাছায় ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার গাছের চারা রোপন

পাইকগাছায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করা হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে ১ হাজার গাছের চারা রোপন করা হয়। উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী পৌর সদরের কয়েকটি স্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, জ্যোতি শংকর রায়, শোভা রায়, ইসলামুল হক মিঠু, নয়ন সাহা, প্রধান শিক্ষক আব্দুল গফফার, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, বিজন কুমার, শিক্ষক শিল্পী পারভীন, সুষ্মিতা সরকার, পাপিয়া পারভীন, রুমা খাতুন ও এসএম আমিনুর রহমান লিটু।

পাইকগাছায় এইচএসসিতে গড় পাশের হার ৬৭.২৬%, 'এ' প্লাস ২৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডের অধীন পাইকগাছা উপজেলার ১১টি কলেজে এবছর গড় পাশের হার ৬৭.২৬% (গতবার এ হার ছিল ৮৫.৬৭%)। এবছর উপজেলায় সর্বোচ্চ পাশের হার আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েটে ৮৮.৩% এবং সর্বনিম্ন পাশের হার সরদার আবু হোসেন কলেজে ৪৪.৪৪%।
এছাড়া শহীদ আয়ুব ও মূসা মোমারিয়াল কলেজে পাশের হার ৮১.৩%, কালীনগর কলেজ ৮১.০৮%, চাঁদখালী কলেজে ৭৯.৩১%, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ৭২.২২%, হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ ৬৯.৬৪%, ফসিয়ার রহমান মহিলা কলেজ ৫৮.৬৬%, লক্ষ্মীখোলা কলেজিয়েট ৫৮.১২%, পাইকগাছা কলেজ ৫৩.৪৩% এবং কপিলমুনি কলেজ ৫৩.৩৯%।
পাইকগাছা উপজেলার ১১টি কলেজের মধ্যে ৫টি কলেজ থেকে জিপিএ ৫ ('এ' প্লাস) পেয়েছে ২৩ জন। আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট থেকে ৮ জন, কপিলমুনি কলেজ থেকে ৮ জন, পাইকগাছা কলেজ থেকে ৩ জন, লক্ষ্মীখোলা কলেজিয়েট থেকে ৩ জন এবং চাঁদখালী কলেজ থেকে ১ জন 'এ' প্লাস পেয়েছে।

এদিকে ফলাফল ঘোষণার পর রাড়ুলী, গড়ইখালীসহ কিছুকিছু কেন্দ্রের চমকপ্রদ ফলাফল দেখে বিষ্মিত হয়েছেন সচেতন মহল। অনেকের ধারনা এ কেন্দ্রগুলোতে পরীক্ষার সময় ব্যাপক অনিয়ম হওয়ার কারনে প্রতিবারের ন্যয় এবারও সদরের কলেজগুলো থেকে প্রত্যন্ত এলাকার ওইসব কেন্দ্রে চমকপ্রদ ফলাফল এসেছে। বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এ সব কেন্দ্রের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিবে। একই সাথে জিপিএ ৫ এর প্রলোভনে সদরের প্রতিষ্ঠানগুলোতে আগামীতে কোন শিক্ষার্থী ভর্তি হতে চাইবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বোর্ড চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকমহল। 
উল্লেখ্য, প্রতিবার পরীক্ষার সময় প্রত্যন্ত এলাকার কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।
বিস্তারিত ফলাফল ::
►পাইকগাছা কলেজ ::
পাশের হার :: ৫৩.৪৩%, মোট পরীক্ষার্থী :: ২৭৭, কৃতকার্য :: ১৪৮, অকৃতকার্য :: ১২৯
A+: ৩, A: ১০, A-: ‌২৬, B: ৪৮, C: ৫৯, D: ২
►কপিলমুনি কলেজ ::
পাশের হার :: ৫৩.৩৯%, মোট পরীক্ষার্থী :: ৩৫৪, কৃতকার্য :: ১৮৯, অকৃতকার্য :: ১৬৫
A+: ৮, A: ৩৭, A-: ‌৪৭, B: ৫৭, C: ৩৯, D: ১
►আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ::
পাশের হার :: ৮৮.৩%, মোট পরীক্ষার্থী :: ২৬৫, কৃতকার্য :: ২৩৪, অকৃতকার্য :: ৩১
A+: ৮, A: ১১০, A-: ‌৫৩, B: ৩৪, C: ২৯, D: ০
►শহীদ আয়ুব ও মূসা মোমারিয়াল কলেজ ::
পাশের হার :: ৮১.৩%, মোট পরীক্ষার্থী :: ২৪৬, কৃতকার্য :: ২০০, অকৃতকার্য :: ৪৬
A+: ০, A: ২১, A-: ৫৮, B: ৭৩, C: ৪৬, D: ২
►ফসিয়ার রহমান মহিলা কলেজ ::
পাশের হার :: ৫৮.৬৬%, মোট পরীক্ষার্থী :: ১৭৯, কৃতকার্য :: ১০৫, অকৃতকার্য :: ৭৪
A+: ০, A: ৩২, A-: ‌২৮, B: ২৬, C: ১৭, D: ২
►লক্ষ্মীখোলা কলেজিয়েট ::
পাশের হার :: ৫৮.১২%, মোট পরীক্ষার্থী :: ১৬০, কৃতকার্য :: ৯৩, অকৃতকার্য :: ৬৭
A+: ৩, A: ২৪, A-: ‌২২, B: ২৭, C: ১৬, D: ১
►কালীনগর কলেজ ::
পাশের হার :: ৮১.০৮%, মোট পরীক্ষার্থী :: ৭৪, কৃতকার্য :: ৬০, অকৃতকার্য :: ১৪
A+: ০, A: ১০, A-: ‌১৯, B: ১৯, C: ১২, D: ০
►চাঁদখালী কলেজ ::
পাশের হার :: ৭৯.৩১%, মোট পরীক্ষার্থী :: ৫৮, কৃতকার্য :: ৪৬, অকৃতকার্য :: ১২
A+: ১, A: ১৫, A-: ‌১৭, B: ১১, C: ২, D: ০
►হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ ::
পাশের হার :: ৬৯.৬৪%, মোট পরীক্ষার্থী :: ৫৬, কৃতকার্য :: ৩৯, অকৃতকার্য :: ১৭
A+: ০, A: ১৪, A-: ‌৯, B: ৯, C: ৭, D: ০
►কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ::
পাশের হার :: ৭২.২২%, মোট পরীক্ষার্থী :: ৩৬, কৃতকার্য :: ২৬, অকৃতকার্য :: ১০
A+: ০, A: ২, A-: ‌৫, B: ১৩, C: ৬, D: ০
►সরদার আবু হোসেন কলেজ ::
পাশের হার :: ৪৪.৪৪%, মোট পরীক্ষার্থী :: ১৮, কৃতকার্য :: ৮, অকৃতকার্য :: ১০
A+: ০, A: ০, A-: ‌৪, B: ১, C: ৩, D: ০