Wednesday, November 15, 2017

পাইকগাছার সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নছিমন-করিমন

পাইকগাছার সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নছিমন-করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন। অবৈধ এসব যানবাহনের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 
ছবিটি পৌরসভাস্থ বাসস্ট্যান্ড জামে মসজিদের পেছন থেকে তোলা।



নছিমন-করিমনগুলোর দুর্ঘটনার জন্য নির্মাণজনিত ত্রুটি ও চালকদের অদক্ষতা মূলত দায়ী। চালকদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক। তাদের লাইসেন্স থাকা তো দূরের কথা, ট্রাফিক আইন সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। এ কারণে এসব আনাড়ি চালক নিজেরা যেমন দুর্ঘটনায় পড়ছে, তেমনি সড়কের অন্য যানবাহনগুলোকেও দুর্ঘটনায় পড়তে বাধ্য করছে।

স্থানীয় ওয়ার্কশপে তৈরি বলে নছিমন-করিমনের ব্রেক, স্টিয়ারিং থেকে শুরু করে সবকিছুই দুর্বল। এগুলোর দৈহিক কাঠামোও ত্রুটিযুক্ত। এর ওপর এগুলোয় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ও মালামাল বহন করা হয়।

তারপরও অবৈধ এসব যানের বিরুদ্ধে পুলিশ বা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। ফলে অবাধে চলছে নছিমন ও করিমন।

পাইকগাছায় নছিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

পাইকগাছায় নছিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতি হতাহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শিববাটী ব্রিজ সংলগ্ন স্মরণখালী নামক স্থানে যাত্রীবাহী নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে শিক্ষক মনিরুজ্জামান মোড়ল (৫৭) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) গুরুতর আহত হয়।

পরে মুমূর্ষু অবস্থায় আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিক্ষক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান উপজেলার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও একই এলাকার মৃত ইব্রাহিম মোড়লের ছেলে।

ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানানা, ঘটনার দিন শিক্ষক দম্পতি মনিরুজ্জামান মোড়ল ও তার স্ত্রী সুফিয়া বেগম বুধবার তাদের মেয়েকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বাড়ি ফিরছিলেন।

পাইকগাছা উপজেলা সদর থেকে তারা ইজিবাইকে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে শিববাটী ব্রীজ সংলগ্ন স্মরনখালী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নছিমন সামনের দিক থেকে ইজিবাইকে আঘাত করে। দুর্ঘটনায় শিক্ষক মনিরুজ্জামান নিহত হন।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং দুর্ঘটনার স্থান থেকে নছিমনটি জব্দ করা হয়েছে।