Sunday, November 2, 2014

বাহাদুরের অনাকাঙ্খিত বাহাদুরিতে অতিষ্ঠ পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় !

সহকারী শিক্ষক সুভেন্দু বাহাদুর’এর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ


পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভৌতবিজ্ঞান শিক্ষক সুভেন্দু বাহাদুর’এর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষকরা তার বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর অভিযোগ দিয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সহকারী শিক্ষক হিসাবে সুভেন্দু বাহাদুর গত ২৯/০৩/২০১৪ ইং তারিখ অত্র বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর হতে তিনি ঠিকমত স্কুলে আসেন না এবং সময়মত শ্রেণীকক্ষেও যান না, হাজিরা খাতায় স্বাক্ষর করেন না। এমনকি সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্রও ঠিকমত তিনি করতে পারেন না বলে ছাত্ররা পাঠদান ও পরীক্ষা দিতে অপারাগতা প্রকাশ করে। এসকল অভিযোগের পাশাপাশি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সিনিয়র শিক্ষকদের সাথে অসাদাচারণ করেন।

এসব নানাবিধ অভিযোগে কর্তৃপক্ষ গত ২১/০৮/১৪ এবং ২২/১০/১৪ সহ একাধিকবার শোকজ করেন এবং বিদ্যালয়ের শিক্ষকরা তার বিরুদ্ধে অসদাচারণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহা-পরিচালক বরাবর বদলী ও অপসারনের আবেদন করেন।

এসব অভিযোগের পর অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষা করতে পাশ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে ও ফেল করার ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে। এ ব্যাপারে শ্রেণীশিক্ষক (১০ম শ্রেণী) মোঃ ইমরুল ইসলাম জানান, উনি (সুভেন্দু) ছাত্রদের বিপদগামী করতে ব্লাক বোর্ডে অশ্লীল কথাবার্তা লেখেন।

এ ব্যাপারে প্রধান অপু মন্ডল জানান, সুভেন্দু বাহাদুরের আচার-আচারণ এবং ঠিকমত স্কুলে না আসার ফলে বিদ্যালয়ের শৃৃঙ্খলা হুমকির মুখে পড়েছে। তিনি সুযোগ পেলেই অফিসিয়াল কাগজপত্র তছরোপ করেন এবং ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা তার কাজে কর্মে সন্তোষ্টু নয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর বদলীর সুপারিশসহ অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে শিক্ষক সুভেন্দু বাহাদুর বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের কাগজটি আমি উদ্ধার করি। অন্যসব অভিযোগগুলো তিনি অস্বীকার করেন।