Sunday, June 23, 2013

বাঁকা উপ-স্বাস্থ্য কেন্দ্রের শতাধিক বছরের শিরিষ গাছের ডালপালা কর্তন

পাইকগাছায় বাঁকা উপ-স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে শতাধিক বছরের শিরিষ গাছের ডালপালা কেটে বিক্রি করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছে স্বাস্থ্য সহকারী সমীরণ কুমার মন্ডল। এলাকাবাসী এ ঘটনায় তদন্ত পূর্বক স্বাস্থ্য সহকারী সমীরণ কুমারের শাস্তির দাবী জানিয়েছে।

জানা যায়, পাইকগাছা উপজেলার বাঁকা উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার পর তৎকালীন সময় সরকারীভাবে উপ-স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। বর্তমানে একটি শিরিষ গাছ যার আনুমানিক বয়স শতাধিক বছর। উক্ত গাছের আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। গত বৃহস্পতিবার বিকালে সেই গাছের ডালপালা কেটে বাঁকা বাজারের আদি ঘোষ ডেয়ারীর মালিক রমেশ চন্দ্র ঘোষের নিকট ৫ হাজার টাকায় বিক্রি করে স্বাস্থ্য সহকারী সমীরণ কুমার মন্ডল এবং গাছের বড় লগগুলি কোথায় রেখেছেন তা জানা যায়নি।

এ ঘটনায় এলাকার জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য সহকারী সমীরণ কুমারের কাছে জানতে চাইলে তিনি দম্ভের সহিত বলেন, "আমি সরকার দলীয় লোক। আমার অধীনে কি আছে না আছে তা আমি কারও কাছে কৈফিয়ত দিব না।" এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবুল ফজল বলেন, "আমি আপনাদের মাধ্যমে এই মাত্র বিষয়টি জানতে পারলাম। আমি শীঘ্রই এর ব্যবস্থা নিব।"

পাইকগাছায় আউট ক্যাম্পাস খোলার অভিযোগ

পাইকগাছায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের (বিএড) নাম ব্যবহার করে আউট ক্যাম্পাস খোলার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সরকারী পাইনিয়ারের শিক্ষক ইদ্রিস আলী (সবুজ), লক্ষ্মীখোলা কলেজিয়েটের মাধব আনন্দ, পাটকেলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ আল-আমিন নামে ৩ শিক্ষক সাতক্ষীরার হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের নাম ব্যবহার করে পাইকগাছার ৪৫ নং সরণখালী প্রাথমিক বিদ্যালয়ে আউট ক্যাম্পাস খোলে।

ঘটনার দিন শুক্রবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত হলে সংশ্লিষ্টরা কয়েকজন শিক্ষার্থীকে বিএড পরীক্ষার কোচিং করানো হচ্ছে বলে জানালেও প্রত্যেক পরীক্ষার্থীর কাছে হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের নাম ব্যবহার করা একটি করে প্রশ্নপত্র পাওয়া যায়। পরীক্ষার বিষয় ছিল সমাজিক বিজ্ঞান (নিয়ন্ত্রন) যার কোড নং-৩৬৯। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে পাশে বই খুলে লিখতে দেখা যায়। এ ব্যাপারে পরীক্ষার্থী আলীম, কাকলী বাইন, শ্যামলী ও অঞ্জনা রাণী জানান তারা সকলেই হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী। কলেজে যাতায়াতের খরচ বাঁচানোর জন্য কয়েকজন শিক্ষার্থী প্রাইভেট ভাবে এ পরীক্ষা দিচ্ছে।

এ ব্যাপারে শিক্ষক ইদ্রিস আলী (সবুজ) জানান, পরীক্ষার্থীরা সকলেই আত্মীয় স্বজন এজন্য তাদেরকে বিএড কোচিং করানো হচ্ছে। পাইকগাছায় কোন আউট ক্যাম্পাস খোলা হয়নি এবং উল্লেখিত শিক্ষকদের চেনেন না বলে হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নাজিরুল ইসলাম জানান। তবে তিনি পাইকগাছার কয়েকজন শিক্ষার্থীর অন্য পরিচয়ে ভর্তির কথা স্বীকার করেন।

অতিবর্ষণে পাইকগাছার তিল চাষিরা বিপাকে

বৃষ্টির কারনে ক্ষেতে পানি জমে গাছ মারা যাওয়ায় জেলার পাইকগাছার তিল চাষিরা বিপাকে পড়েছে। তিল চাষে বিনিয়োগকৃত টাকা ফিরে না পাবার আশংকায় কৃষদের মুখের হাসি মলিন হয়ে গেছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরিপ মৌসুমে উপজেলায় ১২০হেক্টর জমিতে তিল চাষ হয়। চলতি তিল চাষ মৌসুমে উপজেলার সবজির আবাদ পরিচিত লবনাক্ত দেলুটি ইউনিয়নেই ১০০ হেক্টর, গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী ইউনিয়নে ২০ হেক্টর তিলের আবাদ হয়েছে। আবাদ শুরুতে আবহাওয় সহায়ক ছিল। গাছে ফলও ভাল ধরেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহের বৃষ্টিতে তিলক্ষেত পানিতে তলিয়ে যায়। গাছের গোড়া পচে অধিকাংশ গাছ মরে গেছে। দেলুটী একালার কৃষক প্রমথ মন্ডল, সুব্রত মন্ডল ও অখিল মন্ডল জানান, শুরম্নতে তিলের আবাদ খুব ভাল ছিল। কিন্তু বৃষ্টি তাদের সব আশা মাটি করে দিয়েছে। ক্ষেতে বেঁচে থাকা ছড়ানো ছিটানো যে গাছ বেঁচে আছে তার থেকে খরচের অর্ধেক টাকাও ফিরে পাবে না। এতে এলাকার তিল চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা জানান, চলতি মৌসুমে প্রথম দিকে আবহাওয়া অনুকূলে থাকায় তিলের বাম্পার ফলনের আশা ছিল। কিন্তু অতিবৃষ্টিতে তিলক্ষেতে পানি জমে গাছ মরে যাচ্ছে। ইতোমধ্যে আবাদের ৫০ ভাগ তিল ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর-প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্রের হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী ধরনের সক্রিয় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সুশীলনের সপ্তাহব্যাপী দর্জি বিজ্ঞান ট্রেনিং কর্মশালা সম্পন্ন

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে সপ্তাহব্যাপী দর্জি বিজ্ঞান ট্রেনিং কর্মশালার সমাপনি অনুষ্ঠান গত বৃহস্পতিবার উপজেলা গড়ইখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও বন বিভাগের সহায়তায় সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্রশিক্ষন ছিলেন শাহীন শেখ। উপস্থিত ছিলেন সুন্দরী প্রকল্পের এসএম এ রব, সকল ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ২০ জন পেশাজীবী পরিবারের সদস্যকে প্রশিক্ষন প্রদান করা হয়।

অপরদিকে দুপুরে একই স্থানে ইউডিএমসি কমিটির দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন মাসুম বিল্লাহ। এছাড়াও বিকালে ইউডিএমসি’র কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় ভূমি কমিটির ত্রৈমাসিক সভা

পাইকগাছায় উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা শনিবার দুপুরে উত্তরণ পাইকগাছা কেন্দ্রে উপজেরা ভূমি কমিটির সভাপতি অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন শেফালী খাতুন, এ্যাড. আব্দুর রশিদ, প্রভাষক ময়নুল ইসলাম, আজমল হোসেন, উদয় শংকর রায়, এ্যাড. রেখা রাণী বিশ্বাস, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, এসএম আলাউদ্দিন সোহাগ, পারুল রাণী মন্ডল, আব্দুর রাজ্জাক, জোবেদা খাতুন, শাহিদা আক্তার, মুর্শিদা বেগম, বুলু রাণী সরদার, মারুফা খাতুন। উত্তরণের সেন্টার ইনচার্জ শাহাবুদ্দিন মোড়ল ও আবুল কালাম আজাদ।