Sunday, December 24, 2017

পাইকগাছায় ৩১ ক্যাথলিক মিশনে বড়দিন উদযাপন

সকল প্রস্তুতি সম্পন্ন করে রোববার দিবাগত রাত ১২টা থেকে পাইকগাছা উপজেলার ৩১টি ক্যাথলিক মিশনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র বড়দিন। পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি। 


বড়দিন উপলক্ষে রঙ তুলির আঁচড়ে পরিপাটি করে সাজানো হয়েছে পাইকগাছা পৌর সদরের ক্যাথলিক মিশন এলাকার প্রতিটি বাড়ি। কেউ কেউ বিভিন্ন কারুকাজের মাধ্যমে নান্দনিক সাজে সাজিয়ে তুলেছেন বসতবাড়ির আঙ্গিনা। সড়ক ও বসতবাড়ির সামনে অনেকেই ঝুলিয়েছেন বড়দিনের শুভেচ্ছা সম্বলিত ব্যানার। মেহেদী আর নতুন পোশাকে সেজেছে কিশোর-কিশোরী ও শিশুরা।


প্রতি বছরের ন্যায় এবারও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ, গড়ইখালী ক্যাথলিক চার্চ, লক্ষ্মীখোলা, চাঁদখালী, বেতবুনিয়া, রাড়ুলী ফোর-স্কয়ার চার্চ, পৌরসভার ৬নং ওয়ার্ডের ওয়েস্টলিয়ান চার্চ, গংরক্ষী টালিথা কুমি, কাটিপাড়া ম্যাথডিষ্ট, গদাইপুর এসপি মিশন, মামুদকাটী এসডি মিশন, গ্রেস ব্যাপটিস্ট চার্চ, কাশিমনগর এসডি মিশন, উত্তর কাশিমনগর এফসিসিবি চার্চ, কাশিমনগর গ্রেস চার্চ, সলুয়া এফসিসিবি চার্চ, উলুডাঙ্গা ফ্রি ব্যাপটিষ্ট চার্চ, উলুডাঙ্গা এফসিসিবি চার্চ, হরিঢালী ফোর-স্কয়ার ও টালিয়া কুমি চার্চ, পুরাইকাটী এফসিসিবি চার্চ, দেবদুয়ার টালিথা কুমি চার্চ, বাঁকা ভবানীপুর ম্যাথডিস্ট কাশিমনগর ওয়েস্টলিয়ান চার্চ, কাশিমনগর ম্যাথডিস্ট চার্চ, বাতিখালী গুচ্ছগ্রাম ক্যাথলিক চার্চ, ফকিরাবাদ ক্যাথলিক চার্চ, কাঠিপাড়া ক্যাথলিক চার্চ, খ্রীষ্টো মন্ডলী চার্চ খ্রীষ্টীয়, ভবানীপুর ওয়েস্টলিয়ান চার্চ, গদাইপুর ম্যাথডিস্ট চার্চ ও কাশিমনগর লাইট অফ ক্রাইস্ট চার্চসহ প্রতিটি চার্চে আয়োজন করা হয়েছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


ইতোমধ্যে মিশনগুলোতে গেট, প্যান্ডেল ও আলোক সজ্জা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়েশন পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও জানিয়েছেন।

ছবি তুলেছেন :: মোঃ আব্দুল আজিজ