Friday, April 5, 2013

পাইকগাছায় অঘোষিত পরিবহন ধর্মঘট

পাইকগাছায় হেফাজতে ইসলাম নামের কোন সংগঠন বা সংগঠনের কোন কমিটি না থাকলেও শুক্রবার সকাল থেকে অঘোষিত পরিবহন ধর্মঘটের ফলে লংমার্চে যাত্রাকালে ফেরৎ এসেছে ১৫ সমর্থক। তবে দু’একজন সমর্থক ভিন্ন পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকরেছেন বলে বিভিন্ন সুত্রে জানা যায়।

সুত্রমতে, দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলাম নামে সংগঠনের কার্যক্রম পরিলক্ষিত হলেও এখনও পর্যন্ত জেলার সুন্দরবন সংলগ্ন এ উপজেলায় সংগঠনটির কোন কার্যক্রম কিংবা কোন কমিটি রয়েছে বলে জানাযায়নি। কিছু কিছু সমর্থক থাকলেও এখনও পর্যন্ত হেফাজতে ইসলামের কোন কমিটি গঠিত হয়নি বলে পৌর ইমাম পরিষদের সেক্রেটারী মাওঃ সোলাইমান হোসাইন নোমানী জানান। একই অভিমত দিয়েছেন স্থানীয় গোয়েন্দা সুত্র। এদিকে শনিবার হেফাজতে ইসলামের লংমার্চে যোগদানের উদ্দেশ্যে পাইকগাছা-কয়রার বিভিন্ন স্থানের হেফাজতে ইসলামের ১৫ সমর্থক শুক্রবার সকালে ঈগল পরিবহনযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে কপিলমুনি পর্যন্ত পৌছানোর আগেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকল পরিবহন অঘোষিত পরিবহন ধর্মঘট থাকার ফলে যাত্রা স্থগিত করে। এ ব্যাপারে স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও ঈগল পরিবহনের ম্যানেজার বাবুল হাসান জানান ফেরী পারাপার অনিশ্চিত হওয়ায় শুক্রবারের সকালের সিডিউল বাতিল করা হয়েছে। ফলে পরিবহন চলাচল না করার কারনে ১৫ সমর্থককে ফেরৎ আসতে হয়েছে বলে কমলাপুর মাদ্রাসার মুহতারিম আলহাজ্ব মাওঃ আকবর হোসাইন জানান। তবে ভিন্নপথে দু’একজন সমর্থক ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে আলহাজ্ব মাওঃ সোলাইমান হোসাইন নোমানী জানান।


পাইকগাছায় বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ২

পাইকগাছা বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশের সদ্য নিয়োগপ্রাপ্ত এক সাব ইন্সপেক্টরসহ দু’ভাই মারাত্মক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখলে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক বাসটিকে জব্দ করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫ টায় পাইকগাছা-খুলনা সড়কের সায়েদের মিল নামক স্থানে।

সুত্রে জানা যায়, কয়রা উপজেলা জায়গীর মহল গ্রামের আব্দুর সবুর ঢালীর পুত্র সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বাচ্চু (৩০) ও তার ছোট ভাই আলমগীর হোসেন বাদশা(২৮) ঘটনারদিন মোটরসাইকেলযোগে চাকুরীতে যোগদানের লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে পথিমধ্যে পাইকগাছা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরত্বে সায়েদের মিল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনা মেট্রো জ-০৪০০৬৪ যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পুলিশের সাবইন্সপেক্টরসহ দু’ভাই মারাত্মক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে থানার এসআই আব্দুল খালেক জানান।


ব্রেকিং NEWS ..........

খুলনা থেকে ঢাকাগামী যান চলাচল বন্ধ। তবে খুলনার আন্তঃজেলার সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

কয়রা উপজেলার বাসিন্দা পরিচয় দিয়ে হত্যা চেষ্টা !!!

টানা তিন দিন অচেতন থাকার পর জ্ঞান ফিরলে দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী তাকে হত্যা চেষ্টার বর্ণনা দিলেন।

গত রোববার গভীর রাতে নগরীতে কালের কণ্ঠের ব্যুরো কার্যালয়ের তালা ভেঙ্গে অজ্ঞান ও আহত অবস্থায় উদ্ধার করা হয় বিবিসি বাংলা সার্ভিসের এই স্ট্রিংগারকে। তারপর থেকে নগরীর সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবীড় পর্যবেক্ষণে ছিলেন গৌরাঙ্গ। কে বা কারা তার উপর হামলা চালালো, কীভাবে তিনি জ্ঞান হারালেন তা নিয়ে পরিবারের সদস্য, সহকর্মী ও পুলিশ ছিল অন্ধকারে। বুধবার রাতে জ্ঞান ফিরে পাওয়ার পর হাসপাতালেই সেই রাতের ঘটনার বর্ণনা দেন গৌরাঙ্গ।

তিনি সাংবাদিকদের জানান, কয়রা উপজেলার বাসিন্দা পরিচয় দিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সের দুই ব্যক্তি রোববার রাত ৯টার দিকে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে আসে। এ সময় কার্যালয়ে আর কেউ না থাকায় কক্ষের দরজা বন্ধ করে আলাপ শুরু হয়। তারা কয়রার চিংড়ি ঘের, সম্প্রতি কয়রার আমাদিতে হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা-নির্যাতন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

হঠাৎ করেই ওই দুই ব্যক্তি গৌরাঙ্গকে জাপটে ধরেন। তিনি তা প্রতিহতের চেষ্টা চালান। কিন্তু তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। গৌরাঙ্গ আরো বলেন, “তখন ওই দুই ব্যক্তি আমার মুখে কয়েকটি সাদা ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে পানি দিয়ে গিলতে বাধ্য করে। তারপর তোয়ালে দিয়ে মুখ বেধে দেয়, যাতে চিৎকার করতে না পারি। পরে তারা ব্লেড দিয়ে দুই হাতের কব্জিতে পোঁচ দিয়ে রগ কাটার চেষ্টা করে।” এরপর আর কিছুই মনে নেই সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর। তিনি জানান, এটি ছিল একটি '‘পরিকল্পিত হত্যা প্রচেষ্টা’'। তবে কারা এর পেছনে রয়েছে তা তিনি বলতে পারেননি।

গৌরাঙ্গ নন্দীর সহকর্মী কালের কণ্ঠের স্থানীয় প্রতিবেদক কৌশিক দে জানান, ওই রাতে পরিবারের সদস্যরা অনেকক্ষণ পর্যন্ত গৌরাঙ্গ নন্দীর মোবাইল ফোনে ও কার্যালয়ের টেলিফোনে কল করেও সাড়া পাননি। পরে তারা বিষয়টি তাকে জানান। তখন কয়েকজন সাংবাদিক ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যুরো কার্যালয়ে গিয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকে গৌরাঙ্গকে মেঝেতে পড়ে থাকতে দেখেন বলে জানান কৌশিক।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক বঙ্গকমল বসু বলেন, ওই টেবলেট এর প্রভাবে অজ্ঞান হয়ে যান গৌরাঙ্গ নন্দী। তিন দিন চিকিৎসার পর পুরোপুরি তার জ্ঞান ফিরেছে। তবে তাকে উদ্ধারে দেরি হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত।
▣ প্রতি চার মিনিটে মায়েরা একবার তার সন্তানের কথা ভাবেন। এই হিসেবে প্রতিদিন গড়ে ২১০ বার সন্তানের কথা চিন্তা করেন একজন মা।