Monday, April 1, 2013

অভিনন্দন !

একজন ভক্ত (এটিএম গোলাম রব্বানী রাজা) Voice of Paikgacha কে অভিনন্দন জানিয়েছেন কুয়ালালামপুর, মালেশিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ রাজাভাইকে।

FB ID: http://www.facebook.com/raza1971us


এইচএসসি-২০১৩ এর প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আজ সোমবার থেকে পাইকগাছায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, বাংলা (আবশ্যিক) ১ম পত্র (ডিপ্লোমা ইন-কমার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


পাইকগাছায় হরতাল সমর্থনে বিএনপি ও ছাত্র শিবিরের মিছিল

পাইকগাছায় শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ ও মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে বিএনপি ও শিবিরের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌনে ৫ টায় শিবিরের উদ্যোগে লোনা পানি কেন্দ্রের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্ত্বরে গিয়ে শেষ হয়।

অপরদিকে ৬টায় থানা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর বাজার হতে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।


পাইকগাছায় গুচ্ছ গ্রামের দলিল হস্তান্তর

খুলনা-৬ আসনের সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা বলেছেন, "স্বাধীনতার পূর্ণতা তখনই পাবে, যখন দেশে দারিদ্রতা থাকবে না। এ লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পে বিশেষ বরাদ্দের মাধ্যমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করছে।" গুচ্ছগ্রাম বর্তমান সরকারের অগ্রাধিকার একটি প্রকল্প উল্লেখ করে তিনি বলেন এ প্রকল্পের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের ছিন্নমুল মানুষের মাথা গোজার ঠাই করে দিয়েছে।

তিনি সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাটাবুনিয়া গুচ্ছ গ্রামের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকতা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আলহাজ্ব মুনসুর আলী গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মলঙ্গী, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রত্যেককে ১৩ শতাংশ করে ৪০ জনকে জমির দলিল হস্তান্তর করা হয়।


পাইকগাছায় খ্রীষ্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে পালিত

পাইকগাছায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে খ্রীষ্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা সদরস্থ ক্যাথলিক মিশনে পাইকগাছা-কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি মাষ্টার আন্দ্রিয় ডি রোজারিও এর সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার সেরজো, ফাদার বাবুল, জুয়েল।

অপরদিকে সোমবার দুপুরে মিশন চত্ত্বরে মার্টিন, সেবাষ্টিন, সুনিতা ও ভেরুনিকার পিতা ও মাতৃদেবী বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রদ্ধার্ঘ্য কার্যাদি সম্মন্ন করা হয়েছে।

পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আলহাজ্ব মুনসুর আলী গাজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, সহ-সভাপতি এসএম বাবুল আক্তার, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তৃপ্তিরঞ্জন সেন, সাহিত্য সম্পাদক বি, সরকার, সাবেক সভাপতি জিএ রশিদ, জিএম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএ গফুর, সহযোগি সদস্য এন ইসলাম সাগর।

পাইকগাছায় পৃথক ঘটনায় শিশু ও মহিলার আত্মহত্যার চেষ্ঠা

পাইকগাছায় পৃথক ঘটনায় পরিবারের উপর অভিমান করে আত্মহত্যার চেষ্ঠা করে ব্যর্থ হয়েছে এক শিশু ও এক মহিলা। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, উপজেলার কাটাবুনিয়া গ্রামের পরিমল মন্ডলের শিশুপুত্র উত্তম (১৪), ঘটনার দিন সোমবার সকালে পিতামাতার উপর অভিমান করে কীটনাশক পান করে। অপরদিকে সকাল সাড়ে ৯ টার দিকে পরিবারের উপর অভিমান করে শ্যামনগর গ্রামের সাদ্দাম মোড়লের স্ত্রী মনিরা বেগম (৩৫) বিষ পান করে আত্মহত্যার চেষ্ঠা করে। পরে টের পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল; শিবির ও বিএনপির একই কর্মসূচি

আগামী মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও খুলনায় সাতজনের নিহতের প্রতিবাদ, দলীয় ও জোটের নেতা-কর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে এ হরতালের ডাক দেয় জোটটি।

এদিকে কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। আজ সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই হরতালের ঘোষণা দেয় শিবির।