Friday, October 17, 2014

পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র শিক্ষক পরিবারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে এক শিক্ষক পরিবারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করে হয়রাণী করছে বলে অভিযোগ উঠেছে। ক্রয়সূত্রে ভোগদখলে থাকা জমির উপর প্রাচীর নির্মাণ করায় প্রতিপক্ষরা হয়রাণীমূলক এ মামলা করেছে বলে ভূক্তভোগী শিক্ষক পরিবার জানিয়েছে।

জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্র নাথ রায় পৌরসভাস্থ বাতিখালী মৌজায় মৃত রবীন্দ্র নাথ মন্ডলের পুত্র বিপ্লবমন্ডল ওরফে ভোলার নিকট থেকে এসএ ১৫৪ খতিয়ানের ২৬ দাগ থেকে গত ২১/১১/২০০৭ সালে ৪০৫১ নং কোবলা দলিল মূলে স্ত্রী ঝুমু রায় ও বোন নমিতা রায়ের নামে ২ শতক ও ১৩/১০/২০১০ সালে স্ত্রী ঝুমু এবং বৌদি মিনতী রায়ের নামে ৪২৩৩ নং কোবলা দলিলমুলে ১ শতকসহ সর্বমোট ৩ শতক জমি ক্রয় করেন।

ইতোমধ্যে চৌহদি মোতাবেক জমির দখল বুঝে নিয়ে নামপত্তন ও করখাজনা পরিশোধ করেন রবীন্দ্র গংরা। এদিকে বর্তমানে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় বিক্রয়কৃত এ সম্পত্তি পুনরায় বিক্রির পায়তারা করে প্রতিপক্ষ বিপ্লবগংরা। এ খবর জানতে পেরে গত ১২/০৯/১৪ তারিখ রবীন্দ্র গংরা তাদের জমির চারিপাশে পাকা প্রাচীর নির্মান করলে গাত্রদাহ শুরু হয় প্রতিপক্ষের।

প্রাচীর নির্মাণের এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিপ্লব মন্ডলের স্ত্রী তপতী রাণী মন্ডল বাদী হয়ে শিক্ষক রবীন্দ্রনাথ সহ পরিবারের ৭ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে শ্লীলতাহানির মামলা করে। আসামীদের মধ্যে ২ জন প্রধান শিক্ষক ও ২ জন সহকারী শিক্ষক রয়েছেন।

এ ব্যাপারে শিক্ষক রবীন্দ্র নাথ জানান, প্রতিপক্ষদের অসৎ উদ্দেশ্যে হাসিল না হওয়ায় শ্লীলতাহানির মত জঘন্য অভিযোগ এনে মামলা করেছে। তাকে এবং তার পরিবারকে হয়রাণীর উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পরিবার।

পাইকগাছায় গাজী হ্যাচারী বন্ধন ব্রান্ড ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে....

আজকের খেলায় তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাবের জয়লাভ


পাইকগাছায় সুন্দরবন স্পোর্টিং ক্লাব আয়োজিত গাজী হ্যাচারী বন্ধন ব্রান্ড ক্লাব কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলায় তালা সেন্ট মেরী স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে কয়রার হড্ডা তাপস স্মৃতি সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে তালা সেন্টমেরী স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

খেলায় ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয় তালা সেন্টমেরী ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াার সুব্রত রায়। খেলা শেষে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি শিকদার আক্কাস আলী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জিএম মিজানুর রহমান, গোলাম কিবরিয়া রিপন, এ্যাড. বিলাস রায়, এ্যাডঃ মোজাফফার হাসান, মোর্তজা জামান আলমগীর রুলু, সামছুল হুদা খোকন, দাউদ শরীফ, ডাঃ সুজন, শেখ আলাউদ্দীন, সাজ্জাদ আলী সরদার, শেখ জিয়াদুল ইসলাম, রবীন্দ্রনাথ রায়, শ্রীষ কান্তি রায় ও তুষার কান্তি মন্ডল।

পাইকগাছায় সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহীদ এমএ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে সংগঠনেরর উপজেলা আহবায়ক প্রসেনজিৎ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষক জিএম মিজানুর রহমান, ডিএম আকতার হোসেন, আব্দুল লতিফ, আব্দুর রঊফ, চুমকি রায়, আফরোজা নূর চিশতি, ফাতেমা খাতুন, আব্দুল আলিম, সিরাজুল ইসলাম ও মিলন মন্ডল।

সভায় ১৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।