Tuesday, May 27, 2014

বৃষ্টিতে পাইকগাছা পৌরসভা স্মৃতিসৌধ



ছবি ২টি আমাদের পাঠিয়েছেন Gm Rajib.

পাইকগাছায় শ্রমিক-যাত্রী-জনতা সংঘর্ষ; বাস চলাচল বন্ধ

পাইকগাছায় এক শ্রমিককে মারপিট করার প্রতিবাদে দিনভর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে এক এলাকাবাসী থানায় আত্মসমর্পন করলে বিকাল ৩টার দিকে প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়।

উল্লেখ্য, সোমবার রাতে জিরো পয়েন্ট এলাকায় শ্রমিক কর্তৃক যাত্রী ও স্থানীয় জনতা কর্তৃক শ্রমিককে মারপিট করার ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে শেখ আলাউদ্দিন নামের এক মৎস্য ব্যবসায়ী পুরাইকাটি থেকে বাতিখালীস্থ বাড়িতে আসছিলেন। বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট নামক স্থানে পৌছালে শ্রমিক কর্তৃক কয়রার এক যাত্রীকে মারপিট করতে দেখে ব্যবসায়ী আলাউদ্দিন এর প্রতিবাদ করতে গেলে উপস্থিত শ্রমিকরা ব্যবসায়ীকে মারপিট ও লাঞ্ছিত করেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন রফিকুল ইসলাম নামের এক শ্রমিককে মারপিট করে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে পাইকগাছা খুলনা রুটে সকল প্রকার যানবাহন বন্ধ করে দেন। এতে মালবাহী ট্রাকসহ ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে স্থানীয় এমপি’র হস্তক্ষেপে শেখ সোহরাওয়ার্দী নামে এক এলাকাবাসী থানায় আত্মসমর্পন করলে বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার করে নেন।

পাইকগাছায় ভেজালবিরোধী অভিযানে দেড় মন আম বিনষ্ট; জরিমানা আদায়

পাইকগাছায় ভেজালবিরোধী অভিযানে দেড় মন আম বিনষ্ট ও প্রায় সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

সূত্রমতে, মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁকা বাজারে অভিযান চালিয়ে শ্রীকন্ঠপুর গ্রামের করিম মোড়লের পুত্র রুস্তম মোড়ল বিষাক্ত রাইজেন দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে ভেজালবিরোধী অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল প্রায় দেড়মন আম জব্দ করেন।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এরপর জব্দকৃত আম বিনষ্ট করা হয়।

পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা

পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সরল কেন্দ্রীয় পূজ মন্দিরে উপজেলা শাখার আহবায়ক অঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ নেতা জগদীশ রায়। বিশেষ অতিথি ছিলেন অখিল চন্দ্র মন্ডল, দীপংকর মন্ডল।

সদস্য সচিব মৃনাল কান্তি বাছাড়ের পরিচালনায় বক্তব্য রাখেন, উজ্জল সরদার, তারক চন্দ্র সানা, শুকৃতি মোহন বিশ্বাস, প্রেমাংশ সরকার, রামকৃষ্ণ বাছাড়, পার্থ প্রতিম, কল্লোল সানা, জয়গাইন, সৌরভ গাইন, ধর্মেন্দ্র মন্ডল, সুজন দাশ, রাজীব সরকার, কৌশিক মন্ডল, পবিত্র সরকার, দ্বিপু সানা, রাজীব বাওয়ালী, সংগ্রাম আচার্য, নন্দগোপাল সরকার ও সুমন সাধু।

সিক্ত কর হে বৃষ্টি…. ! ঠান্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি !

ছবিটি পাইকগাছা পৌরসভা কার্যালয়ের পাশ থেকে তোলা

বুবধার দুপুরে কাবা শরীফ ছায়শূন্য থাকবে

মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২৮ মে দুপুর নাগাদ মক্কার পবিত্র কাবা শরীফের সঙ্গে সরাসরি একই লাইনে অবস্থান করবে সূর্য। সূর্যের কেন্দ্রবিন্দুটি এই কাবার ঠিক ওপরে উঠে আসবে। জেদ্দা অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। 

তারা জানিয়েছেন, মক্কানগরীতে বুধবার ভোট ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় হবে। উত্তরপূর্ব দিকটি থেকে সূর্য ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবে এবং দূপুর ১২টা ১৫ মিনিটে তা ঠিক কাবা শরীফের মাথার ওপর উঠে আসবে। আর সে কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পবিত্র এই মসজিদ ঘরের কোনো দিকে কোনো ছায়া থাকবে না।

সূর্যের এই অবস্থানকে ‘ছায়াশূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলেই চিহ্নিত করেন মহাকাশ বিজ্ঞানীরা। আর বছরে অন্তত দুইবার পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে।

গবেষকরা জানান, পবিত্র কাবা ঘরটি বিষুব রেখা ও কর্কটক্রান্তির মাঝখানে অবস্থিত হওয়ার কারণেই এমনটা ঘটে। ২৮ মে ছাড়াও প্রতিবছর ১৬ জুলাই তারিখেও একই ঘটনা ঘটে বলে জানান তারা।

পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুব রেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে একবার দক্ষিণ গোলার্ধে যায়। আর এই আসা যাওয়ার পথে বছরে দুইবার সরাসরি উপরে অবস্থান নিয়ে পবিত্র কাবা শরীফকে ছায়াশূন্য করে দেয়।

জ্যোতির্বিদরা ওইদিন ঠিক মধ্যআকাশে থাকা অবস্থায় সূর্যের দিকে খালি চোখে তাকাতে নিষেধ করেছেন।

কয়রায় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক ১

কয়রায় গভির রাতে নাইন এম এম পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ কামরুল হাসান সানা (৩৫) কে আটক করেছে কয়রা থানা পুলিশ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১২টার দিকে কয়রা থানার উপ-পরিদর্শক আঃ গনির নেতৃত্তে থানা পুলিশের একটি দল উপজেলার দশবাড়িয়া গ্রামে অভিজান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে।

এ ব্যাপারে এস.আই আঃ গনি বাদী হয়ে কয়রা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২০। আটক কৃত কামরুল উপজেলার দশবাড়ীয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার পুত্র। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়।

আন্তর্জাতিক মানের সড়কের বাস্তব অবস্থার চিত্রায়ণ !!!! (২০১৪)

ছবিটি উপজেলার কাশিমনগর বাজার সংলগ্ন পাইকগাছা-আঠারমাইল সড়ক থেকে তোলা।

২৬ মে সোমবার বিকালে