Sunday, December 1, 2013

পাইকগাছায় অটো টেম্পুতে অগ্নি সংযোগ; দুই যুবক আটক

পাইকগাছায় অটো টেম্পু পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে কপিলমুনিতে এ ঘটনা ঘটে।
 

এদিকে দ্বিতীয় দিন রোববার সকালে অবরোধকারীরা বড় বড় গাছের গুড়ি ফেলে প্রধান সড়ক অবরোধ করে রাখলে পুলিশ তা অপসারণ করে দেয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তালা উপজেলার আরশনগর গ্রামের আকিমুদ্দীন শেখের পুত্র অটো টেম্পু চালক আব্দুর রাজ্জাক ঘটনার দিন শনিবার রাত ৮টার দিকে কপিলমুনি থেকে যাত্রী নিয়ে চুকনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় কপিলমুনি হাসপাতাল সংলগ্ন নিকারীর মোড় নামক স্থানে পৌছালে কয়েকজন দুর্বৃত্ত অটো টেম্পুটিতে আগুন ধরিয়ে দেয়। টেম্পুর বডিটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে চালক আব্দুর রাজ্জাক জানান।

পরে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে নাছিরপুর গ্রামের শহর আলী গাজীর পুত্র মনিরুল ইসলাম (২৫) ও শ্রীরামপুর গ্রামের শহিদ হাজরার পুত্র এইচ.এম. আরিফ (২২) কে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি এম. মসিউর রহমান জানান।

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় আটক ১

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় পুলিশ আরো একজনকে আটক ও লুট হওয়া ২৮ হাজার ৫শ টাকা উদ্ধার করেছে। আটক দেলোয়ার ফকিরকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হলো।
 

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর উপজেলার সোলাদানা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবর রহমানের বাড়ীতে সশস্ত্র ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা করলে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুরে ভ্যাকটমারী গ্রামের মান্দার ফকিরের পুত্র দেলোয়ারকে আটক করে।

আটককৃতের কাছ থেকে লুট হওয়া ২৮ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা এস.আই জালাল জানান।

পাইকগাছায় বিশ্ব এইডস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল।
 
নার্গিস বানুর পরিচালনায় 'এইসআইভি সংক্রামন ও এইডসে মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই... এই আমাদের অধিকার' শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার দাশ, ডাঃ সুজন কুমার, ডাঃ সাফিকুল ইসলাম, ডাঃ সঞ্জয় কুমার, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সেলিনা পারভীন ও ব্র্যাকের প্রশান্ত কুমার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) থেকে জানা যাবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকে আসছে ‘Save for Later‘ নামের নতুন সুবিধা !

বিশ্ব বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘Save for Later‘ নামে নতুন ব্যবস্থা সংযুক্ত করতে যাচ্ছে ইতোমধ্যে এই সুবিধা পরীক্ষামূলক ভাবে ফেসবুকের কিছু সংখ্যক ব্যবহারকারী পেতে শুরু করেছে।

‘Save for Later‘ এই ব্যবস্থায় ফেসবুক ব্যবহারকারীরা যদি নিউজ ফিডে কোন লিঙ্ক ক্লিক করে ঐ সময়ে পড়ার সময় না পান তবে পরবর্তীতে পড়ার জন্য সেভ করে রাখতে পারবেন। বর্তমানে ফেসবুকের গবেষণায় দেখা গেছে ফেসবুকে শেয়ারকৃত বিভিন্ন লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীরা তাতে ক্লিক করেন না। কিংবা ঐ সংবাদ বা সূত্র তাৎক্ষণিক ভাবে পড়ে দেখেন না।

‘Save for Later‘ ব্যবস্থায় আপনি ফেসবুকে আপনার নিউজ ফিডে আসা কোন লিঙ্ক যা আপনার কোন বন্ধু কিংবা কোন পেইজ শেয়ার করেছে তা তাৎক্ষণিক পড়তে না চাইলে এবং পরে ফ্রি সময়ে পড়ার ইচ্ছে থাকলে পড়তে পারবেন কারণ সকল লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে যুক্ত হবে একটি আলাদা 'Save for Later‘ নামের বাটন !

ফেসবুক ইতোমধ্যে যে সব ব্যবহারকারীদের এই সুযোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে ফেসবুক প্রত্যাশা অনুযায়ী সাফল্য পেয়েছেন, বর্তমানে দেখা যাচ্ছে অনেক ফেসবুক ব্যবহারকারী যাদের পরীক্ষামূলক ভাবে 'Save for Later‘ সুবিধা দেয়া হয়েছে তারা বিভিন্ন লিঙ্ক সেভ করে রেখে পরে নিজের সুবিধা মত সময়ে ঐ লিঙ্কে গিয়ে ঘুরে আসছেন।

ফেসবুক যদিও এই 'Save for Later‘ সুবিধা পরীক্ষামূলক ভাবে কিছু সংখ্যক ব্যবহারকারীদের জন্য চালু করেছে তবে আশা করা যাচ্ছে খুব শীগ্রই এই সুবিধা সকল ব্যবহারকারীদের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।

জলবায়ু পরিবর্তন ও মাকড়ের আক্রমণে হ্রাস পাচ্ছে নারিকেল গাছ

জলবায়ু পরিবর্তন ও মাকড়ের আক্রমণে উপকূলীয় এলাকায় হ্রাস পাচ্ছে নারিকেল গাছ। ফলে পরিবেশ ও অর্থনৈতিকভাবে বিশেষ মূল্যায়িত নারিকেল গাছ দিনকে দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রাকৃতিক ঝড়-জলোচ্ছাস থেকে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় সারি সারি নারিকেল গাছের সবুজ বেষ্ঠনী অন্যতম ভূমিকা রেখে আসছে।

শুধু তাই নয়, নারকেল একটি অর্থকারী ফলজ হিসেবে এর বেশ খ্যাতিও রয়েছে। তাই বেসরকারিভাবেও নারিকেল গাছ রোপন ও উৎপাদন বাড়ানোর ওপর জোর দেয়া হয় বিগত বছর গুলোতে। কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব, লবণাক্ততা, তাপমাত্রা বৃদ্ধির ফলে নারকেল গাছ ও নারিকেলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে।

এ ছাড়া ইরিওফাইট গ্রিরোনিট নামক এক ধরণের মাকড়ের আক্রমণ নারকেল গাছে ব্যাপকভাবে বিস্তার লাভ করে চলেছে। এ মাকড় প্রথমে নারিকেল গাছের কচি পাতা ও নারিকেলর বোটার পাশের চাকতির নিচে বাসা বাধে। পরে কচি ডাবের নরম অংশে ক্ষত করে রস চুসে খায়।

ফলে নারিকেলের বৃদ্ধি থেমে যাওয়া, কালো দাগ পড়া, আকারে ছোট হওয়াসহ ভিতরের শ্বাঁসের পরিমাণ কমে যায়। অনেক ক্ষেত্রে ডাব অবস্থায় গাছ থেকে ঝড়ে পড়তে থাকে। এতে দিনকে দিন নারিকেলের আকার ছোট ও বিকৃত হয়ে যাচ্ছে। নারকেলের আকার ছোট হয়ে ভিতরে শ্বাঁসের পরিমাণ কমে যাওয়াসহ অধিকাংশ গাছের পাতা কাটা ও ডাব-নারিকেলে অসংখ্য দাগ দেখা যায়। এ ছাড়া ছোট ডাব গাছ থেকে ঝড়ে পড়ছে, অনেক গাছে ফলও ধরছে না। পূর্ণ বয়স্ক হওয়ার আগেই শুকিয়ে মরে যাচ্ছে গাছ। কোনো কোনো গাছ ফল শূণ্য হতেও দেখা গেছে।

উপকূলীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিকভাবে বিশেষভাবে মূল্যায়িত নারিকেল গাছ দিনের পর দিন লবণাক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন রোগবালাই এবং মাকড়ের আক্রমণে বিলুপ্ত হতে চলেছে। এ অঞ্চলে গত কয়েক বৎসরের ব্যবধানে নারকেলের এ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাইকগাছা উপজেলার চন্দ্র শেখর মন্ডল, নিলকোমল, আঃ সবুর আল-আমীন, পলাশ বিশ্বাস ও সমীর রায় এফএনএসকে জানান, কয়েক বছর আগে এ অঞ্চলে প্রচুর নারিকেল হত, এলাকার চাহিদা মিটিয়ে রাজধানিসহ দেশের অন্যান্য জেলায় রপ্তানি করা হত। কিন্তু লবাক্ততা ও মাকড়ে গাছ হলুদ বর্ণধারণ করে মারা যাচ্ছে। নতুন করে গাছ লাগালেও তা মারা যাচ্ছে। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় আগের তুলনা দাম বেড়েছে কয়েক গুণ। গত এক দশক ধরে নারকেল গাছে এ ফলন বিপর্যয় ঘটছে। ডাব বা নারিকেল চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।

এ বিষয়ে জৈব বালাইনাশক ক্ষুদে বিজ্ঞানি আজিজুর রহমান এফএনএসকে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক বৈরিতা, লবনাক্ততার আগ্রাসন ও তাপমাত্রা বৃদ্ধি এবং মাকড়ের আক্রমনসহ নানা কারনে কমছে নারিকেলের উৎপাদন। এ অবস্থা চলতে থাকলে আগামী দশকের মধ্যে উপকূলীয় অঞ্চল থেকে নারিকেল গাছ শূণ্য হবার আশঙ্কা রয়েছে। তবে তুতে ও চুন পানিতে গুলে মাঝে মাঝে গাছে স্প্রে করলে মাকড়ের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। আর বেশি ক্ষতি করছে চাষাবাদ জমিতে লবণ পানি তুলে চিংড়ি চাষ করায়।

আজ বিশ্ব এইডস দিবস

আজ ১লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। প্রথম বিশ্ব এইডস দিবস শুরু হয়েছিল ১লা ডিসেম্বর ১৯৮৮ সালে। উদ্দেশ্য ছিল অর্থ সংগ্রহ, সচেতনতা সৃষ্টি—এ ব্যাপারে যেসব কুসংস্কার মানুষের মনে রয়েছে একে দূর করার জন্য উদ্যোগ নেওয়া ও শিক্ষাদান। সেই থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব এইডস দিবস।


সৃজনশীল পোস্টারটিতে কনডম দিয়ে এইডস এর প্রতীক বানানো হয়েছে। এইডস বিষয়ে সচেতন হউন !

আজ পহেলা ডিসেম্বর, বিজয়ের মাসের প্রথম দিন

বীর বাঙালির বিজয়ের মাস ডিসেম্বরের আজ প্রথম দিন। একাত্তর সালের এ দিনে মুক্তিযোদ্ধারা মরণপণ লড়াইয়ে নেমেছিল পশ্চিমা হানাদার পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল-শামসের বিরুদ্ধে। 


দেশের মুক্তিকামি মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিল বিজয়ের মহেন্দ্রক্ষণের।