Saturday, June 14, 2014

আজ চে গুয়েভারা'র ৮৬ তম জন্মদিন

তাঁর জন্মদিনে Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাঁকে।


মানুষের মুক্তির চিরন্তন চেতনার নাম এর্নেস্তো চে গুয়েভারা। তিনি সারা পৃথিবীতে বেঁচে আছেন আদর্শ ও সংগ্রামের প্রতীক হয়ে। শাসনে-শোষণে পিষ্ট পৃথিবী তাঁর ভেতরে জাগিয়ে দিয়েছিল মানুষের প্রতি তীব্র ভালোবাসা। লাতিন আমেরিকার সাধারণ মানুষের দারিদ্র্যলাঞ্ছিত জীবন তাঁকে টেনেছিল সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এক আপসহীন লড়াইয়ের পথে।

সে পথে হেঁটে যেতে যেতে বারবার তিনি উচ্চারণ করেছেন মহাকাব্যিক জীবনের জয়গান— ‘আস্তা লা ভিকতোরিয়া সিয়েম্প্রে’; যার মানে ‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো’।


(জন্ম :: ১৪ জুন ১৯২৮ ◄► মৃত্যু :: ৯ অক্টোবর ১৯৬৭)

আপনার জতীয় পরিচয়পত্র ভেরিফাই করুন

যেভাবে ভেরিফাই করবেন ::


প্রথমে আপনাকে যেতে হবে www.nidw.gov.bd এই সাইটে। তারপর বামপাশে তৃতীয় লাইনে দেখুন লেখা আছে ভেরিফাই এনআইডি। এখানে ক্লিক করুন তারপর নিচের ছবিটা আসবে সেখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টার আসলে এবার ফরমটা পূরণ করুন। 

ই-মেইল, মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নাম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে। আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষন করবেন এজন্য পাসওয়ার্ড মনে রাখুন।

সাবমিটে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন। ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিষ্ট্রেশন। বাংলাদেশ থেকে একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যেকাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় পত্র।

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনার এই সুবিধা টি প্রয়োজন হতে পারে।

ইসির ওয়েবসাইটে মিলছে ভোটারদের তথ্য

ভোটারদের বিভিন্ন ভোগান্তির হাত থেকে রক্ষা ও জনগণের সুবিধার্থে এখন থেকে সব ভোটারের জাতীয় পরিচিতি নম্বর ও ভোটার নম্বরসহ বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভোটাররা রেজিস্ট্রেশন করে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ তথ্য ওয়েবসাইটে দেখতে পারবেন। বর্তমানে প্রায় ৯ কোটি ভোটারের তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজে রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় পরিচিতি নম্বর ও ভোটার নম্বর ওয়েবসাইটে প্রকাশে মত দিয়ে কমিশনার আবদুল মোবারক একটি অনানুষ্ঠানিক নোট প্রধান নির্বাচন কমিশন বরাবর পাঠান। ওই নোটের ভিত্তিতে ভোটারের তথ্য ওয়েবসাইটে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়। এর পরই নির্বাচন কমিশন এ প্রক্রিয়া সম্পন্ন করেন।

ওই নোটে বলা, জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেললে থানায় ডায়েরি করতে হয়। কিন্তু পরিচিতি নম্বর স্মরণ না থাকলে থানায় ডায়েরি নেয় না। ডায়েরি না থাকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগও (এনআইডি) আবেদন গ্রহণ করে না। নির্বাচনের সময় ভোটার নম্বর না জানা থাকলে সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটার তালিকায় খুঁজতে অনীহা প্রকাশ করেন। এ কারণে জাতীয় পরিচয়পত্র হাতে থাকা সত্ত্বেও অনেক ভোটার ভোট দিতে ব্যর্থ হন।

এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্কুল কলেজে ভর্তির দরখাস্ত করা, ট্রেড লাইসেন্স ও অন্যান্য লাইসেন্সের জন্য ভোটার পরিচিতি নম্বর প্রয়োজন হয়। জনগণকে এসব ভোগান্তি থেকে বাঁচানোর জন্য সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে।

ভোটারদের তথ্য ওয়েব সাইটে প্রকাশের ব্যাপারে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, ‘ভোটারদের সুবিধার্থে ভোটারের পরিচিতি, ভোটার নম্বর ও তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তারা যেন তাদের দেয়া তথ্যগুলোর মধ্যে কোন তথ্য ভুল হয়েছে জানতে পারবে। পরে তারা ভুল সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন।

ভোটারদের ব্যক্তিগত তথ্য চুরি বা বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ সেবা পেতে হলে প্রত্যেক ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে তাদের একটি করে পাসওয়ার্ড দেয়া হবে। তারপর সেই ব্যক্তিকে একসেসের অনুমতি দেয়া হবে।’

উল্লেখ্য, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের কাজ শুরু হয়। সে সময় ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮। ২০০৯ সালের হালনাগাদ হয় একবার। ২০১২ সালে হালনাগাদে ভোটার বাড়ে প্রায় ৭০ লাখ। বর্তমানে ৯ কোটির বেশি ভোটারের তথ্য ইসির ডাটাবেজে সংরক্ষিত রয়েছে।

যেভাবে ভেরিফাই করবেন ::

প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে http://www.ecs.gov.bd/Bangla/ প্রবেশ করতে হবে। এরপর ওয়েব পেজের ডানদিকের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের ওয়েব লিংকে ক্লিক অথবা সরাসরি এ লিঙ্কে (www.nidw.gov.bd) (http://180.211.226.19/ecbweb/) যেতে হবে। তারপর বামপাশে তৃতীয় লাইনে ‘ভেরিফাই এনআইডি লিংকে ক্লিক করলে লগিং অপশন আসবে। এর পাশেই রেজিস্ট্রার বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এবার ফর্মটা পূরণ করুন। ই-মেইল, মোবাইল নম্বর দিন, এনআইডি ঘরে আপনার জন্ম তারিখ দিয়ে হুবহু আইডি নম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখুন।

সাবমিট বাটনে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিয়ে আপনার সব তথ্য জানতে পারবেন।

তাই বলে কি প্রতিবারই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হবে ?

এখন সকাল ৮টা, আর তিনি আত্মগোপনে গেছেন গতকাল রাত ৮টায়। ১২ ঘন্টা হয়ে গেল, পাইকগাছাতে বিদ্যুতের দেখা নেই !

শুধুমাত্র ঝড় অথবা বৃষ্টির আগমনী সংকেত পেলেই হয়, তাকে আর হারিকেন জ্বালিয়েও খুজে পাওয়া যায় না ! ১২, ২৪, ৩৬, ৪৮.... যত্ত ঘন্টা ইচ্ছা গা-ঢাকা দিয়ে থাকবেন তিনি !

এছাড়া ঘোষণা দিয়ে হারিয়ে যাওয়ার ঘটনাতো আছেই ! ১১ জুন থেকে ১৮ জুন ২০১৪ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাইকগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ, এই ৮ দিনে প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পাইকগাছা।

বলাই বাহুল্য যে, দিনের অবশিষ্ট ১৭ ঘন্টায় গতানুগতিক রুটিনে লোডশেডিং অব্যাহত থাকবে ! তাই বলে কি প্রতিবারই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হবে ?

৩-১ গোলে চিলির জয় (ম্যাচ-০৪)

ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় দিনে গ্রুপ পর্বের খেলায় ৩-১ গোল অস্ট্রেলিয়াকে হারিয়েছে চিলি। ম্যাচের প্রথমার্ধে অ্যালেক্সিস সানচেজ ও ভালদিভিয়ার দুই গোল এবং শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বসেজুর গোলে জয় পায় চিলি। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে টিম কাহিলের প্রথমার্ধের গোল কেবল ব্যবধানই কমায়।


২-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। অন্যদিকে ১৬ বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে আসা চিলি প্রথমার্ধের মতো ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে না পারলেও ইনজুরি টাইমে অতিরিক্ত খেলোয়াড় বসেজুর দলের পক্ষে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

নেদারল্যান্ডসে বিধ্বস্ত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন (ম্যাচ-০৩)

ভ্যান পার্সি ও আরিয়েন রোবেনের জোড়া গোলে বিধ্বস্ত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে স্পেনকে নিয়ে ছেলেখেলা করে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। গত বিশ্বকাপে স্পেনের কাছে শিরোপা হারানোর প্রতিশোধ নিতেই যেন গোল উৎসবে মাতে ভ্যান গালের শিষ্যরা।

ডাচ খেলোয়াড়দের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠেন স্পেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। খেলার ৮০ মিনিটেই ৫-১ গোলের লিড পায় নেদারল্যান্ডস। এর আগে খেলার ৭২ মিনিটে ক্যাসিয়াস নেদারল্যান্ডসের আক্রমণ ক্লিয়ার করতে ভুল করলে সুযোগ কাজে লাগিয়ে দলকে ৪-১ গোলে এগিয়ে নেন ভ্যান পার্সি।

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দিতে ৬৩ মিনিটে স্টেফান ডি ভ্রিজ হেড থেকে নিজের প্রথম গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন।

এর আগে ৫৩ মিনিটে স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকে ও সারর্জিও র‌্যামোসকে বোকা বানিয়ে গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পরাস্ত করে নিজের প্রথম ও দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আরিয়েন রোবেন।

পিছিয়ে পড়ার পর খেলার ৬৩ মিনিটে দিয়োগো কস্তাকে উঠিয়ে দেল বস্ক মাঠে নামান চেলসি স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকে। তবে তাতেও কোনো কাজ হয়নি।

বরঞ্চ ৬৯ মিনিটে আরও একটি নিশ্চিত গোল থেকে স্পেনকে রক্ষা করেন ক্যাসিয়াস।

এর আগে খেলার ২৭ মিনিটে জাবি অ্যালোন্সোর বিতর্কিত পেনাল্টিতে ১-০ গোলে স্পেন এগিয়ে গেলেও ৪৪ মিনিটে ভ্যান পার্সির অসাধারণ গোলে সমতা আনে নেদারল্যান্ডস।

খেলার ২৬ মিনিটে স্পেন তারকা দিয়েগো কস্তা নেদারল্যান্ডসের ডিবক্সে বল নিয়ে ঢুকে পড়লে তাকে বাধা দেন ডিফেন্ডার স্টেফান ডি ভ্রিজি। এক মুহূর্ত দেরি না করেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর জাবি অ্যালোন্সো নেদারল্যান্ডস গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি।

এরপর ৪৪ মিনিটে দালি ব্লাইন্ডের পাঠানো শ‍ূন্যের বলে নিপুণ দক্ষতায় এগিয়ে আসা গোলরক্ষক ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান মানচেস্টার ইউনাইটেডের তারকা রবিন ভ্যান পার্সি।

এর আগে ৪৩ মিনিটে ইনিয়েস্তার ডিফেন্স ভেদ করা পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ হাত ছাড়া করেন ডেভিড সিলভা।

খেলার শুরু থেকেই বলের দখল নিয়ে টিকি-টাকা ফুটবল খেলতে থাকে স্পেন, কিন্তু কোনো ধারালো আক্রমণে যেতে ব্যর্থ হয় তারা।

অন্যদিকে রক্ষণাত্মক ভঙ্গিমায় শুরু করলেও ম্যাচের ৮ মিনিটে পাল্টা আক্রমণে গোল করার দারুণ সুযোগ পান নেদারল্যান্ডসের মিডফিল্ডার স্নেইডার। তার জোরালো শট ডানদিকে ঝাপিয়ে পড়ে প্রতিহত করেন ইকার ক্যাসিয়াস।

এরপর খেলার ১০ মিনিটে জাবি অ্যালোন্সোর পাস থেকে দূর থেকে গোল করার চেষ্টা করেন ইনিয়েস্তা। কিন্তু ইনিয়েস্তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৩ মিনিটে স্ট্রাইকার দিয়েগো কস্তার বাম পাশ দিয়ে তীব্র গতিতে নেদারল্যান্ডসের রক্ষণ ভেঙে ঢুকে পড়েন ডিবক্সে। হল্যান্ড ডিফেন্ডার ভ্লার নিখুঁত কৌশলে কস্তাকে ট্যাকল করে দলকে বিপদমুক্ত করেন।

জন্মভূমি ব্রাজিলকে উপেক্ষা করে স্পেনের হয়ে বিশ্বকাপে আসা স্ট্রাইকার দিয়েগো কস্তা বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও নেদারল্যান্ডসের জালে বল জড়াতে পারেননি।

পেরাল্টার গোলে মেক্সিকোর জয় (ম্যাচ-০২)

বিশ্বকাপের বৃষ্টিভেজা দ্বিতীয় ম্যাচে পেরাল্টার ৬১ মিনিটের গোলে জয় পেয়েছে মেক্সিকো। জিওভান্নি দস সান্তোসের জোরালো শট ক্যামেরুনের গোলরক্ষক ইতানজিডি আটকে দিলেও ছুটে এসে ফিরতি বলটিকে ক্যামেরুনের জালে পৌঁছে দেন পেরাল্টা।

মেক্সিকোর তারকা স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজকে সাইড বেঞ্চে বসিয়ে পেরাল্টাকে মাঠে নামান মেক্সিকো কোচ মিগুয়েল হেরেইরা। আর এ সিদ্ধান্তের সমুচিত প্রতিদান দেন পেরাল্টা দলকে জয় এনে দিয়ে। তার একমাত্র গোলেই কাঙ্ক্ষিত জয় পায় মেক্সিকো।

খেলার প্রায় পুরোটা সময় বল পজেশন ধরে রেখে খেলায় নিয়ন্ত্রণ রাখা মেক্সিকোকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬১ মিনিট পর্যন্ত। যদিও প্রথমার্ধেই দু’বার ক্যামেরুনের জালে বল জড়ান মেক্সিকোর প্লেমেকার দস সান্তোস, তবে তা বিতর্কিত অফসাইডের খাড়ায় পড়ে বাতিল হয়। অন্যদিকে ক্যামেরুনেরও একটি গোল বাতিল করেন লাইন্সম্যান।