Friday, April 26, 2013

পাইকগাছায় চিংড়ি ঘের নিয়ে দু’পক্ষের মারপিট; আহত ৫

পাইকগাছায় চিংড়ি ঘেরের বাঁধ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫জন কমবেশী আহত হয়েছে। জানা যায়, উপজেলার পশ্চিম দীঘা গ্রামের মৃত বাবুরাম সরদারের পুত্র অজিত সরদারের চিংড়ি ঘেরের পাশেই ভিলেজ পাইকগাছা গ্রামের আব্দুল করিম সানার পুত্র আবুল কালামের একটি চিংড়ি ঘের রয়েছে। ঘটনার আগের দিন অজিত সরদার অতিরিক্ত জোয়ারের পানিতে আবুল কালামের চিংড়ি ঘেরটি তলিয়ে দেয়। ঘটনার দিন শুক্রবার সকালে আবুল কালাম তার লোকজন নিয়ে অজিতের ঘেরের মধ্য হতে মাটি কেটে বাঁধ মেরামতের কাজ করলে অজিতের লোকজন বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনায় অজিত সরদার, স্ত্রী খুকু রাণী, পুত্র বিশ্বজিত ও কালামের ঘেরের দু’শ্রমিক শুকুর ও বাবলু কমবেশী আহত হয়েছে বলে দু’পক্ষ জানিয়েছে।

বারাক ওবামা

এতোদিনে বুঝছি টুইন টাওয়ার ক্যান ভাংছিলো ! কোন হালায় নিচে দিয়া নাড়া দিছে আর আবুলেরা মনে করছে উপ্রের প্লেনের দোষ। হুদাই লাদেন রে মারলাম....!!!

ব্রেকিং NEWS..........

রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে সুড়ঙ্গ পথে আরও ১০ জন বের হয়ে এসেছেন। এনিয়ে মোট ১৫ জনকে সুড়ঙ্গ পথে উদ্ধার করা হলো। প্রথমে ধাপে ৪ জন ও এর পর একে একে আটকেপড়া অন্যদের বের করে আনা হয়।

তাদের শারীরিক অবস্থা খারাপ থাকায় তারা নিজেরা বের হতে পারেননি। উদ্ধার কর্মীরা তাদের বের করে আনেন।

ব্রেকিং NEWS..........

ধসে পড়া রানা প্লাজার ভেতরে এক সঙ্গে অর্ধশতাধিক জীবিত লোককে উদ্ধারে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। শুক্রবার দুপুরের দিকে এই সকল জীবিত ব্যক্তিদের খোঁজ পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে তৎপরতা শুরু করছেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া নয় পদাতিক ডিভিশনের জি-২ ইন্টিলিজেন্সের মেজর তৌহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা ভেতরে কাজ করা অবস্থায় জীবিত লোকদের আওয়াজ পাই। এ সময় আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ভেতর থেকে তারা জানায় সেখানে তারা ২০০ জনের মত জীবিত অবস্থান করছেন। তবে ওই কথাটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। সেখানে ৫০ জনের মতো লোক অবস্থান করতে পারে বলে ধারণা করা হচ্ছে।”