Sunday, April 14, 2013

স্মৃতিচারণ !

আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়ে ১৯৯৭ সালের এই নববর্ষের দিনেই দেশের মাটিতে ফেরত এসেছিলেন আকরাম, মিনহাজুল, রফিক, আমিনুল, খালেদ মাসুদরা।

এক ক্যারিবীয় গর্ডন গ্রিনিজ সেদিন সিক্ত হয়েছিলেন এদেশের লাখো-কোটি মানুষের ভালবাসায়। সেই থেকে শুরু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সোনালী অধ্যায়ের।

বৈশাখী শুভেচ্ছা !

Voice of Paikgacha এর পক্ষ থেকে সবাইকে বৈশাখী শুভেচ্ছা !

পাইকগাছায় বর্ষবরনে ঘোড়ার গাড়ীর শোভাযাত্রা

পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী উদযাপিত হচ্ছে বর্ষবরণ ১৪২০ বঙ্গাব্দ। বর্ষবরনে এ বছরে প্রধান আকর্ষন ছিল শতাধিক ঘোড়ার গাড়ির শোভাযাত্রা। বর্ষবরণ উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে রোববার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহন করে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজন করা হয় পান্তাভোজ। এরপর শতাধিক ঘোড়ার গাড়ীর এক শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর হতে লস্কর পর্যন্ত প্রদক্ষিন করে।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে ৯টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু, লবনডাড়ী, এক্কা, দোককা, লাফদড়ি, সি-বুড়ি, বিস্কুট দৌড় ও বুদ্ধিমত্তা প্রতিযোগিতা, ১১ টায় উপজেলা পরিষদ বনাম স্থানীয় সুধী একাদশের মধ্যে ক্রীকেট প্রতিযোগিতা, ১২ টায় মোটর শ্রমিক ইউনিয়ন বনাম পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মধ্যে কাচিটানা প্রতিযোগিতা। দুপুরের পর ঐতিহ্যবাহী ঢালী(লাঠি) খেলা, বিকালে শিবসা ব্রীজ সংলগ্ন বালুর মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, এরপর শিশু কিশোরদের মধ্যে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা বিষয় বাংলার প্রকৃতি। সর্বশেষ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে পুরস্কার বিতরণী। উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামানের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ওসি শেখ আবুবকর সিদ্দিক, অধ্যক্ষ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষিকা সুরাইয়া বানু ডলি। উপস্থিত ছিলেন-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।


পাইকগাছায় বোরো ও ভুট্রার চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

পাইকগাছায় চলতি মৌসুমে ৪৩ একর জমিতে উন্নত জাতের হাইব্রিড ভুট্রা ও ১২২ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবাদকৃত কৃষকদের বীজ, চাষ, সার, সেচ ও কীটনাশক উপকরণ বাবদ একর প্রতি ভুট্রা চাষে ৭ হাজার ৫০০ টাকা এবং বোরো ধান চাষে ৯ হাজার টাকা চাষীদের মাঝে সহায়তা প্রদান করা হয়। ১৩ই এপ্রিল শনিবার দুপুরে মাঠ পরিদর্শনের আওতায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুজয় কুমার সাহার উপস্থিতিতে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। প্রোগ্রাম অর্গানাইজার মোঃ গোলজার রহমান, মোছাঃ রিনা আক্তার, সাংবাদিক আব্দুল আজিজ, টেকনিক্যাল এ্যাসিট্যান্ট মোঃ আকাইদ হোসেন ও তন্ময় মন্ডল, ফিল্ড অর্গানাইজার মোঃ ফিরোজ আলী।

উল্লেখ্য, উপজেলার দঃ সলুয়া ব্লকে ৬৩ জন কৃষক ২৩.৬৪ একর ও কাজীমুছা ব্লকে ৭১ জন কৃষক ৩০.৬৫ একর জমিতে হাইব্রিড প্যাসিফিক-৯৮৪, ৭৫৯ ও ৬০ জাতের ভুট্রার আবাদ ও বোরো শক্তি-২ ধানের আবাদ করেছে। কৃষকরা ব্র্যাকের প্রকল্প কর্মকর্তাদের পরামর্শ ও সহায়তা মোতাবেক কাজ করায় আশানুরুপ ফলন সম্ভব হবে বলে কৃষকরা মনে করছে।

উল্লেখিত আবাদকৃত জমি ও ঘের পরিদর্শনকালে ইউএনও কাজী আতিয়ুর রহমান বলেন ব্র্যাকের এ উদ্যোগ উন্নয়নের একটা মাইলফলক বলে মনে করি। ব্র্যাকের কাজের গতিশীলতায় এ সফলতা।


পাইকগাছায় বর্ষবরণ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

শিশু-কিশোর-বুড়া-বুড়ি, এসো উড়াই রঙ্গিন ঘুড়ি, হাতে-হাত- সম্প্রীতি-রক্ষা করি গ্রামীন সংস্কৃতি, হিন্দু-মুসলিম ভাই ভাই হিংসা-বিদ্বেষের ঠাই নাই, শ্লোগানের মধ্য দিয়ে বর্ষবরণ ১৪২০ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রোববার খুলনার পাইকগাছায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

প্রতি বছরের ন্যয় এ বছরও উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৭ টায় একশ ঘোড়ার গাড়ী ও একশো ডাঙ্কা (জয়মা ঢোল) সমৃদ্ধ এক বর্ণাঢ্য র‌্যালী, ৮ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পান্তা ভোজ, ৯টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু, লবনডাড়ী, এক্কা, দোককা, লাফদড়ি, সি-বুড়ি, বিস্কুট দৌড় ও বুদ্ধিমত্তা প্রতিযোগিতা, ১১ টায় উপজেলা পরিষদ বনাম স্থানীয় সুধী একাদশের মধ্যে ক্রীকেট প্রতিযোগিতা, ১২ টায় মোটর শ্রমিক ইউনিয়ন বনাম পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মধ্যে কাচিটানা প্রতিযোগিতা।

দুপুরের পর ঐতিহ্যবাহী ঢালী খেলা, বিকালে শিবসা ব্রীজ সংলগ্ন বালুর মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, এরপর শিশু কিশোরদের মধ্যে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা বিষয় বাংলার প্রকৃতি। সর্বশেষ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে পুরস্কার বিতরণ করা হবে।

পাইকগাছায় পিকেটারদের টায়ারের আগুনে পথচারী শিশু অগ্নিদগ্ধ

পাইকগাছায় হরতাল চলাকালে পিকেটারদের টায়ারের আগুনে ১১ বছরের এক পথচারী শিশু অগ্নিদগ্ধ হয়েছে। এতে তার বাম পায়ের অংশবিশেষ ঝলসে গেছে। পরে তাকে শিবিরের নেতাকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পৌরসভাস্থ সরল বাজারের প্রধান সড়কে। অগ্নিদগ্ধ জাহিদুল ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের নজরুল দপ্তরীর শিশু পুত্র। সে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার পিতা-মাতা ও প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন সকালে সে পার্শ্ববর্তী জহুরা জব্বার কিন্ডার গার্টেন স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিল। এসময় সরল বাজারের ইমদাদুলের চায়ের দোকানের সামনে প্রধান সড়কে জামায়াত-শিবির সমর্থিত পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করছিল। পিকেটাররা টায়ারের আগুনের গতি বৃদ্ধি করতে পেট্রোল ছোড়াকালে পেট্রোলের আগুন ছিটকে গিয়ে পথচারী শিশুর পরিধেয় পোশাকে জ্বলে ওঠে। পরে পিকেটিংরত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদানশেষে তার পরিবারের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার প্রশ্ন্তা মন্ডল জানান কি কারনে শিশুটি অগ্নিদগ্ধ হয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে শিশুটির পরিবারের লোকজন তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।