Wednesday, December 20, 2017

বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

সাতক্ষীরায় মোবাইল ফোন কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না পাইকগাছার দুই বন্ধুর। একজনের ঠিকানা হয়েছে পরপারে। আরেকজনের হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যার পর সাতক্ষীরার ভোমরায় মালবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন উজ্জ্বল সরদার (৩০)। আর গুরুতর আহত হন বন্ধু কাউন্সিলর রবি শংকর মন্ডল (৩০)।

উজ্জ্বল সরদার ও রবি শংকর মন্ডল
সূত্র জানায়, ঘটনার দিন মঙ্গলবার কাউন্সিলর রবি শংকর তার দোকানের মোবাইল ফোন কিনতে বন্ধু পাইকগাছা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল সরদারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার ভোমরায় যান। সন্ধ্যার পর ভোমরার একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলটি রেখে তারা দু'জনই চা পান করছিলেন। এমন সময় একটি মালবাহী ট্রাকের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয় এবং কাউন্সিলর রবি শংকরের হাত-পা ভেঙ্গে গুরুতর আহত হয়। আহত রবিকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে আহত রবি শংকর মন্ডল
রবি শংকর পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও সরল গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের ছেলে এবং উজ্জ্বল সরদার ৯নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের অনাথ বন্ধু সরদারের ছেলে। মৃত্যুর খবরে উজ্জ্বলের পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙ্গে পড়েছেন রবির পরিবার।

নিহত উজ্জ্বল সরদার
এ রিপোর্ট লেখা পর্যন্ত উজ্জ্বলের মৃতদেহ সাতক্ষীরা থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছিল। 

অপরদিকে, গুরুতর আহত কাউন্সিলর রবিকে দেখতে মেয়র সেলিম জাহাঙ্গীরের নেতৃত্বে পৌর পরিষদের সদস্যবৃন্দ অবস্থান করছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন :: ভোমরায় ট্রাক চাপায় নিহত পাইকগাছার উজ্জ্বল; আহত কাউন্সিলর রবি