Tuesday, January 21, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!! (০৩)

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম।

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।


পৌরসভার ৬০ লাখ টাকার উন্নয়ন কাজ লটারীর মাধ্যমে বণ্টন

কোন অনিয়ম ছাড়াই পাইকগাছা পৌরসভার চলতি অর্থ বছরের ৬০ লাখ টাকার উন্নয়ন কাজ লটারীর মাধ্যমে অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্যে বণ্টন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর ভবনে জনপ্রতিনিধি, ঠিকাদার, সাংবাদিকসহ গণমান্য ব্যক্তির উপস্থিতিতে এ ভাগ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্রমতে, ২০১৩-১৪ আর্থ বছরে পৌরসভার রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ ৬০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজর টেন্ডার ৩৯ টি প্যাকেজের মাধ্যমে আহবান করা হয়। এতে ৬৭ জন ঠিকাদার অংশগ্রহণ করলে কোন প্রকার অনিয়ম ছাড়াই সকলের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে পৌরভবনে লটারীর মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পৌর সচিব তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, হিসাব রক উদয় শংকর রায়, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ, আসমা আহম্মেদ, এ্যাড. হুমায়ুন কাদির'সহ ঠিকাদারবৃন্দ।

সুরুচি সঙ্গীতালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সনদপত্র বিতরণ

পাইকগাছার সুরুচি সঙ্গীতালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার বিকালে উপজেলা সৎসঙ্গ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

সঙ্গীতালয়ের সভাপতি মুক্তিপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কলেজের প্রভাষক সুফল চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার শীল, ডাঃ নির্মল দাশ।

বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন পুর্ণচন্দ্র সরকার, আশরাফ আলী, নিত্যানন্দ মন্ডল ও বাসুদেব ঘোষ। প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীর মাঝে সদনপত্র বিতরণ করা হয়েছে।

Monday, January 20, 2014

পাইকগাছায় অস্থায়ী বেদে পল্লীতে এক বিকেল !

পৌরসভার পুরাতন ব্রীজের সাথে ভিলেজ পাইকগাছার সংযোগ সড়কের পাশে পতিত জমিতে ১১টি অস্থায়ী ঝুপড়ি ঘর নির্মান করে গত প্রায় এক সপ্তাহ যাবৎ অবস্থান করছে কিছু সংখ্যক বেদে পরিবার।

সরেজমিনে পরিদর্শনকালে কথা হয় এই বেদে দলের সর্দার মোহম্মদ আলী‘র সাথে। তিনি জানান, এই বেদে দলটির সব পরিবারগুলির অপেক্ষাকৃত স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর। তারা আরও কিছুদিন এখানে অবস্থান করবে, তারপর চলে যাবে অন্য কোথাও।

মাটিতেই চাটাই বিছিয়ে পলিথিন কাগজের ছাউনি দিয়ে তৈরি হয়েছে তাদের ঘরগুলো। একটি ঝুপড়ি ঘরেই মাথা গুঁজতে হয় পরিবারের সাত-আট জনকে।

তাদের পরিবারের মেয়েরাই বেশি অর্থ উপার্জন করে থাকে। মেয়েরা সকাল হলেই মাথাই ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে দূরের গ্রামগুলোয় রোজগারের আশায়। পুরুষেরা ঘরে বসে সারা দিন ছোট ছেলেমেয়েদের দেখে শুনে রাখে। এ পল্লীতে মেয়েদেরও জীর্ণ শরীর প্রমাণ করে এখানে বাল্যবিবাহ ও জন্ম নিয়ন্ত্রণের কোনো বালাই নেই। তাদের পরিবারগুলোতে রয়েছে একের অধিক ছেলেমেয়ে।

এক বেদেনী জানান, এখন গ্রামাঞ্চলে খুব একটা পয়সা পাওয়া যায় না। পুরুষেরা যে একেবারে বসে থাকে তা নয়। তারাও মাঝে মধ্যে দূরের গ্রামগুলোতে বের হয় জীবিকার সন্ধানে। তাদের সাথে থাকে সাপের ঝাঁপি ও বানর। সারাদিন সাপ ও বানরের খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে পয়সা রোজগার করে সন্ধ্যায় বাড়ি ফেরে। পুরুষদের মধ্যে আবার কেউ কেউ সাপ ধরে বিক্রি করে।

বেদে সর্দার মোহম্মদ আলী জানান, সাপ ধরা কাজটা অত্যন্ত ঝুঁকিপুর্ণ জেনেও পেটের দায়ে তা করতে হয়। অনেক সাপুড়ে সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে মারা গেছে। বর্ষার মৌসুমে বেশি সাপ ধরা যায়। একটি মাঝারি কুলিন (জাত) সাপ ৩০০-৪০০ টাকায় বিক্রি হয় বলে তিনি জানান।

একাধিক বেদে জানান, শীত মৌসুমে তারা পুটলা পুটলি বেধে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের পরিবারসহ বেরিয়ে পড়েন রোজগারের আশায়। এক এলাকাতে কিছুদিন পয়সা রোজগার করে আবার চলে যান অন্য এলাকায়। এভাবে সারা বছর কিছু পয়সা জমিয়ে বর্ষার শুরুতে অপেক্ষাকৃত স্থায়ী ঠিকানা বিক্রমপুরে ফিরে আসেন।

তারা আরও জানান, পূর্বে তারা গ্রামাঞ্চলে গেলে যেভাবে পয়সা পেতেন এখন আর পাননা। কারণ জিনিসপত্রের ঊর্ধ্বগতির জন্য গ্রামাঞ্চলের মানুষের কাছে যথেষ্ট পয়সা থাকে না। তাই বেদেরাও তাদের পেশা পরিবর্তন করতে শুরু করেছে।

বেদে ছেলে-মেয়েরা শিক্ষার দিকে পশ্চাৎবর্তী। জীবিকা উপার্জনের জন্য পরিবারের সাথে বছরে ১০ মাসই এদিক সেদিক ঘুরে বেড়াতে হয়। সে জন্য তাদের বিদ্যালয়ে যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না।

একটি জরুরী বিজ্ঞপ্তি:

পল্লী বিদ্যুতের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপকেন্দ্রের বাৎসরিক রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে আগামী ২১-০১-২০১৪ ইং তারিখ মঙ্গলবার সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাইকগাছা ও কয়রা উপজেলার সমগ্র এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের স্বার্থে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। তবে কাজের প্রয়োজনে যেকোন সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে, সুতরাং জনসাধারনকে বিদ্যুৎ লাইন থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হল।

প্রচারে-
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ
পাইকগাছা জোনাল অফিস

অপ্রকাশিত সুচিত্রা

ছবি কৃতজ্ঞতা: কাজী অনির্বাণ (Grandson of কাজী নজরুল ইসলাম)


পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার ও গণসংযোগে সম্ভাব্য প্রার্থীরা

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাইকগাছায় প্রচার প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও শেখ আবুল কালাম আজাদ।

সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার অংশহিসাবে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। সবমিলিয়েই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা।

সুত্রমতে, হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ুইখালীসহ ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা। ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের ১০২ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে।

১ম দফার নির্বাচনে এ উপজেলা অর্ন্তভূক্ত না হলেও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই দিনভোর গনসংযোগ করে চলেছেন।

অপরদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের উৎসব পুষিয়ে নিতে খুশির আমেজ বিরাজ করছে উৎসব বঞ্চিত প্রায় ২ লাখ ভোটারের মধ্যে।

এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোঃ রশীদুজ্জামান ২০০৯ সালের অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়রম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি জানিয়েছেন।

বিগত নির্বাচনে ২৫ হাজার ভোট পেয়ে পরাজিত হন পাইকাগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ইতোমধ্যে তিনি পৌরসভা, গদাইপুর, হরিঢালী, কপিলমুনিসহ কয়েকটি ইউনিয়নে গনসংযোগ করেছেন বলে জানিয়েছেন।

বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

নতুন মুখ ও তরুন প্রার্থী হিসাবে ব্যাপক উৎসাব উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন শেখ আবুল কালাম আজাদ।

এছাড়াও গড়ুইখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধনও নির্বাচন করতে পারেন বলে অপর একটি সুত্র জানিয়েছে।

তেমন কোন প্রচার প্রচারণা না করলেও নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী।

পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন মেয়র সেলিম জাহাঙ্গীর

প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহের লক্ষ্যমাত্রা


পাইকগাছার পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি সোমবার সকালে পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের পানি নিয়ে আব্দুল হামিদের ভিআইপি টিস্টলে উপস্থিত পৌরবাসীকে পান করান।

উল্লেখ্য পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরল দীঘির পাড়ে ১.৫ কোটি টাকা ব্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে পাইকগাছা পৌরসভা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও নবলোক পরিষদ।

প্রকল্পের আওতায় পৌর এলাকার প্রায় ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন শেষে ১৫০০ পৌরবাসীর মধ্যে প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারী পানি মেলার আয়োজন করার মধ্যে দিয়ে পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান।

পাইকগাছায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কবির উদ্দিন এ সাজা প্রদান করেন।

গত শনিবার কপিলমুনি ফাঁড়ির পুলিশ মেহেরুনন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২ পোটলা গাঁজাসহ নাছিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র মোহাম্মদ শাহীনুর রহমান (২৬) কে আটক করলে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Sunday, January 19, 2014

১৯ ফেব্রুয়ারি কয়রাসহ ১০২ উপজেলায় নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ চতুর্থ বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় খুলনার দিঘলিয়া ও কয়রা উপজেলাসহ দেশের মোট ১০২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের ৪৮৭টি উপজেলা পরিষদের মধ্যে বাকিগুলোর তফসিল পর্যায়ক্রমে হবে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে মনোনয়ন পত্র দাখিল, মনোনয়ন যাচাই বাছাই হবে ২৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। উপজেলা পরিষদ আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দি আহমদ এই প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

পাইকগাছায় সহযোগীসহ শফিক ডাকাত আটক; অস্ত্র ও গুলি উদ্ধার

পাইকগাছায় দুই ডাকাতকে আটক করার পর, ডাকাত শফিকের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে থানা পুলিশ কৃষ্ণনগর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার পাশ্ববর্তী আশাশুনি উপজেলার রামনগর এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে কাটাখালী খেয়াঘাট থেকে পাইকগাছা থানা পুলিশ উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইন্তাজ গাজীর পুত্র বহুল আলোচিত ডাকাত শফিকুল ইসলাম গাজী (৩৬) ওরফে শফিক ডাকাত ও তাহার সহযোগী একই এলাকার আলতাফ ওরফে আলতু (৩০) কে আটক করে।

পরে শফিক ডাকাত এর স্বীকারোক্তি মোতাবেক রোববার সকালে ওসি এম মসিউর রহমানের নেতৃত্বে এস.আই জালাল, এস.আই সিরাজুল ও এ.এস.আই মফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান জালিয়ে শফিকের বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটক শফিক প্রথম দিকে চুরি পেশার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে সে একজন দুর্ধর্ষ ডাকাত। তার স্বীকারোক্তি মোতাবেক এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Saturday, January 18, 2014

বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত

পাইকগাছায় বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরের শিব মূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালন, কালী মন্দির উদ্ভোধন ও কালী প্রতিমা প্রতিষ্ঠা উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত শিব স্নান, শিব পূজা, প্রসাদ বিতরণ, আলোচনাসভা, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বোয়ালিয়া শিব ও কালী মন্দিরের সভাপতি সমীরণ সাধু।

উদ্ভোধক ছিলেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান। উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

পাইকগাছায় সাবেক ইউএনও দম্পত্তিকে বিদায়ী সংবর্ধনা

পাইকগাছায় সাবেক ইউএনও দম্পত্তিকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী ও সাবেক ইউএনও কাজী আতিয়ুর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম, সাংবাদিক আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, প্রভাষক আমানউল্লাহ আমান, অফিস সহকারী গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান ইতোমধ্যে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং সম্প্রতি সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী নাটোরের জেলা সিনিয়র ম্যাজিষ্ট্রেট হিসাবে যোগদান করেন।

পাইকগাছায় সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম আর নেই

পাইকগাছায় সাবেক ইউপি সদস্য এসএম নূরুল ইসলাম (৬৫) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাত ৯টায় গদাইপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে....রাজেউন।

শনিবার দুপুরে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি পরিবার, পরিজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Friday, January 17, 2014

অন্তরাল থেকে মহাঅন্তরালে কিংবদন্তি মহানায়িকা

Voice of Paikgacha’র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই মহানায়িকাকে !

আর যেন নেই কোন ভাবনা, যদি আজ অকারণ কোথাও হারায় মন জানি আমি খুঁজে তারে আর পাবোনা; তুমি যে আমার ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার; চম্পা চামেলী গোলাপেরও বাগে, এমনও মাধবী নিশি আসেনিতো আগে; ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত আসেনিতো বুঝি আজ জীবনে আমার; অথবা আরো কিছুক্ষণ না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না উঠিত ভরে, এসব অমর গানে যিনি অভিনয় করেছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলেরই প্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলনা; কিন্তু শেষ হয়ে গেল তাঁর পথ। তবে হ্যাঁ জীবনের ক্ষণস্থায়ী পথ শেষ হলেও তাঁর অভূতপূর্ব কর্মযজ্ঞ ভক্ত হৃদয়ে তাঁকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।

শুক্রবার (১৭ জানুয়ারি ২০১৪, ৪ মাঘ ১৪২০, ১৫ রবিউল আউয়াল ১৪৩৫) বাংলাদেশ সময় সকাল ৮টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি অভিনেত্রী কন্যা মুনমুন সেন ও দুই নাতনি রিয়া এবং রাইমাসহ অগণিত ভক্ত ও গুণগ্রাহী রেখে যান।

গত ২৩ ডিসেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতাল ভর্তি হন সুচিত্রা সেন। প্রথমে চিকিৎসাধীন অভিনেত্রী সুচিত্রা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শরীরে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়াতেই তাঁর হৃদস্পন্দন বেড়ে যায়। এরপর তাঁর চোখের ছানি অপারেশনের কথা ছিল। তা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন তিনি। উৎকণ্ঠা কাটাতে তাঁর কাউন্সিলিং করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাঁকে। তখন তিনি সর্দি, জ্বর, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন।

সুচিত্রা সেনের ফুসফুসে জল জমেছিল। ডায়াবেটিস থাকায় তাঁর শারীরিক অবস্থা আরও বেশি জটিল আকার ধারণ করে। তাঁর হার্ট ও কিডনির অবস্থাও ভালো ছিল না। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে টানা ২৫ দিন ধরেই তার শারীরিক অবস্থার চড়াই উতরাই হতে থাকে। এ ছাড়া বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

১৯৩১ সালে (মতান্তরে ১৯২৯) ৬ এপ্রিল বাংলাদেশের বর্তমান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ‘ভাঙ্গাবাড়ি’ গ্রামে মাতামহ রজনীকান্ত সেনের বাড়িতে জন্ম হয় সুচিত্রা সেনের। তাঁর পিতামহের পূর্ব পুরুষদের বাড়ি ছিলো পাবনা জেলার সুজা নগর উপজেলায়। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রার পৈত্রিকবাড়ি। একতলা পাকা এ বাড়িটাতেই কেটেছে সুচিত্রা সেনের শৈশব। এখানেই তিনি বেড়ে উঠেছেন। বাবা করুণাময় দাশগুপ্ত স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক (মতান্তরে পাবনা পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর) ছিলেন। মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিনী। তিনি ছিলেন বাবা-মায়ের পঞ্চম সন্তান।
 

চন্দনের শিখায় শেষকৃত্য সুচিত্রার


কেওড়াতলা মহা শ্মশানের চিত্তরঞ্জন দাস উদ্যানে চন্দন কাঠের চুল্লীতে ভস্ম হলেন মহানায়িকা সুচিত্রা সেন। সেই সঙ্গে সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য। শুক্রবার দুপুরে পারিবারের লোকজনের উপস্থিতেতে সুচিত্রা সেনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ভারতের স্থানীয় সময় দুপুর ১টা ৪১ মিনিটে মহানায়িকাকে চুল্লীতে স্থাপন করা হয়। হিন্দু ধর্মের প্রথানুযায়ী দুপুর ১টা ৪৬ মিনিটে মুখাগ্নি করেন মুনমুন সেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন মুনমুন।

এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নাগরিক সম্মান “গান স্যালুট” প্রদান করা হয়। এরপর বাজানো হয় মহানায়িকার প্রিয় গান। এ সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়, দেব, শুভমসহ বাংলা চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

পাইকগাছা থানার আলোচিত-সমালোচিত এস,আই হারুনকে বদলী

অবশেষে পাইকগাছা থানার আলোচিত-সমালোচিত এস,আই হারুনকে বদলী করা হয়েছে। জনস্বার্থে বৃহস্পতিবার এক আদেশে তাকে তেরখাদা থানায় বদলী করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এস,আই হারুন পাইকগাছা থানায় যোগদানের পর হতে জামায়াত-বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটক করার ফলে একদিকে যেমন আলোচিত অপরদিকে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সাথে অসদাচরণ করার অভিযোগে সমালোচিত।

যোগদানের পর হতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে অনেকেই মনে করলেও বেশ কিছু জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষের সাথে অসদাচরণ করার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ সব নানাবিধ অভিযোগে ইতোমধ্যে জেলা আইন-শৃঙ্খলা সভায় তার বদলী দাবী করা হয়।

অবশেষে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক আদেশে তাকে তেরখাদা থানায় বদলীর আদেশ দিয়েছেন। এ ব্যাপারে ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, জনস্বার্থে এস,আই হারুনকে তেরখাদা থানায় বদলী করা হয়েছে। বদলীর আদেশ মোতাবেক শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট থানায় যোগদানের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন।

Thursday, January 16, 2014

চূড়ান্ত হয়ে গেল এশিয়া কাপের সময়সূচিও

ফতুল্লায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বাদশ এশিয়া কাপ। প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ, শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আজ বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে।

বারবার নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করা পাকিস্তান বাংলাদেশে এশিয়া কাপ খেলতে আসবে কি না, সেটি এখনো নিশ্চিত হয়নি। তবে এসিসি পাকিস্তানকে রেখেই এই সময়সূচি ঘোষণা করায় ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত পাকিস্তানও আসবে খেলতে। এবারের প্রতিযোগিতায় এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নিচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান থাকায় ম্যাচের সংখ্যাও বেড়েছে। ২০১২ সালে চারটি দেশকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ম্যাচের সংখ্যা ছিল সাত। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১ টিতে। গতবারের ফাইনালে মাত্র ২ রানে পাকিস্তানের কাছে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ।
 

সময়সূচি:


২৫ ফেব্রুয়ারি ২০১৪ (মঙ্গলবার): পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (ফতুল্লা)

২৬ ফেব্রুয়ারি ২০১৪ (বুধবার): বাংলাদেশ বনাম ভারত (ফতুল্লা)
২৭ ফেব্রুয়ারি ২০১৪ (বৃহস্পতিবার): আফগানিস্তান বনাম পাকিস্তান (ফতুল্লা)
 
২৮ ফেব্রুয়ারি ২০১৪ (শুক্রবার): ভারত বনাম শ্রীলঙ্কা (ফতুল্লা)
১ মার্চ ২০১৪ (শনিবার) : বাংলাদেশ বনাম আফগানিস্তান (ফতুল্লা)
২ মার্চ ২০১৪ (রোববার): ভারত বনাম পাকিস্তান (মিরপুর)

৩ মার্চ ২০১৪ (সোমবার): আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (মিরপুর)
৪ মার্চ ২০১৪ (মঙ্গলবার): বাংলাদেশ বনাম পাকিস্তান (মিরপুর)
৫ মার্চ ২০১৪ (বুধবার): আফগানিস্তান বনাম ভারত (মিরপুর)
 
৬ মার্চ ২০১৪ (বৃহস্পতিবার): বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (মিরপুর)

৮ মার্চ ২০১৪ (রোববার): ফাইনাল

পাইকগাছায় পৌরসভায় আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পাইকগাছা কলেজ মাঠে বৃহস্পতিবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।


শীতে কাঁপছে পাইকগাছাবাসী

হাঁড় কাপানো শীতে কাঁপছে পাইকগাছাবাসী। শৈত্য প্রবাহে প্রকৃতিতে জবুথবু অবস্থা। মঙ্গলবার কয়েক ঘন্টা সূর্যের দেখা মিললেও বুধবার দিনভর সূর্যের আলো দেখা যায়নি। ঘন কুয়াশা আর মেঘের আড়ালে দিনভর লুকোচুরি খেলেছে সুয্যিমামা। উত্তরের হিমেল হাওয়ায় দিনভর নিতান্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি।

পৌর সদরের দোকানপাট খোলা থাকলেও রাস্তাঘাট ছিলো ফাঁকা ! একখন্ড গরম কাপড়ের জন্য ফুটপাতে দোকানগুলোতে ছিলো গরীব মধ্যবিত্তদের ভিড়। 
 
হেমন্তের ফসলভরা মাঠ নিঃস্ব রিক্ত হওয়ার পর প্রকৃতির রঙ্গ মঞ্চে কুয়াশার চাদর মুড়ি দিয়ে জেকে বসেছে শীত। শীতের  নিষ্ঠুর কামড় সহ্য করতে হচ্ছে গরীব- ছিন্নমূল মানুষদের। পত্রিকার পাতায় শীতবস্ত্র বিতরণের ছবি ও খবর দেখলেও বাস্তবে তা চোখে পড়ছে না তাদের। শীতবস্ত্র বিতরণে সরকার ও বিত্তবানদের মুখের দিকে তাঁকিয়ে আছেন তারা।

এদিকে বুধবার দিনভর শৈত্য প্রবাহে জনজীবনে চরম দূর্ভোগে নেমে আসে। হাঁড় কাপানো শীতের তীব্রতা উপেক্ষা করে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি। গ্রামাঞ্চলের হাট-বাজার গুলোও ছিলো অন্যদিনের তুলনায় ফাঁকা।

শীতৈর তীব্রতা পশু-পাখির মধ্যে ও লক্ষ্য করা গেছে। গবাদি পশু গুলোকে চটের বস্তা বা চট দিয়ে গরম রাখার চেষ্টা করছেন মালিকরা। আগুনের কুন্ডলি তৈরি করে উত্তাপ নেয়ার দৃশ্যও ছিলো চোখে পড়ার মতো। শীতের কামড় থেকে রক্ষা পেতে অনেকে লেপ-কাঁথা-কম্বল গায়ে জাড়িয়েছেন। গরীব- অসহায় ছিন্নমূল পরিবারের শিশু ও বয়স্কদের শরীর ঢাকা পড়েছে লেপ কাঁথার আবরনে। কোথাও কোথাও এসব পরিবারের সদস্যদের উদোম গায়ে কাঁপতে দেখা যায়।

আবহাওয়ার এমন অবস্থায় কোন সুখবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহ নাকি আরো কয়েকদিন বলবত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে তীব্র শীতের কারনে শিশুদের নিউ মোনিয়া, সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানায় হাসপাতাল ও ক্লিনিক সূত্রগুলো। শিশু জ্বর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। শিশুদের ঠান্ডাজনিত ডাইরিয়া রোগের প্রাদুর্ভাব ও দেখা দিয়েছে বলে জানায় সূত্র।

অন্যদিকে তীব্র শীত জেলার বোরো চাষে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশংকা করছেন চাষীরা। কৃষকরা জানান, শীতের তীব্রতায় বোরো ধানের রোপনকৃত চারা লালতে হয়ে মারা যেতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আবহাওয়ার এ অবস্থা বলবত থাকলে সদ্য রোপনকৃত এবং দেরি করে ফেলানোর বীজ তলার চারা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে ধানের চারা লালচে হয়ে মারা যেতে পারে। তবে সন্ধ্যায় বীজ তলা এবং ধান ক্ষেতের পানি পরিবর্তন করলে এ রোগ থেকে রেহাই পাওয়া যেতে পারে বলে তিনি কৃষকদের পরামর্শ দিয়েছেন।

Wednesday, January 15, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!! (০২)

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম।

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।

নাশকতার আশংকায় বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন আটক

পাইকগাছা বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করা হয়েছে। নাশকতার আশংকায় মঙ্গলবার বিকালে বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার আশংকায় থানার এসআই হারুন মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করে। নাশকতার আশংকায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিদেশী মদ, ফেনসিডিল ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার সদর (দক্ষিণ) সার্কেল কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে পৌর সদরের শিববাটী গ্রামের মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র সুশান্ত মন্ডলকে ৮ বোতল বিদেশী মদ, ১১ বোতল ফেনসিডিল ও উপজেলার দক্ষিণ কাঠিপাড়া গ্রামের আনসার আলীর পুত্র আক্কাজ আলী মোড়োলকে ৫১০ লিটার চোলাই মদসহ আটক করে।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি পালন

সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসানায়, বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কালো পতাকা মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে কালো পতাকা মিছিল শেষে পোষ্ট অফিস চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রতন কুমার ভদ্র, আনন্দ মোহন বিশ্ব্সা, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, মনোহর চন্দ্র সানা, রমেন্দ্র নাথ সরকার, গৌরাঙ্গ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, কৌস্তভ রঞ্জন সেন, সুকুমার দেবনাথ, দীপংকর মন্ডল, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত কুমার রায় দেবু, চিত্ত রঞ্জন, বিজন বিহারী মন্ডল।

পাইকগাছায় সিনিয়র সহকারী জজ'কে বিদায়ী সংবর্ধনা

পাইকগাছায় আইনজীবী সমিতির উদ্যোগে বিদায়ী সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী'কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী সিনিয়র সহকারী জজ ইশরাত জাহান মুন্নী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি এ্যাড. জিএ সবুর, এ্যাড. লোকমান হোসেন, টিএম মহিউদ্দিন, বিলাস রায়, আব্দুস সাত্তার মালী, বিপ্লব কান্তি মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, শফিকুল ইসলাম কচি, আবুল কালাম আজাদ, জিএম আমজাদ হোসেন ও এফএমএ রাজ্জাক।

Tuesday, January 14, 2014

ফকিরাবাদ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

পাইকগাছার ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকের বিরুদ্ধে নানবিধ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক মাহামুদ গাজী’র বাড়ির পাশেই ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির আবস্থান হওয়াই স্থানীয় ব্যক্তি হিসাবে এলাকাবাসীকে উপক্ষা করে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তিনি সার্বক্ষনিক ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠ দান।

এছাড়াও শিক্ষকের বিরুদ্ধে অন্যের সম্পতি জবর-দখল করার অভিযোগে গতকাল ৫ জানুয়ারী তাকে আসামী করে একই এলাকার আবিরুল ইসলাম পাইকগাছায় থানায় মামলা করেন। যার নং ৫। এসব নানাবিধ অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

রাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রাবি জনসংযোগ প্রশাসক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সকল ইউনিটের সময়সূচি ঘোষণা করা হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এ (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এ (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-বি (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-বি (জোড় রোল নম্বর) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা ইউনিট-ই (বিজোড় রোল নম্বর) ও সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা ইউনিট-ই (জোড় রোল নম্বর), দুপুর ১২টা থেকে ১টা ইউনিট-ডি (বাণিজ্য: বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-ডি (বাণিজ্য : জোড় রোল নম্বর ও সকল অ-বাণিজ্য রোল নম্বর)।

২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-সি (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-সি (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-এইচ (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-এইচ (জোড় রোল নম্বর)।

২৬ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এফ (বিজ্ঞান গ্রুপ) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এফ (অ-বিজ্ঞান গ্রুপ), দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ-ইউনিটে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম ৪০ প্রাপ্তদের লিখিত পরীক্ষার সময়সূচি: ২৭ জানুয়ারি সোমবার বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা, চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

রাবি জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।

এছাড়াও ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জানা যাবে বলেও জানান তিনি।

পাইকগাছায় আবারও মটরসাইকেল চুরি

পাইকগাছায় আবারও মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে ব্র্যাক ব্যাংক পাইকগাছা ব্র্যাঞ্চের সিনিয়র কর্মকর্তা ও তালা উপজেলার মহান্দী গ্রামের মৃত শেখ এনায়েত আলীর পুত্র আব্দুর রাজ্জাকের ব্যবহৃত হিরো হোন্ডা স্প্যালেন্ডার ঢাকা মেট্রো-হ-৩১-৮১১৬ গাড়িটি ব্যাংকের সামনে রাস্তার উপর রেখে অফিসে যান, কিছুন পর ফিরে এসে দেখেন মটরসাইকেলটি নাই।

এ ব্যাপারে আব্দুর রাজ্জাক থানায় অভিযোগ দায়ের করেছে। অনেকদিন পর মটরসাইকেল চোর সিন্ডিকেট আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বলে এলাকাবাসী মনে করছেন।

দিপ্তী মোবাইল কর্নারে আলোচিত চুরির ঘটনায় যশোরের দু’ব্যক্তি আটক

পাইকগাছার পৌর সদরে আলোচিত দিপ্তী মোবাইল কর্ণারে চুরির ঘটনায় উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে থানা পুলিশ যশোর থেকে দু’ব্যক্তিকে আটক করা করেছে। এ ঘটনায় এর আগে স্থানীয় ৫ যুবকসহ পাবনার ঈশ্বরদির এক ব্যবসায়ীকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর গভীর রাতে পৌর সদরের কুমারেশ মন্ডলের দিপ্তী মোবাইল কর্ণারে দূধর্ষ চুরি সংগঠিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে ৬ ব্যক্তিকে আটক করা হলেও সর্বশেষ উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করার মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল শনিবার অভিযান চালিয়ে যশোর থেকে পিরোজপুর জেলার কুমার খালী গ্রামের মৃত তৈয়ব আলী গাজীর পূত্র তহিদুল ইসলাম খোকন (৪০) কে এবং গোপালগজ্ঞ জেলার কাশিয়ানি থানার তাড়াইল বাজার গ্রামের দুলাল চন্দ্র অধিকারীর পূত্র মোহন অধিকারী (৩৫) কে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মশিউর রহমান জানান, আটক দু’ব্যাক্তি বর্তমানে যশোরের বাসিন্দা। স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। ইতোমধ্যে চোরাইকৃত ২০ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

পাইকগাছায় দু’সহযোগীসহ সন্ত্রাসী ছাব্বির আটক; অস্ত্র ও গুলি উদ্ধার

গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পাইকগাছা থেকে ৩ সন্ত্রাসীকে আটক করেছে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ডুমুরিয়ার একটি বাগান থেকে দেশী তৈরী দু’টি পাইপগান ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, খুলনার এএসপি বি সার্কেল আব্দুল কাদের বেগ ও ডিবি পরিদর্শক ত ম রোকনুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাইকগাছা উপজেলার চৌহমনি বাজার থেকে ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রামের মৃত তাজউদ্দিনের পুত্র সাব্বির আহম্মেদ মোল্যা (২৮) কে আটক করে।

পরে তার সহযোগী দেলুটি ইউনিয়নের আসাননগর গ্রামের সুভাষ মন্ডলের পুত্র মিহির মন্ডল (২৫) এবং ডুমুরিয়া উপজেলার চিংড়া গ্রামের বারিক মোল্যার পুত্র হালিম ম্ল্যোল্লা (৩০) সহ ৩ সন্ত্রাসীকে আটক করে।

আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক ডুমুরিয়ার মধ্যপাড়া জনৈক মুজিবরের বাঁশ বাগান থেকে ২টি দেশী তৈরী পাইপগান ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয় বলে এএসপি বি সার্কেল আব্দুল কাদের বেগ জানান।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আস্সালামু আলাইকুম ইয়া রাসুলুল্লাহ (সাঃ), আস্সালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ (সাঃ)। আজ এমন একদিন যে দিন বিশ্ব মানবের ইতিহাসে আলোকিত দিন।

আজ থেকে চৌদ্দশত বছর আগে এক আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে পবিত্র মক্কার বিখ্যাত কোরাইশ গোত্রে সুবেহ সাদিকের সময় মা আমিনার কোলে আবির্ভূত হন বিশ্বমানবতার মহান দূত, মানব মুক্তির দিশারী, নবীকূল শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ (সাঃ)। আবার ৬৩ বছর বয়সে এ দিনেই তিনি মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন।

তাঁরই আবির্ভাবের মধ্য দিয়ে মানব জাতির প্রকৃত মুক্তির দিশা সূচিত হয়। ছোট কাল থেকে তিনি আল আমিন বা বিশ্বাসী হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেন। তাঁর চারিত্র্যিক মাধুর্য, মানুষের প্রতি তাঁর অকৃত্রিম দরদ জগতে আজও যেমন অদ্বিতীয় তেমনি ইহজগতে এবং পরজগতে কারও থাকবে না।

চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াতপ্রাপ্ত হন এবং মহান আল্লাহর বাণী পবিত্র কোরাআন নাযিল হয় তাঁর উপর। নবুয়াত প্রাপ্তির পর থেকে ওফাত পর্যন্ত সমগ্র জীবন তিনি মহান আল্লাহ পাকের বাণী নিজের জীবনে পরিপূর্ণরূপে ধারণ, পালন, প্রচার, একত্ববাদের প্রতিষ্ঠা এবং শান্তিময় বিশ্ব স্থাপনে, সমাজ ও ব্যক্তি জীবনের মহান আদর্শ স্থাপনে কাজ করে গেছেন। মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি, শান্তির পথ প্রদর্শন করে গেছেন। সব কাজে, সব ক্ষেত্রে কেবলমাত্র মহান আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করা, তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি পরম দয়ালু, দাতা, ক্ষমাকারী, তিনি পরাক্রমশীল, সমস্ত শক্তির সর্বময় ক্ষমতার অধিকারী-এ শিক্ষা, এ মহান সত্যের প্রতি ডাক দিয়েছেন। মহান আল্লাহ পাকের দীনকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তেইশ বছরের নবুয়াতির জীবনে তিনি যে আদর্শ রেখে গেছেন কেয়ামত পর্যন্ত তা-ই মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মাধ্যমে তাঁকে রহমাতুল্লে আল আমিন রূপে প্রেরণের ঘোষণা করেছেন। মহান আল্লাহ পাকের বাণী পবিত্র কোরআন এবং রাসূলে পাক(সাঃ) এর হাদীস কেয়ামত পর্যন্ত মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির একমাত্র অবলম্বন হয়ে থাকবে। আজ এ দিনে নবী মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে তাঁর আদর্শ অনুসরণ ও প্রতিপালন করেই একমাত্র ব্যক্তি, সমাজ এবং বিশ্বে শান্তি আসতে পারে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আজ মিডিয়ায় দিনটির বিশেষ গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রচার করা হবে।

পাইকগাছায় টানা হরতাল অবরোধে ব্যাংক লেনদেন ব্যাহত

পাইকগাছায় টানা হরতাল ও অবরোধে সরবরাহ না থাকায় রাষ্ট্রীয়াত্ব ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে লেনদেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ গ্রাহকরা। হুমকির মুখে ব্যবসা বাণিজ্য। বেতনের অভাবে মানবেতর জীবন-যাপন করছে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তপশীল ঘোষণার পর হতে অদ্যাবধি ১৮ দলীয় জোটের ডাকা টানা হরতাল অবরোধের কারণে অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেছে ব্যাংকগুলোর। উপজেলা সদরে অবস্থিত সোনালী, রূপালী, জনতা, ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংকসহ প্রতিটি ব্যাংকেই একই সংকট সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। গত দু’সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০ হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের কোন টাকা প্রদান করতে পারছেন না বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

প্রদীপন সিঁড়ি প্রকল্পের ইনচার্জ কামরুন্নাহার জানান, ১৩ লাখ টাকা উত্তোলনের জন্য তিনি গত ১০দিন ধরে ব্যাংকে ধন্যা দিচ্ছেন। প্রকল্পের ৫শ ভূক্তভোগী প্রতিদিন অফিসে এসে খালি হাতে ফিরে যাচ্ছে। ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, গত এক সপ্তাহে তিনি ১ লাখ টাকা উত্তোলন করতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জানান, গত ১২ দিনের মধ্যে জানুয়ারী মাসের বেতন ভাতা প্রদান করা সম্ভব হয়নি। প্রায় দু’শ কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছে বলে তিনি জানান। টানা হরতাল ও অবরোধের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে বলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম জানান।

Friday, January 10, 2014

পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন স্মরন উৎসব

পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন স্মরন উৎসব বৃহস্পতিবার দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মঠবাটি সরঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সুচির মধ্যে ছিল প্রাতঃকালিন প্রার্থনা, শিশু কিশোরদের বিচিত্রানুষ্ঠান, ভক্তিমুলক সংগীত, সাধারন সভা ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন।

শিক্ষক মনোরঞ্জন শীলের সভাপতিত্বে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের দিব্য জীবন ও বানীর উপর আলোচনা করেন শ্রী সুপদ চক্রবর্তী এসপিআর, রনজিত কুমার মল্লিক এসপিআর, শ্যাম লাল মন্ডল এসপিআর, উৎসব কমিটির সম্পাদক প্রজিত কুমার রায়, পরমানন্দ ঢালী, তাপস কান্তি সাধু, মদন সাধু, তাপস মন্ডল, শুকলা রাণী মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি মুক্তিপদ মন্ডল এসপিআর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন কুমার ভদ্র, ডাঃ নিরাপদ কবিরাজ, দুলাল বিশ্বাস, মনোজ বিশ্বাস, সুশান্ত সরকার, নারায়ন মন্ডল, গোষ্ট বিহারী বিশ্বাস, অজিতেশ সরকার, প্রভাষক সুফল কান্তি মন্ডল, কার্তিক চন্দ্র বিশ্বাস, জয়দেব নাথ, প্রীতিশ বিশ্বাস, ধর্মদান চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, শুকা রাণী মন্ডল।

নয়নাভিরাম পাইকগাছা


ছবিটি শিববাটী ব্রীজের সাথে আলমতলার সংযোগ সড়কের পাশ থেকে তোলা।

Thursday, January 9, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!!

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম। 

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


ছবিটি বৃহস্পতিবার বিকালে তোলা।

বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।

সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, ঘরবাড়ি ভাংচুর, মন্দিরে ও গৃহে অগ্নি সংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তরুন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক চম্পক পাল, সহ-সাংগঠনিক সম্পাদক সাধন ভদ্র, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক রতন ভদ্র, পূজা পরিষদ নেতা যুগোল কিশোর দে, রবীন্দ্র নাথ রায়, সন্তোষ সরদার, এড. চিত্ত রঞ্জন সরকার, তাপস বসু, উত্তম সাধু, মনোহর সানা, দুলাল বিশ্বাস, উত্তম দাশ, শংকর দেবনাথ, তৃপ্তি রঞ্জন সেন, অনাথ বন্ধু সরকার, কৌস্তভ রঞ্জন সানা, হেমেশ চন্দ্র মন্ডল, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, মতিলাল সিংহ, অপুর্ব রায়, বিমল পাল, জগদিশ রায়, দিপঙ্কর মন্ডল, সুকৃতি মোহন, দেবব্রত রায়, গুরুদাশ রায়, নিহার রঞ্জন সানা, পরেশ মন্ডল, অখিল মন্ডল, পীযুষ সাধু, স্বপন ঘোষ, রবীন্দ্রনাথ দত্ত, অসিত সাহা ভোলা।

নেতৃবৃন্দ নির্যাতনের শিকার সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং দোষীদের আইনের আওতায় আনা ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরনের ব্যবস্থা গ্রহনের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

শুক্র ও শনিবার অবরোধ স্থগিত

জনগণের সুবিধার কথা চিন্তা করে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্র ও শনিবার স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এ তথ্য জানিয়ে অবরোধ স্থগিতের ঘোষণা দেন।

ভিডিও বার্তায় ওসমান ফারুক বলেন, ‘জনগণের সুবিধার কথা চিন্তা করে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্র ও শনিবার স্থগিত করা হয়েছে। রোববার থেকে আবারো অনির্দিষ্টকালের অবরোধ শুরু হবে।’

Wednesday, January 8, 2014

পাইকগাছা কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

গত ৫ জানুয়ারি মানুষটির সফল কর্মজীবনের যবনিকাপাত ঘটেছে। এখন থেকে তার নামের পর যুক্ত হবে "অবসরপ্রাপ্ত" শব্দটি। তিনি পাইকগাছা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) জি. এম. এম. আজাহারুল ইসলাম।

বুধবার পাইকগাছা কলেজে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শেষ অংশে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মো: সেকেন্দার হায়াত।

জি. এম. এম. আজাহারুল ইসলাম ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর পাইকগাছা কলেজে যোগদান করেন। আজ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে তিনি তার দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

এছাড়াও একই অনুষ্ঠানে কলেজের দুই জন চতুর্থ শেণীর কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন শেখ আব্দুল হামিদ ও শেখ আব্দুল খালেক। জন্মলগ্ন থেকেই এই দুই জন পাইকগাছা কলেজে কর্মরত ছিলেন। গত ৩১ ডিসেম্বর ২০১৩ তারা অবসর গ্রহন করেন।

প্রসঙ্গ: জিরো পয়েন্টে যাত্রী ছাউনী ও গণশৌচাগারের প্রয়োজনীয়তা

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ জিরো পয়েন্টে যাত্রী ছাউনী ও গণশৌচাগারের অভাবে চরম ভোগান্তিতে যাত্রী সাধারণ


পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট এলাকায় যাত্রী ছাউনী ও গণশৌচাগার না থাকায় চরম ভোগান্তিতে রয়েছে যাত্রী সাধারণ ও পথচারীরা। বিশেষ করে, টয়লেট ব্যবস্থা নিয়ে প্রতিদিন চরম বিপাকে পড়ছেন মহিলারা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সূত্র মতে, স্বপ্নের শিববাটী ব্রীজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার পর হতে গত দু’বছর যাবৎ উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড থেকে এখন আর তেমন কোন যাত্রীকে উঠানামা করতে হয় না। শিববাটী ব্রীজের সংযোগ সড়কটি জিরো পয়েন্টে মিশে যাবার কারণে পাইকগাছা, কয়রা ও পার্শ্ববর্তী আশাশুনিসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন ঢাকা, খুলনাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকে। এ ক্ষেত্রে যাতায়াতের সময় প্রত্যেক যাত্রীকে জিরো পয়েন্টে যাত্রা বিরতি করে যানবাহন পরিবর্তন করতে হয়। এ সময় দুরপাল্লার যাত্রীদের এক দিকে বিশ্রাম প্রয়োজন হয়, অপরদিকে প্রয়োজন হয় বাথরুমের।

বর্তমানে জিরো পয়েন্ট এলাকাটি জনগুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হওয়ায় হরতাল, অপরোধের কারণে প্রতিদিন এখানে প্রায় অর্ধশত পুলিশ মোতায়েন থাকে। দীর্ঘ সময় একই স্থানে অবস্থান করার কারণে অনেক সময় তাদেরও বাথরুমের প্রয়োজন হয়। অথচ, গত দু’বছরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ এ স্থানে নির্মাণ করেনি কোন যাত্রী ছাউনী ও গণশৌচাগার। ফলে চরম ভোগান্তি পেতে হচ্ছে যাত্রী সাধারণকে।

এ ব্যাপারে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস সমিতির লাইন সেক্রেটারী জাহিদুল ইসলাম জানান, জিরো পয়েন্ট এলাকার আস-পাশ রোডস এণ্ড হাইওয়ের পর্যাপ্ত পরিমাণে সরকারী জায়গা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারী জায়গার উপর যাত্রী ছাউনী ও গণশৌচাগার নির্মাণ করতে পারেন।

পাইকগাছায় চুরির অভিযোগে যুবলীগনেতাসহ ১২ যুবক আটক

পাইকগাছায় চুরি ও চোরাইকৃত মালামাল ক্রয় করার অভিযোগে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ১২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক বেশ কিছু স্বর্ণাংকার, ল্যাপটপ ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

থানার এস,আই জালাল ও এস,আই সিরাজ মঙ্গল ও বুধবার যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছেন, বাতিখালী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদ (৩৫), বান্দিকাটি গ্রামের মৃত সিরাজ মোড়লের পুত্র আব্দুল গণি মোড়ল (২৭), রহমত আলী গাজীর পুত্র সাইফুল ইসলাম (২৫), হাফিজুর মোড়লের পুত্র রানা (২৪), ভিলেজ পাইকগাছা গ্রামের আব্দুল হাকিম মোড়লের পুত্র সবুজ মোড়ল (২১), সরল গ্রামের মৃত সোলাইমান গাজীর পুত্র (স্বর্ণ ব্যবসায়ী) মোশাররফ হোসেন (৩২), শেখ মোজাম্মেলের পুত্র শেখ শহিদুল (৪৬), গোপালপুর গ্রামের রফিকুল মোড়লের পুত্র হুমায়ুন কবির (২২), একই এলাকার ফরিদ উদ্দীন মোড়লের পুত্র অহিদুর রহমান (২৮), গদাইপুরের কাবুল গাজীর পুত্র আলমগীর (২৫), মৃত বাবর আলীর পুত্র নজরুল (৩০) ও একই এলাকার ইব্রাহিম মোড়লের পুত্র মনিরুল (২৫)।

এ ঘটনায় মঙ্গলবার সরল গ্রামের মৃত আবুল কালামের পুত্র শওকত গাজী বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা করে। যার নং- ০৭।

এ ব্যাপারে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এম. মসিউর রহমান জানান, সম্প্রতি এলাকায় চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গত দু’দিন এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৭ যুবকের বিরুদ্ধে বাসা বাড়ী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি করা ও চোরাই মাল ক্রয় করার অভিযোগ রয়েছে।

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের ভাই আটক

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের ভাই কাজী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ। নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় বুধবার সকাল ১০টার দিকে থানার এস,আই হারুন সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করে।

আটক ইকবাল গদাইপুর গ্রামের মৃত আব্দুল ওয়ালীর পুত্র ও গদাইপুর (সদর) ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চুর ভাই।

নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারের বর্তমান ও সাবেক মন্ত্রীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে বলে পাইকগাছা থানার ওসি এম. মসিউর রহমান জানান।

Tuesday, January 7, 2014

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৮ যুবক আটক

পাইকগাছায় চোর সন্দেহে ও চোরাই মালামাল ক্রয় করার অভিযোগে পুলিশ ৮ যুবককে আটক করেছে। আটককৃতদের স্বীকারক্তি মোতাবেক বেশকিছু চোরাই মালামাল আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকাসহ গোটা উপজেলায় সম্প্রতি চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় থানার এস,আই জালাল ও এস,আই সিরাজুল যৌথভাবে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর, চেচুয়া, বান্দিকাটি, বাতিখালীসহ বিভিন্ন স্থান থেকে ৮ যুবককে আটক করেছে।

আটককৃতদের মধ্যে বর্তমান ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীও রয়েছে বলে জানা গেছে। তবে দিনভর অভিযান অব্যহত থাকায় পুলিশ নির্দিষ্টকরে আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করে।

১২ ঘণ্টা বেড়ে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল

১৮ দলীয় জোটের চলমান ৪৮ ঘণ্টার হরতালের সময়সীমা বাড়ানো হয়েছে আরো ১২ ঘণ্টা। এখন ৬০ ঘণ্টার এই হরতাল শেষ হবে বুধবার সন্ধ্যা ৬ টায়।

মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান তার গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

Monday, January 6, 2014

জীবন সংগ্রামে আলোচিত নাম কপিলমুনির প্রতিবন্ধী শহরালী

বেঁচে থাকার জীবন সংগ্রামে আলোচিত নাম কপিলমুনির শহরালী গাজী। দেশের প্রায় সর্বত্র তার বিচারণ। ফুটপথই উপার্জনের একমাত্র অবলম্বন তার। কখনও যাদু, কখনও কবিরাজী, আবার কখনও বা সাপুড়িয়া আবার কাঁচামাল বিক্রেতা আর সবশেষে পুরাতন গরম কাপড়ের ব্যবসা করে ভালভাবেই চলছে তার সংসার জীবন। অদম্য সাহস আর সততা নিয়ে জীবনের প্রায় ৪৭ টি বছর কেটে গেছে প্রতিবন্ধি শহরালীর। প্রতিবন্ধিতার কাছে কখনও মাথা নত করেননি তিনি।

পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের বাসিন্দা শহরালীর বাবার নাম মরহুম ফাকের আলী গাজী। দাম্পত্য জীবনে ৩ কন্যা ও ২ পুত্রের জনক শহরালী ইতোমধ্যে ২ কন্যাকে স্বসম্মানে পাত্রস্থ করেছেন।

শহরালী এ প্রতিবেদককে জানান, প্রকৃতির ঋতু বদলের সাথে সাথেই তিনি নিজের পেশাকে বদলিয়ে ফেলে আয়ের নতুন ধারা সৃষ্টি করেন। তাই যখন যে সময় আসে তখন সেই বেশেই তার দেখা মেলে।

বর্তমানে শীত মৌসুম তাই, যশোর থেকে গরম কাপড়ের গাইড কিনে এনে কপিলমুনি বাজারে পসরা সাজিয়েছে প্রতিবন্ধি শহরালী। পড়ন্ত বিকেলে শীতের ঘনঘটা থেকে নিজেকে রক্ষা করতেই ক্রেতাদের উপচে পড়া ভীড়। আর তা সামলাতে অনেকটা হিমশিম খেতে হয় শহরালী’কে। তারপরও ক্রেতাদের উপস্থিতি আর বেঁচাকেনায় তিনি রীতিমত খুশি।

জানা গেছে, গত কয়েক বছর যাবৎ কপিলমুনি বাজারের ধান্যচত্বরে বসে আসছে গরম কাপড়ের পসরা। এর আগে বাজারের রামকৃষ্ণ মন্দিরের পার্শ্বে পাওয়া যেত পুরাতন গরম কাপড়। তবে কাপড়ের গাইড খোলার সাথে সাথেই ভাল মালগুলি হাওয়া হয়ে যায়। কারন হিসাবে, স্থানীয় কিছু ব্যাক্তি গাইড খোলার সাথে সাথেই বরাবরের মতই সে সব মালামাল কিনে নিয়ে যায়। তবে উচ্চ ও মধ্যবিত্বসহ বেশিরভাগ মানুষেরই এ কাপড়ের প্রতি দৃষ্টি, সে কারনে অন্যান্য বছরের তুলনায় এ বছর দামও অনেকটা চড়া।

শহরালী জানান, তিনি ছিন্নমুল মানুষকে অনেক কাপড় দিয়ে থাকেন। ব্যবসার পাশাপাশি সামাজ সেবা মুলক কর্মকান্ডে জড়িত থাকার কথা জানান শহরালী। ইতোপূর্বে তিনি ইউপি নির্বাচনে সদস্য পদে দাঁড়িয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। আগামী নির্বাচনেও তিনি প্রতিদ্বন্ধীতা করবেন বলে জানান।

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি ৩১ জানুয়ারি পর্যন্ত

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসী হতে ইস্যুকৃত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০১৪ সালের বার্ষিক নবায়ন কার্যক্রমের সময় বিলম্ব ফি ছাড়া আগামী ৩১ জানুয়ারি ২০১৪ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

রিভলবার, পিস্তল, পয়েন্ট ৭ এমএম, পয়েন্ট ৮ এমএম, পয়েন্ট ৯ এমএম রাইফেল-এর লাইসেন্স নবায়ন কার্যক্রমের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং একনলা ও দোনলা (শটগান), পয়েন্ট ২২ বোর রাইফেল-এর লাইসেন্স নবায়নের দায়িত্ব পালন করবেন জেএম শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট ।

খুলনার জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

পাইকগাছায় ২ যুবক আটক

পাইকগাছায় ২ যুবককে আটক করা হয়েছে। সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী নাশকতার আশঙ্কায় ঘটনার দিন থানার এস আই হারুন অভিযান চালিয়ে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চুর পূত্র কাজী বাপ্পী (২৮) ও মঠবাটী এলাকা থেকে জনাব আলী সানার পূত্র বাবুল সানা (২৫) কে আটক করে।

আটক দু’যুবককে বাঁকা ও নতুন বাজারের সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

নির্বাচনী সহিংসতায় আহত ৪ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কামুক্ত

নির্বাচনী সহিংসতায় আহত পাইকগাছা থানায় কর্মরত পুলিশের ৪ কনস্টেবল মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, খুলনা-৬ আসনে ১০ম জাতীয় সংসদ নির্বাচন না থাকায় পাইকগাছা থানায় কর্মরত ২২ পুলিশ সদস্য বিভিন্ন স্থানে নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত হন। এর মধ্যে কয়েক জনের দায়িত্ব পড়ে যশোরের মনিরামপুর এলাকায়।

এদিকে দায়িত্ব পালন কালে নির্বাচনের আগের দিন গত শনিবার সন্ধ্যায় দূর্বৃত্তরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে। এতে পাইকগাছা থানার কর্মরত শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, লিটন ও শহিদুল ইসলাম নামের ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতদের তাৎক্ষনিকভাবে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তাদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে। তারা এখন অনেকটা আশঙ্কা মুক্ত।

Sunday, January 5, 2014

পাইকগাছা-কড়ুলিয়া খেয়াঘাট

পাইকগাছা পৌরসভা থেকে কড়ুলিয়া গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম শিবসার এই খেয়াঘাট। শিবসা নদীর যে মৃতপ্রায় অবস্থা ! কিছুদিন পর এই ঘাটের প্রয়োজনীয়তা হয়তো আর থাকবে না !!! হেঁটেই পার হবে মানুষ।


সোমবার থেকে ৪৮ ঘণ্টা হরতাল, অবরোধও চলবে

নির্বাচন বাতিলের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক রবিবার সন্ধ্যায় তার গুলশানের বাসভবনে এ কর্মসূচি ঘোষণা করেন।

পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীসহ ৬ ব্যক্তি আটক

পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। গত দু’দিনে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে সন্দেহজনক পটুয়াখালী জেলার দু’যুবক ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এক যুবকসহ ৩ জনকে পুলিশ আটক করে।

এর আগে শনিবার সন্ধ্যায় মঠবাটী গ্রামের মৃত তালুকদার বিশ্বাসের পুত্র মোকছেদ বিশ্বাস (৬৫), গদাইপুর গ্রামের মৃত নওয়াব আলী গোলদারের পুত্র হাবিবুর রহমান (৩৫) ও আফছার গাজীর পুত্র আজুবর রহমান আজু (৩০) কে আটক করে।

এ ব্যাপারে ওসি এম. মসিউর রহমান জানান, নাশকতার আশঙ্খায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করা হয় এবং সন্দেহজনক আটক বহিরাগত ৩ যুবকের প্রকৃত পরিচয় ও কর্মকান্ড যাচাই-বাছাইয়ের চেষ্টা চলছে।

Saturday, January 4, 2014

পাইকগাছা পৌরসভা ও ভিলেজ পাইকগাছার মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রীজ

মানব পতাকা গড়ে গিনেস বুকে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার গিনেস বুক কর্তৃপক্ষ এই অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে গত বছর করা পাকিস্তানের জাতীয় মানব পতাকার রেকর্ড আনুষ্ঠানিকভাবে ভেঙে দিল বাংলাদেশ।

১৬ ডিসেম্বর ২০১৩ বিজয় দিবসকে স্মরণ করে ২৭ হাজার ১১৭ জন মানুষ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়েছিল বাংলাদেশ। ‘লাল-সবুজের বিশ্ব জয়’ শিরোনামে মুঠোফোন সেবাদান প্রতিষ্ঠান রবি আজিয়াটার এই আয়োজনের কৌশলগত অংশীদার ছিল বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ওই মানব পতাকা তৈরি হয়। ওই দিন বিজয়ের গর্জনে মুখরিত হয় প্যারেড স্কয়ার।

২০১২ সালের অক্টোবরে পাঞ্জাব ইয়ুথ ফেস্টিভ্যালে ২৪ হাজার ২০০ জনের মানব পতাকা তৈরি করে রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছিল পাকিস্তান।

পাইকগাছায় বিএনপি জামায়াতের ৪ নেতাকর্মী আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি জামায়াতের ৪ নেতা কর্মীকে আটক করেছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দিনভোর অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর বাজার থেকে গদাইপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আজিবর রহমান আজুকে এবং রাত সাড়ে ৮ টার দিকে জামায়াত কর্মী গদাইপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান, মঠবাটি গ্রামের মকছেদ বিশ্বাস ও গোপালপুর গ্রামের সাইফুল সরদারকে আটক করেছে।

থানার ওসি এম মসিউর রহমান জানিয়েছেন, নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে।

ভোটাধিকার বঞ্চিত খুলনা-৬ আসনের ৩ লাখ ২৩ হাজার ভোটার

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত হলো খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের ৩ লাখ ২৩ হাজার ভোটার। দীর্ধ ৫ বছর অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের এই সুযোগ থেকেও বঞ্চিত জনতা জনার্দন।

ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। ফলে ৫ জানুয়ারী দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণ হলেও কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে ভোট হচ্ছে না এ আসনে।

সূত্র মতে, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা-৬ আসন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী ও নাসির আহম্মেদ জানান, এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৫৩ জন। যার মধ্যে পাইকগাছায় ১ লাখ ৮৫ হাজার ৬০৩ এবং কয়রায় ১ লাখ ৩৭ হাজার ৫৫০ জন।

গত বছরের শেষ দিকে নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে তপশীল ঘোষণা করার পর ১৮ দলীয় জোট নির্বাচন বয়কট করলেও এ আসনে মনোনয়ন জমা দেন আ’লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক ও জাপা মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর। শুরুতেই দু’প্রার্থীর কর্মী সমর্থকরা মেতে উঠেন নির্বাচনী উৎসবে। দু’উপজেলার ১২৭ কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন।

এদিকে হঠাৎ করে শেষ মুহুর্তে এসে জাপা মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় ভাটা পড়ে নির্বাচন উৎসবে। প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকতা ছাড়াই ৫ জানুয়ারী সম্পন্ন হচ্ছে খুলনা-৬ আসনের জাতীয় নির্বাচন।

Friday, January 3, 2014

আগামী ১৪ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)

১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামী ১৪ জানুয়ারি পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। জাতীয় চাঁদ দেখা কমিটি এই তথ্য জানিয়েছে।

রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। সেই হিসেবে আগামী ১৪ জানুয়ারি পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

অবরোধের সঙ্গে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল

নির্বাচন বর্জনের ডাক দিয়ে ভোট ও তার আগের দিন ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক শুক্রবার বিকালে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, লাগাতার অবরোধের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকে তার বাসায় ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার ‘শান্তিপূর্ণ’ হরতাল চলবে।

পাইকগাছা পৌরসভার একাধিক স্থানে চুরি

পাইকগাছা পৌর সদরে আবারো দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌর সদরের হিরা মোবাইল সাভিসিং এর দোকান থেকে প্রায় ১ লক্ষ টাকার মালামালসহ সরল গ্রামের একটি মসজিদের মাইক সেট ও পৌর জিরো পয়েন্টে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। এদিকে বারবার চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ছে।

জানা যায়, পৌর বাসষ্ঠ্যান্ড সংলগ্ন হিরা মোবাইল সাভিসিং এর দোকানের তালা ভেঙ্গে চোরেরা ৬/৭ টি মোবাইল ও একটি কম্পিউটার সেট চুরি করে। দোকান মালিক বনি আমিন জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যথারীতি বাড়ীতে চলে যায়। পরদিনে শুক্রবার সকালে এসে দেখে দোকানের তালা ভাঙ্গা এবং ঘরের মোবাইল সেট ও কম্পিউটার নেই। সব মিলিয়ে প্রায় ৭০/৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

এ দিকে সরল গ্রামের মদিনা জামে মসজিদের মাইক সেট চুরি হলেও গতকাল সকালে বাসষ্ঠ্যান্ড এলাকায় সেটি আবার পাওয়া যায় বলে জানিয়েছেন পৌর সভার প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত।

এ ছাড়াও পৌর জিরো পয়েন্ট এলাকার একটি মুদির দোকনেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনায় শনিবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল

শনিবার ও রোববার খুলনায় হরতাল ডেকেছে ১৮ দল। খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে মহানগর ও জেলায় এ হরতালের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ১৮ দলের সভা শেষে এ ঘোষণা দেন ১৮ দলের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি।

এ সময় তিনি জানান, বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখা, তার বাসভবনের সামনে হাতবোমা নিক্ষেপ, দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে না দেয় এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে না দেয়ার প্রতিবাদে খুলনায় শনিবার ভোর ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা হরতালের আহ্বান করা হয়েছে।

Thursday, January 2, 2014

শিবসা নদীর বুকে চর

যে শিবসা নদীতে এক সময় বড় বড় লঞ্চ ডুবতো, আজ সেখানে হাঁস ও ডুবতে পারবেনা !!!


ছবিটি আমাদের পাঠিয়েছেন Gm Rajib.

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৪ অনুষ্ঠিত

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা, ওসি এম. মসিউর রহমান, প্রধান শিক্ষক সুরাইয়া বানু। 


বক্তব্য রাখেন, শিক্ষক শংকর কুমার সরকার, অজিত কুমার সরকার, পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, মোঃ ফজলুল আযম, মোঃ নুরে আলম সিদ্দিকী, মৃণাল কান্তি রায়, প্রণব কান্তি বিশ্বাস, মোঃ রোকনুজ্জামান ও জিন্নাতুন্নেছা।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৪ অনুষ্ঠিত

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক অপু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে আহত হয় কলেজ ছাত্র অভিজিৎ

পাইকগাছায় গুলিবিদ্ধ নয় দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে আহত হয় কলেজ ছাত্র অভিজিৎ বিশ্বাস। এ ঘটনায় প্রথমে গুলিবিদ্ধের ঘটনা শোনা গেলেও সর্বশেষ পুলিশের তদন্তে বোমা বিস্ফোরণের বিষয়টি বেরিয়ে এসেছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার প্রথম প্রহর (রাত ১টার দিকে) ছাত্রাবাসের ভাড়ার টাকাকে কেন্দ্র করে পৌর সদরের সরল গ্রামের মানিক মন্ডলের পুত্র অচিন্ত সহ ২/৩ জন দুর্বৃত্ত একই এলাকার ৫নং ওয়ার্ডের সঞ্জিব বিশ্বাসের পুত্র খুলনা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎ বিশ্বাস (১৭)-এর বাড়িতে হামলা চালিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কলেজ ছাত্র অভিজিৎ মারাত্মক আহত হয়।

ঘটনার পর দুর্বৃত্তরা অভিজিতের পায়ে গুলি করেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় আহত ছাত্রের মা শেখরা বিশ্বাস বাদী হয়ে অচিন্ত, সুদীপ্ত ও পার্থ ৩ যুবকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করে।

এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত পার্থ নামের এক যুবককে আটক করেছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস,আই খালেক জানান, বিষয়টি গুলিবিদ্ধ নয়। দুর্বৃত্তরা বোমা ছুড়লে বোমাটি কলেজ ছাত্র অভিজিতের পায়ে বিস্ফোরিত হয়। এতে তার পা মারাত্মক জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

Wednesday, January 1, 2014

পাইকগাছায় আইনজীবী সমিতির মিট টুগেদার অনুষ্ঠিত

পাইকগাছায় আইনজীবী সমিতির উদ্যোগে মিট টু গেদার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নি। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন। 

নর্বনির্বাচিত সাধারণ সম্পাদক জিএম আক্কাছ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, এ্যাড. মোঃ মহীউদ্দিন, শেখ লোকমান হোসেন, জিএম আব্দুল হামিদ, বিলাস চন্দ্র রায়, কিশোরী মোহন মন্ডল, আব্দুস সাত্তার মালী, সমির কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, অরুন কুমার মন্ডল, আব্দুল মজিদ গাজী, অজিত কুমার মন্ডল, দিপংকর কুমার সাহা, মোজাফফার হাসান, শফিকুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, বারিকুল ইসলাম, শেখ তৈয়েব হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও বেলাল উদ্দিন।

এর আগে সিনিয়র সহকারী জজ আদালতে সদ্য প্রয়াত এ্যাড. সন্তোষ কুমার মন্ডল স্মরনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সকল নেতৃবৃন্দ।

পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমিতির উদ্ভোধন

পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্ভোধনী অনুষ্ঠান বুধবার সকালে কপোতাক্ষ মার্কেট কার্যালয়ে সমিতির সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার এএফএম সেলিম আখতার। 

বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক বুলবুল আহম্মেদ, মোঃ হাসিবুল্লাহ, জাপা নেতা শামসুল হুদা খোকন, গাজী আব্দুস সামাদ।

বক্তব্য রাখেন, কৃষ্ণ রায়, সাদেকুর রহমান, রবিউল ইসলাম, ডাবলু হোসেন, খাইরুল ইসলাস, জিএম বাবলা, জনি, রেজা, সালাম, জাকির, মিজানুর রহমান, চিন্ময়, জুয়েল ও আনন্দ।

পাইকগাছায় ঢিলেঢালা অবরোধ

পাইকগাছায় ১৮ দলীয় জোটের ডাকা ১ম দিনের অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। অবরোধ সমর্থনে বুধবার সকালে ছাত্রদলের নেতৃবৃন্দ পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি সংলগ্ন মুচির পুকুর নামকস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্ঠা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ অপসারণ করে দেয়।

দুরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও ছোট ছোট যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে থার্টি ফাস্ট নাইট উদযাপিত

পাইকাগাছায় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে থার্টি ফাস্ট নাইট উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ও পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা চত্ত্বরে পৃথক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও যুব ও তরুনদের উদ্যোগে পাইকগাছা কলেজ ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে, আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডার গার্টেন চত্ত্বর, সরল কালিবাড়ি চত্ত্বর, পৌর বাজার চত্ত্বর ও সরল দীঘির পাড়সহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নতুন বছরের প্রথম প্রহরে নৈশ ভোজের আয়োজন করা হয়।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক আবু সাবাহ, প্রভাষক পিন্টুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।