Sunday, September 15, 2013

Talk of the Upazila-য় পরিণত হয়েছে "মোটরসাইকেল চুরি"

মাত্র ১৫ ঘন্টার ব্যবধানে পাইকগাছা পৌর ও কপিলমুনি এলাকা থেকে ফের দু’টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল Voice of Paikgacha-তে “পাইকগাছায় মোটরসাইকেল চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই সংবাদ সকলের দৃষ্টিগোচর হওয়ার আগেই ঘটলো আবারও মোটরসাইকেল চুরির ঘটনা। এবার বাসাবাড়ির গ্রীল কেটে বারান্দা থেকে মোটরসাইকেল দু’টি চুরি হয়েছে।

ভুক্তভোগীদের সাথে আলাপ করে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে পৌর সদরের বাসষ্ট্যান্ড সংলগ্ন মৃত আলহাজ্ব মোহাম্মদ আলী গাজীর পুত্র হারুন-আর-রশিদের (সাহেব আলী) বাসাবাড়ীর বারান্দায় রাখা ১২৫ সিসি (লাল-কালো রঙের) ডিসকভার মোটরসাইকেল চুরি হয়।

একই রাতে কপিলমুনি কলেজ রোডের বাসিন্দা ব্যবসায়ী তোহিদুজ্জামান মুকুলের ব্যবহৃত হিরোহোন্ডা সিভিজেড মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নেয়।

এ ঘটনায় এলাকায় মটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। সর্বপরি, মোটরসাইকেল চুরি বিষয়টি Talk of the Upazila-য় পরিণত হয়েছে।

এ সংক্রান্ত পূর্ববরর্তী পোস্টের লিংক:


পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনের অভিযোগ

পৌর এলাকায় এক সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বাড়ির সীমানার গাছপালা কেটে সাবাড় করে দেয়াসহ নানভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ বাতিখালী গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্য সুশান্ত মন্ডল বলেন, তাদের সাথে প্রতিবেশি আঃ মান্নান গাজীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছে। সর্বশেষ গতকাল শনিবার ভোরে বাড়ির সীমানার বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে বলে সুশান্ত মন্ডল জানিয়েছেন।

তবে আঃ মান্নান গাজী গাছ কাটার কথা অস্বীকার বলেন, আমার দু’কাঠা জমি তাদের সীমানায় রয়েছে, একাধিকবার সালিশী বৈঠক হলেও তারা গায়ের জোরে ভোগদখল করছে। এ প্রসঙ্গে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, গাছ কাটার বিষয়টি মৌখিকভাবে শুনেছি।

পাইকগাছায় আবারও মোটরসাইকেল চুরি

পাইকগাছা পৌরসদরে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গতকাল Voice of Paikgacha-য় “পাইকগাছায় মোটরসাইকেল চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই সংবাদ সকলের দৃষ্টিগোচর হওয়ার আগেই ঘটলো আবারও মোটরসাইকেল চুরির ঘটনা। সর্বশেষ শুক্রবার গভীর রাতে বাসষ্ট্যান্ড সংলগ্ন এক বাসাবাড়ী থেকে ১২৫ সিসি একটি ডিসকভার মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, গত শুক্রবার গভীর রাতে পৌরসদরের বাসষ্ট্যান্ড সংলগ্ন মৃত আলহাজ্ব মোহাম্মদ আলী গাজীর পুত্র হারুন-আর-রশিদের (সাহেব আলী) বাসাবাড়ীর বারান্দায় রাখা ১২৫ সিসির ডিসকভার
মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় এলাকায়
মোটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

পাইকগাছায় শাপলা কাব এ্যাওয়ার্ডের জাতীয় পরীক্ষা অনুষ্ঠিত

পাইকগাছায় শাপলা কাব এ্যাওয়ার্ড এর জাতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খানজাহান আলী মুক্ত কাব স্কাউট গ্রুপের শাপলা কাব এ্যাওয়ার্ড (প্রধানমন্ত্রী এ্যাওয়ার্ড) এর ২৮ জন কাব সদস্য অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করে।


পরীক্ষা কেন্দ্রে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান, জাতীয় পর্যায়ের প্রতিনিধি ফারুক আহম্মেদ, বাংলাদেশ স্কাউটস্ এর পরিচালক গাজী খালেদ মাহমুদ, খুলনা অঞ্চলের উপ-পরিচালক শফিকুল ইসলাম, এয়ার অঞ্চলের শীতল মিত্র।

১২ সরঃ প্রাথঃ বিদ্যালয়ে বিতর্কিত নিয়োগ বাতিলে মন্ত্রণালয়ের নির্দেশ

পাইকগাছার আলোচিত সমালোচিত ১২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী পদে বিতর্কিত নিয়োগ বাতিল করে পুনঃ নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য খুলনা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জ্যোতির্ময় বর্মন। এ ঘটনায় ভেঙ্গে পড়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও নিয়োগপ্রাপ্তরা। বিষয়টি নিয়ে গত ৬ মাস ধরে নিয়োগ কমিটি, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তির মধ্যে চিঠি চালাচালি ও টানপোড়ন চলে আসছে।

জানা যায়, উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিং এর ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে গত ২৩/০৬/১৩ তারিখ মৌখিক পরীক্ষা শেষে বিদ্যালয় নিয়োগ কমিটি ৩ জনের প্যানেল তালিকা প্রনয়নের পর মোটা অংকের টাকা ও অনিয়মের মাধ্যমে যোগ্য প্রার্থীকে উপেক্ষা করে অযোগ্য প্রার্থীকে প্যানেল তালিকায় প্রথম করা হয়েছে এমন অভিযোগে ১২টি বিদ্যালয়ের বিরুদ্ধে উপেক্ষিত প্রার্থীরা অভিযোগ করলে ১৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে শুনানিতে পুনঃ প্যানেল তালিকা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে নির্দেশনা প্রদান করলে শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জেলা প্রশাসকের দপ্তরে ন্যস্ত করেন। এদিকে কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে প্রধান শিক্ষকরা ১৩ আগষ্ট তারিখে বিতর্কিত নিয়োগ প্রদান করলে ১২ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেন।

অপরদিকে বিতর্কিত নিয়োগ বাতিল পূর্বক পুনঃ নিয়োগের জন্য স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা ২০ আগষ্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও পত্র প্রদান করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ০১ সেপ্টেম্বর ৯৭১ স্মারকে অভিযুক্ত মৌখালী, ঘোষাল বান্দিকাটি, পাইকগাছা মডেল, কুমখালী, পাইকগাছা ভিলেজ, লক্ষ্মীখোলা, গজালিয়া, বোরহানপুর, মঠবাটি, কেডিএস, সলুয়া গোলাবাটি ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১২ টি বিদ্যালয়ের বিতর্কিত নিয়োগ বাতিল করে পুনঃ নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য খুলনা জেলা প্রশাসক মেজবাহউদ্দিনকে নির্দেশ দিয়েছেন।