Friday, September 8, 2017

পাইকগাছায় দুর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ

পাইকগাছায় গড়ইখালী ইউনিয়নের পশ্চিম বাইনবাড়ীয়া সার্বজনীন পূজা মন্দিরের দুর্গা  প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ এবং উপজেলা পূজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে উপজেলায় ১৪২টি মন্দিরে চলছে পূজার প্রস্তুতি। প্রায় প্রতিটি মন্দিরে ইতোমধ্যে প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। আর কয়েকদিন পর থেকে শুরু হবে প্রতিমা রং তুলির কাজ। 

এদিকে গত বুধবার সকালে উপজেলার পশ্চিম বাইনবাড়ীয়া সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সার্বজনীন পূজা মন্দিরে স্থানীয় লোকজন পূজার মন্ডপে গিয়ে দেখতে পান দুর্গা প্রতিমার দুটি হাত, মহিষাশুরের দুটি হাত ও গনেশের শুর ভাঙ্গা।

গড়ইখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নীহার রঞ্জন সানা জানান, বুধবার সকাল দশটার দিকে স্থানীয় স্কুল কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ বাইন, বিপুল সরকারসহ কয়েকজন মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখেন কয়েকটি প্রতিমার অংশ বিশেষ ভাঙ্গা। কিন্তু কিভাবে এগুলি ভেঙ্গে গেছে বা কেহ ভেঙ্গে দিয়েছে কিনা সে ব্যাপারে মন্দির কমিটির লোকজন কিংবা স্থানীয় লোকজন কিছু বলতে পারেননি। 

খবর পেয়ে গত বুধবার দুপুরের দিকে থানার ওসি (তদন্ত) এস এম জাবিদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

থানার ওসি (তদন্ত) এস এম জাবিদ হাসান জানিয়েছেন, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ সরকার ও সম্পাদক অমিত সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে গতকাল বৃহস্পতিবার এজাহার দায়ের করেছেন। তিনি আরো জানান, বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।