পাইকগাছায় ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে শেষ দিনে চেয়ারম্যান পদে
১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ সহ মোট ২৪
প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার দিনভোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের দপ্তরে এসব মনোনয়ন জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন, বর্তমান উপজেলা
চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা
আ’লীগ সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল কালাম
আজাদ, শেখ সোহরাওয়ার্দি, জেলা বিএনপি’র উপদেষ্ঠা সাবেক এমপি এ্যাডঃ স.ম
বাবর আলী, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ, জেলা
যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ ইমাদুল ইসলাম, উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা
কামাল জাহাঙ্গীর, সিপিবি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল,
স্বতন্ত্র জি,এম, আব্দুর রশিদ।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা
যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমান, সাবেক সহ-সভাপতি দেবব্রত রায় দেবু,
যুবলীগনেতা টিকেন্দ্রনাথ মন্ডল, আ’লীগনেতা কুমারেশ মন্ডল, মুজিবর রহমান
সানা, বিএনপিনেতা ও সাংবাদিক মোঃ আব্দুল গফুর, যুবদলনেতা শেখ সামছুল আলম
পিন্টু, এ্যাডঃ এস,এম, মুজিবর রহমান, জামায়াতের উপজেলা আমীর মাওঃ শেখ কামাল
হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের শাহজাহান সিরাজ সাজু।
মহিলা
ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের ইউপি সদস্য দিপ্তী চক্রবর্তী, বিএনপির বর্তমান
ভাইস চেয়ারম্যান রাবেয়া হোসেন, শাহানারা খাতুন ও স্বতন্ত্র মাসুমা খাতুন।