Wednesday, June 4, 2014

পাইকগাছায় পুলিশ সদস্যের মৃত্যু

পাইকগাছার রাড়ুলী পুলিশ ক্যাম্পের সদস্য নজরুল ইসলাম গাজী (৩৫) মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্নানিল্লাহি.....রাজিউন)। তিনি পার্শ্ববর্তী তালা থানার শাহাজাতপুর গ্রামের এরফান গাজীর পুত্র।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পুলিশ সদস্য নজরুল প্রচন্ডভাবে বুকে ব্যথা অনুভব করেন। তাকে পাইকগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বুধবার নজরুলের লাশ তার গ্রামের বাড়ী শাহাজাতপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী, রাড়ুলী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই লিয়াকত, এ.এস.আই রবিউল, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান এস. এম. লিয়াকত’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ২ জনের সাজা

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত ২ জন মাদক সেবনকারী ও বিক্রেতাকে কারাদন্ড প্রদান ও জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন বুধবার ভ্রাম্যমাণ আদালতে উপজেলার নাছিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র ইমরান মোড়ল ওরফে বাবু (১৯) কে ২ মাস কারাদন্ড ও একই এলাকার মৃত বেলায়েত বিশ্বাসের পুত্র আব্দুল খালেক (৩৫) কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।

জানা যায়, কপিলমুনি ক্যাম্প ইনচার্জ হাসমত আলী ও টু.আই.সি সারেজান গোপণ সংবাদের ভিত্তিতে বাবু ও খালেককে মঙ্গলবার রাত্র ১১টার দিকে চার পুরিয়া গাজাসহ আটক করেন। বুধবার ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে সাজা দেওয়া হয়।

উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত জানান।

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় পাইপগান উদ্ধার

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরী পাইপগান উদ্ধার করা হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই বিশ্বজিৎ ও এস.আই সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের জনৈক জিন্নাত গাজী বাড়ী সংলগ্ন ঝোপের মধ্য থেকে সিমেন্টের বস্তায় কাপড়ে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় একটি দেশে তৈরী পাইপগান উদ্ধার করেন।

পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সম্পন্ন; বাচ্চু, রাজ্জাক, জামির প্যানেল বিজয়ী

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বাচ্চু, রাজ্জাক, জামির পরিষদের পুন্য প্যানেল বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলে।

মোট ১৭৮ ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু (কমান্ডার), আব্দুর রাজ্জাক মলঙ্গী (ডেপুটি কমান্ডার) ও জিএম জামির হোসেন (সাংগঠনিক) প্যানেল ১০৮ ভোট পেয়ে (হাতি) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিএম আনিসুর রহমান, মোঃ আব্দুল মান্নান মিস্ত্রী প্যানেল (কলস) প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন।

ভোটাধিকার বঞ্চিত এক ভোটারের কথা !

মাননীয় তথাকথিত জনপ্রতিনিধি (সাবেক ও বর্তমান),

সৃষ্টিকর্তা না করুক, আপনি যদি পাইকগাছাতে অবস্থানরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাদেরই সৃষ্টি এই "আন্তর্জাতিক মানের পাইকগাছা-আঠারমাইল সড়ক" আপনার মৃত্যুর কারণ হবে এতে কোন সন্দেহ নেই !

কারণ, এই সাত সমুদ্র তের নদী পার হয়ে উন্নত চিকিৎসা যে আপনার ভাগ্যে জুটবেনা তার গ্যারান্টি দিচ্ছে "নিয়তি" !

আজরাইলের আগমনী ঘন্টার আওয়াজ শুনেই আপনার উপলব্ধি হবে, কত্ত কত্ত কত্ত মানুষের অভিশাপ কুড়িয়েছেন জীবনভর !

সারামাস রাজধানীতে এসির শীতল বাতাস গায়ে লাগিয়ে, মাস শেষে এলাকায় ফিরে, খাস বৈঠকখানায় তৈলমর্দনকারীদের সাথে মতবিনিময় করে আর যাই হোক জনপ্রতিনিধিত্ব করা যায় না।

----জনৈক ভোটার (যিনি তার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত)

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা (মূল ফটক)


ছবিটি আমাদের পাঠিয়েছেন Amal Shil.

১৫ বছর সংসার করার পর ধরা খেলেন হিজড়া স্বামী

দীর্ঘ ১৫ বছর ধরে পুরুষ পরিচয়ে বিয়ে করে স্ত্রীর সাথে সংসার করে অবশেষে ধরা খেলেন লোকমান হোসেন নামের এক হিজড়া। যশোরের কেশবপুর কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। লোকমানের স্ত্রী ও তার শ্বশুর বাড়ির লোকজন তার প্রতারণা ফাঁস করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ১৯৯৯ সালে যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আলী মোল্যার মেয়ে নাজমা সাথে পাইকগাছা উপজেলার মালতে গ্রামের কাশেম মোড়লের ছেলে লোকমান হোসেনের বিয়ে করেন। বিয়ের আগে তারা স্থানীয় একটি ইটভাটায় একসাথে কাজ করছিলেন।

বিয়ের পর লোকমান হোসেন তার স্ত্রী নাজমাকে ধর্মীয় গ্রন্থ ছুইয়ে শপথ করে বলেন তিনি হিজড়া। তবে একথা কাউকে না বলার জন্য তাকে শপথ করান। এর থেকে সব কিছু গোপন রেখে সংসার করে আসছিলেন স্ত্রী নাজমা বেগম। এই সময়ের মধ্যে লোকমান হোসেন তার পৈর্তৃক সম্পত্তি বিক্রি করে শ্বশুর আলী মোল্যাকে মাছের ঘের করার জন্য প্রায় ৮০ হাজার টাকা ধার দেন।

গত ২৮ মে লোকমান হোসেন ও তার স্ত্রী শ্বশুরবাড়ি কানাইডাঙ্গা গ্রামে বেরাতে যান। এরপর শ্বশুর আলী মোল্যার কাছে পাওনা টাকা ফেরৎ চান। এতে তার শ্বশুর ক্ষিপ্ত হয়ে টাকা না দিয়ে উল্টা স্থানীয় ইউপি মেম্বারসহ এলাকবাসীর উপস্থিতিতে মেয়ে নাজমাকে দিয়ে তার স্বামী লোকমান হোসেন হিজড়া হয়ে পুরুষ পরিচয়ে বিয়ে করার ঘটনা ফাঁস করে দেন। এরপর কেশবপুর থানার পুলিশ ডেকে এনে তাকে পুলিশে সোপর্দ করেন।

নির্ভরযোগ্য সূত্র জানায়, তাদের বিয়ের পর স্ত্রী নাজমার সম্মতিতে তার স্বামী লোকমান হোসেন কাঠ দিয়ে একটি লিঙ্গ তৈরি করেন। এরপর ওই কাঠের লিঙ্গ দিয়ে তার স্ত্রীর যৌবনের চাহিদা পুরণ করে আসছিলেন। এ ঘটনায় প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন নাজমার পিতা আলী মোল্যা। যার মামলা নং- ২, তাং-০১/০৬/১৪।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, আটক লোকমান হোসেন (হিজড়া)। তিনি তার বাড়ি এলাকায় রোকেয়া নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আর প্রতারিত স্ত্রী নাজমাকে তার পিতার হেফাযতে দেয়া হয়েছে।

পাইকগাছা মোবাইল সার্ভিসিং সমিতির নতুন উপদেষ্টা হাফিজুর ও রজনী

পাইকগাছা মোবাইল সার্ভিসিং সমিতির মাসিক সাধারণ সভা ও উপদেষ্ঠা পদ পূরনের লক্ষে এক সভা সোমবার সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মোঃ হাফিজুর রহমানকে প্রধান উপদেষ্টা ও জনী কান্ত মন্ডলকে উপদেষ্টা করে নতুন নাম ঘোষনা করা হয়।

সমিতির সভাপতি জিএম আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জিএম শুকুরুজ্জামান, সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সৈয়দ বুলবূল হোসেন, ক্যাশিয়ার মোঃ জয়নুল হোসেন, পরিচালক নবদ্বীপ সানা, স্বজল কুমার দ্বাশ, গাজী রুবেল রাশেদ রকি, জাহিদ হোসেন, মিজানুর রহমান, মুত্তালিব হোসেন, অনিমেশ বালা, চন্দ্র কান্ত মন্ডল, ফয়সাল, গোলাম রসুল ও সুজন।

উল্লেখ্য গত ২৭ এপ্রিল আসাদুজ্জামান বিদ্যুকে উপদেষ্টা পদ থেকে বহিস্কার করার পর পদটি শূন্য ছিল।