Saturday, October 29, 2016

শুভ দীপাবলি

আলোক এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালার দিন। নিজের ভেতরের বাহিরের সকল অজ্ঞতা ও তমঃকে দীপ শিখায় বিদূরিত করার দিন। প্রেম-প্রীতি-ভালবাসার চিরন্তন শিখা প্রজ্বলিত করার দিন।

দেশ থেকে দেশে, অঞ্চল থেকে অঞ্চলে- এই দিনের মাহাত্ম্য ভিন্ন ভিন্ন; তবু মূল কথা এক। আর আধ্যাত্মিকতার গভীর দর্শনে এই দিন- আত্মাকে প্রজ্বলিত করে পরিশুদ্ধ করে সেই পরমব্রহ্মে লীন হওয়ার দিন।



‘‘ঘরে ঘরে ডাক পাঠালো
দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো
সাজাও আলোয় ধরিত্রীরে।’’
 

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

পাইকগাছায় দু’শতাধিক মণ্ডপে শ্যামা কালী পূজা ও দীপাবলি উৎসব

পাইকগাছায় ব্যাপক ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা কালী পূজা ও ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক স্থানে পূজার আয়োজন করা হয়েছে।

পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে নান্দনিক আলোক সজ্জ্বায়। প্রবেশদ্বারে করা হয়েছে বিশাল আকারের তোরণ। মূল পূজাস্থল সাজানো হয়েছে প্যান্ডেল দিয়ে। প্রধান সড়ক থেকে পূজাস্থলে যাওয়ার পথ সাজানো হয়েছে বিভিন্ন রঙ্গের বাতি দিয়ে। সন্ধ্যার পর মণ্ডপগুলোতে তৈরী হয় জাকজমকপূর্ণ মনোরম পরিবেশ। 

এ বছর পৌর এলাকায় সরল দাশ পাড়া, সরল উত্তর পাড়া, সরল পরমানিক পাড়া, সরল মাঝের পাড়া, সরল কালিবাড়ী পূজা মন্দির, সরল নবপল্লী, বাসস্টান্ড, বাজার মন্দির ও শিববাটীতে জাকজমকপূর্ণ পরিবেশে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ন্যায় উপজেলার বিভিন্ন স্থানে অনুরূপ দুই শতাধিক স্থানে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।



মধ্যরাত থেকে মূল পূজা শুরু হবে। এ উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলবে প্রসাদ বিতরণ, পূজা অর্চনা ও অঞ্জলী প্রদান।


Happy Diwali - শুভ দীপাবলি