Saturday, June 7, 2014

উফফ.... খুব পড়েছে গরম, তাই বৃষ্টি তোমায় আবার নিমন্ত্রণ !

কয়রায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ'সহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে থানায় মামলাটি করেন স্থানীয় ব্যবসায়ি শহিদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা মাসুম ও তার চার সহযোগী পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে গত বুধবার সন্ধ্যায় উপজেলার মদিনাবাদ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের বাড়িতে যেয়ে শহিদুল ইসলামকে না পেয়ে তার ছেলেকে মারধর ও বাড়ি ভাঙচুর করে চলে আসে। এ ঘটনায় পরের দিন থানায় মামলা করা হয়।

মামলার অন্য আসামীরা হলো যুবলীগ কর্মী মুকুল গাজী, ছাত্রলীগ কর্মী সালাউদ্দীন, মদিনাবাদ গ্রামের বাবু সরদার ও লুৎফর গাজী।

কয়রা থানার ওসি সুবীর দত্ত বলেন, মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের ধরতে পুলিশী অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে সাংবাদিক মারধরের ঘটনায় থানায় অপর একটি মামলা রয়েছে।

পাইকগাছায় ২ যুবককে পুলিশে সোপর্দ

পাইকগাছায় গরুচোর সন্দেহে স্থানীয় জনতা ২ যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার দিনগত গভীররাতে উপজেলার গড়ইখালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

ধৃতরা হলো কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চান্নিরচক গ্রামের জনৈক সাহেব আলী গাজীর পুত্র বিল্লাল গাজী (৩২) ও দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের জনৈক আরশাদ আলী সরদারের পুত্র আবু মুসা সরদার (৩০)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী বলেন, বিল্লাল গাজীর বিরুদ্ধে কয়রা থানায় পৃথক তিনটি ডাকাতি মামলা ও আবু মুসা সরদারের নামে দাকোপ থানায় একটি মাদক মামলা রয়েছে।