Tuesday, June 17, 2014

সিক্ত কর হে বৃষ্টি…. !

পাইকগাছাতে ফের দেখা মিলল স্বস্তির বৃষ্টির ! মৃদু হাওয়া আর রিমঝিম বৃষ্টি ! রাত সাড়ে ১২টার দিকে শুরু হল বৃষ্টি।

মুলারের হ্যাট্রিকে বিধ্বস্ত পর্তুগাল; ৪-০ গোলে জার্মানির জয়

ম্যাচের ৭৮ মিনিটেই পর্তুগালকে ৪ গোল দিয়েছে জার্মানি। যার ৩টিই এসেছে থমাস মুলারের পা থেকে। এর মাধ্যমে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করলেন তিনি। গোল শোধে মরিয়া ১০ জনের পর্তুগাল চেষ্টা করেও জার্মানির জালে কোনো বল জড়াতে পারেনি। ফলে ৪-০ গোলে পর্তুগালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। 

ম্যাচ যখন প্রথমার্ধের শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই নিজের দ্বিতীয় গোলটি করলেন থমাস মুলার। এরপরপরই বিরতিতে ম্যাচ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে জার্মানি। বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ‍

এর আগে ম্যাচের ৩২ মিনিটের মাথায় হ্যামেলস দ্বিতীয় গোলটি করেন অসাধারণ দক্ষতায়। ১২ মিনিটে প্রথম গোল করে ‍জার্মানি। এটি আসে পেনাল্টি শট থেকে। গোল করেন মুলার। ডি-বক্সের মধ্যে পেরিরা ফাউল করে হলুদ কার্ড পাওয়ার পর এই পেনাল্টি শট পায় জার্মানি।

পর্তুগাল তথা ক্রিশ্চিয়ানো রোনালদো তার লড়াই চালিয়েছেন। প্রথম গোল হজম করার পর দফায় দফায় আক্রমণ ‍চালিয়েছেন তিনি। রোনালদোকে ঘিরে চলে জার্মানিদের সার্বক্ষণিক চেকে রাখার লড়াই।

কিন্তু হয়তো চাপ সহনীয় পর্যায়ে ছিলো না পেপের। অসদাচরণের দায়ে ৩৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেপেকে। ম্যাচের ২৫ মিনিটের মাথায় নানির শটে পর্তুগালের গোল পাওয়ার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

এদিকে, ম্যাচের ২৭ মিনিটে আঘাত পেয়ে আলমেইদা মাঠে পড়ে গেলে পর্তুগালের জন্য সময় আরও খারাপ হয়ে ওঠে। অবশেষে মাঠ ছাড়তেই হয় ডিফেন্ডার আল মেইদাকে। পরিবর্তে মাঠে নামেন এডার।

এর আগে ম্যাচের প্রথম মিনিটেই সালভাদোর স্টেডিয়াম হয়ে ওঠে রণক্ষেত্র। এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপেরও এটি প্রথম ম্যাচ। মুখোমুখি জার্মানি ও পর্তুগাল।

পাইকগাছায় সাপের কামড়ে মোবারক নামে এক ব্যক্তির মৃত্যু

পাইকগাছায় সাপের কামড়ে মোবারক শেখ মোকন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মহিরুদ্দীন শেখের পুত্র। 

শুক্রবার রাতে বসতবাড়ী সংলগ্ন মসজিদ থেকে শবে বরাতের নামাজ পড়ে বেরিয়ে টিউবওয়েলে পা ধুতে গেলে বিষধর এক সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের নিকট থেকে ঝাড় ফুঁ শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্র জানিয়েছে।

পাইকগাছায় এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশে বিভিন্ন মহলের ক্ষোভ প্রকাশ

পাইকগাছায় ব্যবসায়ী লিয়াকত আলী ফকিরের আত্মহত্যার ঘটনায় স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হককে জড়িয়ে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশনের প্রতিবাদে পৌরসভার উদ্যোগে এক প্রতিবাদ সভা সোমবার দুপুরে পৌর ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমান, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুল লতিফ সরদার, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, এস,এম, তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, আসমা খাতুন, জাহানারা খাতুন, শেখ জালাল উদ্দীন, অধিবাস সানা, স.ম. আব্দুর রব, কামরুল ইসলাম, খলিলুর রহমান, মনোহর চন্দ্র সানা, গাজী সহিদুল ইসলাম খোকন, দাউদ শরীফ, ডাঃ জয়দেব।

উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা, আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হককে জড়িয়ে প্রকাশিত কুরুচিপূর্ণ সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

পাইকগাছায় অনিরাপদ এম.আর রোধ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পাইকগাছায় নিরাপদ মাতৃত্ব, অনাকাঙ্খিত গর্ভধারণ ও অনিরাপদ এম.আর রোধ প্রকল্পের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের উদ্যোগে ও নেদারল্যান্ড এ্যাম্বাসির সহায়তায় সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের প্রোগ্রাম অফিসার দিপালী বিশ্বাস। প্রজেক্ট কো-অর্ডিনেটর চম্পা দাশের পরিচালনায় নিরাপদ এম.আর, প্রজনন স্বাস্থ্য, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও স্বাস্থ্য অধিকারের উপর বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।

দলিত জনগোষ্ঠির ২ দিন ব্যাপী স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং-এর উদ্বোধন

পাইকগাছায় পরিত্রাণের উদ্যোগে দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা করণ প্রকল্পের ২ দিন ব্যাপী স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং-এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিস্ত্রী, সহকারী সমাজসেবা অফিসার নাজিমউদ্দীন, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন, পরিত্রাণের তারেক সরকার, ভবতোষ মন্ডল, বিজয় দাশ। উপস্থিত ছিলেন, সীমা সরকার, শ্যামল দাশ, কেয়া রাণী দাশ, লিলিমা সরকার, টুম্পা দাশ, মান্দারী দাশ ও চাঁদ কুমারী।