Saturday, March 1, 2014

পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রাক্ষা পেল স্কুল ছাত্রী

পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রাক্ষা পেল ৮ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী স্বপ্না দাশ। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ভবানীপুর গ্রামের ভোলা দাশ’এর কন্যা।

স্বপ্না’র ইচ্ছার বিরুদ্ধে পিতা-মাতা তার বিয়ের আয়োজন করলে, বিষয়টি জানতে পেরে পরিত্রাণ কর্মকর্তা আসাদুর রহমান কাজল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীনকে অবহিত করেন।

পরবর্তীতে ইউএনও’র নির্দেশে রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রবিউল ইসলাম পরিত্রাণ কর্মকর্তা বিজয় দাশ ও তারেক সরকারসহ স্থানীয় এলাকাবাসী শনিবার দুপুরে ভোলাদাশের বাড়ীতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন।

কয়রায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

Voice of Paikgacha এ উদ্যোগকে সাদুবাদ জানায় !


কয়রা থানা প্রশাসন মাদকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষনা করেছেন। এর আওতায় মাদক বিক্রেতা, মাদক সেবনকারী সহ মাদকের সাথে যারাই জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রাথমিক ভাবে সবাইকে সতর্ক করেছেন। বুধবার উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে এ ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ বেদকাশী থেকে আমাদী এলাকার শেষ পর্যন্ত এ মাইকিং করা হয়। এতে করে মাদক বিক্রেতাদের মনে ভীতির সঞ্চার হয়েছে। সচেতন মহল এ ব্যাপারে ওসি সুবীর দত্তকে অভিনন্দন জানিয়েছেন।

এলাকাবাসী তার এ অভিযান সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বুধবার সকাল ৯টায় কয়রা থানার ওসি সাংবাদিক এবং সূধীজনদের সাথে মত বিনিময়ের পর তিনি এ যুদ্ধের সিদ্ধান্ত গ্রহন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কয়রা থানার ওসি সুবীর দত্ত জানান, খুলনা-৬ আসনের সাংসদ এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাড় করানো হবে। তিনি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কপিলমুনি পল্লী দারিদ্র বিমোচনের সেবা সপ্তাহ'১৪ আয়োজন

অর্থনৈতিক, সামাজিক ও নারী উন্নয়ন, নারী পুরুষের সমতা বিধান, প্রত্যান্ত এলাকায় দারিদ্র জনগোষ্ঠীর মাঝে সোলার প্রকল্প বাস্তবায়ন সহ নানাবিধ কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে কপিলমুনিতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে পালিত হয়েছে সেবা সপ্তাহ’১৪। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় র‌্যালী ও পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 
 
কপিলমুনির অফিস কার্যালয়ে আলোচনা সভায় পাইকগাছা উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সহঃ হিসাব কর্মকর্তা অপূর্ব বাগচী, মাঠ কর্মকর্তা অনুপম রায়, সোলার কর্মকর্তা কার্ত্তিক চন্দ্র মন্ডল, উপকারভোগী সদস্য লিপি বেগম, রত্না বেগম, সাহিদা বেগম, ফিরোজা বেগম ও গীতা রানী দাশ।

খা.আ.মু.স্কা. গ্রুপের খন্দকার জিল্লুর রহমান আঞ্চলিক ক্যাম্পুরীতে যোগদান

যশোর পুলেরহাট নবম খন্দকার জিল্লুর রহমান আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাইকগাছার খানজাহান আলী মুক্ত স্কাউট গ্রুপের ৩০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা শুক্রবার বিকালে যশোরের উদ্দেশ্যে রওনা হন।

প্রতিনিধিরা ১ তারিখের উদ্ভোধনী অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনসহ ৫ দিনের অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করবেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, খানজাহান আলী, অনুপ সরকার, সুমন, আহাদ, ইমন, সোহাগ, নাফিস, প্রীতিষ, অখিল, দিবা, জ্যোতি, রাত্রি, নাদিরা হায়দার, মীম ও সেতু।

পাইকগাছা মোবাইল সার্ভিসিং সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

পাইকগাছায় মোবাইল সার্ভিসিং সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট ৩৪ ভোটারের মধ্যে ৩৩ জন ভোটার অংশগ্রহন করেন। যার মধ্যে ৩ ভোট বাতিল বলে গণ্য করা হয়।

প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে জিএম আসাদুজ্জামান ও জিএম শুকুরুজ্জামান সমান ভোট পেয়ে যৌথভাবে সভাপতি নির্বাচিত হন। পরে লটারির মাধ্যমে জিএম আসাদুজ্জামান প্রথম ৬ মাস এবং জিএম শুকুরুজ্জামান পরবর্তী ৬ মাস সভাপতির দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সদস্যপদে নির্বাচিত ৩ সদস্য হলেন জুয়েল রাশেদ পাপ্পু, নবদ্বীপ সানা ও গনেশ চন্দ্র সরদার।

এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি শহীদ বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও কোষাধ্যক্ষ ময়নুল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান বিদ্যুৎ বিকাশ চন্দ্র গাইন ও হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, সাংবাদিক গাজী সালাম, এসএম বাবুল আকতার, এমআর মন্টু, আব্দুল আজিজ ও আড়ৎদারী সমিতির সবুর হোসেন।

পাইকগাছা-কয়রার বিভিন্ন দাবি সংসদে তুলে ধরলেন এমপি নুরুল হক

জাতীয় চিংড়ী নীতিমালা চূড়ান্তকরণ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বপ্নের শিববাটী ব্রীজের অপ্রত্যাশিত টোল প্রত্যাহারসহ নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন খুলনা-৬ পাইকগাছা-কয়রার এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক।

মহান সংসদে তার এ গুরুত্বপূর্ণ বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন নির্বাচিত এলাকার দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। তিনি বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১ম অধিবেশনের প্রথমদিন রাষ্ট্রপতির ভাষনের ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য প্রদানকালে এসব দাবী তুলে ধরেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত দীর্ঘদিন অবহেলিত থাকা সুন্দরবন সংলগ্ন নির্বাচনী এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন এ্যাড. শেখ মোঃ নূরুল হক।

তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে মাহামান্য রাষ্ট্রপতির ভাষনের ধন্যবাদ প্রস্তাবের উপর সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট থেকে প্রায় ১৫ মিনিট দীর্ঘ বক্তব্য প্রদানকালে এলাকার উন্নয়নে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

বক্তৃতাকালে এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হক বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রার এক জনসভায় নির্বাচিত এ এলাকার দু’টি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করনের ঘোষনা দিলেও দীর্ঘ ৪ বছরেও তা বাস্তাবায়িত হয়নি। তিনি অবিলম্বে প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবি জানান।

এছাড়াও তিনি সোলাদানাস্থ অবহেলিত সরদার আবু হোসেন কলেজ এমপিও ভূক্ত করার দাবি জানান। ১৩ টি পোল্ডারে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনরোধ, জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদ খনন এবং অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পাইকগাছা পৌরসভায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও দীর্ঘ প্রত্যাশিত স্বপ্নের শিববাটী ব্রীজের অপ্রত্যাশিত টোল প্রত্যাহার জরুরী প্রয়োজন হয়ে পড়েছে বলে তিনি মহান জাতীয় সংসদে তুলে ধরেন।

তিনি জাতীয় চিংড়ী নীতিমালা প্রসংগে বলেন নীতিমালার অভাবে চিংড়ী অধ্যুষিত এ এলাকায় বহিরাগত প্রভাবশালী ঘের মালিকরা হাজার হাজার বিঘা আয়তনের চিংড়ী ঘের ৩০ বছরেরও অধিক সময় নিজেদের নিয়ন্ত্রনে রাখায় জমির মালিক হয়েও ভূমিহীন হাজার হাজার স্থানীয় জমির মালিকরা। প্রভাবশালী ঘের মালিকদের অত্যাচার ও হারির টাকা না পেয়ে এলাকাবাসী দেশত্যাগে বাধ্য হচ্ছে উল্লেখ করে তিনি অবিলম্বে জাতীয় চিংড়ী নীতিমালা চূড়ান্ত করার দাবি জানান।

সংসদে তার এ গুরুত্বপূর্ণ বক্তব্যকে ভূয়শী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন নির্বাচিত এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, দীর্ঘ ১৭ বছরেও পৌরসভায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। ফলে প্রতিবছর অগ্নিকান্ডে কোটি কোটি টাকার ক্ষতিসাধন হয়ে থাকে। এক্ষেত্রে স্থানীয় এমপি’র ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি সময় উপযোগী বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ঝুলে থাকা নির্মানাধীন স্বপ্নের শিববাটী ব্রীজ বর্তমান সরকারের সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হলেও অপ্রত্যাশিত টোল ধার্য্য পূর্বক ইজারা প্রদান করায় এলাকাবাসী অতিষ্ট হয়ে ওঠে। সর্বোপরি টোল প্রত্যাহারে স্থানীয় এমপি’র দাবির সাথে একমত পোষন করেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

সরদার আবু হোসেন কলেজের অধ্যক্ষ শেখ ফারুক উদ্দীন জানান, দীর্ঘদিন এমপি’ও ভূক্তি না হওয়ায় ২২ জন শিক্ষক-কর্মচারী বেতনভাতার অভাবে মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় এমপিও করনের প্রস্তাব সংসদে উত্থাপন করায় শিক্ষক, কর্মচারীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

এমপি’র দাবির সাথে একমত পোষন করে কলেজ জাতীয়করণের বিষয়টি দ্রুত বাস্তবায়নের প্রতাশা করেছেন ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল।