Sunday, August 24, 2014

'ভয়েস অফ পাইকগাছা'য় সংবাদ প্রকাশের পর তোলপাড়

পাইকগাছায় কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন


পাইকগাছায় আলোচিত কলেজ ছাত্রী গণর্ধষণের ঘটনার সংবাদ
'ভয়েস অফ পাইকগাছা'সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। পরে তিনি পাইকগাছা থানা চত্ত্বরে গাছের চারা রোপন করেন।

তিনি রবিবার বিকালে ঘটনাস্থল মাহমুদকাটি পরিদর্শন শেষে সন্ধ্যায় থানা ভবনে ভিকটিম ও তার পরিবারের সাথে কথা বলা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। লোহমর্ষক এ ঘটনার বিবরণ দিতে গিয়ে ভিকটিম ও তার পরিবার পুলিশ সুপারের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসপি হাবিবুর রহমান বলেন, বর্বরোচিত এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে দু’আসামীকে আটক করা হয়েছে উল্লেখ করে পলাতক আসামীদের যেকোন মুল্যে গ্রেপ্তার করা হবে তিনি জানান। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহায়তা চান। এ সময় উপস্থিত ছিলেন, ওসি সিকদার আককাছ আলি, ওসি (তদন্ত) শ্যামলাল নাথ শ্যামল, সাংবাদিক জি,এ গফুর, হাফিজুর রহমান রিন্টু, এম.আর মন্টু, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, নজরুল ইসলাম ও প্রভাষক আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, ঘটনার দিন ১৮ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার মালথ শেখপাড়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যা হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়া শেষে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় মাহমুদকাটি পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌছানোর পর গণধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় ২০ আগস্ট ভিকটিম বাদী হয়ে নোয়াকাটি গ্রামের মৃত সৈয়েদ গাজীর ছেলে খোরশেদ গাজী (২৩), মাহমুদকাটির অশোক হাজরার ছেলে খুলনা সিটি পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুব্রত হাজরা (২৪), একই এলাকার মুনছুর আলী খানের ছেলে মুনমুন খান (২৫), রহমান গাজীর ছেলে গহর গাজী (২৮) এবং দোকান মালিক সোহেলউদ্দীন গাজীর ছেলে হারুন গাজী (৩৫) কে আসামী করে থানায় মামলা করলে পুলিশ হারুন ও মুনমুনকে গ্রেপ্তার করে।

পাইকগাছার মুসা ডিগ্রি কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

পাইকগাছার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা ডিগ্রি কলেজের কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিতর্কিত নিয়োগ বাতিল করে পূর্ন নিয়োগের দাবী জানিয়েছে এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজে ১জন এম.এল.এস.এস, ১ জন আয়া এবং ১ জন লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষা গত ১৯ আগস্ট খুলনার আহসানউল্লাহ কলেজে অনুষ্ঠিত হয়।

অভিযোগ উঠেছে অনুষ্ঠিত পরীক্ষায় মেধার মূল্যায়ন না করে যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে উপেক্ষা করে কলেজের সভাপতি লাইব্রেরিয়ান পদে আত্মীয়করণ, এমএলএসএস ও আয়া পদে অর্থ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দানের সকল পক্রিয়া সম্পন্ন করেছেন।

এ ব্যাপারে উক্ত নিয়োগ বাতিল পূর্বক পূর্ন নিয়োগের দাবী জানিয়েছে এলাকাবাসী।

জীবন সংগ্রামে হার মানেনি কপিলমুনির প্রতিবন্ধী সুজন

জীবন সংগ্রামে হার মানেনি প্রতিবন্ধী সুজন। প্রতিবন্ধীর অভিশাপ থেকে কিছুটা হলেও নিজেকে মুক্ত করতে অবশেষে ইলেকট্রনিকের কাজ বেছে নিয়েছে ৩০ বছর বয়সী সুজন অরফে পচা।

জানাযায়, পাইকগাছা উপজেলার কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের মামুদকাটী গ্রামের দীলিপ দত্তের ছোট ছেলে সুজন দত্ত পচা। একেবারে ঠিকঠাক জানা না গেলেও ১৯৮৪ সালের কোন এক সময় মাতা গীতা রানী দত্ত’র কোল জুড়ে আসে সুজন।

প্রতিবন্ধী হয়ে সে জন্ম না নিলেও বয়স যখন ৬ মাস তখন পোলিও রোগে অক্রান্ত হওয়ায় তার ২ টি পা বিকলঙ্গ হয়ে যায়। প্রায়ই রোগে আক্রান্ত হওয়ায় পিতামাতা তার নাম দেন পচা। তার পা’দুটি বিকলঙ্গ হওয়ায় গ্রামের অন্য ছেলে মেয়ের মত হতভাগ্য পচার বেড়ে ওঠা সম্ভাব হয়নি। সারাক্ষণ তার বাড়ীর অঙ্গিনায় কোন রকমে ঘুরে ফিরে তার বেড়ে ওঠা।

অতি কষ্টে লেখা পড়া হয় ৫ম শ্রেনী পর্যন্ত। ব্যক্তি জীবনে ২০০৯ সালে বিবাহ করে সে, তার সংসার জুড়ে আসে এক ছেলে এক মেয়ে। শারীরিকভাবে পচা সামর্থবান না হলেও মানষিকভাবে অত্যন্ত শক্তিশালী, তার ভেতর রয়েছে ইচ্ছা শক্তি, রয়েছে মেধা শক্তিও। সে যেন জীবন সংগ্রামে এক অকুতোভয় বীর। সে সিদ্ধান্ত নিল আর জড়ো পদার্থের ন্যায় জীবন যাপন নয়। সে কর্মের মধ্য দিয়ে অর্থ উপার্জন করে জড়ো জীবনকে বিসর্জন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায়। 


আর তাইতো শুরু হলো কর্ম জীবনের শুভযাত্রা। বাড়ীর আঙ্গিনায় রাস্তার ধারেই ছোট একটি কুড়ে ঘর বেঁধে মুদি দোকান দেয় সে। সেখানে বেশ কয়েক বছর ব্যবসা পরিচালনা করে, পাশাপাশি নিজে নিজেই ইলেকট্রনিক সামগ্রি মেরামত করতে করতে এক পর্যায়ে সে ইলেকট্রনিক মিস্ত্রি হয়ে যায়। টর্চ লাইট থেকে শুরু করে টেলিভিশন মেরামত তার কাছে খুব সহজ কাজে পরিনত হয়। এরপর পচা বাড়ির আঙ্গিনা ছেড়ে উঠে আসে মামুদকাটী বাজারে। সেখানে বর্তমানে একটি ভাড়া দোকানে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সুজন দত্ত পচা বলেন, পঙ্গুত্ব আর প্রতিবন্ধী জীবন কারো কাঙ্খিত নয়। যদিও আমার জীবনের সাথে সেটা জড়িয়ে গেছে। প্রতিবন্ধী জীবনটাকে পুজি করে অভিশাপ্ত অন্ধকার গহীনে হারিয়ে যেতে চাই না, তাই তো আমার এজীবন সংগ্রাম। সকলের কাছে সহযোগীতা নয় শুধু আর্শির্বাদ চাই।

কয়রায় মাদরাসা সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কয়রায় খিরোল মহিলা দাখিল মাদরাসার সুপার মোস্তফা নুর মোহাম্মাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ করা এক লিখিত অভিযোগ মাদরাসার ছাত্রী, অবিভাবক, কমিটির সদস্য ও এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুপার নিয়মিত প্রতিষ্ঠানে না থেকে ৮-৯ দিন পর একদিন উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এ ছাড়া মাদরাসার শিক্ষক আকবার আলী, আমিরুল ইসলাম, আব্দুল হামিদ ও সালমা খাতুনের নিকট হতে বেতন করার নামে ১ লাখ ৩৭ হাজার টাকা হাতিয়ে নেন।

অভিযোগে আরও জানা যায়, সুপার মাদরাসার সাবেক সভাপতির স্বাক্ষর জাল করে ওই চারজন শিক্ষকের কাগজপত্র জেলা শিক্ষা অফিসে জমা দেন। বিষয়টি জানাজানি হলে জেলা শিক্ষা অফিস মতামত চেয়ে ৬৮৯নং স্মারকে উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ বিষয়টি সকল মহলে আলোচিত হতে থাকলে সুচতুর সুপার ওই চারজন শিক্ষকের ১ লাখ ২৩ হাজার টাকা গত ১৫/৮/১৪ইং তারিখের মধ্যে ফেরত দিবেন বলে লিখিত অঙ্গীকার করেন। এর পরও তিনি টাকা ফেরত না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে টালবাহানা করছেন।

এ ছাড়া সুপারের বিরুদ্ধে ২০১১ সাল থেকে অদ্যাবধি মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন না করাসহ বিস্তর অভিযোগ রয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। এ সকল আনীত অভিযোগের বিষয়টি নিয়ে মুঠোফোনে মাদরাসা সুপারের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

মাদরাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের সাথে কথা হলে তিনি বলেন, সুপারের অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করে সত্যতা মিললে ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছা উপজেলা পরিষদ এলাকা

ধূমপানমুক্ত নোটিশ না লাগালে প্রতিষ্ঠান বা পরিবহন মালিককে জরিমানা

পাবলিক প্লেস ও পরিবহনের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক নিজ প্রতিষ্ঠানে বা পরিবহনে ধূমপানমুক্ত নোটিশ না লাগালে তাকে গুণতে হবে এক হাজার টাকা জরিমানা। 

ধূমপান ও তামাক নিয়ন্ত্রনে গঠিত জেলা টাস্কফোর্স কমিটি এ আইন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করছে। টাস্কফোর্সের সভাপতি জেলা প্রশাসক আনিস মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এইড খুলনার কার্যালয়ে গত শুক্রবার বেলা ১১টায় এইড, সিয়াম ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়োজনে সমমনা সংস্থার সাথে সমন্বয় সভায় উপস্থিত জোট নেতারা এ কথা বলেন। মল্লিক আবিদ হোসেন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এইড তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক দোয়াবক্স শেখ।

সিয়ামের নির্বাহী পরিচালক মোঃ মাছুম বিল্লাহর পরিচালনায় বক্তৃতা করেন সাংবাদিক মোঃ আলাউদ্দিন, আকবর আলী, বিকাশ গোলদার, তাহমিনা রহমান, মোঃ শামীম, মোঃ সোহাগ প্রমুখ। আইন বাস্তবায়নে তথা জনস্বাস্থ্য রক্ষায় সকলকে সহায়তা করার জন্য সভা থেকে আহ্বান জানানো হয়।

ঢাবির ভর্তি পরীক্ষায় নিয়মের পরিবর্তন

আর মাত্র কয়েকটা দিন। এর পরই শুরু হয়ে যাবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তিযুদ্ধ। দেশে শিক্ষার্থীর অনুপাতে বিশ্ববিদ্যালয়ে আসন কম হওয়ায় প্রতিবছর ভর্তি পরীক্ষায় হয় তীব্র প্রতিযোগিতা। যা শিক্ষার্থীদের কাছে ভর্তিযুদ্ধ হিসেবেই বিবেচিত।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ সেশনের ভর্তি শুরু হতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে।

এ বছর প্রথমেই অনুষ্ঠিত হবে ব্যবসায় অনুষদের অধীনের ‘গ’ ইউনিটের পরীক্ষা। ভর্তি পরীক্ষার লক্ষ্যে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া চলমান আছে যা চলবে আগামী ৩১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সঙ্গে কথা বলে জানা যায় এবারের ভর্তি পরীক্ষায় ঢাবি প্রশাসন কয়েকটি নতুন নিয়ম চালু করেছে। শিক্ষার্থীর জন্য নিয়মগুলো বিস্তারিত তুলে ধরা হল-

পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ :: গত বছর ভর্তি পরীক্ষা চলকালীন বেশ কয়েক জন পরীক্ষার্থীকে আটক করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ক্যালটুলেটরে করে ডিজিটাল পদ্ধতিতে নকল করছিল। তাই এবছর ডিজিটাল জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘ক্যালকুলেটের সমাধান করতে হয় এমন জটিল প্রশ্ন পরীক্ষায় থাকছে না এ ক্ষেত্রে ক্যালকুলেটর নিষিদ্ধ হলেও তা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না।’

অ্যাডভান্স ইংলিশ :: এ বছরই প্রথম বারের মত ‘ঘ’ ইউনিটের মাধ্যমে যেসব শিক্ষার্থী ইংলিশ বিভাগে পড়তে চান তাদের বাংলাদেশ বিষয়াবলীর পরিবর্তে অ্যাডভান্স ইংলিশের উত্তরপত্র দাগাতে বলা হয়েছে। বিগত কোনো পরীক্ষায়ই শিক্ষার্থীদের অ্যাডভান্স ইংলিশের উত্তর করতে হয়নি। এ বছর অ্যাডভান্স ইংলিশ উত্তর করা ছাড়া ‘ঘ’ ইউনিট থেকে ইংলিশ নেয়া যাবে না বলে জানানো হয়েছে। তবে অ্যাডভান্স ইংলিশ দাগালে অন্যান্য বিষয়ও নেয়া যাবে।

নাম্বার হ্রাস :: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধু মেধাতালিকায় প্রথম দিকে থাকলেই সব ধরনের বিভাগে ভর্তি হওয়া যাবে না। এক্ষেত্রে বিভিন্ন বিভাগ পেতে হলেও শিক্ষার্থীদের পূরণ করতে কয়েকটি শর্ত এর মধ্যে অন্যতম হলো নাম্বারের শর্ত। গত বছর ভর্তি করানোর ক্ষেত্রে দেখা গেছে অনেক শিক্ষার্থী মেধাতালিকায় প্রথম দিকে থেকেও কোনো বিভাগে ভর্তির সুযোগ পায়নি।

অন্যদিকে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়াও আইন বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে শিক্ষার্থীর আসল খালি ছিল। তাই এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ইংলিশ ও বাংলায় মার্কস প্রায় ২/১ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আইন কিংবা অন্যান্য বিষয় পেতে সুবিধা হবে।

আসন বৃদ্ধি :: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ৬ হাজার ৫৮২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ৪৩৩ জন। এবছর ১৪৯টি আসন বেড়েছে বলে উপাচার্য নিশ্চিত করেছেন। তবে ‘খ’ ইউনিটের আসন কমানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে আসন সংখ্যা ছিল ১ হাজার ৫৯৩টি। তবে এ বছর এ ইউনিটটিতে ৪৭টি আসন বেড়ে আসন সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬৪০টিতে।

বিজনেস স্টাডিজ (ব্যবসায় শিক্ষা) অনুষদভুক্ত ‘গ’ ইউনিট থেকে গত বছর ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিল। এ বছর সেই সংখা ৯৫ জন বেড়ে দাড়িয়েছে ১ হাজার ১৭০টিতে।

গত বছর সম্মিলিত ‘ঘ’ ইউনিট থেকে ভর্তি সুযোগ পেয়েছিল ১ হাজার ৩৩৬ জন। এ বছর ইউনিটটিতে ৮০টি নতুন আসন বেড়ে মোট ১ হাজার ৪১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

চারুকলা অনুষদ (সব শাখা) ‘চ’ ইউনিটে গত বছর ভর্তির সুযোগ পেয়েছিল ১১৯ জন। এবছর ১৬টি আসন বেড়ে মোট ১৩৫ জন শিক্ষার্থী অনুষদটির বিএফ কোর্সে ভর্তির সুযোগ পাবে।

তবে প্রতিটি ইউনিটে আসন বাড়লেও কমেছে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের আসন। ইউনিটটিতে গত বছর আসন সংখ্যা ছিল ২ হাজার ৩১০। এ বছর ইউনিটটিতে ৮৯টি আসন হ্রাস পেয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২১টিতে।

বিস্তারিত বিষয় জানতে বিষয়ে বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিস সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলামেইলকে বলেন, ‘বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে নতুন করে কিছু নিয়ম করা হয়েছে।’

তবে মূলত ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের সুবিধার জন্য এ বছর এসব নিয়ম করেছি। একই সঙ্গে শিক্ষার্থী বৃদ্ধির কথা চিন্তা করে সর্বোচ্চ ১৪৯টি আসন বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।

পাইকগাছায় স্কুল ছাত্রকে মেরে আহত করার ঘটনায় শালিস

পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় গেটে এক ছাত্র অপর ছাত্রের মাথায় চেইন দিয়ে আঘাত করার ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটির শালিসে অভিযুক্ত ছাত্রের মাফ চাওয়া, পিতার ক্ষমা প্রার্থনা ও মুচলকা দেওয়ায় সকলে খুশি হলেও স্কুল ফান্ডে ১০ হাজার টাকা জরিমানা প্রদানের সিদ্ধান্তে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মেয়েলি ঘটনায় ১৩ আগস্ট স্কুল ক্যাম্পাসের স্কুল গেটে সদ্য এসএসসি পাশ করা ছাত্র প্রান্ত ঐ স্কুলের ইমনের মাথায় চেইন দিয়ে আঘাত করে। এতে তার মাথা কেটে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত ছাত্র প্রান্ত পুরাইকাটী গ্রামের অচিন্ত ঘোষের পুত্র এবং ছাত্র ইমন একই গ্রাম ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নূর আলী মোড়লের পুত্র। বিষয়টি মিমাংশার জন্য অচিন্ত ঘোষ ও নূর আলী মোড়ল, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের শরণাপন্ন হন।

১৬ আগস্ট শালিসে উপস্থিত সকলের সিদ্ধান্তে অভিযুক্ত ছাত্র প্রান্ত তার অপরাধের জন্য সকলের কাছে মাপ চায়, তার পিতা ক্ষমা প্রার্থনাসহ ভবিষ্যতে যাতে তার ছেলে এ ধরণের কোন অপরাধ না করে সে জন্য মুচলকা প্রদান করে। তাছাড়া অনেকে ধারণা করেন, চিকিৎসা খরচ সামান্য হলেও আহত ছাত্রের চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।